Tag Archives: Train

Indian Railways: UTS অ‍্যাপে বড় বদল! থাকল না ২০ কিলোমিটারের গন্ডি! টিকিট কাটুন যে কোনও জায়গা থেকে

কলকাতাঃ বাড়ি স্টেশন থেকে অনেক দূরে ? ভাবছেন স্টেশনে পৌঁছে টিকিট কাটতে কাটতে ট্রেন বেরিয়ে যেতে পারে ? কোনও চিন্তা নেই। পূর্বরেল আপনাদের জন্য সমাধান নিয়ে এসেছে। এখন, বাড়ি স্টেশন থেকে যত দূরেই হোক না কেন, UTS অন মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই টিকিট কাটতে পারবেন।

আরও পড়ুনঃ নজরে ষষ্ঠ দফার ভোট! মেদিনীপুর ও জঙ্গলমহলের জেলাগুলিতে আজ থেকে টানা প্রচারে মমতা

ট্রেনের সাধারণ শ্রেণিতে ভ্রমণকে আরও সহজ করতে, UTS অন মোবাইল অ্যাপে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনের ফলে এখন যাত্রীরা যে কোনও স্থান থেকে গন্তব্যের টিকিট পেতে পারেন, আগে এই অ্যাপে ২০ কিলোমিটারের সীমাবদ্ধতা ছিল, অর্থাৎ যদি কোনও যাত্রী কোনও স্টেশন থেকে ২০ কিলোমিটার দূরে থাকেন, তবেই তিনি UTS অন মোবাইল অ্যাপে টিকিট নিতে পারতেন। এখন এই নিষেধাজ্ঞা সরানো হয়েছে। এখন যাত্রীরা যে কোনও স্থান থেকে টিকিট নিতে পারবেন। শুধুমাত্র যদি কোনও যাত্রী প্ল্যাটফর্মে থাকেন বা ট্রেনে ভ্রমণ করেন, তবে তিনি UTS অন মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইন টিকিট কাটতে পারবেন না, বিনা টিকিটে রেল সফর বন্ধ করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রেলের তরফ থেকে এটি একটি বিশেষ প্রচেষ্টা, যাতে অনলাইন মাধ্যম, পেপারলেস টিকেটিং, ডিজিটাল বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং পরিবেশ সুরক্ষায় অবদান রাখা যায়।

পূর্ব রেল নিত্যযাত্রীদের স্বাচ্ছন্দে যেকোনো উদ্যোগ নিতে বদ্ধপরিকর, তা সে অনলাইন অ্যাপ-ই হোক, অথবা স্টেশন পরিকাঠামোই হোক – সমস্ত প্যাসেঞ্জার অ্যামেনিটিজ এবং সার্ভিসেস এর ক্রমাগত উন্নতিবিধানে পূর্ব রেল আপনাদের যাত্রাপথ আরও সহজ করে তুলছে।

Indian Railways interesting facts: ১১ রকম হর্ন রয়েছে ভারতীয় রেলে, কোনটির কী অর্থ জানলে অবাক হবেন

ভারতীয় রেল বিশ্বের অন্যতম বৃহত্তম রেল নেটওয়ার্ক। ট্রেনের কু… ঝিক ঝিক শব্দের সঙ্গে আমরা কমবেশি সকলেই পরিচিত। কিন্তু এই হর্নেরই রকমফের রয়েছে। ভারতীয় রেলে ১১টি হর্ন রয়েছে, প্রতিটি হর্নের অর্থ আলাদা। জেনে নেওয়া যাক কোনটির অর্থ কী!

১. এক বার ছোট হর্ন: ট্রেনের এক বার ছোট হর্ন দেওয়ার অর্থ মোটরম্যান ট্রেনটিকে পরিস্কার করার জন্য রেল-ইয়ার্ডে নিয়ে যাবেন।

২. দু’বার ছোট হর্ন: দু’বার ছোট হর্ন দেওয়ার অর্থ চালক গার্ডকে ট্রেন ছাড়ার জন্য অনুমতি চাইছেন।

৩. তিন বার ছোট হর্ন: এই হর্নের ব্যবহার কম। তিন বার কম সময়ের জন্য হর্ন বাজালে বুঝতে হবে মোটরম্যান ইঞ্জিনের প্রতি নিয়ন্ত্রণ হারিয়েছেন এবং গার্ডকে ব্রেক কষে ট্রেন থামাতে হবে।

আরও পড়ুন: বিয়েতে বরযাত্রীদের মিষ্টি পরিবেশন করা হয়নি, রাগে বিয়ে ভেঙে দিল বরের পরিবার

৪. চার বার ছোট হর্ন: এই ধরনের হর্নের অর্থ ট্রেনে কোনও যান্ত্রিক গোলযোগ হয়েছে, তাই ট্রেন আর যাবে না।

৫. এক বার লম্বা হর্নের পর ছোট হর্ন: এই হর্নের মাধ্যমে চালক মোটরম্যানকে ব্রেক পাইপ সিস্টেম সেট করতে বলেন।

৬. দু’বার লম্বা হর্নের পরে দু’বার ছোট হর্ন: এই হর্নের অর্থ হল চালক গার্ডকে ইঞ্জিনের নিয়ন্ত্রণ নিতে বলছে।

আরও পড়ুন: ১৭৪ বলে ৩৬ রান করে নটআউট! বিরাটের স্ট্রাইক রেট নিয়ে তরজার মধ্যেই ভাইরাল গাভাসকরের ইনিংস, গোহারা হারে ভারত

৭. এক বার টানা হর্ন: এক বার টানা হর্ন বাজালে যাত্রীদের বুঝতে হবে যে ট্রেনটি কয়েকটি স্টেশনে থামবে না।

৮. থেমে থেমে দু’বার হর্ন: এই হর্নের অর্থ লাইন পারাপার যিনি করছেন তাকে জানানো যে ট্রেনটি না থেমে সোজা বেরিয়ে যাবে।

৯. দু’বার লম্বা এবং ছোট হর্ন: এই ধরনের হর্নের অর্থ, ট্রেনটি লাইন বদলাচ্ছে।

১০. দু’বার ছোট হর্নের পরে লম্বা হর্ন: এই ধরনের হর্নের দু’টি অর্থ, হয় গার্ড ব্রেক কষেছে বা কোনও যাত্রী চেন টেনেছেন।

১১. ছ’বার ছোট হর্ন: এই হর্নটির অর্থ ট্রেনটি বিপদে আটকে গিয়েছে।

Indian Railway: ভিড়ের মধ্যে দৌড়ে লোকাল ট্রেনের টিকিট আর কাটতে হবে না! রেল যাত্রীদের জন্য সুখবর

টিকিট কাউন্টারের আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না।বাড়িতে বসেই এবার বুক করতে পারবেন জেনারেল টিকিট।এবার অসংরক্ষিত টিকিটের ক্ষেত্রেও এবার টিকিটের প্রি-বুকিংয়ের জন্য অ্যাপ চালু করল রেল। ফলে ঘরে বসেই এখন থেকে নির্দিষ্ট গন্তব্যের ক্ষেত্রে টিকিট কাটতে পারবেন যাত্রীরা।
টিকিট কাউন্টারের আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না।বাড়িতে বসেই এবার বুক করতে পারবেন জেনারেল টিকিট।এবার অসংরক্ষিত টিকিটের ক্ষেত্রেও এবার টিকিটের প্রি-বুকিংয়ের জন্য অ্যাপ চালু করল রেল। ফলে ঘরে বসেই এখন থেকে নির্দিষ্ট গন্তব্যের ক্ষেত্রে টিকিট কাটতে পারবেন যাত্রীরা।
সংরক্ষিত টিকিটের ক্ষেত্রে অনেক আগেই এই অ্যাপ চালু করেছে রেল। ফলে ঘরে বসে টিকিট কেটে দূরদূরান্তে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে এখন আর ঝক্কি পোহাতে হয় না যাত্রীদের। এবার অসংরক্ষিত কামরার যাত্রীদের ক্ষেত্রেও এমন সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ।
সংরক্ষিত টিকিটের ক্ষেত্রে অনেক আগেই এই অ্যাপ চালু করেছে রেল। ফলে ঘরে বসে টিকিট কেটে দূরদূরান্তে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে এখন আর ঝক্কি পোহাতে হয় না যাত্রীদের। এবার অসংরক্ষিত কামরার যাত্রীদের ক্ষেত্রেও এমন সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ।
এই প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, 'এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে মোবাইলের প্লে স্টোরে গিয়ে ইউটিএস অ্যাপ ডাউনলোড করতে হবে। সেখান থেকেই টিকিট কাটা যাবে। তবে ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে টিকিট কাটা যাবে।' এই ক্ষেত্রে তিন শতাংশ বোনাস মিলবে বলেও রেল সূত্রে খবর।
এই প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, ‘এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে মোবাইলের প্লে স্টোরে গিয়ে ইউটিএস অ্যাপ ডাউনলোড করতে হবে। সেখান থেকেই টিকিট কাটা যাবে। তবে ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে টিকিট কাটা যাবে।’ এই ক্ষেত্রে তিন শতাংশ বোনাস মিলবে বলেও রেল সূত্রে খবর।
দেশের বাকি অংশের সঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলের অধীনে থাকা ট্রেনগুলির ক্ষেত্রেও আনরিজার্ভ টিকিটিং সিস্টেম বা ইউটিএস চালু করা হয়েছে। অর্থাৎ অসংরক্ষিত কামরার ক্ষেত্রেও এখন থেকে অগ্রিম টিকিট অনায়াসেই কাটতে পারবেন যাত্রীরা।
দেশের বাকি অংশের সঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলের অধীনে থাকা ট্রেনগুলির ক্ষেত্রেও আনরিজার্ভ টিকিটিং সিস্টেম বা ইউটিএস চালু করা হয়েছে। অর্থাৎ অসংরক্ষিত কামরার ক্ষেত্রেও এখন থেকে অগ্রিম টিকিট অনায়াসেই কাটতে পারবেন যাত্রীরা।
রেলসূত্রে খবর, নগদহীন লেনদেনের প্রতি জোর দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সুবিধার মাধ্যমে, রেল যাত্রীরা অসংরক্ষিত টিকিট পেতে দীর্ঘ লাইনে দাঁড়ানো এড়াতে পারবেন এবং সহজেই তাদের মোবাইল থেকে সাধারণ অর্থাৎ অসংরক্ষিত টিকিট বুক করতে পারবেন।
রেলসূত্রে খবর, নগদহীন লেনদেনের প্রতি জোর দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সুবিধার মাধ্যমে, রেল যাত্রীরা অসংরক্ষিত টিকিট পেতে দীর্ঘ লাইনে দাঁড়ানো এড়াতে পারবেন এবং সহজেই তাদের মোবাইল থেকে সাধারণ অর্থাৎ অসংরক্ষিত টিকিট বুক করতে পারবেন।

Indian Railways: চলন্ত ট্রেনের বন্ধ বাথরুমে রমরমিয়ে চলছিল ‘এই কাণ্ড’! TTE দরজা খুলতেই চক্ষু চড়কগাছ, যা হল তারপর…

নর্থ সেন্ট্রাল রেলওয়ের ঝাঁসি ডিভিশন দিয়ে যাওয়া ট্রেনে যাত্রীদের টিকিট চেক করছিলেন TTE৷ তখনই তিনি লক্ষ্য করেন যে বন্ধ বাথরুম থেকে দুর্গন্ধ আসছে। বেশ কিছুক্ষণ অপেক্ষাও করেন তিনি৷ অনেকক্ষণ গেট না খোলায় টিটিই দরজায় ধাক্কা দেন। কয়েকবার ধাক্কা দেওয়ার পর খোলে দরজা৷ কিন্তু বাথরুমের ভিতরে একী হচ্ছে? ভিতরের দৃশ্য দেখে অত্যন্ত অবাক হন TTE। সঙ্গে সঙ্গে ওই যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তবে শুধু একটি কোচে নয়, এমন ঘটনা ঘটেছে অনেক কোচেই। ব্যাপারটা কি জানেন?
নর্থ সেন্ট্রাল রেলওয়ের ঝাঁসি ডিভিশন দিয়ে যাওয়া ট্রেনে যাত্রীদের টিকিট চেক করছিলেন TTE৷ তখনই তিনি লক্ষ্য করেন যে বন্ধ বাথরুম থেকে দুর্গন্ধ আসছে। বেশ কিছুক্ষণ অপেক্ষাও করেন তিনি৷ অনেকক্ষণ গেট না খোলায় টিটিই দরজায় ধাক্কা দেন। কয়েকবার ধাক্কা দেওয়ার পর খোলে দরজা৷ কিন্তু বাথরুমের ভিতরে একী হচ্ছে? ভিতরের দৃশ্য দেখে অত্যন্ত অবাক হন TTE। সঙ্গে সঙ্গে ওই যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তবে শুধু একটি কোচে নয়, এমন ঘটনা ঘটেছে অনেক কোচেই। ব্যাপারটা কি জানেন?
একে গরম, তার উপর মারাত্মক ভিড়৷ এরই মধ্যে ট্রেনের কামড়ায় পরীক্ষা চালাচ্ছিলেন টিকিট চেকার৷ এই চেকিং-এর ফলে ট্রেনে অনিয়মিত যাত্রীর সংখ্যা কমছে এবং রেলের আয়ও বাড়ছে। গত এক মাসে ৫৩ হাজার যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই যাত্রীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩.৫২ কোটি টাকা।
একে গরম, তার উপর মারাত্মক ভিড়৷ এরই মধ্যে ট্রেনের কামড়ায় পরীক্ষা চালাচ্ছিলেন টিকিট চেকার৷ এই চেকিং-এর ফলে ট্রেনে অনিয়মিত যাত্রীর সংখ্যা কমছে এবং রেলের আয়ও বাড়ছে। গত এক মাসে ৫৩ হাজার যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই যাত্রীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩.৫২ কোটি টাকা।
এপ্রিল মাসে, আগ্রা সেকশনে, পোক্ত কারণ ছাড়াই অ্যালার্ম চেইন টানায় ২৩০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং ১৪৮২০ টাকা জরিমানা আদায় করা হয়েছিল। যেটিতে আগ্রা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ৮৬ জন, আগ্রা ফোর্ট স্টেশনে ০৯ জন, মথুরা জংশনে ১১৮জন, কোসিকালান স্টেশনে ১২জন এবং ধোলপুর স্টেশনে ০৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং জরিমানা আদায় করা হয়েছিল। এক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটে৷ বাথরুমে স্মোকিং চলছিল, ফলে এক্ষেত্রেও মোটা টাকা জরিমানা করা হয়৷
এপ্রিল মাসে, আগ্রা সেকশনে, পোক্ত কারণ ছাড়াই অ্যালার্ম চেইন টানায় ২৩০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং ১৪৮২০ টাকা জরিমানা আদায় করা হয়েছিল। যেটিতে আগ্রা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ৮৬ জন, আগ্রা ফোর্ট স্টেশনে ০৯ জন, মথুরা জংশনে ১১৮জন, কোসিকালান স্টেশনে ১২জন এবং ধোলপুর স্টেশনে ০৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং জরিমানা আদায় করা হয়েছিল। এক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটে৷ বাথরুমে স্মোকিং চলছিল, ফলে এক্ষেত্রেও মোটা টাকা জরিমানা করা হয়৷
কী কী অভিযোগে যাত্রীদের জরিমানা করা হচ্ছে? প্রধান কারণ ধূমপান সঙ্গে অনিয়মিতভাবে ভ্রমণ, ময়লা ফেলার অভিযোগও উঠে এসেছে৷ রেলওয়ের জানিয়েছে, ট্রেনের অনেক যাত্রী সিট বা বার্থে ধূমপান করেন না বাথরুমে গিয়ে সিগারেট খান। চেকিং টিম বাথরুমের আশেপাশে সিগারেট বা বিড়ির ধোঁয়ার গন্ধ পেলে তারা দরজায় টোকা দেয়। এমন অবস্থায় সিগারেট বা বিড়ি নিভিয়েও দরজা খুললে ভিতরে ধোঁয়া দেখা যায়।
কী কী অভিযোগে যাত্রীদের জরিমানা করা হচ্ছে? প্রধান কারণ ধূমপান সঙ্গে অনিয়মিতভাবে ভ্রমণ, ময়লা ফেলার অভিযোগও উঠে এসেছে৷ রেলওয়ের জানিয়েছে, ট্রেনের অনেক যাত্রী সিট বা বার্থে ধূমপান করেন না বাথরুমে গিয়ে সিগারেট খান। চেকিং টিম বাথরুমের আশেপাশে সিগারেট বা বিড়ির ধোঁয়ার গন্ধ পেলে তারা দরজায় টোকা দেয়। এমন অবস্থায় সিগারেট বা বিড়ি নিভিয়েও দরজা খুললে ভিতরে ধোঁয়া দেখা যায়।
এই ধরনের যাত্রীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয় রেল। ৫৩ হাজার যাত্রীর মধ্যে ধূমপান ও গুটখা সেবন করে ট্রেনের কামড়া নোংরা করার অভিযোগ উঠেছে৷
এই ধরনের যাত্রীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয় রেল। ৫৩ হাজার যাত্রীর মধ্যে ধূমপান ও গুটখা সেবন করে ট্রেনের কামড়া নোংরা করার অভিযোগ উঠেছে৷

Indian Railway: রেলের এই কোডগুলো জেনে টিকিট কাটেন? ভাড়া থেকে ট্রেনযাত্রা হবে সুখের!

রেলে যাতায়াত করলে অবশ্যই জেনে রাখুন টিকিট বুকিং-এ এই কোড গুলি। রেলে আপনি নিশ্চয়ই অনেক কোড দেখেছেন, যেগুলো দেখার পর আপনি নিশ্চয়ই ভাবছেন যে এগুলোর মানে কী? আমরা যাত্রীরা বিভিন্ন সময়ে ভারতীয় রেলের বিভিন্ন পরিষেবা নিয়ে থাকি। অফিশিয়াল কাজে বা শুধুমাত্র নিছক ভ্রমণের জন্যই আমরা দূরপাল্লার ট্রেনে সফর করি।
রেলে যাতায়াত করলে অবশ্যই জেনে রাখুন টিকিট বুকিং-এ এই কোড গুলি। রেলে আপনি নিশ্চয়ই অনেক কোড দেখেছেন, যেগুলো দেখার পর আপনি নিশ্চয়ই ভাবছেন যে এগুলোর মানে কী? আমরা যাত্রীরা বিভিন্ন সময়ে ভারতীয় রেলের বিভিন্ন পরিষেবা নিয়ে থাকি। অফিশিয়াল কাজে বা শুধুমাত্র নিছক ভ্রমণের জন্যই আমরা দূরপাল্লার ট্রেনে সফর করি। (রাকেশ মাইতি)
সেক্ষেত্রে চোখের সামনে RAC, CNF, WL, MOD, RLWL এরকম একাধিক শব্দবন্ধনী ভেসে আসে। আমরা তার বেশির ভাগেরই অর্থ বুঝতে পারি না। কিন্তু আর কোনও ধোঁয়াশা থাকবে না। রেল এই বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি জারি করে তার বিস্তারিত বিবরণ দিয়েছে।
সেক্ষেত্রে চোখের সামনে RAC, CNF, WL, MOD, RLWL এরকম একাধিক শব্দবন্ধনী ভেসে আসে। আমরা তার বেশির ভাগেরই অর্থ বুঝতে পারি না। কিন্তু আর কোনও ধোঁয়াশা থাকবে না। রেল এই বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি জারি করে তার বিস্তারিত বিবরণ দিয়েছে।
যখন কোনও ট্রেন এ টিকিট বুক অথবা রিজার্ভেশন করা হয়, তখন টিকিটের বর্তমান অবস্থাকে ' বুকিং স্ট্যাটাস 'বলা হয়।PNR (প্যাসেঞ্জার নেম রেকর্ড) ভারতীয় রেলওয়ে পিএনআর, যা যাত্রীর নাম রেকর্ড নামেও পরিচিত একটি নম্বর যা একজন যাত্রীর ব্যক্তিগত তথ্য ধারণ করে। পিএনআর, প্রতিটি ট্রেন যাত্রার জন্য একটি অত্যাবশ্যকীয় নম্বর, যা থেকে যাত্রীদের অনলাইন বা স্টেশন কিয়স্কের মাধ্যমে আসন সংরক্ষণের অবস্থা, আসন সংরক্ষণ এবং যাত্রার বিবরণ জানতে সহায়তা করে।
যখন কোনও ট্রেন এ টিকিট বুক অথবা রিজার্ভেশন করা হয়, তখন টিকিটের বর্তমান অবস্থাকে       ‘বুকিং স্ট্যাটাস ‘বলা হয়। PNR (প্যাসেঞ্জার নেম রেকর্ড) ভারতীয় রেলওয়ে পিএনআর, যা যাত্রীর নাম রেকর্ড নামেও পরিচিত একটি নম্বর যা একজন যাত্রীর ব্যক্তিগত তথ্য ধারণ করে। পিএনআর, প্রতিটি ট্রেন যাত্রার জন্য একটি অত্যাবশ্যকীয় নম্বর, যা থেকে যাত্রীদের অনলাইন বা স্টেশন কিয়স্কের মাধ্যমে আসন সংরক্ষণের অবস্থা, আসন সংরক্ষণ এবং যাত্রার বিবরণ জানতে সহায়তা করে।
CNF / Confirmedএর অর্থ IRCTC PNR স্টেটাস অনুযায়ী আপনার বুকিং নিশ্চিত হয়েছে। এবং খুব শীঘ্রই আপনাকে ট্রেনের কামড়ায় একটি সিট দেওয়া হবে। IRCTC এর ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার PNR নম্বর দিয়ে নিজের সিট নম্বর দেখে নিতে পারেন।
CNF / Confirmedএর অর্থ IRCTC PNR স্টেটাস অনুযায়ী আপনার বুকিং নিশ্চিত হয়েছে। এবং খুব শীঘ্রই আপনাকে ট্রেনের কামড়ায় একটি সিট দেওয়া হবে। IRCTC এর ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার PNR নম্বর দিয়ে নিজের সিট নম্বর দেখে নিতে পারেন।
CAN/MOD (Cancelled or Modified Passenger)CAN অর্থাৎ আপনার টিকিট বাতিল করা হয়েছে। MOD অর্থাৎ, একটি টিকিটের PNR নম্বর ঠিক হয়ে যাওয়ার পর যদি কোনও পরিবর্তন করা হয়। যখন কোনও যাত্রী বা রেলওয়ে কর্মী তাঁর যাত্রার জন্য কোনও তথ্য বদল করেন তখন MOD দেখানো হয়।
CAN/MOD (Cancelled or Modified Passenger)CAN অর্থাৎ আপনার টিকিট বাতিল করা হয়েছে। MOD অর্থাৎ, একটি টিকিটের PNR নম্বর ঠিক হয়ে যাওয়ার পর যদি কোনও পরিবর্তন করা হয়। যখন কোনও যাত্রী বা রেলওয়ে কর্মী তাঁর যাত্রার জন্য কোনও তথ্য বদল করেন তখন MOD দেখানো হয়।
GNWL: জেনেরাল ওয়েটিং লিস্ট (Waiting List / General Waiting List) যাদের টিকিট ওয়েটিংয়ে থাকে তাঁদের জন্য এই কোডটি প্রযোজ্য। এই ওয়েটিং লিস্টের ক্ষেত্রে আপনার টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি আপনার টিকিটের অবস্থা GNWL 4/WL3 হয় এর মানে আপনি ৩ নম্বর ওয়েটিং লিস্টে রয়েছে। অর্থাৎ আপনার টিকিট ওয়েটিং থেকে নিশ্চিত হবে যখন ওই ট্রেনের জন্য আপনার আগে টিকিট কাটা ৩ জন যাত্রী তাঁদের যাত্রা বাতিল করবেন।
GNWL: জেনেরাল ওয়েটিং লিস্ট (Waiting List / General Waiting List) যাদের টিকিট ওয়েটিংয়ে থাকে তাঁদের জন্য এই কোডটি প্রযোজ্য। এই ওয়েটিং লিস্টের ক্ষেত্রে আপনার টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি আপনার টিকিটের অবস্থা GNWL 4/WL3 হয় এর মানে আপনি ৩ নম্বর ওয়েটিং লিস্টে রয়েছে। অর্থাৎ আপনার টিকিট ওয়েটিং থেকে নিশ্চিত হবে যখন ওই ট্রেনের জন্য আপনার আগে টিকিট কাটা ৩ জন যাত্রী তাঁদের যাত্রা বাতিল করবেন।
RAC (Reservation Against Cancellation)এর অর্থ, কোনও ওয়েটিংয়ে থাকা যাত্রীর যদি টিকিট নিশ্চিত হয় তখন অনেক সময় RAC দেওয়া হয়তখন একটি সিট দু’জন যাত্রীকে ভাগ করে যেতে হয়।
RAC (Reservation Against Cancellation)এর অর্থ, কোনও ওয়েটিংয়ে থাকা যাত্রীর যদি টিকিট নিশ্চিত হয় তখন অনেক সময় RAC দেওয়া হয়তখন একটি সিট দু’জন যাত্রীকে ভাগ করে যেতে হয়।
CKWL/TKWL (তৎকাল কোটার অপেক্ষমান তালিকা)ভারতীয় রেলওয়ে রিজার্ভেশন সিস্টেমে তৎকাল কোটা বোঝাতে সিকে (CK) ব্যবহার করা হয়। সাধারণত ট্রেন ছেড়ে যাওয়ার একদিন আগে এই সুযোগের সদ্ব্যবহার করা যায়।
CKWL/TKWL (তৎকাল কোটার অপেক্ষমান তালিকা)ভারতীয় রেলওয়ে রিজার্ভেশন সিস্টেমে তৎকাল কোটা বোঝাতে সিকে (CK) ব্যবহার করা হয়। সাধারণত ট্রেন ছেড়ে যাওয়ার একদিন আগে এই সুযোগের সদ্ব্যবহার করা যায়।
RSWL রোডসাইড স্টেশন ওয়েটিং লিস্ট (Roadside Station Waiting List) এই ধরনের টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। ট্রেন যে স্টেশন থেকে ছাড়া হয় তার কোনও কাছাকাছি স্টেশনের জন্য সিট বুক করা হলে এই নির্দিষ্ট কোটা থাকে। সেই কোটায় সব টিকিট কাটা হয়ে গেলে RSWL দেখায়।
RSWL রোডসাইড স্টেশন ওয়েটিং লিস্ট (Roadside Station Waiting List) এই ধরনের টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। ট্রেন যে স্টেশন থেকে ছাড়া হয় তার কোনও কাছাকাছি স্টেশনের জন্য সিট বুক করা হলে এই নির্দিষ্ট কোটা থাকে। সেই কোটায় সব টিকিট কাটা হয়ে গেলে RSWL দেখায়।
PQWL পুলড কোটা ওয়েটিং লিস্ট (Pooled Quota Waiting List) অর্থাৎ ট্রেন যেখান থেকে ছাড়বে সেই স্টেশন থেকে বা সেই ট্রেনের যাত্রাপথের মধ্যবর্তী কোনও স্টেশন থেকে টিকিট কাটলেও গন্থব্যস্থলের মাঝেই কোনও স্টেশন অবধি টিকিট কাটা হয় সেক্ষেত্রে এই ওয়েটিং লিস্ট প্রযোজ্য।
PQWL পুলড কোটা ওয়েটিং লিস্ট (Pooled Quota Waiting List) অর্থাৎ ট্রেন যেখান থেকে ছাড়বে সেই স্টেশন থেকে বা সেই ট্রেনের যাত্রাপথের মধ্যবর্তী কোনও স্টেশন থেকে টিকিট কাটলেও গন্থব্যস্থলের মাঝেই কোনও স্টেশন অবধি টিকিট কাটা হয় সেক্ষেত্রে এই ওয়েটিং লিস্ট প্রযোজ্য।
RLWL রিমোট লোকেশন ওয়েটিং লিস্ট (Remote Location Waiting List) এই ওয়েটিং লিস্টের টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কোনও ট্রেনের টিকিট যদি যেখান থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে সেই স্টেশন থেকে বুক না করে যাত্রার মধ্যবর্তী কোনও স্টেশন থেকে বুক করা হয় তখন এই ধরনের ওয়েটিং লিস্ট চোখে পড়ে।
RLWL রিমোট লোকেশন ওয়েটিং লিস্ট (Remote Location Waiting List) এই ওয়েটিং লিস্টের টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কোনও ট্রেনের টিকিট যদি যেখান থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে সেই স্টেশন থেকে বুক না করে যাত্রার মধ্যবর্তী কোনও স্টেশন থেকে বুক করা হয় তখন এই ধরনের ওয়েটিং লিস্ট চোখে পড়ে।
RQWL রিকোয়েস্ট ওয়েটিং লিস্ট (Request Quota Waiting List)যখন ট্রেনের যাত্রাপথের একটি মধ্যবর্তী স্টেশন থেকে অন্য এক মধ্যবর্তী স্টেশন অবধি কেউ টিকিট বুক করেন তাহলে এই কোটার মধ্যে পড়েন।রাকেশ মাইতি
RQWL রিকোয়েস্ট ওয়েটিং লিস্ট (Request Quota Waiting List)যখন ট্রেনের যাত্রাপথের একটি মধ্যবর্তী স্টেশন থেকে অন্য এক মধ্যবর্তী স্টেশন অবধি কেউ টিকিট বুক করেন তাহলে এই কোটার মধ্যে পড়েন।

Indian Railways: লাইন রক্ষণাবেক্ষণের জন্য একাধিক ট্রেন বাতিল, বাড়ি থেকে বেরনোর আগে দেখে নিন 

লামডিং: ট্রেনের বাতিলকরণ, নিয়ন্ত্রণ ও সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে লামডিং ডিভিশনের জাতিঙ্গা লামপুর এবং নিউ হারাঙ্গাজাও স্টেশনের মধ্যে ট্র্যাক সুরক্ষা সম্পর্কিত কাজের জন্য। ১৮:০০ ঘন্টা থেকে ০৬:০০ ঘন্টা পর্যন্ত ট্রেন চলাচলের উপর অস্থায়ী রেষ্ট্রিকশ্যন এবং ০২.০৫.২০২৪ তারিখের ০৯:০০ ঘন্টা থেকে ১৫:০০ ঘন্টা পর্যন্ত জাতিঙ্গা লামপুর এবং হারাঙ্গাজাও-এর মধ্যে ট্র্যাফিক ব্লকের পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত ট্রেনগুলি নিম্নবর্ণিত হিসাবে বাতিল, নিয়ন্ত্রণ এবং সময় পুনঃনির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ ‘১০ লাখের মধ্যে ৭ থেকে ৮ জনের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে’, কোভিশিল্ড নিয়ে বললেন ডঃ রমন গঙ্গাখেদকর

ট্রেন পরিষেবার বাতিলকরণ: ➢ ০২.০৫.২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬১৫ (গুয়াহাটি – শিলচর) এক্সেপ্রস, ট্রেন নং. ১৫৬১৬ (শিলচর – গুয়াহাটি) এক্সপ্রেস, ট্রেন নং. ১৫৬১১ (রঙিয়া – শিলচর) এক্সপ্রেস, ট্রেন নং. ০৫৬২৮ (আগরতলা – গুয়াহাটি) স্পেশাল এবং ০৩.০৫.২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬১২ (শিলচর – রঙিয়া) এক্সেপ্রস ও ট্রেন নং. ০৫৬২৭ (গুয়াহাটি – আগরতলা) স্পেশাল।

ট্রেনের নিয়ন্ত্রণ:➢ ০১.০৫.২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৩১৭৫ (শিয়ালদহ – শিলচর) কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস গুয়াহাটি ও লামডিং-এর মধ্যে ০৪ ঘন্টা নিয়ন্ত্রণ করা হবে।➢ ২৯.০৪.২০২৪ তারিখে রওনা দেওয়া ট্রেন নং. ০৭০৩০ (সেকেন্দ্রাবাদ – আগরতলা) স্পেশাল এবং ৩০.০৪.২০২৪ তারিখে রওনা দেওয়া ট্রেন নং. ১২৫০৩ (এসএমভিটি বেঙ্গালুরু – আগরতলা) হমসফর এক্সপ্রেস গুয়াহাটি ও নিউ হাফলং-এর মধ্যে আবশ্যক অনুযায়ী নিয়ন্ত্রণ করা হবে।

ট্রেনের সময় পুনর্নির্ধারণ:➢ ০২.০৫.২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৪৬১৯ (আগরতলা – ফিরোজপুর) ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের সময় ১৫:১০ ঘণ্টার পরিবর্তে ২৩:১০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।➢ ০২.০৫.২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৫০৮ (শিলচর – তিরুবনন্তপুরম সেন্ট্রাল) এক্সপ্রেসের সময় ১৯:৫০ ঘণ্টার পরিবর্তে ২৩:৫০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।সামার স্পেশাল ট্রেন বাতিলকরণ: যাত্রীর সংখ্যা কম হওয়ার জন্য, ট্রেন নং. ০৮৩৫১/০৮৩৫২ (সম্বলপুর – গুয়াহাটি – সম্বলপুর) সাপ্তাহিক সামার স্পেশাল-এর বাকী ০৯টি ট্রিপ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Special Train: পূর্ব রেলের দারুণ খবর! এবার এক ট্রেনেই নৈনিতাল! ভাড়াও হাতে গোনা! সময়সূচি জেনে বুকিং করুন তাড়াতাড়ি

আরও সহজ হল নৈনিতাল যাওয়া। তীব্র গরমে মনোরম আবহাওয়া পরিবেশ পেতে শুধু দার্জিলিং পাহাড় নয়, এবার বাংলার পর্যটকেরা সহজেই পৌঁছে যাবেন উত্তরাখণ্ডের নৈনিতাল। পাহাড়ে ঘেরা চারিদিক মাঝে হ্রদ রয়েছে এই শহরে। পর্যটকদের কাছে এই শহর বরাবরই আকর্ষণীয়। (হরষিত সিংহ)
আরও সহজ হল নৈনিতাল যাওয়া। তীব্র গরমে মনোরম আবহাওয়া পরিবেশ পেতে শুধু দার্জিলিং পাহাড় নয়, এবার বাংলার পর্যটকেরা সহজেই পৌঁছে যাবেন উত্তরাখণ্ডের নৈনিতাল। পাহাড়ে ঘেরা চারিদিক মাঝে হ্রদ রয়েছে এই শহরে। পর্যটকদের কাছে এই শহর বরাবরই আকর্ষণীয়। (হরষিত সিংহ)
এবার পূর্ব রেলের পক্ষ থেকে বিরাট খবর দিল। এতদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে নৈনিতাল পৌঁছানো সহজ ছিল না। আর কোন সমস্যা নেই নৈনিতাল পৌঁছানোর। কারণ মালদহ টাউন থেকে সরসরি খুব অল্প সময়ে এবার নৈনিতাল পৌঁছানোর ট্রেন চালু করল। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে।
এবার পূর্ব রেলের পক্ষ থেকে বিরাট খবর দিল। এতদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে নৈনিতাল পৌঁছানো সহজ ছিল না। আর কোন সমস্যা নেই নৈনিতাল পৌঁছানোর। কারণ মালদহ টাউন থেকে সরসরি খুব অল্প সময়ে এবার নৈনিতাল পৌঁছানোর ট্রেন চালু করল। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে।
উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার লালকুয়ান স্টেশন পর্যন্ত ট্রেনটি চলাচল করবে। সামার স্পেশাল হিসেবে সাপ্তাহিক এই ট্রেনটি প্রতি সপ্তাহ বুধবার করে ছাড়বে। ট্রেনের টিকিটের দামও খুব সামান্য। রেল সূত্রে জানা গিয়েছে ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের সাধ্যের মধ্যে রয়েছে।
উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার লালকুয়ান স্টেশন পর্যন্ত ট্রেনটি চলাচল করবে। সামার স্পেশাল হিসেবে সাপ্তাহিক এই ট্রেনটি প্রতি সপ্তাহ বুধবার করে ছাড়বে। ট্রেনের টিকিটের দামও খুব সামান্য। রেল সূত্রে জানা গিয়েছে ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের সাধ্যের মধ্যে রয়েছে।
মালদা টাউন – লালকুয়ান – মালদা টাউন সামার স্পেশাল ট্রেনটি যাত্রা শুরু হচ্ছে ২৪ এপ্রিল থেকেই। রেল সূত্রে জানা গিয়েছে ০৩৪১৫ মালদহ টাউন - লালকুয়ান সামার স্পেশাল মালদা টাউন ছাড়বে ১৭.১৫ টায়। প্রতি বুধবার। ২৪ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত চলবে ট্রেনটি।
মালদা টাউন – লালকুয়ান – মালদা টাউন সামার স্পেশাল ট্রেনটি যাত্রা শুরু হচ্ছে ২৪ এপ্রিল থেকেই। রেল সূত্রে জানা গিয়েছে ০৩৪১৫ মালদহ টাউন – লালকুয়ান সামার স্পেশাল মালদা টাউন ছাড়বে ১৭.১৫ টায়। প্রতি বুধবার। ২৪ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত চলবে ট্রেনটি।
০৩৪১৬ লালকুয়ান – মালদহ টাউন সামার স্পেশাল লালকুয়ান থেকে ২১.০৫ টায় ছাড়বে। প্রতি বৃহস্পতিবার। ২৫ এপ্রিল থেকে ২৭ জুন পর্যন্ত চলবে ট্রেনটি পূর্ব রেলের বরহারওয়া, সাহেবগঞ্জ, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর এবং আভাইপুর স্টেশনে উভয় দিকেই থামবে।
০৩৪১৬ লালকুয়ান – মালদহ টাউন সামার স্পেশাল লালকুয়ান থেকে ২১.০৫ টায় ছাড়বে। প্রতি বৃহস্পতিবার। ২৫ এপ্রিল থেকে ২৭ জুন পর্যন্ত চলবে ট্রেনটি পূর্ব রেলের বরহারওয়া, সাহেবগঞ্জ, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর এবং আভাইপুর স্টেশনে উভয় দিকেই থামবে।
ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে।
ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে।

Local Railways: লোকাল ট্রেনে খেলা দেখতে যাবেন, দেদার মেগা সুসমাচার দিল রেল কর্তৃপক্ষ

: কেকেআর ফ্যানদের জন্য আরও সুখবর। কলকাতার খেলা দেখে বাড়ি ফেরা আরও নিশ্চিন্ত! ম্যাচের দিন বিশেষ ট্রেন পূর্ব রেলের। খেলা শেষে বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তা বহু দর্শকের। কারণ রাত্রে খেলা শেষে পর্যাপ্ত যানবাহন থাকে না রাস্তায়। তার ফলে বাড়ি ফেরায় বেক পেতে হয় বড় অংশের দর্শককে।
: কেকেআর ফ্যানদের জন্য আরও সুখবর। কলকাতার খেলা দেখে বাড়ি ফেরা আরও নিশ্চিন্ত! ম্যাচের দিন বিশেষ ট্রেন পূর্ব রেলের। খেলা শেষে বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তা বহু দর্শকের। কারণ রাত্রে খেলা শেষে পর্যাপ্ত যানবাহন থাকে না রাস্তায়। তার ফলে বাড়ি ফেরায় বেক পেতে হয় বড় অংশের দর্শককে।
যে কারণে, বহু মানুষেরই ইচ্ছা থাকলেও বাড়ি ফেরার সমস্যার কারণে খেলা দেখার সুযোগ পান না। খুবই চিন্তার ব্যাপার হলেও এবার তার সমাধান। পূর্ব রেল ইডেন থেকে খেলা শেষে দর্শকদের বাড়ি ফেরার কথা ভেবে বিশেষ ব্যবস্থা রেখেছে। ২৬ শে এপ্রিল ২৯ শে এপ্রিল এবং ১১ ই মে খেলা শেষ হবার পর দর্শকদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার এক প্রকার দায়িত্ব নিয়েছে পূর্ব রেল।
যে কারণে, বহু মানুষেরই ইচ্ছা থাকলেও বাড়ি ফেরার সমস্যার কারণে খেলা দেখার সুযোগ পান না। খুবই চিন্তার ব্যাপার হলেও এবার তার সমাধান। পূর্ব রেল ইডেন থেকে খেলা শেষে দর্শকদের বাড়ি ফেরার কথা ভেবে বিশেষ ব্যবস্থা রেখেছে। ২৬ শে এপ্রিল ২৯ শে এপ্রিল এবং ১১ ই মে খেলা শেষ হবার পর দর্শকদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার এক প্রকার দায়িত্ব নিয়েছে পূর্ব রেল।
এদিনরাত ১১:৫০ মিনিটে একটি ১২ কোচের EMU ট্রেন প্রিন্সেপঘাট থেকে ছেড়ে বারাসাত পৌঁছবে রাত ১ টায়। এই ট্রেনটি প্রিন্সেপঘাট থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, বিবাদি বাগ , বাগবাজার , কলকাতা, দমদম জংশন , দমদম ক্যান্টনমেন্ট , বিরাটি , মধ্যমগ্রাম হয়ে বারাসাত পৌঁছবে।
এদিনরাত ১১:৫০ মিনিটে একটি ১২ কোচের EMU ট্রেন প্রিন্সেপঘাট থেকে ছেড়ে বারাসাত পৌঁছবে রাত ১ টায়। এই ট্রেনটি প্রিন্সেপঘাট থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, বিবাদি বাগ , বাগবাজার , কলকাতা, দমদম জংশন , দমদম ক্যান্টনমেন্ট , বিরাটি , মধ্যমগ্রাম হয়ে বারাসাত পৌঁছবে।
ঐদিনই অপর একটি ১২ কোচের EMU ট্রেন মধ্যরাতে ১২:০২ মিনিটে বিবাদি বাগ থেকে ছেড়ে বারুইপুর পৌছবে রাত ০১:৩২ মিনিটে। ট্রেনটি বিবাদি বাগ থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, প্রিন্সেপঘাট, মাঝেরহাট , নিউ আলিপুর, বালিগঞ্জ , সোনারপুর হয়ে বারুইপুর পৌঁছবে।
ঐদিনই অপর একটি ১২ কোচের EMU ট্রেন মধ্যরাতে ১২:০২ মিনিটে বিবাদি বাগ থেকে ছেড়ে বারুইপুর পৌছবে রাত ০১:৩২ মিনিটে। ট্রেনটি বিবাদি বাগ থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, প্রিন্সেপঘাট, মাঝেরহাট , নিউ আলিপুর, বালিগঞ্জ , সোনারপুর হয়ে বারুইপুর পৌঁছবে।
এই সুযোগ আইপিএলের খেলা প্রিয় মানুষদের জন্য আরও খেলার প্রতি আগ্রহ বাড়াবে। বলা যেতে পারে নিশ্চিন্তে খেলার আনন্দ নিতে দর্শকরা পৌঁছবে মাঠে। Input- Rakesh Maity 
এই সুযোগ আইপিএলের খেলা প্রিয় মানুষদের জন্য আরও খেলার প্রতি আগ্রহ বাড়াবে। বলা যেতে পারে নিশ্চিন্তে খেলার আনন্দ নিতে দর্শকরা পৌঁছবে মাঠে। Input- Rakesh Maity

Indian Railways: প্যাসেঞ্জার ট্রেন বাতিল! দেরিতে ছুটবে দূরপাল্লার ট্রেন! কোন কোন রুটে দ্রুত জেনে নিন

বাতিল প্যাসেঞ্জার ট্রেন, সময়ের থেকে দেরিতে ছাড়বে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। ইতিমধ্যে রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী সপ্তাহে টানা নয়, এক দুই দিনের ব্যবধানে বাতিল রয়েছে প্যাসেঞ্জার ট্রেন, দেরিতে ছাড়বে কয়েকটি এক্সপ্রেস ট্রেন। (হরষিত সিংহ)
বাতিল প্যাসেঞ্জার ট্রেন, সময়ের থেকে দেরিতে ছাড়বে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। ইতিমধ্যে রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী সপ্তাহে টানা নয়, এক দুই দিনের ব্যবধানে বাতিল রয়েছে প্যাসেঞ্জার ট্রেন, দেরিতে ছাড়বে কয়েকটি এক্সপ্রেস ট্রেন। (হরষিত সিংহ)
কিন্তু কেন রেলের এমন সিদ্ধান্ত। কারণ আগামী সপ্তাহে মালদহ ডিভিশনের একটি রুটে রেল লাইন রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এই তালিকায় আপনার ট্রেন রয়েছে কিনা দেখে নিন।
কিন্তু কেন রেলের এমন সিদ্ধান্ত। কারণ আগামী সপ্তাহে মালদহ ডিভিশনের একটি রুটে রেল লাইন রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এই তালিকায় আপনার ট্রেন রয়েছে কিনা দেখে নিন।
মালদহ ডিভিশনের ভাগলপুর জামালপুর সেকশনের সুলতানগঞ্জ ও কল্যাণপুর রোড স্টেশনে মধ্যে কাজ চলবে। তাই আগামী ১৭, ১৯,২৩,২৪ এপ্রিল, ১,৩,৭ও ৮ মে সুলতানগঞ্জ এবং কল্যাণপুর রোড স্টেশনের মধ্যে উভয় লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে।
মালদহ ডিভিশনের ভাগলপুর জামালপুর সেকশনের সুলতানগঞ্জ ও কল্যাণপুর রোড স্টেশনে মধ্যে কাজ চলবে। তাই আগামী ১৭, ১৯,২৩,২৪ এপ্রিল, ১,৩,৭ও ৮ মে সুলতানগঞ্জ এবং কল্যাণপুর রোড স্টেশনের মধ্যে উভয় লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে।
১৭, ২৪ এপ্রিল, ১ ও ৮ মে ট্রেনের নিয়ন্ত্রণ: বাতিল০৩৪৫৯ জামালপুর – ভাগলপুর প্যাসেঞ্জার, দেরিতে ছাড়বে ১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস ৯০ মিনিট নিয়ন্ত্রিত হবে। ১৩৪১৫ মালদহ শহর-পাটনা এক্সপ্রেস ৩০ মিনিট নিয়ন্ত্রিত হবে এবং১৩৪৮৩/১৩ ফারাক্কা এক্সপ্রেস ৩০ মিনিট নিয়ন্ত্রিত হবে।
১৭, ২৪ এপ্রিল, ১ ও ৮ মে ট্রেনের নিয়ন্ত্রণ: বাতিল০৩৪৫৯ জামালপুর – ভাগলপুর প্যাসেঞ্জার, দেরিতে ছাড়বে ১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস ৯০ মিনিট নিয়ন্ত্রিত হবে। ১৩৪১৫ মালদহ শহর-পাটনা এক্সপ্রেস ৩০ মিনিট নিয়ন্ত্রিত হবে এবং১৩৪৮৩/১৩ ফারাক্কা এক্সপ্রেস ৩০ মিনিট নিয়ন্ত্রিত হবে।
১৯,২৩ এপ্রিল, ৩ ও ৭ মে তারিখে ট্রেনের নিয়ন্ত্রণ: বাতিল০৩৪৫৯ জামালপুর – ভাগলপুর প্যাসেঞ্জার , দেরিতে ছাড়বে:১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস ৬০ মিনিট নিয়ন্ত্রিত হবে১৩৪১৫ মালদহ শহর-পাটনা এক্সপ্রেস ৭০ মিনিট নিয়ন্ত্রিত হবে এবং১৩৪৮৩/১৩ ফারাক্কা এক্সপ্রেস ৭৫ মিনিট নিয়ন্ত্রিত হবে।
১৯,২৩ এপ্রিল, ৩ ও ৭ মে তারিখে ট্রেনের নিয়ন্ত্রণ: বাতিল০৩৪৫৯ জামালপুর – ভাগলপুর প্যাসেঞ্জার , দেরিতে ছাড়বে:১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস ৬০ মিনিট নিয়ন্ত্রিত হবে১৩৪১৫ মালদহ শহর-পাটনা এক্সপ্রেস ৭০ মিনিট নিয়ন্ত্রিত হবে এবং১৩৪৮৩/১৩ ফারাক্কা এক্সপ্রেস ৭৫ মিনিট নিয়ন্ত্রিত হবে।

Indian Railways: শিয়ালদহ ডিভিশনে একটানা ২০ দিন লোকাল ট্রেনে যাত্রী হয়রানির শিকার! আপনি সমস্যায় পড়বেন না তো?

আবারও ফের শিয়ালদহ ডিভিশনের ট্রেন যাত্রীদের হয়রানির শিকার হওয়ার আশঙ্কা। জানা গিয়েছে, একটানা প্রায় কুড়ি দিন ট্রেন নিয়ন্ত্রণ করা হবে এই ডিভিশনে। বেশ কিছুদিন আগেও ইন্টারলোকিং সিস্টেমের কাজের জন্য করা হয়েছিল ট্রাফিক ব্লক। (Rudra Narayan Roy)
আবারও ফের শিয়ালদহ ডিভিশনের ট্রেন যাত্রীদের হয়রানির শিকার হওয়ার আশঙ্কা। জানা গিয়েছে, একটানা প্রায় কুড়ি দিন ট্রেন নিয়ন্ত্রণ করা হবে এই ডিভিশনে। বেশ কিছুদিন আগেও ইন্টারলোকিং সিস্টেমের কাজের জন্য করা হয়েছিল ট্রাফিক ব্লক। (Rudra Narayan Roy)
রেলের তরফ থেকে ইতিমধ্যে আবারও জানানো হয়েছে দমদম জংশন স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে কাজের জন্যই ৪৮০ ঘণ্টা মোট কুড়ি দিন ট্রাফিক ব্লক করা হবে।
রেলের তরফ থেকে ইতিমধ্যে আবারও জানানো হয়েছে দমদম জংশন স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে কাজের জন্যই ৪৮০ ঘণ্টা মোট কুড়ি দিন ট্রাফিক ব্লক করা হবে।
১৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত চলবে এই ট্রেন নিয়ন্ত্রণ। এর জেরে বেশ কিছু ট্রেন যেমন বাতিল করা হয়েছে, তেমনই বহু ট্রেনের যাত্রা পথও ছোট করে দেওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই হয়রানির শিকার হওয়ার আশংকায় আতঙ্কিত হচ্ছেন রেল যাত্রীরা। একদিকে তাপমাত্রা বৃদ্ধির কারণে অশ্বস্তিকর পরিস্থিতি যেমন অনেকটাই বেড়েছে, সেই অবস্থায় নিত্যযাত্রীদের হয়রানি যে বাড়বে তা বলাই যায়।
১৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত চলবে এই ট্রেন নিয়ন্ত্রণ। এর জেরে বেশ কিছু ট্রেন যেমন বাতিল করা হয়েছে, তেমনই বহু ট্রেনের যাত্রা পথও ছোট করে দেওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই হয়রানির শিকার হওয়ার আশংকায় আতঙ্কিত হচ্ছেন রেল যাত্রীরা। একদিকে তাপমাত্রা বৃদ্ধির কারণে অশ্বস্তিকর পরিস্থিতি যেমন অনেকটাই বেড়েছে, সেই অবস্থায় নিত্যযাত্রীদের হয়রানি যে বাড়বে তা বলাই যায়।
ইতিমধ্যেই রেলের তরফে জানানো হয়েছে, মাঝেরহাট - বারাসত, বারাসত - হাসনাবাদ, হাসনাবাদ - বিবাদী বাগ, মাঝেরহাট - মধ্যমগ্রাম, মাঝেরহাট - হাসনাবাদ, দমদম জংশন - ব্যারাকপুর, দমদম জংশন - গোবরডাঙা, গোবরডাঙা - শিয়ালদা, মাঝেরহাট - হাবড়া, মাঝেরহাট - দত্তপুকুর, শিয়ালদা - বারাসত, শিয়ালদা - ব্যারাকপুর, ব্যারাকপুর- বিবাদী বাগ, ব্যারাকপুর - শিয়ালদা সহ বারাসত - মাঝেরহাট একাধিক ট্রেন বাতিল করা হবে বলে জানানো হয়েছে। বেশ কিছু ট্রেনের যাত্রাও সংক্ষিপ্ত করা হচ্ছে।
ইতিমধ্যেই রেলের তরফে জানানো হয়েছে, মাঝেরহাট – বারাসত, বারাসত – হাসনাবাদ, হাসনাবাদ – বিবাদী বাগ, মাঝেরহাট – মধ্যমগ্রাম, মাঝেরহাট – হাসনাবাদ, দমদম জংশন – ব্যারাকপুর, দমদম জংশন – গোবরডাঙা, গোবরডাঙা – শিয়ালদা, মাঝেরহাট – হাবড়া, মাঝেরহাট – দত্তপুকুর, শিয়ালদা – বারাসত, শিয়ালদা – ব্যারাকপুর, ব্যারাকপুর- বিবাদী বাগ, ব্যারাকপুর – শিয়ালদা সহ বারাসত – মাঝেরহাট একাধিক ট্রেন বাতিল করা হবে বলে জানানো হয়েছে। বেশ কিছু ট্রেনের যাত্রাও সংক্ষিপ্ত করা হচ্ছে।
তার মধ্যে রয়েছে বনগাঁ জংশন - মাঝেরহাট লোকাল দমদম ক্যান্টমেন্ট স্টেশন পর্যন্ত আসবে। হাসনাবাদ মাঝেরহাট লোকাল বারাসতে তার সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে। গেদে - মাঝেরহাট লোকাল রানাঘাটে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে। লক্ষ্মীকান্তপুর - মাঝেরহাট লোকাল বালিগঞ্জে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
তার মধ্যে রয়েছে বনগাঁ জংশন – মাঝেরহাট লোকাল দমদম ক্যান্টমেন্ট স্টেশন পর্যন্ত আসবে। হাসনাবাদ মাঝেরহাট লোকাল বারাসতে তার সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে। গেদে – মাঝেরহাট লোকাল রানাঘাটে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে। লক্ষ্মীকান্তপুর – মাঝেরহাট লোকাল বালিগঞ্জে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
এছাড়াও বেশ কিছু ট্রেনের গতিপথ নিয়ন্ত্রন করা হবে বলেও জানা গিয়েছে। আর এই খবরের পর থেকেই নিত্যযাত্রীদের মধ্যে ওই দীর্ঘ কুড়ি দিন কিভাবে হয়রানি এড়িয়ে যাতায়াত করা সম্ভব হবে তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। অনেকেই আবার বিকল্প ব্যবস্থার খোঁজ করছেন।
এছাড়াও বেশ কিছু ট্রেনের গতিপথ নিয়ন্ত্রন করা হবে বলেও জানা গিয়েছে। আর এই খবরের পর থেকেই নিত্যযাত্রীদের মধ্যে ওই দীর্ঘ কুড়ি দিন কিভাবে হয়রানি এড়িয়ে যাতায়াত করা সম্ভব হবে তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। অনেকেই আবার বিকল্প ব্যবস্থার খোঁজ করছেন।