ঘরের স্যাঁতসেঁতে গন্ধ দূর করুন সহজেই

Home Care: বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? নামীদামি ফ্রেশনারেও কাজ হচ্ছে না? এই ঘরোয়া উপায়ে গন্ধ দূর করুন সহজেই

বাজারে অনেক ধরণের সুগন্ধি মোমবাতি কিনতে পাওয়া যায়। সেই মোমবাতি জ্বালিয়ে রাখলে ঘর থেকে গন্ধ দূর হবে।
বাজারে অনেক ধরণের সুগন্ধি মোমবাতি কিনতে পাওয়া যায়। সেই মোমবাতি জ্বালিয়ে রাখলে ঘর থেকে গন্ধ দূর হবে।
ঘরের স্যাঁতসেঁতে গন্ধ দূর করতে একটি উঁচু জায়গায় পাত্রে কিছুটা ভিনিগার ঢেলে রেখে দিন। ভিনিগার ঘরের গন্ধ শুষে নেবে ও ঘরকে রাখবে সতেজ।
ঘরের স্যাঁতসেঁতে গন্ধ দূর করতে একটি উঁচু জায়গায় পাত্রে কিছুটা ভিনিগার ঢেলে রেখে দিন। ভিনিগার ঘরের গন্ধ শুষে নেবে ও ঘরকে রাখবে সতেজ।
বর্ষার পর ঘরে ঢুকলেই নাকে স্যাঁতসেঁতে গন্ধ! অনেকরকম সুগন্ধি ব্যবহার করলেও তা খুব বেশি ক্ষণ স্থায়ী হয় না। কয়েকটি ঘরোয়া উপায়ে দূর হবে হবে স্যাঁতসেঁতে গন্ধ।
বর্ষার পর ঘরে ঢুকলেই নাকে স্যাঁতসেঁতে গন্ধ! অনেকরকম সুগন্ধি ব্যবহার করলেও তা খুব বেশি ক্ষণ স্থায়ী হয় না। কয়েকটি ঘরোয়া উপায়ে দূর হবে হবে স্যাঁতসেঁতে গন্ধ।
ঘরের স্যাঁতসেঁতে ভাব দূর করতে এক বাটি জলে কর্পূর মেশান। সেই জল দিয়ে ঘর মুছলে ঘরের স্যাঁতসেঁতে ভাব দূর হবে।
ঘরের স্যাঁতসেঁতে ভাব দূর করতে এক বাটি জলে কর্পূর মেশান। সেই জল দিয়ে ঘর মুছলে ঘরের স্যাঁতসেঁতে ভাব দূর হবে।
জানলা-দরজার পর্দা থেকেও গন্ধ ছড়াতে পারে। সপ্তাহে এক বার করে পর্দা কেচে নিন। প্রয়োজনে পর্দায় রুম স্প্রে ব্যবহার করুন। এতে ঘরে সুন্দর গন্ধ ছড়াবে।
জানলা-দরজার পর্দা থেকেও গন্ধ ছড়াতে পারে। বর্ষায় সপ্তাহে এক বার করে পর্দা কেচে নিন। প্রয়োজনে পর্দায় রুম স্প্রে ব্যবহার করুন। এতে ঘরে সুন্দর গন্ধ ছড়াবে।