যাত্রীদের সুবিধার্থে স্পেশাল ট্রেনের পরিষেবার মেয়াদ বৃদ্ধি করা হল

Holi Special Train Service: দোলের ছুটিতে বেড়াতে যাচ্ছেন? বাড়ল স্পেশাল ট্রেনের পরিষেবা, জানুন বিশদে

কলকাতা : যাত্রীদের সুবিধার্থে স্পেশাল ট্রেনের পরিষেবার মেয়াদ বৃদ্ধি করা হল। আরও এক জোড়া হোলি স্পেশাল ট্রেনের যাতায়াত বাড়ানো হচ্ছে। যাত্রীদের অতিরিক্ত ভিড় কমানোর লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সাপ্তাহিক স্পেশাল ট্রেন নং. ০১৬৬৬/০১৬৬৫ (রানি কমলাপতি-আগরতলা-রানি কমলাপতি)-এর পরিষেবা ২৬টি ট্রিপের জন্য অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উৎসবের সময় যাত্রীদের সুবিধার জন্য আরও এক জোড়া স্পেশাল ট্রেন উভয় দিক থেকে একটি ট্রিপের জন্য আনন্দ বিহার-যোগবাণী-আনন্দ বিহারের মধ্যে চালানো হবে।সেই অনুযায়ী, ট্রেন নং. ০১৬৬৫ (রানি কমলাপতি-আগরতলা) স্পেশাল প্রত্যেক বৃহস্পতিবার চলাচলের জন্য ২৭ জুন, ২০২৪ পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০১৬৬৬ (আগরতলা-রানি কমলাপতি) স্পেশাল প্রত্যেক রবিবার চলাচলের জন্য ৩০ জুন, ২০২৪ পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। উভয় দিক থেকে ট্রেনটি আম্বাসা, ধর্মনগর, নিউ হাফলং, গুয়াহাটি, রঙিয়া, কিষানগঞ্জ, বারাউনি জং., দানাপুর, মির্জাপুর, ইতরসি জং. হয়ে চলাচল করবে।

সেইসঙ্গে, হোলি স্পেশাল ট্রেন নং. ০৪০১০ (আনন্দ বিহার-যোগবাণী) ২৬ মার্চ, ২০২৪ (মঙ্গলবার) ২৩.৪৫ ঘণ্টায় আনন্দ বিহার থেকে রওনা দিয়ে যোগবাণী পৌঁছবে বৃহস্পতিবার ০৫.২০ ঘণ্টায়। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০৪০০৯ (যোগবাণী-আনন্দ বিহার) ২৮ মার্চ, ২০২৪ (বৃহস্পতিবার) ০৯.০০ ঘণ্টায় যোগবাণী থেকে রওনা দিয়ে আনন্দ বিহার পৌঁছবে পরের দিন ১৬.০৫ ঘণ্টায়। যাত্রীদের জন্য ট্রেনটিতে এসি-৩ টিয়ার, স্লিপার ক্লাস এবং সেকেন্ড সিটিং কোচ থাকবে।

আরও পড়ুন : রায়গঞ্জ, বালুরঘাট হয়ে রানাঘাট-লোকসভা নির্বাচনে নজরে রাজনৈতিক অঙ্ক

উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, “এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি-র ওয়েবসাইটে পাওয়া যাবে। পাশাপাশি বিভিন্ন সংবাদপত্রে ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও জানানো হয়েছে। যাত্রা শুরু করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।”

ইতিমধ্যেই উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে বেশ কয়েকটি স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে। এর ফলে বাংলা, বিহার, অসমের মানুষের যাতায়াতের সুবিধা বাড়বে।