টবের মধ্যেই অর্কিড চাষ 

Gardening Tips: বাড়িতে টবের মধ্যেই ফুটে উঠবে সুন্দর অর্কিড! খাটনি একেবারেই নেই, শুধু মেনে চলুন এই টিপস

শিলিগুড়ি : ফুলের রাজ্যে অর্কিড এক অনন্য ফুল। এর খ্যাতি বিশ্বজোড়া। আকর্ষণীয় রং, বিভিন্ন ধরনের গড়ন, ফুলদানিতে দীর্ঘ স্থায়িত্বকাল এবং সুগন্ধ, এসব মিলে অর্কিড এখন সবার উপরে। যে কারণে পৃথিবীর সব জায়গাতেই এর সমাদর। তবে গ্রীন হাউজ বানিয়ে সেখানেই অর্কিড ফার্মিং এর কথা সাধারণত শোনা যায়।
শিলিগুড়ি : ফুলের রাজ্যে অর্কিড এক অনন্য ফুল। এর খ্যাতি বিশ্বজোড়া। আকর্ষণীয় রং, বিভিন্ন ধরনের গড়ন, ফুলদানিতে দীর্ঘ স্থায়িত্বকাল এবং সুগন্ধ, এসব মিলে অর্কিড এখন সবার উপরে। যে কারণে পৃথিবীর সব জায়গাতেই এর সমাদর। তবে গ্রীন হাউজ বানিয়ে সেখানেই অর্কিড ফার্মিং এর কথা সাধারণত শোনা যায়।
তবে খুবই সামান্য খরচে এখন বাড়ির টবে সেই অর্কিড চাষ করা যেতে পারে। যে সকল অর্কিড আমাদের দেশের আবহাওয়ার জন্যে উপযুক্ত এবং আলো-ছায়া পরিবেশে বেড়ে উঠতে পারে এমন অর্কিড গাছ লাগানো যেতে পারে ঘরের বারান্দায় বা ছাদে।
তবে খুবই সামান্য খরচে এখন বাড়ির টবে সেই অর্কিড চাষ করা যেতে পারে। যে সকল অর্কিড আমাদের দেশের আবহাওয়ার জন্যে উপযুক্ত এবং আলো-ছায়া পরিবেশে বেড়ে উঠতে পারে এমন অর্কিড গাছ লাগানো যেতে পারে ঘরের বারান্দায় বা ছাদে।
অর্কিড সাধারনত দু'ধরনের। এপিফাইটিক বা পরজীবি এবং টেরেস্ট্রিয়াল বা যেগুলো মাটিতে জন্মায়। তবে ঘরের বারান্দায় অর্কিড চাষের জন্য টেরেস্ট্রিয়াল অর্কিডই উপযুক্ত কারন এর চাষ বা পরিচর্যা করা সুবিধাজনক। নার্সারি থেকে গাছ কেনার আগে জেনে নিন সেই গাছ ঘরে চাষ করা যাবে কি না।
অর্কিড সাধারনত দু’ধরনের। এপিফাইটিক বা পরজীবি এবং টেরেস্ট্রিয়াল বা যেগুলো মাটিতে জন্মায়। তবে ঘরের বারান্দায় অর্কিড চাষের জন্য টেরেস্ট্রিয়াল অর্কিডই উপযুক্ত কারন এর চাষ বা পরিচর্যা করা সুবিধাজনক। নার্সারি থেকে গাছ কেনার আগে জেনে নিন সেই গাছ ঘরে চাষ করা যাবে কি না।
কোন ধরনের অর্কিড গাছ লাগাবেন তা সম্পূর্নই পছন্দের উপর নির্ভর করে। তবে গাছ নির্বাচনের সময় মাথায় রাখতে হবে সেগুলোর যত্ন এবং পরিচর্যা যেন আপনার জন্যে সহজ হয়। যে গাছে তাড়াতাড়ি ফুল ফোটে এবং যে সব অর্কিড ফুলের স্থায়িত্ব বেশিদিন সেগুলি নিতে পারেন। এই ক্ষেত্রে পরিচিত কারও সাহায্য নিতে পারেন যার নিজের অর্কিড বাগান আছে।
কোন ধরনের অর্কিড গাছ লাগাবেন তা সম্পূর্নই পছন্দের উপর নির্ভর করে। তবে গাছ নির্বাচনের সময় মাথায় রাখতে হবে সেগুলোর যত্ন এবং পরিচর্যা যেন আপনার জন্যে সহজ হয়। যে গাছে তাড়াতাড়ি ফুল ফোটে এবং যে সব অর্কিড ফুলের স্থায়িত্ব বেশিদিন সেগুলি নিতে পারেন। এই ক্ষেত্রে পরিচিত কারও সাহায্য নিতে পারেন যার নিজের অর্কিড বাগান আছে।
শিলিগুড়িতে দার্জিলিং জেলার বিজনবাড়ি থেকে এসেছেন সুভেক্ষা রাই বলে একজন নার্সারি মালিক। দীর্ঘদিন ধরেই তাঁরা অর্কিড প্রতিপালন করে আসছেন। তাঁর কথায়, দিন দিন মানুষের কাছে অর্কিড ফুলের আকর্ষণ বাড়ছে। খরচ যতটা করা হয় তার থেকে দ্বিগুণ দামে বিক্রি হয় এই অর্কিড।
শিলিগুড়িতে দার্জিলিং জেলার বিজনবাড়ি থেকে এসেছেন সুভেক্ষা রাই বলে একজন নার্সারি মালিক। দীর্ঘদিন ধরেই তাঁরা অর্কিড প্রতিপালন করে আসছেন। তাঁর কথায়, দিন দিন মানুষের কাছে অর্কিড ফুলের আকর্ষণ বাড়ছে। খরচ যতটা করা হয় তার থেকে দ্বিগুণ দামে বিক্রি হয় এই অর্কিড।
তিনি বলেন, "আমরা এক একটি অর্কিড প্রায় দেড় হাজার টাকা থেকে শুরু করে তিন চার হাজার টাকা পর্যন্ত দামেও বিক্রি করে থাকি।" তাঁর কথায়, আজকাল বাজারে অর্কিডের জন্য বিশেষ ভাবে তৈরি আলাদা টব পাওয়া যায়। খুব সহজেই এই অর্কিড আপনার বাড়িতেও লাগাতে পারবেন।খরচ একেবারেই সামান্য কিন্তু লাভ প্রচুর।"অনির্বাণ রায়
তিনি বলেন, “আমরা এক একটি অর্কিড প্রায় দেড় হাজার টাকা থেকে শুরু করে তিন চার হাজার টাকা পর্যন্ত দামেও বিক্রি করে থাকি।\” তার কথায়, আজকাল বাজারে অর্কিডের জন্য বিশেষ ভাবে তৈরি আলাদা টব পাওয়া যায়। খুব সহজেই এই অর্কিড আপনার বাড়িতেও লাগাতে পারবেন।খরচ একেবারেই সামান্য কিন্তু লাভ প্রচুর।” অনির্বাণ রায়