দোলে রঙ লেগেছে গাড়িতে? কী করে যত্ন নেবেন! এই টিপস মাথায় রাখুন, ঝকঝকে হবে গাড়ি

কলকাতা: দোলের উৎসব শেষ হয়ে গিয়েছে। সারা দেশ জুড়ে দোল যাত্রার উৎসব পালিত হয়েছে। তবে আনন্দের মুহুর্ত পালন করতে গিয়ে এখন অনেককেই ভোগান্তির শিকার হতে হয়েছে।

বিশেষ করে গাড়িতে দোলের রঙ লেগে বিশেষ ক্ষতি হয়েছে। আজ আমাদের বিশেষ টিপস তাদের জন্য। গাড়ি থেকে দোলের রঙ তুলতে তাই এই কয়েটি টিপস মেনে চলা যাক।

গাড়ি ধোয়ানো

গাড়ি পরিষ্কার করার সবচেয়ে প্রথম ধাপ হল গাড়ি ধোয়ানো। এই সময় জল দিয়ে ভাল করে গাড়িটিকে ধুয়ে নিতে হবে। এর সঙ্গে অল্প সাবান জল বা লিকুইড সোপও ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুন- ছেলে হওয়ার পর অনুষ্কার প্রথম ছবি! বিরাটের স্ত্রীকে কেমন দেখাচ্ছে? বড় চমক

কার ক্লিনিং সলিউশন ব্যবহার

জলের সঙ্গে বেশ কিছুটা রঙ ধুয়ে যাওয়ার পরে শক্তিশালী কার ক্লিনিং সলিউশন ব্যবহার করতে হবে। বাজার চলতি কার ক্লিনিং সলিউশনের পরিবর্তে বাড়িতেই বেকিং সোডা এবং ভিনিগার ব্যবহার করে কার ক্লিনিং সলিউশন বানিয়ে নেওয়া যায়।

রঙ ঘষে তুলে ফেলা

এরপরে একেবারে বসে যাওয়া রঙ ওঠাতে শক্ত খোসাজাতীয় কিছু দিয়ে রঙ ঘষে তুলতে হবে।

গাড়ি ধোয়া এবং শুকোনো

কার পলিশ বা ওয়াক্স

এই বারে সময় হল গাড়িতে কার পলিশ বা ওয়াক্স লাগানোর সময়। প্রতিবার গাড়ি ধোয়ার পড়ে গাড়িতে কার পলিশ বা ওয়াক্স লাগালে গাড়ির জৌলুস বজায় থাকবে। এতে গাড়িতে অতিরিক্ত একটি প্রোটেকশনের স্তর যোগ করা যায়। এছাড়াও গাড়িতে কার পলিশ বা ওয়াক্স লাগালে ভবিষ্যতেও এই ধরনের কোনও ঘটনা থেকেও গাড়ি রক্ষা পায়।

আরও পড়ুন- আইপিএল দেখছেন? বলুন তো, কমলা আর বেগুনি টুপি এখন কাদের মাথায়?

কার ক্লিনিং সার্ভিস

নিজের গাড়ি ধোয়ার পরেও একবার অন্তত কোনও প্রফেশনাল কার পলিশ ক্লিনিকে গিয়ে গাড়ি দেখিয়ে আনা উচিত।