মাসে ৫-১০ হাজার টাকা এভাবে বিনিয়োগ করুন, সন্তানের ১৮ তম জন্মদিনে ১ কোটি টাকা জমিয়ে ফেলবেন সহজেই

একজন অভিভাবক তাঁর সন্তানের জন্য কী চান? উন্নত জীবনযাত্রা, সুগভীর মূল্যবোধ এবং উন্নত মানের শিক্ষা। এটুকুই দরকার। কিন্তু এই প্রয়োজনীয়তাগুলো পূরণের জন্য অর্থ প্রয়োজন। আর্থিক বিশেষজ্ঞরা বলেন, সন্তানের উচ্চশিক্ষা এবং তার ভাল থাকার ব্যবস্থা করতে চাইলে দীর্ঘমেয়াদি বিনিয়োগের কথা ভাবতে হবে।
একজন অভিভাবক তাঁর সন্তানের জন্য কী চান? উন্নত জীবনযাত্রা, সুগভীর মূল্যবোধ এবং উন্নত মানের শিক্ষা। এটুকুই দরকার। কিন্তু এই প্রয়োজনীয়তাগুলো পূরণের জন্য অর্থ প্রয়োজন। আর্থিক বিশেষজ্ঞরা বলেন, সন্তানের উচ্চশিক্ষা এবং তার ভাল থাকার ব্যবস্থা করতে চাইলে দীর্ঘমেয়াদি বিনিয়োগের কথা ভাবতে হবে।
ভারতে উচ্চশিক্ষার খরচ দিনদিন বাড়ছে। আবার বিদেশে পড়াতে চাইলে আরও বেশি টাকার প্রয়োজন পড়বে। এই জন্য সন্তানের জন্মের সময় থেকেই বিনিয়োগ শুরু করা উচিত। যাতে সন্তানের উচ্চশিক্ষার সময় অভিভাবকের পকেটে যথেষ্ট টাকা মজুত থাকে।
ভারতে উচ্চশিক্ষার খরচ দিনদিন বাড়ছে। আবার বিদেশে পড়াতে চাইলে আরও বেশি টাকার প্রয়োজন পড়বে। এই জন্য সন্তানের জন্মের সময় থেকেই বিনিয়োগ শুরু করা উচিত। যাতে সন্তানের উচ্চশিক্ষার সময় অভিভাবকের পকেটে যথেষ্ট টাকা মজুত থাকে।
এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে সন্তানের ১৮ বছর বয়সের মধ্যেই বড় ফান্ড তৈরি করা সম্ভব। এর জন্য মোটা টাকা বিনিয়োগ করার দরকার নেই। প্রতি মাসে ৫ হাজার এবং ১০ হাজার টাকা বিনিয়োগ করলেই মোটা টাকা রিটার্ন মিলবে। দেখে নেওয়া যাক কীভাবে।
এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে সন্তানের ১৮ বছর বয়সের মধ্যেই বড় ফান্ড তৈরি করা সম্ভব। এর জন্য মোটা টাকা বিনিয়োগ করার দরকার নেই। প্রতি মাসে ৫ হাজার এবং ১০ হাজার টাকা বিনিয়োগ করলেই মোটা টাকা রিটার্ন মিলবে। দেখে নেওয়া যাক কীভাবে।
করলেই মোটা টাকা রিটার্ন মিলবে। দেখে নেওয়া যাক কীভাবে।৫ হাজার মাসিক এসআইপি: কেউ যদি ১৮ বছর একটানা প্রতি মাসে ৫ হাজার টাকা বিনিয়োগ করেন, তাহলে তাঁর মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১০,৮০,০০০ টাকা। ১২ শতাংশ রিটার্ন ধরলে সুদ থেকে মিলবে ২৭,৪৭,১৯৬ টাকা। সুদ এবং আসল মিলিয়ে হাতে আসবে ৩৮,২৭,১৯৬ টাকা।
করলেই মোটা টাকা রিটার্ন মিলবে। দেখে নেওয়া যাক কীভাবে।
৫ হাজার মাসিক এসআইপি: কেউ যদি ১৮ বছর একটানা প্রতি মাসে ৫ হাজার টাকা বিনিয়োগ করেন, তাহলে তাঁর মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১০,৮০,০০০ টাকা। ১২ শতাংশ রিটার্ন ধরলে সুদ থেকে মিলবে ২৭,৪৭,১৯৬ টাকা। সুদ এবং আসল মিলিয়ে হাতে আসবে ৩৮,২৭,১৯৬ টাকা।
এখন তিনি যদি স্টেপআপ এসআইপি বেছে নেন এবং প্রতি বছর পাঁচ শতাংশ বিনিয়োগ বাড়ান, তাহলে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১৬,৮৭,৯৪৩ টাকা। ১২ শতাংশ বার্ষিক রিটার্ন ধরলে দীর্ঘমেয়াদি মূলধন লাভ হবে ৩৪,৫৭,৪৫১ টাকা। সুদ এবং আসল মিলিয়ে মোট রিটার্ন দাঁড়াবে ৫১,৪৫,৩৯৪ টাকা।
এখন তিনি যদি স্টেপআপ এসআইপি বেছে নেন এবং প্রতি বছর পাঁচ শতাংশ বিনিয়োগ বাড়ান, তাহলে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১৬,৮৭,৯৪৩ টাকা। ১২ শতাংশ বার্ষিক রিটার্ন ধরলে দীর্ঘমেয়াদি মূলধন লাভ হবে ৩৪,৫৭,৪৫১ টাকা। সুদ এবং আসল মিলিয়ে মোট রিটার্ন দাঁড়াবে ৫১,৪৫,৩৯৪ টাকা।
১০ হাজার টাকা মাসিক এসআইপি: সন্তানের জন্মের সময় ১০ হাজার টাকা মাসিক এসআইপি শুরু করলে ১৮ বছরে মোট বিনিয়োগ হবে ২১,৬০,০০০ টাকা। বার্ষিক ১২ শতাংশ রিটার্ন থেকে মূলধন লাভ হবে ৫৪,৯৪,৩৯২ টাকা। অর্থাৎ রিটার্ন মিলবে ৭৬,৫৪,৩৯২ টাকা।
১০ হাজার টাকা মাসিক এসআইপি: সন্তানের জন্মের সময় ১০ হাজার টাকা মাসিক এসআইপি শুরু করলে ১৮ বছরে মোট বিনিয়োগ হবে ২১,৬০,০০০ টাকা। বার্ষিক ১২ শতাংশ রিটার্ন থেকে মূলধন লাভ হবে ৫৪,৯৪,৩৯২ টাকা। অর্থাৎ রিটার্ন মিলবে ৭৬,৫৪,৩৯২ টাকা।
এখন যদি ১০ হাজার টাকার মাসিক এসআইপি প্রতি বছর পাঁচ শতাংশ হারে বাড়ানো হয়, তাহলে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৩৩,৭৫,৮৮৬ টাকা। ১২ শতাংশ বার্ষিক রিটার্নে দীর্ঘমেয়াদি মূলধন লাভ হবে ৬৯,১৪,৯০১ টাকা। তাহলে সুদ এবং আসল মিলিয়ে মোট রিটার্ন দাঁড়াচ্ছে ১,০২,৯০,৭৮৮ টাকা।
এখন যদি ১০ হাজার টাকার মাসিক এসআইপি প্রতি বছর পাঁচ শতাংশ হারে বাড়ানো হয়, তাহলে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৩৩,৭৫,৮৮৬ টাকা। ১২ শতাংশ বার্ষিক রিটার্নে দীর্ঘমেয়াদি মূলধন লাভ হবে ৬৯,১৪,৯০১ টাকা। তাহলে সুদ এবং আসল মিলিয়ে মোট রিটার্ন দাঁড়াচ্ছে ১,০২,৯০,৭৮৮ টাকা।