বর্ষায় স‍্যাঁতসেঁতে হয়ে আছে ভিজে জামাকাপড়? ১০ মিনিটে রোদ ছাড়াই হবে খটখটে শুকনো, ৪ টিপস মানলেই কেল্লাফতে, গন্ধও কেটে যাবে

Dry Clothes in Monsoon: বর্ষায় স‍্যাঁতসেঁতে হয়ে আছে ভিজে জামাকাপড়? ১০ মিনিটে রোদ ছাড়াই হবে খটখটে শুকনো, ৪ টিপস মানলেই কেল্লাফতে, গন্ধও কেটে যাবে

বর্ষাকাল এলেও এতদিন টানা বৃষ্টির দেখা ছিল না। তবে গত কয়েকদিন ধরেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। তবে বর্ষাকালের একটি বড় ঝক্কি হল জামাকাপড় শুকনো করা।
বর্ষাকাল এলেও এতদিন টানা বৃষ্টির দেখা ছিল না। তবে গত কয়েকদিন ধরেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। তবে বর্ষাকালের একটি বড় ঝক্কি হল জামাকাপড় শুকনো করা।
টানা বৃষ্টিতে ছিটে ফোঁটাও দেখা নেই রোদের। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভেজা জামাকাপড় শুকনো হতে দেরি হয়। যা দৈনন্দিন জীবনে একটি বড় সমস‍্যা।

টানা বৃষ্টিতে ছিটে ফোঁটাও দেখা নেই রোদের। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভেজা জামাকাপড় শুকনো হতে দেরি হয়। যা দৈনন্দিন জীবনে একটি বড় সমস‍্যা।
বর্ষাকালে জামাকাপড় ঠিকঠাকভাবে শুকনো না হলে, সেগুলো থেকেও স্যাঁতসেঁতে গন্ধ বের হতে থাকে। এর থেকে পরিত্রাণের জন্যও চেষ্টা করতে হবে।
বর্ষাকালে জামাকাপড় ঠিকঠাকভাবে শুকনো না হলে, সেগুলো থেকেও স্যাঁতসেঁতে গন্ধ বের হতে থাকে। এর থেকে পরিত্রাণের জন্যও চেষ্টা করতে হবে।
তবে খুব রোদ না উঠলেও দিব‍্যি শুকনো হবে জামাকাপড়। খুব সহজ কয়েকটি পদ্ধতি মেনেই কয়েক মিনিটেই শুকনো হয়ে যাবে পোশাক। স‍্যাঁতসেঁতে গন্ধও দূর হবে।
তবে রোদ না উঠলেও দিব‍্যি শুকনো হবে জামাকাপড়। খুব সহজ কয়েকটি পদ্ধতি মেনেই কয়েক মিনিটেই শুকনো হয়ে যাবে পোশাক। স‍্যাঁতসেঁতে গন্ধও দূর হবে।
ইস্ত্রি করা: এই পদ্ধতির সঙ্গে অনেকেই পূর্ব পরিচিত। জামাকাপড়ে জল পড়ে গেলে বা হঠাত্‍ ভিজে গেলে ইস্ত্রি করা জামাকাপড় শুকনো করা হয়। একই ভাবে ভেজা জামাকাপড় শুকনোও করতে পারেন। তবে একেবারে ভেজা জামাকাপড় ইস্ত্রি করা উচিত নয়। কিছুক্ষণ মেলে রাখুন, যাতে জল ঝরে যায়। ওয়াশিং মেশিনের ড্রায়ারে কাপড় শুকানোর পরে ইস্ত্রি করতে পারেন।
ইস্ত্রি করা: এই পদ্ধতির সঙ্গে অনেকেই পূর্ব পরিচিত। জামাকাপড়ে জল পড়ে গেলে বা হঠাত্‍ ভিজে গেলে ইস্ত্রি করা জামাকাপড় শুকনো করা হয়। একই ভাবে ভেজা জামাকাপড় শুকনোও করতে পারেন। তবে একেবারে ভেজা জামাকাপড় ইস্ত্রি করা উচিত নয়। কিছুক্ষণ মেলে রাখুন, যাতে জল ঝরে যায়। ওয়াশিং মেশিনের ড্রায়ারে কাপড় শুকানোর পরে ইস্ত্রি করতে পারেন।
মাইক্রোওয়েভ ওভেন: শুধু খাওয়ার গরম নয়, মাইক্রোওভেনের ব‍্যবহার করে দিব‍্যি শুকনো করা যাবে ভেজা জামাকাপড়। তবে বড়র চেয়ে ছোট কাপড়ের জন্য মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করাই বেশি কার্যকর। আন্ডারওয়্যার, মোজা বা রুমাল জাতীয় ছোটখাটো জিনিসপত্র ওভেনে শুকনো করতে পারেন।
মাইক্রোওয়েভ ওভেন: শুধু খাওয়ার গরম নয়, মাইক্রোওভেনের ব‍্যবহার করে দিব‍্যি শুকনো করা যাবে ভেজা জামাকাপড়। তবে বড়র চেয়ে ছোট কাপড়ের জন্য মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করাই বেশি কার্যকর। আন্ডারওয়্যার, মোজা বা রুমাল জাতীয় ছোটখাটো জিনিসপত্র ওভেনে শুকনো করতে পারেন।
ওভেনে কাপড় শুকানোর জন্য কাপড় থেকে জল নিংড়ে নিয়ে জামাকাপড় একটি বেকিং শীটে রাখুন। এর পর ওভেনের ভিতরে রাখুন। মনে রাখবেন ওভেনে কাপড় বেশিক্ষণ রাখবেন না, না হলে কাপড় নষ্ট হয়ে যেতে পারে।
ওভেনে কাপড় শুকানোর জন্য কাপড় থেকে জল নিংড়ে নিয়ে জামাকাপড় একটি বেকিং শীটে রাখুন। এর পর ওভেনের ভিতরে রাখুন। মনে রাখবেন ওভেনে কাপড় বেশিক্ষণ রাখবেন না, না হলে কাপড় নষ্ট হয়ে যেতে পারে।
হেয়ার ড্রায়ার দিয়ে: বর্ষাকালে কাপড় শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করা যেতে পারে। ভেজা কাপড় দ্রুত শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করা যেতে পারে। হেয়ার ড্রায়ারটি হিট মোডে রাখুন এবং তারপরে কাপড় শুকিয়ে নিন। হেয়ার ড্রায়ার থেকে বের হওয়া গরম বাতাস ভেজা কাপড় শুকাতে কার্যকরী প্রমাণিত হতে পারে। এতে কাপড়ের গন্ধ দূর হবে।
হেয়ার ড্রায়ার দিয়ে: বর্ষাকালে কাপড় শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করা যেতে পারে। ভেজা কাপড় দ্রুত শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করা যেতে পারে। হেয়ার ড্রায়ারটি হিট মোডে রাখুন এবং তারপরে কাপড় শুকিয়ে নিন। হেয়ার ড্রায়ার থেকে বের হওয়া গরম বাতাস ভেজা কাপড় শুকাতে কার্যকরী প্রমাণিত হতে পারে। এতে কাপড়ের গন্ধ দূর হবে।
কুলারের ব‍্যবহার করে: আবহাওয়া ঠান্ডা থাকলে কুলার কাজে লাগে না। তবে এই সময় জামাকাপড় শুকনো করার জন‍্য ব‍্যবহার করতে পারেন কুলার। স্ট্যান্ডে কাপড় রাখুন এবং তাদের সামনে কুলার চালু করুন। তবে মনে রাখবেন এই সময়ে কুলারের জলের পাম্প বন্ধ করে রাখতে হবে। তা না হলে আর্দ্রতার জন‍্য শুকনো হতে বেশি সময় লাগবে।
কুলারের ব‍্যবহার করে: আবহাওয়া ঠান্ডা থাকলে কুলার কাজে লাগে না। তবে এই সময় জামাকাপড় শুকনো করার জন‍্য ব‍্যবহার করতে পারেন কুলার। স্ট্যান্ডে কাপড় রাখুন এবং তাদের সামনে কুলার চালু করুন। তবে মনে রাখবেন এই সময়ে কুলারের জলের পাম্প বন্ধ করে রাখতে হবে। তা না হলে আর্দ্রতার জন‍্য শুকনো হতে বেশি সময় লাগবে।