How To Become Crorepati: ২৫ বছর বয়সেই আপনার সন্তানকে করে তুলতে পারেন কোটিপতি, দেখে নিন কীভাবে

মাত্র ২৫ বছর বয়সেই সন্তান হতে পারে কোটিপতি। শুনতে অবাক লাগলে, জেনে নেওয়া যাক সমস্ত খুঁটিনাটি। এক নজরে দেখে নেওয়া যাক সম্পূর্ণ চার্ট। পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ PPF যোজনা কারও সন্তানকে মাত্র ২৫ বছর বয়সেই কোটিপতি করে তুলতে পারে। কোটিপতি করা ছাড়াও এই টাকা হবে ট্যাক্স ফ্রি সাদা টাকা।
মাত্র ২৫ বছর বয়সেই সন্তান হতে পারে কোটিপতি। শুনতে অবাক লাগলে, জেনে নেওয়া যাক সমস্ত খুঁটিনাটি। এক নজরে দেখে নেওয়া যাক সম্পূর্ণ চার্ট। পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ PPF যোজনা কারও সন্তানকে মাত্র ২৫ বছর বয়সেই কোটিপতি করে তুলতে পারে। কোটিপতি করা ছাড়াও এই টাকা হবে ট্যাক্স ফ্রি সাদা টাকা।
PPF অ্যাকাউন্টের মাধ্যমে যে সকল সন্তানের মা-বাবা যে টাকাই জমা করুক না কেন, প্রতি বছর প্রায় ৪৬,৮০০ টাকার ইনকাম ট্যাক্স বাঁচাতে পারে। PPF অ্যাকাউন্ট পোস্ট অফিস বা যে কোনও ব্যাঙ্কেই ওপেন করা যেতে পারে। এই PPF অ্যাকাউন্টে প্রতি বছর নূন্যতম ৫০০ টাকা এবং সর্বাধিক ১,৫০,০০০ টাকা জমা করা যেতে পারে।
PPF অ্যাকাউন্টের মাধ্যমে যে সকল সন্তানের মা-বাবা যে টাকাই জমা করুক না কেন, প্রতি বছর প্রায় ৪৬,৮০০ টাকার ইনকাম ট্যাক্স বাঁচাতে পারে। PPF অ্যাকাউন্ট পোস্ট অফিস বা যে কোনও ব্যাঙ্কেই ওপেন করা যেতে পারে। এই PPF অ্যাকাউন্টে প্রতি বছর নূন্যতম ৫০০ টাকা এবং সর্বাধিক ১,৫০,০০০ টাকা জমা করা যেতে পারে।
আজকের তারিখে সরকার এই PPF অ্যাকাউন্টের উপরে ৭.১% হারে সুদ দিচ্ছে। অর্থাৎ এই যোজনায় জমানো টাকার উপরে প্রতি বছরে পাওয়া যাবে ৭.১% সুদ।
আজকের তারিখে সরকার এই PPF অ্যাকাউন্টের উপরে ৭.১% হারে সুদ দিচ্ছে। অর্থাৎ এই যোজনায় জমানো টাকার উপরে প্রতি বছরে পাওয়া যাবে ৭.১% সুদ।
PPF হল EEE যোজনা। অর্থাৎ এই যোজনায় জমা করা টাকার উপরে ট্যাক্স ছাড় পাওয়া যায়। এই যোজনায় পাওয়া সুদের উপরে ট্যাক্স দিতে হবে না এবং ম্যাচিউরিটির সময়ে যে পরিমাণ টাকা পাওয়া যাবে, তাতেও কোনও ট্যাক্স দিতে হবে না।
PPF হল EEE যোজনা। অর্থাৎ এই যোজনায় জমা করা টাকার উপরে ট্যাক্স ছাড় পাওয়া যায়। এই যোজনায় পাওয়া সুদের উপরে ট্যাক্স দিতে হবে না এবং ম্যাচিউরিটির সময়ে যে পরিমাণ টাকা পাওয়া যাবে, তাতেও কোনও ট্যাক্স দিতে হবে না।
এভাবেই যে কারও সন্তান মাত্র ২৫ বছর বয়সেই এই যোজনার মাধ্যমে হতে পারে কোটিপতি। এর জন্য সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই ওপেন করতে হবে PPF অ্যাকাউন্ট। আর প্রতি বছর ১ এপ্রিল তারিখে জমা করতে হবে ১,৫০,০০০ টাকা।
এভাবেই যে কারও সন্তান মাত্র ২৫ বছর বয়সেই এই যোজনার মাধ্যমে হতে পারে কোটিপতি। এর জন্য সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই ওপেন করতে হবে PPF অ্যাকাউন্ট। আর প্রতি বছর ১ এপ্রিল তারিখে জমা করতে হবে ১,৫০,০০০ টাকা।
যদি কেউ প্রতি বছর ১ এপ্রিল তারিখে এই PPF অ্যাকাউন্টে ১,৫০,০০০ টাকা করে জমা করতে থাকে, তাহলে ম্যাচিউরিটির সময় এখান থেকে পাওয়া যাবে ৪০,৬৮,২০৯ টাকা।
যদি কেউ প্রতি বছর ১ এপ্রিল তারিখে এই PPF অ্যাকাউন্টে ১,৫০,০০০ টাকা করে জমা করতে থাকে, তাহলে ম্যাচিউরিটির সময় এখান থেকে পাওয়া যাবে ৪০,৬৮,২০৯ টাকা।
এরপর এই টাকাই আরও ৫ বছরের জন্য PPF অ্যাকাউন্টে রেখে দিতে হবে। একই সঙ্গে প্রতি বছর ১,৫০,০০০ টাকা করে জমা করে যেতে হবে।
এরপর এই টাকাই আরও ৫ বছরের জন্য PPF অ্যাকাউন্টে রেখে দিতে হবে। একই সঙ্গে প্রতি বছর ১,৫০,০০০ টাকা করে জমা করে যেতে হবে।
৫ বছর পর ম্যাচিউরিটির সময় সেই টাকার পরিমাণ হবে ৬৬,৫৮,২৮৮ টাকা। এর মধ্যে নিজেদের বিনিয়োগের পরিমাণ হবে ৩০,০০,০০০ টাকা এবং সুদ হিসাবে পাওয়া যাবে ৩৬,৫৮,২৮৮ টাকা।
৫ বছর পর ম্যাচিউরিটির সময় সেই টাকার পরিমাণ হবে ৬৬,৫৮,২৮৮ টাকা। এর মধ্যে নিজেদের বিনিয়োগের পরিমাণ হবে ৩০,০০,০০০ টাকা এবং সুদ হিসাবে পাওয়া যাবে ৩৬,৫৮,২৮৮ টাকা।
এরপর যদি আরও ৫ বছরের জন্য সেই টাকা জমা করা হয়, তাহলে ম্যাচিউরিটির সময় সেই টাকার পরিমাণ হবে ১,০৩,০৮,০১৪ টাকা।
এরপর যদি আরও ৫ বছরের জন্য সেই টাকা জমা করা হয়, তাহলে ম্যাচিউরিটির সময় সেই টাকার পরিমাণ হবে ১,০৩,০৮,০১৪ টাকা।
এর মধ্যে নিজেদের বিনিয়োগের পরিমাণ হল ৩৭,৫০,০০০ টাকা এবং সুদের পরিমাণ হবে ৬৫,৫৮,০১৫ টাকা। এই টাকার উপরে সন্তানকে কোনও ধরনের ট্যাক্স দিতে হবে না।
এর মধ্যে নিজেদের বিনিয়োগের পরিমাণ হল ৩৭,৫০,০০০ টাকা এবং সুদের পরিমাণ হবে ৬৫,৫৮,০১৫ টাকা। এই টাকার উপরে সন্তানকে কোনও ধরনের ট্যাক্স দিতে হবে না।