হাসিনা সরকার গত ছয় বছর ধরে পুজোর সময় উপহার হিসাবে এপার বাংলাকে ইলিশ দেওয়ার প্রচলন চালু করেছিল। তবে প্রতিবছর এমন উপহার পেতে ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনকে চিঠি দিতে হয়। কিন্তু এবার চিঠিতে কাজ হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে।

Hilsa: ইলিশ কি আর মিলবে না? খারাপ খবর শোনালেন মৎস্যজীবীরা

এ বছর ইলিশ ধরার মরশুম শুরু হলেও, এখনও তেমন একটা ইলিশের দেখা মেলেনি। আর এর পরেই ভবিষ্যতে ইলিশ মিলবে কিনা তা নিয়েই প্রশ্ন তুলছেন খোদ মৎস্যজীবীরাই। বাংলার উপকূল থেকে মুখ ফেরাচ্ছে ইলিশ, এমনটাই মত মৎস্যজীবীদের একাংশের।