ছবির ট্রেলার যেন নিজেই একটা টাইমমেশিন

Heeramandi Trailer: মুক্তি পেল বনশালীর স্বপ্নের ‘হীরামান্ডি’-র ট্রেলার, দীর্ঘ বিরতির পর ফারদীন, শেখর, মনীষাকে দেখে অভিভূত দর্শকরা

মুম্বই : অবশেষে মুক্তি পেল বহু প্রতীক্ষিত ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’-র ট্রেলার৷ ২০২২ সালে নেটফ্লিক্স জানিয়েছিল তারা ‘হীরামান্ডি’ আনতে চলেছে৷ কিন্তু সঞ্জয় লীলা বনশালীর স্বপ্নের এই প্রজেক্ট শেষ পর্যন্ত বাস্তবায়িত হতে হতে সময় লেগে গেল অনেকটাই৷

হীরামান্ডি বা হিরের বাজার। সেই ছবির ট্রেলার যেন নিজেই একটা টাইমমেশিন৷ সময়যানে সওয়ার হয়ে দর্শক পৌঁছে গিয়েছেন গত শতকের চারের দশকে, ভারতের স্বাধীনতা সংগ্রামে উত্তপ্ত বছরগুলিতে৷ সেই সময়পর্বের একটি দিক তুলে ধরা হয়েছে ‘হীরামান্ডি’ সিরিজে৷ সম্ভ্রান্ত গণিকারা যখন নিয়ন্ত্রক শক্তি ছিলেন, সেই সময়কে ফ্রেমবন্দি করা হয়েছে৷ নিজেদের রূপেগুণে তাবড় নবাবদের বশীভূত করেও ব্রিটিশ শক্তির অবদমনের শিকার হয়েছিলেন সেই গণিকারা৷

আরও পড়ুন : উপকারী হলেও ভুলেও সজনেডাঁটা, সজনেপাতার বড়া খাবেন না এঁরা! জানুন কারা সজনেডাঁটা ও পাতা খেলে বড় ক্ষতি

দীর্ঘ অবসর ভেঙে এই সিরিজের মাধ্যমেই অভিনয়ে ফিরেছেন ফারদীন খান, শেখর সুমন এবং মনীষা কৈরালা৷ তাঁদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দরি, রিচা চড্ডা, শরমিন সেহগল এবং সনজীদা শেখ৷ ফারদীন খান অভিনয় করছেন ওয়ালি মহম্মদের চরিত্রে৷ তাঁর অভিনীত চরিত্রে একবিন্দুতে এসে মিশবে মহত্ব, সম্ভ্রম এবং একতা৷ পর্দায় শেখর সুমন প্রাণবন্ত করে তুলবেন জুলফিকার আহমেদের চরিত্র৷ যাঁর মধ্যে মিলেমিশে একাকার হয়ে যাবে ক্ষমতা এবং পরিশীলতা৷ এই সিরিজে অভিনয় করছেন শেখর সুমনের ছেলে অধ্যয়নও৷ তাঁকে দেখা যাবে অনস্ক্রিন জোরাওয়ার আলি খানের চরিত্রে৷ সম্পদের উগ্র প্রকাশ নিয়ন্ত্রণ করে তাঁর আচরণ৷

 

আগামী ১ মে থেকে নেটফ্লিক্সে দেখা যাবে এই সিরিজ৷ ওটিটি-র পর্দায় ইতিহাস নির্ভর এই সিরিজে বনশালী ম্যাজিক দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা৷