Sunidhi Chauhan Fees: শ্রেয়ার প্রতিদ্বন্দ্বী! একটি গানের জন্য কত টাকা নেন সুনিধি, অঙ্কটা অবাক করার মতো

সুনিধি চৌহান। বলিউডের সফল গায়িকাদের মধ্যে অন্যতম। বিগত দু'দশকেরও বেশি সময় ধরে তাঁর কণ্ঠের জাদুতে বুঁদ সকলে। হিন্দি তো বটেই, পাশাপাশি অন্য ভাষাতেও একাধিক গান গেয়েছেন তিনি।
সুনিধি চৌহান। বলিউডের সফল গায়িকাদের মধ্যে অন্যতম। বিগত দু’দশকেরও বেশি সময় ধরে তাঁর কণ্ঠের জাদুতে বুঁদ সকলে। হিন্দি তো বটেই, পাশাপাশি অন্য ভাষাতেও একাধিক গান গেয়েছেন তিনি।
২০০১ সালে 'আজনাবি'-তে গান গেয়ে খ্যাতির শীর্ষে পৌঁছে যান সুনিধি। সেই ছবিতে মোট চারটি গান গেয়েছিলেন তিনি। তার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক ছবিতে হিট গান করে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নেন তিনি।
২০০১ সালে ‘আজনাবি’-তে গান গেয়ে খ্যাতির শীর্ষে পৌঁছে যান সুনিধি। সেই ছবিতে মোট চারটি গান গেয়েছিলেন তিনি। তার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক ছবিতে হিট গান করে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নেন তিনি।
সুনিধি প্রায় শ্রেয়া ঘোষালের সমসাময়িক। দুই গায়িকার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে চর্চাও কিছু কম নয়। তবে সে বিষয়ে কখনও কোনও বিরূপ মন্তব্য করেননি তাঁরা।
সুনিধি প্রায় শ্রেয়া ঘোষালের সমসাময়িক। দুই গায়িকার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে চর্চাও কিছু কম নয়। তবে সে বিষয়ে কখনও কোনও বিরূপ মন্তব্য করেননি তাঁরা।
শ্রেয়া এবং সুনিধি, দু'জনেই গানের জগতে এগিয়েছেন নিজেদের পথ ধরে। কিন্তু একটি গানের জন্য কত টাকা পারিশ্রমিক নেন সুনিধি?
শ্রেয়া এবং সুনিধি, দু’জনেই গানের জগতে এগিয়েছেন নিজেদের পথ ধরে। কিন্তু একটি গানের জন্য কত টাকা পারিশ্রমিক নেন সুনিধি?
বলিউডের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, গান পিছু ২৫ লাখ টাকা করে পারিশ্রমিক নেন সুনিধি। তবে এই তথ্যে কোনও শিলমোহর বসাননি অভিনেত্রী বা তাঁর টিম।
বলিউডের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, গান পিছু ২৫ লাখ টাকা করে পারিশ্রমিক নেন সুনিধি। তবে এই তথ্যে কোনও শিলমোহর বসাননি অভিনেত্রী বা তাঁর টিম।
বলিউডে প্লে ব্যাকের পাশাপাশি স্টেজ শো-ও করছেন সুনিধি। নেটমাধ্যমেও তাঁর অনিরাগীর সংখ্যা কিছু কম নয়।
বলিউডে প্লে ব্যাকের পাশাপাশি স্টেজ শো-ও করছেন সুনিধি। নেটমাধ্যমেও তাঁর অনিরাগীর সংখ্যা কিছু কম নয়।