পাঁচমিশালি GK: বলুন তো, আপনার চোখ কত মেগাপিক্সেল? শুনলে বিশ্বাস হবে না… ‘জিনিয়াস’-ই উত্তরটা জানে Gallery October 21, 2024 Bangla Digital Desk আজকাল অনেক প্রতিযোগিতাতে এমসিকিউ আসে। আর সেই সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এসব জানা খুব জরুরি। কখনও কখনও এমন হয়, উত্তরটা হয়তো আমরা জানতাম। কিন্তু শুধু মাথা ঠান্ডা না রাখার কারণে জানা জিনিসের উত্তর দিতে ভুল করি। আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলা ভাল বেশিরভাগ মানুষই এর উত্তর দিতে ভুল করেছেন। আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে কোনও চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ প্রায়শই এসে থাকে। সাধারণ জ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জেনে রাখা উচিত। এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায় আজকাল পত্র-পত্রিকা, বই এর পাশাপাশি ইন্টারনেটে প্রচুর পরিমাণে নানা বিষয়ের সাধারণ জ্ঞানের খোঁজ পাওয়া যায় যা জীবনের নানা ওঠাপড়ায় বেশ কাজেও লাগে। আজ এই প্রতিবেদনে এমনই কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা হল, যেগুলি আগামী দিনে নানা ক্ষেত্রে কার্যকর ভূমিকা নিতে পারে। সাধারণ জ্ঞানের পরিমণ্ডলে বিজ্ঞানের নানা বিষয় যেমন থাকবে তেমনই থাকবে দেশ, বিশ্ব এবং ইতিহাস সম্পর্কিত একাধিক তথ্য। এই তালিকায় এমন কিছু প্রশ্নও রয়েছে যা শুনলে আমাদের খুব সহজ মনে হলেও উত্তর প্রায় কারোরই জানা নেই। বা প্রশ্ন শুনে মাথা চুলকোবেন অনেকে। পিক্সেলের অর্থ একটি ছবি ক্যামেরায় কতটা স্বচ্ছ, শার্প উঠবে, কতটা পরিষ্কার দেখা যাবে। মেগাপিক্সেল হল স্থির এবং ভিডিও ক্যামেরা, মনিটর এবং স্ক্যানারগুলির রেজোলিউশনের পরিমাপ। গবেষণা বলছে, চোখ ৫৭৬ মেগাপিক্সেল৷ অর্থাৎ, আপনি চোখে যেমন দেখতে পাচ্ছেন, তেমন ছবিটা তৈরি করতে গেলে আপনার জন্য ৫৭৬ মিলিয়ন পিক্সেল জড়ো করতে হবে। আপনাদের জানিয়ে রাখা ভাল, বিজ্ঞানী Dr. Roger Clark এই তথ্যটি নিশ্চিত করেছেন। সহজ কথায়, চোখ একবারে ৫৭৬ মেগাপিক্সেলের এলাকা দেখতে পারে। আপনার চোখ যখন বিভিন্ন দিকের ঘোরাফেরা করে, তখন এটি নির্ধারিত থাকে৷ কিন্তু একটি সিঙ্গল স্ন্যাপশটে রিজোলিউশন কমে ৫ থেকে ১৫ মেগাপিক্সেলে এসে দাঁড়ায়৷