ছাত্রী বৃষ্টি পাল ও কান্দি থানার আইসি মৃনাল সিনহা 

Murshidabad News: টাকার অভাবে বন্ধ হতে বসেছিল কিশোরীর পড়াশুনা! খবর পেয়েই ‌যা করলেন থানার আই সি!

মুর্শিদাবাদ: অসহায় ছাত্রীর পাশে দাঁড়ালেন আইসি নিজেই। কারণ,ভূগোল অর্নাস পড়তে পারছিলেন না কান্দি রসোড়া গ্রামের বাসিন্দা বৃষ্টি পাল। কান্দি রসোড়া অম্বিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বৃষ্টি পাল। এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন। ভূগোল বিষয়ে ভাল নম্বর পাওয়ার কারণেই ইচ্ছা ছিল ভূগোল অর্নাস পড়ার। কিন্তু ছিল না সেই ভাবে অর্থ।

সেই খবর শোনা মাত্রই এগিয়ে এলেন কান্দি থানার আইসি মৃনাল সিনহা। টাকার অভাবে যেন পড়া পিছিয়ে না যায় তাই মানবিক মুখ দেখা গেল পুলিশ আধিকারিকের। বাবা জগদীশ পাল, পেশায় গাড়ির চালক। যা অর্থ উপার্জন করেন সেই দিয়ে চলে কোনও রকমে সংসার। গীতশ্রী চ্যাটার্জি পেশায় একজন বেসরকারি স্কুলের শিক্ষিকা তাকে বিষয়টি জানান বৃষ্টি পাল।

আরও পড়ুন:আম রাইস থেকে ম্যাঙ্গো রসগোল্লা, ফুরিয়ে ‌যাওয়ার আগে ছুটে আসুন!

গীতশ্রী দেবী যোগাযোগ করেন কান্দি থানার আইসি মৃনাল সিনহার সঙ্গে। আর সেই খবর শোনা মাত্রই কান্দি রাজ কলেজে ভর্তির ব্যবস্থা সহ পড়াশুনোর দায়িত্ব নিলেন আইসি। কান্দি থানাতে ডেকে ইতি মধ্যেই বৃষ্টি পালের হাতে তুলে দিয়েছেন আর্থিক সাহায্য। আগামী দিনে যতদূর এগিয়ে গিয়ে পড়াশোনা করতে চান ঐ ছাত্রী তা সমস্ত রকম ভাবেই সহযোগিতা করবেন বলে জানান আই সি মৃণালবাবু।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কৌশিক অধিকারী