Tag Archives: Investments Tips

How To Become Crorepati: বৃদ্ধ বয়সে হাত পাততে হবে না, মাত্র ২০০০ টাকা বিনিয়োগই মিলবে ৩ কোটি টাকারও বেশি

অবসর জীবন সবার পক্ষে যে সুখের হবেই, তার কোনও মানে নেই। বিশেষ করে যাঁরা প্রাইভেট সংস্থায় কাজ করেন, তাঁদের তো সঞ্চয়ের চিন্তা থেকেই যায়। ফলে, বৃদ্ধ বয়স যদি নির্ঝঞ্ঝাটে কাটাতে হয়, হাতে একটা ঠিকঠাক পরিমাণ টাকা থাকা দরকার।
অবসর জীবন সবার পক্ষে যে সুখের হবেই, তার কোনও মানে নেই। বিশেষ করে যাঁরা প্রাইভেট সংস্থায় কাজ করেন, তাঁদের তো সঞ্চয়ের চিন্তা থেকেই যায়। ফলে, বৃদ্ধ বয়স যদি নির্ঝঞ্ঝাটে কাটাতে হয়, হাতে একটা ঠিকঠাক পরিমাণ টাকা থাকা দরকার।
তাহলে অন্যের মুখাপেক্ষী হতে হয় না। কত টাকা, সেটা একেকজনের ক্ষেত্রে হিসেব একেকরকম হবে। তবে, কোটি টাকার তহবিল গড়ে তুলতে পারলে নিশ্চিন্ত থাকতে পারেন সকলেই। কীভাবে, সেই হিসেব দেখে নেওয়া যাক।
তাহলে অন্যের মুখাপেক্ষী হতে হয় না। কত টাকা, সেটা একেকজনের ক্ষেত্রে হিসেব একেকরকম হবে। তবে, কোটি টাকার তহবিল গড়ে তুলতে পারলে নিশ্চিন্ত থাকতে পারেন সকলেই। কীভাবে, সেই হিসেব দেখে নেওয়া যাক।
এক্ষেত্রে আমাদের কাজে আসবে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, সংক্ষেপে এসআইপি। বিনিয়োগের এই মাধ্যম বাজার-সংযুক্ত হওয়া সত্ত্বেও এর জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে, ঠিক যেমন এখানে লাগালে টাকার পরিমাণও বাড়তে থাকে। কেন না, এখানে পাওয়া যায় চক্রবৃদ্ধি হারে সুদের সুবিধা।
এক্ষেত্রে আমাদের কাজে আসবে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, সংক্ষেপে এসআইপি। বিনিয়োগের এই মাধ্যম বাজার-সংযুক্ত হওয়া সত্ত্বেও এর জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে, ঠিক যেমন এখানে লাগালে টাকার পরিমাণও বাড়তে থাকে। কেন না, এখানে পাওয়া যায় চক্রবৃদ্ধি হারে সুদের সুবিধা।
এসআইপির গড় রিটার্ন ১২ শতাংশ ধরে নেওয়া হয়। এই হিসেব ধরে এগোলে মাত্র ২০০০ টাকার বিনিয়োগ কীভাবে ৩ কোটি টাকারও বেশি তহবিল গড়ে তুলতে সাহায্য করতে পারে, হিসেব না দেখলে অবিশ্বাস্য মনে তো হবেই।
এসআইপির গড় রিটার্ন ১২ শতাংশ ধরে নেওয়া হয়। এই হিসেব ধরে এগোলে মাত্র ২০০০ টাকার বিনিয়োগ কীভাবে ৩ কোটি টাকারও বেশি তহবিল গড়ে তুলতে সাহায্য করতে পারে, হিসেব না দেখলে অবিশ্বাস্য মনে তো হবেই।
ধরা যাক, বিনিয়োকারী তাঁর ২৫ বছর বয়সে ২০০০ টাকার একটি এসআইপি শুরু করলেন। শুরু করার পরে, তাঁকে পুরো এক বছরের জন্য এই অ্যাকাউন্টে মাত্র ২০০০ টাকাই জমা করতে হবে, তার বেশি নয়। যদিও পরের বছর ২০০০ টাকার ১০ শতাংশ অর্থাৎ ২০০ টাকা বাড়াতে হবে। এটা এমন কিছু কঠিন ব্যাপার নয়।
ধরা যাক, বিনিয়োকারী তাঁর ২৫ বছর বয়সে ২০০০ টাকার একটি এসআইপি শুরু করলেন। শুরু করার পরে, তাঁকে পুরো এক বছরের জন্য এই অ্যাকাউন্টে মাত্র ২০০০ টাকাই জমা করতে হবে, তার বেশি নয়। যদিও পরের বছর ২০০০ টাকার ১০ শতাংশ অর্থাৎ ২০০ টাকা বাড়াতে হবে। এটা এমন কিছু কঠিন ব্যাপার নয়।
এই ভাবে, পরের বছর এই এসআইপি হবে ২২০০ টাকা। তার পরের বছর আবার ২২০০ টাকা ১০ শতাংশ হারে ২২০ টাকা বাড়াতে হবে, এমন পরিস্থিতিতে এসআইপি হয়ে যাবে ২৪২০ টাকা। এই ভাবে, প্রতি বছর বিনিয়োগের পরিমাণ ১০ শতাংশ করে বাড়িয়ে যেতে হবে ৬০ বছর ধরে।
এই ভাবে, পরের বছর এই এসআইপি হবে ২২০০ টাকা। তার পরের বছর আবার ২২০০ টাকা ১০ শতাংশ হারে ২২০ টাকা বাড়াতে হবে, এমন পরিস্থিতিতে এসআইপি হয়ে যাবে ২৪২০ টাকা। এই ভাবে, প্রতি বছর বিনিয়োগের পরিমাণ ১০ শতাংশ করে বাড়িয়ে যেতে হবে ৬০ বছর ধরে।
এবার ২০০০ টাকা থেকে শুরু করে এসআইপিতে বার্ষিক ১০ শতাংশের টপ আপ করে কেউ যদি ৩৫ বছরের জন্যও বিনিয়োগ করেন, তাহলে মোট বিনিয়োগ হবে ৬৫,০৪,৫৮৫ টাকা। যদি আমরা ১২ শতাংশের গড় রিটার্ন ধরে এগোই, শুধুমাত্র সুদের থেকে ২,৯০,২৯,২৯৪ টাকা পাওয়া যাবে।
এবার ২০০০ টাকা থেকে শুরু করে এসআইপিতে বার্ষিক ১০ শতাংশের টপ আপ করে কেউ যদি ৩৫ বছরের জন্যও বিনিয়োগ করেন, তাহলে মোট বিনিয়োগ হবে ৬৫,০৪,৫৮৫ টাকা। যদি আমরা ১২ শতাংশের গড় রিটার্ন ধরে এগোই, শুধুমাত্র সুদের থেকে ২,৯০,২৯,২৯৪ টাকা পাওয়া যাবে।
বিনিয়োগ করা পরিমাণ এবং সুদ সহ ৩৫ বছর পর মোট ৩,৫৫,৩৩,৮৭৯ টাকা আসবে। আর যদি এই বিনিয়োগে ১৫ শতাংশ রিটার্ন আসে, তাহলে তো কথাই নেই, লাভ প্রায় দ্বিগুণ হবে এবং মোট ৬,৭০,২৪,২১২ টাকা লাভ হবে।
বিনিয়োগ করা পরিমাণ এবং সুদ সহ ৩৫ বছর পর মোট ৩,৫৫,৩৩,৮৭৯ টাকা আসবে। আর যদি এই বিনিয়োগে ১৫ শতাংশ রিটার্ন আসে, তাহলে তো কথাই নেই, লাভ প্রায় দ্বিগুণ হবে এবং মোট ৬,৭০,২৪,২১২ টাকা লাভ হবে।

মাসে ৫-১০ হাজার টাকা এভাবে বিনিয়োগ করুন, সন্তানের ১৮ তম জন্মদিনে ১ কোটি টাকা জমিয়ে ফেলবেন সহজেই

একজন অভিভাবক তাঁর সন্তানের জন্য কী চান? উন্নত জীবনযাত্রা, সুগভীর মূল্যবোধ এবং উন্নত মানের শিক্ষা। এটুকুই দরকার। কিন্তু এই প্রয়োজনীয়তাগুলো পূরণের জন্য অর্থ প্রয়োজন। আর্থিক বিশেষজ্ঞরা বলেন, সন্তানের উচ্চশিক্ষা এবং তার ভাল থাকার ব্যবস্থা করতে চাইলে দীর্ঘমেয়াদি বিনিয়োগের কথা ভাবতে হবে।
একজন অভিভাবক তাঁর সন্তানের জন্য কী চান? উন্নত জীবনযাত্রা, সুগভীর মূল্যবোধ এবং উন্নত মানের শিক্ষা। এটুকুই দরকার। কিন্তু এই প্রয়োজনীয়তাগুলো পূরণের জন্য অর্থ প্রয়োজন। আর্থিক বিশেষজ্ঞরা বলেন, সন্তানের উচ্চশিক্ষা এবং তার ভাল থাকার ব্যবস্থা করতে চাইলে দীর্ঘমেয়াদি বিনিয়োগের কথা ভাবতে হবে।
ভারতে উচ্চশিক্ষার খরচ দিনদিন বাড়ছে। আবার বিদেশে পড়াতে চাইলে আরও বেশি টাকার প্রয়োজন পড়বে। এই জন্য সন্তানের জন্মের সময় থেকেই বিনিয়োগ শুরু করা উচিত। যাতে সন্তানের উচ্চশিক্ষার সময় অভিভাবকের পকেটে যথেষ্ট টাকা মজুত থাকে।
ভারতে উচ্চশিক্ষার খরচ দিনদিন বাড়ছে। আবার বিদেশে পড়াতে চাইলে আরও বেশি টাকার প্রয়োজন পড়বে। এই জন্য সন্তানের জন্মের সময় থেকেই বিনিয়োগ শুরু করা উচিত। যাতে সন্তানের উচ্চশিক্ষার সময় অভিভাবকের পকেটে যথেষ্ট টাকা মজুত থাকে।
এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে সন্তানের ১৮ বছর বয়সের মধ্যেই বড় ফান্ড তৈরি করা সম্ভব। এর জন্য মোটা টাকা বিনিয়োগ করার দরকার নেই। প্রতি মাসে ৫ হাজার এবং ১০ হাজার টাকা বিনিয়োগ করলেই মোটা টাকা রিটার্ন মিলবে। দেখে নেওয়া যাক কীভাবে।
এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে সন্তানের ১৮ বছর বয়সের মধ্যেই বড় ফান্ড তৈরি করা সম্ভব। এর জন্য মোটা টাকা বিনিয়োগ করার দরকার নেই। প্রতি মাসে ৫ হাজার এবং ১০ হাজার টাকা বিনিয়োগ করলেই মোটা টাকা রিটার্ন মিলবে। দেখে নেওয়া যাক কীভাবে।
করলেই মোটা টাকা রিটার্ন মিলবে। দেখে নেওয়া যাক কীভাবে।৫ হাজার মাসিক এসআইপি: কেউ যদি ১৮ বছর একটানা প্রতি মাসে ৫ হাজার টাকা বিনিয়োগ করেন, তাহলে তাঁর মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১০,৮০,০০০ টাকা। ১২ শতাংশ রিটার্ন ধরলে সুদ থেকে মিলবে ২৭,৪৭,১৯৬ টাকা। সুদ এবং আসল মিলিয়ে হাতে আসবে ৩৮,২৭,১৯৬ টাকা।
করলেই মোটা টাকা রিটার্ন মিলবে। দেখে নেওয়া যাক কীভাবে।
৫ হাজার মাসিক এসআইপি: কেউ যদি ১৮ বছর একটানা প্রতি মাসে ৫ হাজার টাকা বিনিয়োগ করেন, তাহলে তাঁর মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১০,৮০,০০০ টাকা। ১২ শতাংশ রিটার্ন ধরলে সুদ থেকে মিলবে ২৭,৪৭,১৯৬ টাকা। সুদ এবং আসল মিলিয়ে হাতে আসবে ৩৮,২৭,১৯৬ টাকা।
এখন তিনি যদি স্টেপআপ এসআইপি বেছে নেন এবং প্রতি বছর পাঁচ শতাংশ বিনিয়োগ বাড়ান, তাহলে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১৬,৮৭,৯৪৩ টাকা। ১২ শতাংশ বার্ষিক রিটার্ন ধরলে দীর্ঘমেয়াদি মূলধন লাভ হবে ৩৪,৫৭,৪৫১ টাকা। সুদ এবং আসল মিলিয়ে মোট রিটার্ন দাঁড়াবে ৫১,৪৫,৩৯৪ টাকা।
এখন তিনি যদি স্টেপআপ এসআইপি বেছে নেন এবং প্রতি বছর পাঁচ শতাংশ বিনিয়োগ বাড়ান, তাহলে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১৬,৮৭,৯৪৩ টাকা। ১২ শতাংশ বার্ষিক রিটার্ন ধরলে দীর্ঘমেয়াদি মূলধন লাভ হবে ৩৪,৫৭,৪৫১ টাকা। সুদ এবং আসল মিলিয়ে মোট রিটার্ন দাঁড়াবে ৫১,৪৫,৩৯৪ টাকা।
১০ হাজার টাকা মাসিক এসআইপি: সন্তানের জন্মের সময় ১০ হাজার টাকা মাসিক এসআইপি শুরু করলে ১৮ বছরে মোট বিনিয়োগ হবে ২১,৬০,০০০ টাকা। বার্ষিক ১২ শতাংশ রিটার্ন থেকে মূলধন লাভ হবে ৫৪,৯৪,৩৯২ টাকা। অর্থাৎ রিটার্ন মিলবে ৭৬,৫৪,৩৯২ টাকা।
১০ হাজার টাকা মাসিক এসআইপি: সন্তানের জন্মের সময় ১০ হাজার টাকা মাসিক এসআইপি শুরু করলে ১৮ বছরে মোট বিনিয়োগ হবে ২১,৬০,০০০ টাকা। বার্ষিক ১২ শতাংশ রিটার্ন থেকে মূলধন লাভ হবে ৫৪,৯৪,৩৯২ টাকা। অর্থাৎ রিটার্ন মিলবে ৭৬,৫৪,৩৯২ টাকা।
এখন যদি ১০ হাজার টাকার মাসিক এসআইপি প্রতি বছর পাঁচ শতাংশ হারে বাড়ানো হয়, তাহলে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৩৩,৭৫,৮৮৬ টাকা। ১২ শতাংশ বার্ষিক রিটার্নে দীর্ঘমেয়াদি মূলধন লাভ হবে ৬৯,১৪,৯০১ টাকা। তাহলে সুদ এবং আসল মিলিয়ে মোট রিটার্ন দাঁড়াচ্ছে ১,০২,৯০,৭৮৮ টাকা।
এখন যদি ১০ হাজার টাকার মাসিক এসআইপি প্রতি বছর পাঁচ শতাংশ হারে বাড়ানো হয়, তাহলে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৩৩,৭৫,৮৮৬ টাকা। ১২ শতাংশ বার্ষিক রিটার্নে দীর্ঘমেয়াদি মূলধন লাভ হবে ৬৯,১৪,৯০১ টাকা। তাহলে সুদ এবং আসল মিলিয়ে মোট রিটার্ন দাঁড়াচ্ছে ১,০২,৯০,৭৮৮ টাকা।