নিয়মিত ক্যাবিনেট পরিষ্কার না করলে, ক্যাবিনেটের গায়ে আঠালো চিটচিটে ময়লা জমে যায়৷ এর থেকে নানাধরনের পোকা মাকড়ের জন্ম হয়৷ যাঁরা রোজ অফিসে যান তাঁদের পক্ষে রোজ ক্যবিনেটের কালি তোলাও তো সহজ নয়৷ তবে যাতে এই ধরনের তেল চটচটে ময়লা না জমে তার কিছু সহজ পদ্ধতি রয়েছে৷

Cleaning Tips: তেল চিটচিটে ক্যাবিনেটে পোকার উপদ্রব? কোনও খাটনি ছাড়াই নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে, রইল ম্যাজিক টিপস

নিয়মিত ক্যাবিনেট পরিষ্কার না করলে, ক্যাবিনেটের গায়ে আঠালো চিটচিটে ময়লা জমে যায়৷ এর থেকে নানাধরনের পোকা মাকড়ের জন্ম হয়৷ যাঁরা রোজ অফিসে যান তাঁদের পক্ষে রোজ ক্যবিনেটের কালি তোলাও তো সহজ নয়৷ তবে যাতে এই ধরনের তেল চটচটে ময়লা না জমে তার কিছু সহজ পদ্ধতি রয়েছে৷

নিয়মিত ক্যাবিনেট পরিষ্কার না করলে, ক্যাবিনেটের গায়ে আঠালো চিটচিটে ময়লা জমে যায়৷ এর থেকে নানাধরনের পোকা মাকড়ের জন্ম হয়৷ যাঁরা রোজ অফিসে যান তাঁদের পক্ষে রোজ ক্যবিনেটের কালি তোলাও তো সহজ নয়৷ তবে যাতে এই ধরনের তেল চটচটে ময়লা না জমে তার কিছু সহজ পদ্ধতি রয়েছে৷
রান্না করার পর ঈষদুষ্ণ জলে তরল সাবান ভাল করে মিশিয়ে নিন৷ এবার তাতে তোয়ালে ভিজিয়ে ভাল করে ক্যাবিনেটগুলো মুছে নিন৷ মাসে অন্তত একবার করে সাবান জলে ক্যাবিনেটগুলো ভাল করে পরিষ্কার করে নিন৷
রান্না করার পর ঈষদুষ্ণ জলে তরল সাবান ভাল করে মিশিয়ে নিন৷ এবার তাতে তোয়ালে ভিজিয়ে ভাল করে ক্যাবিনেটগুলো মুছে নিন৷ মাসে অন্তত একবার করে সাবান জলে ক্যাবিনেটগুলো ভাল করে পরিষ্কার করে নিন৷
এক কাপ হালকা গরম জলে পাঁচ টেবল চামচ ভিনিগার মিশিয়ে নিন৷ এবার ভাল করে মিশিয়ে নিয়ে একটা স্প্রে বোচলে ভরুন৷ ক্যাবিনেটে স্প্রে করার সময় খেয়াল করুন, যাতে ক্যাবিনেট সম্পূর্ণ ভিজে না যায়৷ ১০ থেকে ১৫ মিনিট পর ভাল করে শুকনো কাপড় দিয়ে মুছে নিন৷
এক কাপ হালকা গরম জলে পাঁচ টেবল চামচ ভিনিগার মিশিয়ে নিন৷ এবার ভাল করে মিশিয়ে নিয়ে একটা স্প্রে বোচলে ভরুন৷ ক্যাবিনেটে স্প্রে করার সময় খেয়াল করুন, যাতে ক্যাবিনেট সম্পূর্ণ ভিজে না যায়৷ ১০ থেকে ১৫ মিনিট পর ভাল করে শুকনো কাপড় দিয়ে মুছে নিন৷
বর্তমানে বাজার জাত ক্লিনারের অভাব নেই, তবে এগুলো সরাসরি ক্যাবিনেটে স্প্রে করবেন না৷ জলে মিশিয়ে নেবেন৷ তারপর সেই মিশ্রণে কাপড় ভিজিয়ে নেবেন৷ ভাল করে ভেজা কাপড় দিয়ে শুকনো শুকনো করে ক্যাবিনেটগুলো মুছে নেবেন৷
বর্তমানে বাজার জাত ক্লিনারের অভাব নেই, তবে এগুলো সরাসরি ক্যাবিনেটে স্প্রে করবেন না৷ জলে মিশিয়ে নেবেন৷ তারপর সেই মিশ্রণে কাপড় ভিজিয়ে নেবেন৷ ভাল করে ভেজা কাপড় দিয়ে শুকনো শুকনো করে ক্যাবিনেটগুলো মুছে নেবেন৷
অনেক দিন না পরিষ্কার করলে তাতে ময়লার পরত পড়ে যায়৷ সে ক্ষেত্রে এক কাপ জলে চার চামচ বেকিং সোডা ও এক চামত ভিনিগার মিশিয়ে নিন৷ সেই মিশ্রণ দিয়ে ক্যাবিনেটের বাইরে ও ভিতরে ভাল করে মুছে নিন৷
অনেক দিন না পরিষ্কার করলে তাতে ময়লার পরত পড়ে যায়৷ সে ক্ষেত্রে এক কাপ জলে চার চামচ বেকিং সোডা ও এক চামত ভিনিগার মিশিয়ে নিন৷ সেই মিশ্রণ দিয়ে ক্যাবিনেটের বাইরে ও ভিতরে ভাল করে মুছে নিন৷
অনেকের ক্যাবিনেটে নানা রকম নকশা করা থাকে৷ তার খাঁজে ময়লা আটকে যায়, এর ফলে দেখতেও খারাপ লাগে৷ এই কোণা পরিষ্কার করার জন্য নরম দাঁত মাজার ব্রাশ নিন৷ এবার জলের সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়ে নিন৷ ব্রাশটি দিয়ে ভাল করে পরিষ্কার করুন৷ পরে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন৷
অনেকের ক্যাবিনেটে নানা রকম নকশা করা থাকে৷ তার খাঁজে ময়লা আটকে যায়, এর ফলে দেখতেও খারাপ লাগে৷ এই কোণা পরিষ্কার করার জন্য নরম দাঁত মাজার ব্রাশ নিন৷ এবার জলের সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়ে নিন৷ ব্রাশটি দিয়ে ভাল করে পরিষ্কার করুন৷ পরে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন৷
অনেকের ক্যাবিনেটে নানা রকম নকশা করা থাকে৷ তার খাঁজে ময়লা আটকে যায়, এর ফলে দেখতেও খারাপ লাগে৷ এই কোণা পরিষ্কার করার জন্য নরম দাঁত মাজার ব্রাশ নিন৷ এবার জলের সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়ে নিন৷ ব্রাশটি দিয়ে ভাল করে পরিষ্কার করুন৷ পরে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন৷
অনেকের ক্যাবিনেটে নানা রকম নকশা করা থাকে৷ তার খাঁজে ময়লা আটকে যায়, এর ফলে দেখতেও খারাপ লাগে৷ এই কোণা পরিষ্কার করার জন্য নরম দাঁত মাজার ব্রাশ নিন৷ এবার জলের সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়ে নিন৷ ব্রাশটি দিয়ে ভাল করে পরিষ্কার করুন৷ পরে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন৷