: উত্তরপ্রদেশে বৃষ্টির দাপট জারি রয়েছে। আজ অর্থাৎ শুক্রবারও প্রবল বৃষ্টি জারি থাকবে৷  বেনারসে বজ্র-বিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টির কারণে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গেট ও হাসপাতাল জলে জলে ভরে গেছে। জলের স্রোতে ভাসথে চারদিক তার ফলে বহু মানুষের যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

Heavy Rain Alert: প্রবল বৃষ্টিতে রাস্তাই হয়ে গেল পুকুর, রেল স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় চত্বর সর্বত্রই শুধু জল

: উত্তরপ্রদেশে বৃষ্টির দাপট জারি রয়েছে। আজ অর্থাৎ শুক্রবারও প্রবল বৃষ্টি জারি থাকবে৷  বেনারসে বজ্র-বিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টির কারণে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গেট ও হাসপাতাল জলে জলে ভরে গেছে। জলের স্রোতে ভাসথে চারদিক তার ফলে বহু মানুষের যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
: উত্তরপ্রদেশে বৃষ্টির দাপট জারি রয়েছে। আজ অর্থাৎ শুক্রবারও প্রবল বৃষ্টি জারি থাকবে৷  বেনারসে বজ্র-বিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টির কারণে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গেট ও হাসপাতাল জলে জলে ভরে গেছে। জলের স্রোতে ভাসথে চারদিক তার ফলে বহু মানুষের যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃষ্টির পর রাস্তাগুলিতে এক ফুট জলের নিচে চলে যায়৷  এর ফলে রাস্তার পাশে রাখা বাইকের চাকা জলের নীচে চলে গেছে৷
বৃষ্টির পর রাস্তাগুলিতে এক ফুট জলের নিচে চলে যায়৷  এর ফলে রাস্তার পাশে রাখা বাইকের চাকা জলের নীচে চলে গেছে৷
ক্যান্টমেন্ট রেলওয়ে স্টেশনের বাইরেও জলের নীচে রাস্তা৷  যার কারণে স্টেশনে যাতায়াতকারী যাত্রীদের প্রবল  সমস্যায় পড়তে হয়েছে।
ক্যান্টমেন্ট রেলওয়ে স্টেশনের বাইরেও জলের নীচে রাস্তা৷  যার কারণে স্টেশনে যাতায়াতকারী যাত্রীদের প্রবল  সমস্যায় পড়তে হয়েছে।
এ ছাড়াও বিভিন্ন জনবহুল জায়গার বাজারেও প্রচুর জল দাঁড়িয়েছে৷  এখানে এতটাই  জলে ভরে রয়েছে থার্মোকলের নৌকা বানিয়ে সাধারণ মানুষেরা মজা করতে দেখা গেছে।
এ ছাড়াও বিভিন্ন জনবহুল জায়গার বাজারেও প্রচুর জল দাঁড়িয়েছে৷  এখানে এতটাই  জলে ভরে রয়েছে থার্মোকলের নৌকা বানিয়ে সাধারণ মানুষেরা মজা করতে দেখা গেছে।
এছাড়াও, রেওয়ারি পুকুর, চার্চ, গুরুধাম, রামনগর এবং অন্যান্য এলাকার রাস্তাগুলিও কার্যত পুকুরে পরিণত হয়েছে৷  যার থেকে বাঁচতে পৌর কর্পোরেশনের ড্রেনের মুখ খুলে দেওয়ার কথা চলছে৷  বারাণসীতে এই মুহূর্তে প্রবল বেহাল অবস্থা৷
এছাড়াও, রেওয়ারি পুকুর, চার্চ, গুরুধাম, রামনগর এবং অন্যান্য এলাকার রাস্তাগুলিও কার্যত পুকুরে পরিণত হয়েছে৷  যার থেকে বাঁচতে পৌর কর্পোরেশনের ড্রেনের মুখ খুলে দেওয়ার কথা চলছে৷  বারাণসীতে এই মুহূর্তে প্রবল বেহাল অবস্থা৷