পর্যটকদের আকর্ষণ করতে নতুন প্রযুক্তি আনছেন হোমস্টে এবং হোটেল মালিকেরা

কলকাতা: পর্যটকদের আকর্ষণ করার জন্য মুখিয়ে থাকেন হোমস্টে এবং হোটেল মালিকেরা। তবে এবার হোটেল কিংবা হোমস্টে-র পরিচ্ছন্নতার জন্য গ্রিন লিফ রেটিং বাধ্যতামূলক করা হচ্ছে।

এই রেটিং থেকে পর্যটকরা পরিচ্ছন্নতার মান বুঝতে পারবেন। সেই সঙ্গে এই পরিচ্ছন্নতার উপর ভিত্তি করে সেখানে থাকা যাবে কি না, সেটাও নির্ধারণ করতে সুবিধা হবে পর্যটকদের।

এই রেটিংয়ের তিনটি আলাদা আলাদা মাত্রা থাকবে – লিফ-ওয়ান, লিফ-থ্রি এবং লিফ-ফাইভ।

আরও পড়ুন- বাড়ি থেকে পালিয়েছিলেন কলকাতার তরুণী, বর্ধমানে হয়ে গেল চরম সর্বনাশ

হিমাচল প্রদেশের চৌনত্রার ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) সরওয়ান কুমার বলেন যে, পর্যটনের সঙ্গে যুক্ত ইউনিটের জন্য গুরুত্বপূর্ণ হবে এই রেটিং।

মোট ২০০ নম্বরের মূল্যায়ন হবে। মূলত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, ফিক্যাল স্লাজ ম্যানেজমেন্ট এবং দূষিত জল ব্যবস্থাপনার উপর ভিত্তি করে এই নম্বর দেওয়া হবে।

রেটিং এবং মানদণ্ড:
সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট – ৮০ নম্বর
ফিক্যাল স্লাজ ম্যানেজমেন্ট – ৮০ নম্বর
গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট – ৪০ নম্বর

যদি কোনও হোমস্টে বা হোটেল ১০০ থেকে ১৩০-এর মধ্যে নম্বর পায়। তাহলে তাদের ঝুলিতে আসবে লিফ-১ রেটিং। যারা ১৩০ থেকে ১৮০-র মধ্যে নম্বর পাবে, তাদের ঝুলিতে আসবে লিফ-৩ রেটিং।

আর ১৮০-র উর্ধ্বে নম্বর পেলে লিফ-৫ রেটিং পেয়ে যাবে হোমস্টে বা হোটেলগুলি। আর এই রেটিং মিলবে দেবে একটি কমিটি। যার মাথায় থাকবেন এসডিএম। আর এই সার্টিফিকেট দেবেন মান্ডির ডেপুটি কমিশনার।

আরও পড়ুন- বিদায় হয়নি বৃষ্টির! কবে থেকে বদল আবহাওয়ায়? দুর্যোগে কী বরবাদ পুজো?

আর সবথেকে বড় কথা হল, এই রেটিংয়ের ফলে সুবিধা মিলবে। কারণ হোমস্টে বা হোটেলগুলির প্রাঙ্গণে দেওয়া থাকবে এই রেটিং। এর মাধ্যমে পরিচ্ছন্নতার মানদণ্ড সংক্রান্ত সুবিধা পর্যটকরা জানতে পারবেন। এতে পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে।

ক্লিনলিনেস গ্রিন লিফ রেটিং পর্যটকদের জন্য স্ট্যান্ডার্ড হবে। যার ভিত্তিতে তাঁরা সেখানে থাকবেন কি না, সেটা ঠিক করতে পারবেন।

এদিকে পর্যটনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থান রয়েছে যোগিন্দর নগরের। প্রতি বছর এখানে প্রচুর পর্যটক সমাগম হয়। এখান থেকে কাছে রয়েছে বারোত উপত্যকা এবং বির-বিলিংয়ের মতো এলাকা। এই পরিস্থিতিতে পরিচ্ছন্নতার গ্রিন লিফ রেটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।