Pakistan Bridge Collapse: হড়পা বানে ভেঙে পড়ল চিন- পাকিস্তান সংযোগকারী সেতু, দেখুন ভিডিও

#ইসলামাবাদ: হড়পা বানে ভেঙে পড়ল পাকিস্তান এবং চিনের মধ্যে সংযোগকারী হাসানাবাদ সেতু৷ পাকিস্তানের গিলগিট- বালটিস্তান প্রদেশে অবস্থিত এই সেতুটি শনিবার প্রবল জলের তোড়ে ভেসে যায়৷ যার ফলে আটকে পড়েন হাজার হাজার সাধারণ মানুষ এবং পর্যটকরা৷ তবে কোনও হতাহতের খবর নেই৷

পাকিস্তানের মন্ত্রী এবং সাংসদ শেরি রহমান কংক্রিটের তৈরি বিশাল সেতুর একাংশ ভেঙে পড়ার মুহূর্তের ভিডিও পোস্ট করেন৷ সেখানে তিনি লিখেছেন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় শিসপার হিমবাহ গলে গিয়ে এই বিপত্তি ঘটেছে৷ মন্ত্রী জানিয়েছেন, আপাতত যোগাযোগ ব্যবস্থা চালু করার জন্য একটি অস্থায়ী সেতু তৈরি করা হবে৷

আরও পড়ুন: 

href=”https://bengali.news18.com/photogallery/international/severely-ill-putin-fuming-that-secret-gymnast-lover-is-pregnant-again-ub-799448.html” target=”_blank”>৬৯-এর পুতিনের প্রেমিকা ফের অন্তঃসত্ত্বা, সেই খবরেই আরও অসুস্থ রুশ প্রেসিডেন্ট?

ভিডিও-তে দেখা গিয়েছে, তীব্র গতিতে বিপুল জলরাশি একটি পাহাড়ি নদী বেয়ে ধেয়ে আসছে৷ ওই জলরাশি সেতুর নীচে এসে পৌঁছতেই কয়েক সেকেন্ডের মধ্যে সেতুটির একাংশ ভেঙে পড়ে৷ ঘটনার মুহূর্তের বেশ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমগুলিতে ছড়িয়ে পড়ে৷ সেখানে দেখা গিয়েছে, সাধারণ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিচ্ছেন পুলিশকর্মীরা৷

আরও পড়ুন: করাচির স্বরে মুম্বইয়ের সুর! পাকিস্তানের যুবক জিতে নিল ভারতের মন! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

জানা গিয়েছে, শুধু হাসানাবাদ সেতু নয়, এই হড়পা বানের জেরে দু’টি জল বিদ্যুৎ প্রকল্পও ভেসে যায়৷ বহু বাড়িঘর, কৃষি জমি এবং জল সরবরাহের লাইনও জলের নীচে ডুবে গিয়েছে৷

পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট- বালটিস্তানের কারাকোরাম হাইওয়ের উপরে চিনের তৈরি এই সেতুটি অবস্থিত ছিল৷ পাকিস্তান এবং চিনের মধ্যে সংযোগকারী পথে এটিই মূল সেতু ছিল৷