How to Wash Basin: হলদে দাগছোপ নিমেষে সাফ! বেসিন হবে নতুনের মতো ঝকঝকে! কাজে লাগান হেঁশেলের ৪ উপাদান

বাড়িঘরের মতোই বাথরুমও পরিষ্কার রাখা জরুরি। কিন্তু অনেক সময়ই বেসিন পরিষ্কার করতে গিয়ে বেগ পেতে হয়। অনেক চেষ্টার দাগছোপ যেন পরিষ্কারই হতে চায় না। কিন্তু জানেন কি, রান্নাঘরে থাকা কিছু জিনিস দিয়ে খুব সহজেই পরিষ্কার করে নেওয়ার যায় বেসিন? জেনে নেওয়া যাক।
বাড়িঘরের মতোই বাথরুমও পরিষ্কার রাখা জরুরি। কিন্তু অনেক সময়ই বেসিন পরিষ্কার করতে গিয়ে বেগ পেতে হয়। অনেক চেষ্টার দাগছোপ যেন পরিষ্কারই হতে চায় না। কিন্তু জানেন কি, রান্নাঘরে থাকা কিছু জিনিস দিয়ে খুব সহজেই পরিষ্কার করে নেওয়ার যায় বেসিন? জেনে নেওয়া যাক।
বেকিং সোডা এবং লেবুর দিয়ে খুব সহজেই বেসিন পরিষ্কার করা যায়। এক-দুই টেবিল চামচ বেকিং সোডা এবং এক টেবিল চামচ লেবুর রস এক কাপ গরম জলে মিশিয়ে নিন। তারপর সেই মিশ্রণটিকে বেসিনে ছিটিয়ে কিছুক্ষণ রেখে দিন। বেশ কিছুক্ষণ পর জল দিয়ে ধুয়ে নিলেই ঝকঝকে সাফ বেসিন।
বেকিং সোডা এবং লেবুর দিয়ে খুব সহজেই বেসিন পরিষ্কার করা যায়। এক-দুই টেবিল চামচ বেকিং সোডা এবং এক টেবিল চামচ লেবুর রস এক কাপ গরম জলে মিশিয়ে নিন। তারপর সেই মিশ্রণটিকে বেসিনে ছিটিয়ে কিছুক্ষণ রেখে দিন। বেশ কিছুক্ষণ পর জল দিয়ে ধুয়ে নিলেই ঝকঝকে সাফ বেসিন।
প্রথমে বেসিনের পাইপে ফুটন্ত গরম জল ঢেলে দিন। তার পর এক কাপ গরম জলে সাদা ভিনিগার মিশিয়ে সেটিকে পাইপে ঢেলে দিন। কিছু ক্ষণ পর জল দিয়ে পাইপটি ধুয়ে ফেললেই আর কোনও ময়লা থাকবে না।
প্রথমে বেসিনের পাইপে ফুটন্ত গরম জল ঢেলে দিন। তার পর এক কাপ গরম জলে সাদা ভিনিগার মিশিয়ে সেটিকে পাইপে ঢেলে দিন। কিছু ক্ষণ পর জল দিয়ে পাইপটি ধুয়ে ফেললেই আর কোনও ময়লা থাকবে না।
বেসিন ঝকঝকে করে তোলার ক্ষেত্রে ইনো এবং লেবুও বেশ কার্যকরী। এক টেবিল চামচ লেবুর রসের সঙ্গে কিছুটা ইনো মিশিয়ে বেসিনে ছিটিয়ে দিতে হবে। আধ ঘণ্টা পর স্পঞ্জ দিয়ে বেসিনটি ভাল করে পরিষ্কার করে নিলেই কোনও দাগছোপ থাকবে না।
বেসিন ঝকঝকে করে তোলার ক্ষেত্রে ইনো এবং লেবুও বেশ কার্যকরী। এক টেবিল চামচ লেবুর রসের সঙ্গে কিছুটা ইনো মিশিয়ে বেসিনে ছিটিয়ে দিতে হবে। আধ ঘণ্টা পর স্পঞ্জ দিয়ে বেসিনটি ভাল করে পরিষ্কার করে নিলেই কোনও দাগছোপ থাকবে না।
রান্নাঘরে থাকা এই সব উপাদান খুব সহজেই বেসিনের দাগ দূর করে। এতে খরচ এবং সময়, দুই-ই বাঁচে।
রান্নাঘরে থাকা এই সব উপাদান খুব সহজেই বেসিনের দাগ দূর করে। এতে খরচ এবং সময়, দুই-ই বাঁচে।