টাকার বৃষ্টি এখন! ১৯৮৩ বিশ্বকাপ জিতে কপিল দেবরা কত টাকা পেয়েছিলেন? ভাইরাল ছবি

নয়াদিল্লি: বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। এই কারণেই ভারতীয় ক্রিকেটারদেরও অর্থের অভাব নেই। বর্তমানে ভারত-সহ সারা বিশ্বের ক্রিকেটারদের কোটি কোটি টাকা উপার্জন।

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ক্রিকেট লিগ (আইপিএল) প্রতি বছর ভারতে আয়োজিত হয়। নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলি জাতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে।

আরও পড়ুন- শামির জীবনের সব থেকে মন খারাপের দিন আজ! চোখে জল, প্রিয় মানুষ অনেক দূরে

আপনি কি জানেন, ১৯৮৩ সালে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা একটি ম্যাচের জন্য কত টাকা পেয়েছিলেন? জানলে অবাক হবেন। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে ১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি সম্পর্কে জানা যাচ্ছে।

—- Polls module would be displayed here —-

তৎকালীন অধিনায়ক কপিল দেব, মোহিন্দর অমরনাথ, সুনীল গাভাসকর, কে শ্রীকান্ত, যশপাল শর্মা, সন্দীপ পাতিল, কীর্তি আজাদ, রজার বিনি, মদন লাল, সৈয়দ কিরমানি, বি সান্ধু, দিলীপ বেঙ্গসরকার, রবি শাস্ত্রী ও সুনীল ভালসন সেই দলে ছিলেন। ম্যানেজার বিশান বেদী।

সেই শিটে উল্লেখ করা হয়েছে, একটি ম্যাচের জন্য মাত্র ২১০০ টাকা করে পেয়েছিলেন সবাই। যার মধ্যে ফি হিসাবে ১৫০০ টাকা এবং দৈনিক ভাতা হিসাবে ৬০০ টাকা ছিল।

আরও পড়ুন- ভারতের শ্রীলঙ্কা সফরের আগেই দুঃসংবাদ! গুলি করা খুন করা হল প্রাক্তন ক্রিকেটারকে

এখন একটি ওডিআই ম্যাচ খেলার জন্য প্রতিটি ক্রিকেটার প্রতি ম্যাচে ৬ লাখ টাকা পান। টি-টোয়েন্টি আন্তর্জাতিকের জন্য ৩ লাখ ও টেস্ট ম্যাচ খেলার জন্য ১৫ লাখ টাকা পান।

শুধু তাই নয়, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) প্রতি বছর বার্ষিক চুক্তি ঘোষণা করে। গ্রুপ A+-এর খেলোয়াড়রা সবচেয়ে বেশি টাকা পান।

বর্তমান বার্ষিক চুক্তি

গ্রেড A+ (৭ কোটি)

রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা।

গ্রেড A (5 কোটি)

আর অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া।

গ্রেড বি (৩ কোটি)

সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল।

গ্রেড সি (1 কোটি)

রিঙ্কু সিং, তিলক ভার্মা, রুতুরাজ গায়কওয়াড়, শার্দুল ঠাকুর, শিবম দুবে, রবি বিষ্ণোই, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আরশদীপ সিং, কেএস ভারত, প্রসিধ কৃষ্ণ, আভেশ খান, রজত পতিদার।