পুজো চলে গেল, কিন্তু ওই যে বাঙালির পুজো শেষ হওয়ার নয়৷ সামনেই লক্ষ্মী পুজো৷ বাড়ি-বাড়ি চলে এর আয়োজন৷ তবে পুজোর বাসন তো আবার সাধারণ স্টিলের হয় না৷ কাঁসা বা পিতলের বাসনেই সাধারণত ভোগ অর্পণ করা হয়৷ তবে এই ধরনের বাসন সাধারণভাবে পরিষ্কার করা যায় না৷ ফলে একটা কালো ছাপ পড়ে যায়৷ আসলে এই ধরনের বাসন বেশি ব্যবহার করা হয় না। ফলে অনেক সময় কালচে দাগ পড়ে যায়। তাই এই ধরনের বাসনগুলোকে ভাল রাখতে একটু বাড়তি যত্নের দরকার।

Cleaning Tips: পুজোর বাসনে কালো ছোপ? ১ টাকাও খরচ না করেও ৩টে উপায়ে পরিষ্কার করুন, বাসন ঝকঝকে হয়ে উঠবে

পুজো চলে গেল, কিন্তু ওই যে বাঙালির পুজো শেষ হওয়ার নয়৷ সামনেই লক্ষ্মী পুজো৷ বাড়ি-বাড়ি চলে এর আয়োজন৷ তবে পুজোর বাসন তো আবার সাধারণ স্টিলের হয় না৷ কাঁসা বা পিতলের বাসনেই সাধারণত ভোগ অর্পণ করা হয়৷
পুজো চলে গেল, কিন্তু ওই যে বাঙালির পুজো শেষ হওয়ার নয়৷ সামনেই লক্ষ্মী পুজো৷ বাড়ি-বাড়ি চলে এর আয়োজন৷ তবে পুজোর বাসন তো আবার সাধারণ স্টিলের হয় না৷ কাঁসা বা পিতলের বাসনেই সাধারণত ভোগ অর্পণ করা হয়৷
 তবে এই ধরনের বাসন সাধারণভাবে পরিষ্কার করা যায় না৷ ফলে একটা কালো ছাপ পড়ে যায়৷ আসলে এই ধরনের বাসন বেশি ব্যবহার করা হয় না। ফলে অনেক সময় কালচে দাগ পড়ে যায়। তাই এই ধরনের বাসনগুলোকে ভাল রাখতে একটু বাড়তি যত্নের দরকার।
তবে এই ধরনের বাসন সাধারণভাবে পরিষ্কার করা যায় না৷ ফলে একটা কালো ছাপ পড়ে যায়৷ আসলে এই ধরনের বাসন বেশি ব্যবহার করা হয় না। ফলে অনেক সময় কালচে দাগ পড়ে যায়। তাই এই ধরনের বাসনগুলোকে ভাল রাখতে একটু বাড়তি যত্নের দরকার।
বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে নিন। রুপোর বাসনের ক্ষেত্রে বেকিং সোডা খুবই উপকারী। কিছুক্ষণ বাসনগুলো ভিজিয়ে ভাল করে লেবু দিয়ে ঘষে ঘষে তুলে ফেনুল। বাসন ছাড়া অলঙ্কার ও মূর্তি পরিষ্কার করতে এই মিশ্রণ খুবই কার্যকর।
বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে নিন। রুপোর বাসনের ক্ষেত্রে বেকিং সোডা খুবই উপকারী। কিছুক্ষণ বাসনগুলো ভিজিয়ে ভাল করে লেবু দিয়ে ঘষে ঘষে তুলে ফেনুল। বাসন ছাড়া অলঙ্কার ও মূর্তি পরিষ্কার করতে এই মিশ্রণ খুবই কার্যকর।
কাঁসার বাসনের ক্ষেত্রে তেঁতুলের পল্প খুবই কার্যকর। তেঁতুলের পাল্প বের করে নিন। তারপর বাসন গুলোতে বুলিয়ে কিছুক্ষণ রেখে দিন। ১০ মিনিট পর ভাল করে রেখে দিলেই কেল্লা ফতে।
কাঁসার বাসনের ক্ষেত্রে তেঁতুলের পাল্প খুবই কার্যকর। তেঁতুলের পাল্প বের করে নিন। তারপর বাসন গুলোতে বুলিয়ে কিছুক্ষণ রেখে দিন। ১০ মিনিট পর ভাল করে রেখে দিলেই কেল্লা ফতে।
লেবু ও নুন দিয়েও একেবারে নতুনের মতো ঝকঝকে করে তুলতে পারেন আপনার সাধের বাসনগুলোকে। অর্ধেক লেবুর সঙ্গে নুন মিশিয়ে বাসন গুলোতে বুলিয়ে নিন।
লেবু ও নুন দিয়েও একেবারে নতুনের মতো ঝকঝকে করে তুলতে পারেন আপনার সাধের বাসনগুলোকে। অর্ধেক লেবুর সঙ্গে নুন মিশিয়ে বাসন গুলোতে বুলিয়ে নিন।