Tag Archives: Varanasi

Narendra Modi: বারাণসীতে রোড শো করে মনোনয়ন জমা দিলেন নরেন্দ্র মোদি

বারাণসীতে নরেন্দ্র মোদির মনোনয়ন। রোড শো করে মনোনয়নে মোদি। মনোনয়নে হাজির মন্ত্রিসভা। সকাল থেকে বারাণসীতে একাধিক কর্মসূচি। দশাশ্বমেধ ঘাটে পুজো ও আরতি। কালভৈরব মন্দিরে পুজো নরেন্দ্র মোদির।

গঙ্গার ঘাটে নেই কোনও কোলাহল, বারাণসী জুড়ে বিরাজ করছে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা; হঠাৎ কী এমন হল?

দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত। তাপমাত্রার পারদ ক্রমশ উর্ধ্বগামী। জায়গায় জায়গায় চল্লিশ ডিগ্রি অতিক্রম করেছে তাপমাত্রা। পশ্চিমবঙ্গের মতোই হাঁসফাঁস করছে উত্তরপ্রদেশও। আর সেই রাজ্যের বারাণসীতেই তার প্রভাব দেখা যাচ্ছে। গঙ্গার ঘাটই হোক আর শহরের রাস্তাঘাটই হোক - প্রায় সব জায়গাই জনশূন্য!
দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত। তাপমাত্রার পারদ ক্রমশ উর্ধ্বগামী। জায়গায় জায়গায় চল্লিশ ডিগ্রি অতিক্রম করেছে তাপমাত্রা। পশ্চিমবঙ্গের মতোই হাঁসফাঁস করছে উত্তরপ্রদেশও। আর সেই রাজ্যের বারাণসীতেই তার প্রভাব দেখা যাচ্ছে। গঙ্গার ঘাটই হোক আর শহরের রাস্তাঘাটই হোক – প্রায় সব জায়গাই জনশূন্য!
এমনিতে ভোর হতে না হতেই জেগে ওঠে বারাণসীর ঘাটগুলি। কোলাহলমুখর হয়ে ওঠে গঙ্গার ঘাট। তবে সেখানেই যেন নৈঃশব্দ বিরাজ করছে। বারাণসীর অস্সি ঘাট, তুলসী ঘাট, কেদার ঘাট, দশাশ্বমেধ ঘাট, ললিতা ঘাট, নমো ঘাট-সহ প্রায় সমস্ত ঘাটের চিত্রই একই!
এমনিতে ভোর হতে না হতেই জেগে ওঠে বারাণসীর ঘাটগুলি। কোলাহলমুখর হয়ে ওঠে গঙ্গার ঘাট। তবে সেখানেই যেন নৈঃশব্দ বিরাজ করছে। বারাণসীর অস্সি ঘাট, তুলসী ঘাট, কেদার ঘাট, দশাশ্বমেধ ঘাট, ললিতা ঘাট, নমো ঘাট-সহ প্রায় সমস্ত ঘাটের চিত্রই একই!
প্রতিদিনই সকাল ১০টা থেকে বিকাল ৪টে পর্যন্ত রীতিমতো জনশূন্য থাকছে এই ঘাটগুলি। দেখে যেন মনে হচ্ছে, সেখানে কোনও কার্ফু জারি করা হয়েছে। তবে বিষয়টা সেরকম নয়। প্রখর রোদের তেজই এই অবস্থার কারণ। আসলে সকাল হতে না হতেই যেন আগুন ঝরাতে থাকে সূর্য। তবে শুনসান এই ঘাটেই কয়েক জনকে ছায়ায় আশ্রয় নিতে দেখা গেল।
প্রতিদিনই সকাল ১০টা থেকে বিকাল ৪টে পর্যন্ত রীতিমতো জনশূন্য থাকছে এই ঘাটগুলি। দেখে যেন মনে হচ্ছে, সেখানে কোনও কার্ফু জারি করা হয়েছে। তবে বিষয়টা সেরকম নয়। প্রখর রোদের তেজই এই অবস্থার কারণ। আসলে সকাল হতে না হতেই যেন আগুন ঝরাতে থাকে সূর্য। তবে শুনসান এই ঘাটেই কয়েক জনকে ছায়ায় আশ্রয় নিতে দেখা গেল।
আর ৬ ঘণ্টা মতো সময় গঙ্গার ঘাটগুলিতে মানুষের আনাগোনা না থাকার কারণে গঙ্গাও যেন নিস্তরঙ্গ। আর বারাণসী তো পর্যটক ও পুণ্যার্থীদের অত্যন্ত পছন্দের জায়গা। অথচ এই তীব্র গরমে কেউ বারাণসীতে পা পর্যন্ত রাখছেন না। ফলে ঘাট থেকে বহু দূর পর্যন্ত গঙ্গার ঢেউগুলিও যেন শান্ত হয়ে গিয়েছে। শুধু ঘাটগুলির অবস্থাই শোচনীয় নয়, প্রাচীন এই শহরের রাস্তাঘাটও প্রায় জনশূন্য। প্রতিদিনই দুপুর ১২টার পর পথচারীদের ভিড় কমছে বারাণসীর রাস্তাঘাটেও।
আর ৬ ঘণ্টা মতো সময় গঙ্গার ঘাটগুলিতে মানুষের আনাগোনা না থাকার কারণে গঙ্গাও যেন নিস্তরঙ্গ। আর বারাণসী তো পর্যটক ও পুণ্যার্থীদের অত্যন্ত পছন্দের জায়গা। অথচ এই তীব্র গরমে কেউ বারাণসীতে পা পর্যন্ত রাখছেন না। ফলে ঘাট থেকে বহু দূর পর্যন্ত গঙ্গার ঢেউগুলিও যেন শান্ত হয়ে গিয়েছে। শুধু ঘাটগুলির অবস্থাই শোচনীয় নয়, প্রাচীন এই শহরের রাস্তাঘাটও প্রায় জনশূন্য। প্রতিদিনই দুপুর ১২টার পর পথচারীদের ভিড় কমছে বারাণসীর রাস্তাঘাটেও।
তবে এই অবস্থা যে অতি শীঘ্রই কাটবে না, সেই আশঙ্কার কথাও শুনিয়েছেন আবহাওয়াবিদ অধ্যাপক মনোজ কুমার শ্রীবাস্তব। তিনি বলেন যে, গোটা মে মাস জুড়েই বারাণসী জুড়ে তাপপ্রবাহ জারি থাকবে। আর আগামী সময়ে এই পরিস্থিতি আরও যন্ত্রণাদায়ক হয়ে উঠতে পারে।
তবে এই অবস্থা যে অতি শীঘ্রই কাটবে না, সেই আশঙ্কার কথাও শুনিয়েছেন আবহাওয়াবিদ অধ্যাপক মনোজ কুমার শ্রীবাস্তব। তিনি বলেন যে, গোটা মে মাস জুড়েই বারাণসী জুড়ে তাপপ্রবাহ জারি থাকবে। আর আগামী সময়ে এই পরিস্থিতি আরও যন্ত্রণাদায়ক হয়ে উঠতে পারে।
মনোজ কুমার শ্রীবাস্তবের কথায়, এই পরিস্থিতিতে একান্তই যদি বেরোতেও হয়, তাহলে কিছু খেয়ে বেরোতে হবে। শুধু তা-ই নয়, এই গ্রীষ্মের মরশুমে খাদ্যতালিকায় ফলমূল এবং শাকসবজি আরও বেশি পরিমাণে যোগ করতে হবে। আর এই সময় পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।
মনোজ কুমার শ্রীবাস্তবের কথায়, এই পরিস্থিতিতে একান্তই যদি বেরোতেও হয়, তাহলে কিছু খেয়ে বেরোতে হবে। শুধু তা-ই নয়, এই গ্রীষ্মের মরশুমে খাদ্যতালিকায় ফলমূল এবং শাকসবজি আরও বেশি পরিমাণে যোগ করতে হবে। আর এই সময় পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।

রেলস্টেশনে খিদে-তৃষ্ণায় কাতর যুবক; উদ্ধার করার পরে তাঁর পরিচয় জেনে চমকে গেলেন উদ্ধারকারীরা !

বারাণসী: বছর দু’য়েক আগে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন এক এসএসবি জওয়ান। আশ্চর্যজনক ভাবে তাঁর খোঁজ মিলল বাড়ি থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে উত্তর প্রদেশের বারাণসীতে। সেখানে এক হোটেলে বাসনকোসন মেজে তাঁকে জীবিকা নির্বাহ করতে দেখা গিয়েছে। জানা গিয়েছে, ওই এসএসবি জওয়ান আদতে তামিলনাড়ুর বাসিন্দা। আর তাঁর নাম হল প্রভু।

আরও পড়ুন- সাফল্যের শিখরে থাকাকালীনই মুখ থুবড়ে পড়েছিল কেরিয়ার ! এমনকী বাঁচার ইচ্ছাটাও জলাঞ্জলি দিয়েছিলেন; এখন ‘হিরামান্ডি’ নিয়ে আশাবাদী এই অভিনেতা

সংবাদমাধ্যম সূত্রে খবর, মাসখানেক আগে সঞ্জয় পাল নামে এক সমাজকর্মী ক্যান্ট রেলওয়ে স্টেশন থেকে এক এসএসবি জওয়ানকে উদ্ধার করেছিলেন। স্টেশনে ওই জওয়ানকে ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট পেতে দেখা গিয়েছিল। ফলে উদ্ধার করে ওই যুবককে নিজের আশ্রমে নিয়ে যান সমাজকর্মী সঞ্জয় পাল। দীর্ঘদিন ধরে তাঁর আশ্রমেই চিকিৎসা চলেছে ওই জওয়ানের। যখন তাঁর অবস্থার উন্নতি হয়, তখন জানা যায় যে, তিনি এসএসবি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। এরপর ২০২২ সালে তাঁর মানসিক অবস্থার অবনতির কারণে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তিনি।

আরও পড়ুন– মিশরের পিরামিডকে সাক্ষী রেখে বিয়ে ! শিল্পপতি অঙ্কুর জৈন এবং এরিকা হ্যামন্ড ‘গ্র্যান্ড ওয়েডিং’-এর ছবি ভাইরাল

এদিকে তামিলনাড়ুরই একটি থানায় ওই জওয়ানের নামে মিসিং ডায়েরি করা হয়েছিল প্রায় ২ বছর আগে। সমাজকর্মী সঞ্জয় জানান, এসএসবি জওয়ান প্রভুর অবস্থার উন্নতি হওয়ায় সব কিছু জানা যায়। তারপরেই তাঁরা দক্ষিণ ভারতের একটি প্রতিষ্ঠানে অরুণ কুমার নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। অরুণ কুমারকে এই জওয়ানের বিষয়ে জানানো হয়। সেখান থেকেই প্রভুর পরিবারের কাছে খবর যায়।

পুলিশের ইউনিফর্মে ছিনতাই ! দুর্বৃত্তকে হাতেনাতে ধরতেই ফাঁস চাঞ্চল্যকর তথ্য

বারাণসী: সাধারণ মানুষের ভরসার জায়গা পুলিশকর্মীরা। তাঁরা দায়িত্বে সদা সচেতন বলেই নাগরিকের জীবনও সুরক্ষিত। দুর্নীতি সব জায়গাতেই থাকে, ফলে, অসৎ পুলিশকর্মীরাও মাঝে মাঝে খবরের শিরোনামে নিজেদের জায়গা করে নেন। কিন্তু এবার যাঁকে নিয়ে চাঞ্চল্য, সেই ঘটনা কিছুটা আলাদা।

জানা গিয়েছে যে, উত্তরপ্রদেশের বারাণসী ক্যান্টনমেন্ট এলাকায় থাকা এক ব্যক্তিতে প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ, সংক্ষেপে জিআরপি। ওই ব্যক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ আসছিল অনেক দিন ধরেই। তদন্তে নেমে অবাক যান জিআরপি কর্মীরা।

আরও পড়ুন– রাম নাম সত্য… দুর্বৃত্তদের শেষ হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের

রাজবীর যাদব নামে অভিযুক্ত ওই ব্যক্তির জীবনযাপন ছিল রীতিমতো বিলাসবহুল। এই বিলাসবহুল জীবন কাটানোর জন্য একটি পয়সাও যদিও তিনি কোনও দিন খরচ করেননি। তিনি শুধু একটি নকল পুলিশের ইউনিফর্ম তৈরি করিয়েছিলেন।

জেরায় রাজবীর বলেছেন যে প্রথম যখন ওই ইউনিফর্ম পরে এক চায়ের দোকানে যান, চা খাওয়ার পরে দোকানদার তার দাম নেননি। এতে তাঁর সাহস বাড়ে। পরের ধাপে তিনি এক রেস্তোরাঁয় যান, সেখানেও খেয়ে আসেন বিনামূল্যে। এর পরে তাঁর আত্মবিশ্বাস চরমে পৌঁছে যায়।

পুলিশকর্মীর প্রতি নাগরিকের শ্রদ্ধার সুযোগ তুলতে থাকেন রাজবীর। প্রতারণার কেন্দ্র হিসেবে তিনি বেছে নেন বারাণসী ক্যান্টনমেন্ট রেল স্টেশনকে। সেখানে পুলিশকর্মী সেজে নানা অভিযোগে যাত্রীদের হেনস্থা করে টাকা আদায় করা ছিল তাঁর নিত্য কাজ।

আরও পড়ুন– রাশিফল ৫ ফেব্রুয়ারি- ১১ ফেব্রুয়ারি; দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ

যে দল রাজবীরকে হাতেনাতে ধরতে সমর্থ হয়েছে, তার তরফে জিআরপি অফিসার কুনওয়ার প্রতাপ সিং জানিয়েছেন, অভিযুক্ত গাজিয়াবাদের বাসিন্দা এবং চুরির অভিযোগে জেলও গিয়েছেন। জেল থেকে বেরিয়ে বেনারসে এসে পুলিশের ইউনিফর্মে চুরি ও জালিয়াতি শুরু করেন। ক্রমাগত অভিযোগ আসতে শুরু করে, তারপর শুরু হয় সিসিটিভি স্ক্যানিং। এরপর ফাঁস হয় ভুয়ো পুলিশের ব্যাপার।

রাজবীরকে ধরতে দুটি টিম গঠন করা হয় যাতে সাধারণ পোশাক ও ইউনিফর্মে পুলিশ মোতায়েন করা হয়। গতকাল রাতে চুরি করতে গিয়ে ধরা পড়েন অভিযুক্ত। সিং বলেন, ভুয়ো কনস্টেবলের কাছ থেকে চুরি করা দামি ল্যাপটপ, আইপ্যাড, অ্যাপল মোবাইল এবং কিছু নগদ টাকাও উদ্ধার করা হয়েছে। পুলিশ এফআইআর নথিভুক্ত করে অভিযুক্তকে জেলে পাঠিয়েছে।

General Knowledge: মুম্বই, দিল্লি, কলকাতা নয়! বলুন তো ভারতের সবচেয়ে পুরনো শহর কোনটি? ৯০% মানুষই কিন্তু জানেন না! আপনি জানেন?

সকলেরই সাধারণ জ্ঞান থাকা জরুরি। যেকোনও চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনও চাকরির পরীক্ষাতে জিকের অংশ থাকে।
সকলেরই সাধারণ জ্ঞান থাকা জরুরি। যেকোনও চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনও চাকরির পরীক্ষাতে জিকের অংশ থাকে।
চাকরির পরীক্ষায় এমন অনেক প্রশ্ন আসে যা কিছুক্ষণের জন্য ঘাবড়ে দেয় পরীক্ষার্থীদের। খুব সহজ মনে হলেও আদতে পরীক্ষার্থীদের অধিকাংশেরই জানা থাকা না সেই উত্তর।
চাকরির পরীক্ষায় এমন অনেক প্রশ্ন আসে যা কিছুক্ষণের জন্য ঘাবড়ে দেয় পরীক্ষার্থীদের। খুব সহজ মনে হলেও আদতে পরীক্ষার্থীদের অধিকাংশেরই জানা থাকা না সেই উত্তর।

 

এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক ভারতের সবচেয়ে পুরনো শহর কোনটি। উত্তর শুনলে আপনিও আবাক হবেন।
এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক ভারতের সবচেয়ে পুরনো শহর কোনটি। উত্তর শুনলে আপনিও আবাক হবেন।
বারাণসী, ভারতের সবচেয়ে পুরনো শহর। উত্তর প্রদেশের লক্ষনৌ থেকে ৩২০ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরটি গঙ্গা নদীর ধারে গড়ে উঠেছে।
বারাণসী, ভারতের সবচেয়ে পুরনো শহর। উত্তর প্রদেশের লক্ষনৌ থেকে ৩২০ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরটি গঙ্গা নদীর ধারে গড়ে উঠেছে।
৩০০০ বছরেরও বেশি পুরানো বলে মনে করা হয় এই শহর। বারাণসীর কাছে সারনাথেই গৌতম বুদ্ধ প্রথম বৌদ্ধধর্ম প্রবর্তন করেছিলেন।
৩০০০ বছরেরও বেশি পুরানো বলে মনে করা হয় এই শহর। বারাণসীর কাছে সারনাথেই গৌতম বুদ্ধ প্রথম বৌদ্ধধর্ম প্রবর্তন করেছিলেন।
বারাণসী শুধু ঘাটের জন্য বিখ্যাত নয়, তার অলিগলির জন্যেও বিশ্বের দরবারে খুবই জনপ্রিয়।
বারাণসী শুধু ঘাটের জন্য বিখ্যাত নয়, তার অলিগলির জন্যেও বিশ্বের দরবারে খুবই জনপ্রিয়।