এখন সকলের ব্যস্ত সময়৷ তখন একে অপরের সঙ্গে সময় কাটানোর সময় কই৷ যার ফলে ব্যস্ততা বাড়লেও সম্পর্কে বাঁধনগুলো ক্রমশ আলগা হতে থাকে৷ দুটো মানুষ যখন সংসার বাঁধে, তখনও সেই একই সমস্যা কথা ফুরিয়ে আসে৷ সম্পর্কের উত্তাপও ক্রমশ নিভু নিভু৷ এই উত্তাপকে কিছুটা বৃদ্ধি করতে একটু আধটু প্রচেষ্টা তো লাগেই, রিলেশনশিপ কাউন্সেলার ড. গীতাঞ্জলি শর্মা দিলেন কিছু টিপস৷

Relationship Advice: স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক তলানিতে? সকালেই উঠেই করুন এই কাজ, প্রেম আসবেই, রইল বিশেষজ্ঞের পরামর্শ

এখন সকলের ব্যস্ত সময়৷ তখন একে অপরের সঙ্গে সময় কাটানোর সময় কই৷ যার ফলে ব্যস্ততা বাড়লেও সম্পর্কে বাঁধনগুলো ক্রমশ আলগা হতে থাকে৷ দুটো মানুষ যখন সংসার বাঁধে, তখনও সেই একই সমস্যা কথা ফুরিয়ে আসে৷ সম্পর্কের উত্তাপও ক্রমশ নিভু নিভু৷ এই উত্তাপকে কিছুটা বৃদ্ধি করতে একটু আধটু প্রচেষ্টা তো লাগেই, রিলেশনশিপ কাউন্সেলার ড. গীতাঞ্জলি শর্মা দিলেন কিছু টিপস৷
এখন সকলের ব্যস্ত সময়৷ তখন একে অপরের সঙ্গে সময় কাটানোর সময় কই৷ যার ফলে ব্যস্ততা বাড়লেও সম্পর্কে বাঁধনগুলো ক্রমশ আলগা হতে থাকে৷ দুটো মানুষ যখন সংসার বাঁধে, তখনও সেই একই সমস্যা কথা ফুরিয়ে আসে৷ সম্পর্কের উত্তাপও ক্রমশ নিভু নিভু৷ এই উত্তাপকে কিছুটা বৃদ্ধি করতে একটু আধটু প্রচেষ্টা তো লাগেই, রিলেশনশিপ কাউন্সেলার ড. গীতাঞ্জলি শর্মা দিলেন কিছু টিপস৷
প্রথমেই সকালে একটু আগে ওঠার চেষ্টা করুন৷ দেরিতে উঠলে অফিস যাওয়ার তাড়া, খাবারের তাড়া-সহ একাধিক ব্যস্ততার মধ্যে একে অপরকে বোঝার সময় কই৷ তাই একটু হাতে সময় নিয়ে উঠুন৷ চা-কফি খেতে খেতে একে অপরের সমস্যা ভাল-লাগার কথা শেয়ার করুন৷ কিছুই না বলার থাকলে, একসঙ্গে কাটানো পুরোনো দিনগুলোর কথা মনে করুন৷
প্রথমেই সকালে একটু আগে ওঠার চেষ্টা করুন৷ দেরিতে উঠলে অফিস যাওয়ার তাড়া, খাবারের তাড়া-সহ একাধিক ব্যস্ততার মধ্যে একে অপরকে বোঝার সময় কই৷ তাই একটু হাতে সময় নিয়ে উঠুন৷ চা-কফি খেতে খেতে একে অপরের সমস্যা ভাল-লাগার কথা শেয়ার করুন৷ কিছুই না বলার থাকলে, একসঙ্গে কাটানো পুরোনো দিনগুলোর কথা মনে করুন৷
একসঙ্গে হাঁটতে বেরোন৷ এর ফলে শরীরের সঙ্গে মনও ফুরফুরে হয়ে যায়৷ এর ফলে কোয়ালিটি টাইমও কাটানো যাবে৷ একে অপরের মধ্যে মানসিক বন্ধনও দৃঢ় হয়৷
একসঙ্গে হাঁটতে বেরোন৷ এর ফলে শরীরের সঙ্গে মনও ফুরফুরে হয়ে যায়৷ এর ফলে কোয়ালিটি টাইমও কাটানো যাবে৷ একে অপরের মধ্যে মানসিক বন্ধনও দৃঢ় হয়৷
সকালের খাবার বানানো একটা বড় কাজ৷ চেষ্টা করুন স্বামী-স্ত্রী একসঙ্গে সকালের খাবার বানাতে৷ এতে কাজও তাড়াতাড়ি হয়, মনের বন্ধনও দৃঢ় হয়৷
সকালের খাবার বানানো একটা বড় কাজ৷ চেষ্টা করুন স্বামী-স্ত্রী একসঙ্গে সকালের খাবার বানাতে৷ এতে কাজও তাড়াতাড়ি হয়, মনের বন্ধনও দৃঢ় হয়৷
অনেক সময় একে অপরের জন্য করা কাজ গুলোকে বড্ড টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেওয়া হয়৷ একে অপরকে মাঝে মাঝে ধন্যবাদ দেওয়াও জরুরি৷ সেটাই করুন৷ চেষ্টা করুন নিজেদের একে অন্যের জন্য করা কাজ গুলোর প্রশংসা করতে৷
অনেক সময় একে অপরের জন্য করা কাজ গুলোকে বড্ড টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেওয়া হয়৷ একে অপরকে মাঝে মাঝে ধন্যবাদ দেওয়াও জরুরি৷ সেটাই করুন৷ চেষ্টা করুন নিজেদের একে অন্যের জন্য করা কাজ গুলোর প্রশংসা করতে৷
ব্যস্ত সময় সব সম্পর্কগুলোই তো ঝাপসা হয়ে যায়, একটু না হয় দুজনা চেষ্টা করলেন, তা তে কী?
ব্যস্ত সময় সব সম্পর্কগুলোই তো ঝাপসা হয়ে যায়, একটু না হয় দুজনা চেষ্টা করলেন, তা তে কী?