উত্তর ২৪ পরগণা, ব্যবসা-বাণিজ্য Earn Huge Money: এই ফল চাষে বিনিয়োগ এক্কেবারে কম, আর লাভ হবে ধন ধনা ধন, পুঁতবেন নাকি এই ফলের চারা ক্ষেতে Gallery October 14, 2024 Bangla Digital Desk : শশা চাষ করে লাভের মুখ দেখছেন সুন্দরবনের কৃষকরা। শসা মরশুমি সবজি হলেও বিশেষ পদ্ধতিতেবর্তমানে শশা বর্তমানে সারাবছর চাষ হচ্ছে। বাজারে শসার প্রচুর চাহিদা রয়েছে। লাউ প্রজাতির এই ফসলটি খুবই উপকারী। এখন সারা বছরই বাজারে শসা পাওয়া যায়। সেজন্য উত্তর ২৪ পরগনার সুন্দরবন এলাকার অনেক কৃষকদের একটি বড় অংশ এ সময় ধান চাষের পাশাপাশি শসা চাষের দিকে ঝুঁকছেন। শশা চাষের জন্য বীজ থেকে চারা বের হওয়ার পর মূলত মাটি আলগা করা এবং ঘাস পরিষ্কার করা হয় । ছোট ছোট বাঁশ ও কঞ্চি দিয়ে মাচা এই চাষের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ ব্লকের ট্যাংরা গ্রামের কৃষক মন্টু মিস্ত্রি তিনি ৩ বিঘা জমিতে শসা চাষ করেছেন। তিনি বলেন সারা বছরই এই চাষ করে থাকেন তিনি। দুই থেকে আড়াই মাসে ফলন পাওয়া যায়। রাসায়নিক সার কম দিয়ে জৈব সার ব্যবহারের কথা তিনি উল্লেখ করেন। গত কয়েক বছর ধরে তিনি শসা চাষ করে লাভবান হয়েছেন বলে জানিয়েছেন। বেশি ফলন ও লাভের আশায় এখন চাষিরা চিরাচরিত ঋতুভিত্তিক চাষ প্রথা ছেড়ে শশা চাষে জোর দিচ্ছেন। কৃষকদের উৎপাদিত শশা স্থানীয় বাজার থেকে বাজারজাত হয়ে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে। Input- Julfikar Molla