Cockroach Problem: রান্নাঘরের এই সাদা জিনিসেই পালাবে আরশোলা! শুধু জেনে নিন কী ভাবে ব্যবহার করবেন, পদ্ধতিই বা কী..

গৃহস্থ বাড়িতে আরশোলা, মশা-মাছি, টিকটিকির উৎপাত থাকবে না, এ তো হতেই পারে না তাই না! হয়ত দেখছেন, রোজ মোছামুছি করেন, রান্নাঘর, ঘরদোর পরিষ্কার রাখেন৷ তা-ও যেই না রান্নাঘরের আলো জ্বালালেন দেখলেন দু’খানে বসে আছে গ্যাসের স্ল্যাবের উপর৷ দেখেই ঘিন ঘিন করতে শুরু করে গা-হাত পা৷
গৃহস্থ বাড়িতে আরশোলা, মশা-মাছি, টিকটিকির উৎপাত থাকবে না, এ তো হতেই পারে না তাই না! হয়ত দেখছেন, রোজ মোছামুছি করেন, রান্নাঘর, ঘরদোর পরিষ্কার রাখেন৷ তা-ও যেই না রান্নাঘরের আলো জ্বালালেন দেখলেন দু’খানে বসে আছে গ্যাসের স্ল্যাবের উপর৷ দেখেই ঘিন ঘিন করতে শুরু করে গা-হাত পা৷
আরশোলা আসে নর্দমা থেকে৷ তাই তাদের গায়ে হাতে পায়ে কোটি কোটি জীবাণু তো থাকেই, এদের অন্ত্রেও থাকে ব্যাকটেরিয়া৷ আরশোলায় মুখ দেওয়া খাবার খাওয়া তাই অত্যন্ত অস্বাস্থ্যকর৷ আবার বাজার চলতি কীটনাশক স্প্রে-ও কিন্তু আমাদের জন্য যথেষ্টই হানিকারক৷ সেই কারণে, এই প্রতিবেদনে আমরা আরশোলা তাড়ানোর এমন কিছু প্রতিকার নিয়ে আলোচনা করব, যা সামান্য ঘরোয়া উপকরণ দিয়েই করা সম্ভব৷
আরশোলা আসে নর্দমা থেকে৷ তাই তাদের গায়ে হাতে পায়ে কোটি কোটি জীবাণু তো থাকেই, এদের অন্ত্রেও থাকে ব্যাকটেরিয়া৷ আরশোলায় মুখ দেওয়া খাবার খাওয়া তাই অত্যন্ত অস্বাস্থ্যকর৷ আবার বাজার চলতি কীটনাশক স্প্রে-ও কিন্তু আমাদের জন্য যথেষ্টই হানিকারক৷ সেই কারণে, এই প্রতিবেদনে আমরা আরশোলা তাড়ানোর এমন কিছু প্রতিকার নিয়ে আলোচনা করব, যা সামান্য ঘরোয়া উপকরণ দিয়েই করা সম্ভব৷
 প্রথমেই আসব দুধের প্রতিকার প্রসঙ্গে৷ একটি পাত্রে নিন এক টেবিল চামচ কাঁচা দুধ৷ তার সঙ্গে মেশান আধ টেবিল চামচ গমের আটা৷ এবার ভাল করে মিশ্রণটি মিশিয়ে তাতে মেশান ১ টেবিল চামচ বোরিক পাউডার৷ এবার গোটা মিশ্রণটি ঘরের যেখানে যেখানে আরশোলার উৎপাত রয়েছে, সেখানে রেখে দিন রাতে৷ আরশোলা দূরে পালাবে এতে৷ প্রতি ২-৩ মাস পরে প্রক্রিয়াটি পুনরাবৃত্ত করুন৷
প্রথমেই আসব দুধের প্রতিকার প্রসঙ্গে৷ একটি পাত্রে নিন এক টেবিল চামচ কাঁচা দুধ৷ তার সঙ্গে মেশান আধ টেবিল চামচ গমের আটা৷ এবার ভাল করে মিশ্রণটি মিশিয়ে তাতে মেশান ১ টেবিল চামচ বোরিক পাউডার৷ এবার গোটা মিশ্রণটি ঘরের যেখানে যেখানে আরশোলার উৎপাত রয়েছে, সেখানে রেখে দিন রাতে৷ আরশোলা দূরে পালাবে এতে৷ প্রতি ২-৩ মাস পরে প্রক্রিয়াটি পুনরাবৃত্ত করুন৷
একটি পাত্রে ১ টেবিল চামচ বেকিং সোডা নিন৷ তাতে ১ টেবিল চামচ চিনি মেশান৷ এর পর যেখানে আরশোলার যাতায়াত রয়েছে সেখানে রেখে দিন৷ যদি আপনার রেফ্রিজারেটরে আরশোলার উৎপাত হয়ে থাকে, তাহলে এই উপায়টি সবচেয়ে বেশি কার্যকর৷
একটি পাত্রে ১ টেবিল চামচ বেকিং সোডা নিন৷ তাতে ১ টেবিল চামচ চিনি মেশান৷ এর পর যেখানে আরশোলার যাতায়াত রয়েছে সেখানে রেখে দিন৷ যদি আপনার রেফ্রিজারেটরে আরশোলার উৎপাত হয়ে থাকে, তাহলে এই উপায়টি সবচেয়ে বেশি কার্যকর৷
৫-৭টি তেজপাতা নিন, তারপর হাতে গুঁড়ো করে নিন ভাল করে এবং আরশোলার সম্ভাব্য যাতায়াতে জায়গায় রাখুন। আরশোলার যাতায়াত দেখলেই প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করুন এবং কয়েক সপ্তাহের মধ্যে আরশোলা আপনার রেফ্রিজারেটর ছেড়ে চলে যাবে।
৫-৭টি তেজপাতা নিন, তারপর হাতে গুঁড়ো করে নিন ভাল করে এবং আরশোলার সম্ভাব্য যাতায়াতে জায়গায় রাখুন। আরশোলার যাতায়াত দেখলেই প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করুন এবং কয়েক সপ্তাহের মধ্যে আরশোলা আপনার রেফ্রিজারেটর ছেড়ে চলে যাবে।
ক’টি স্প্রে বোতল কিনে নিন৷ তারপর একটি পাত্রে জল নিনি এবং তাতে মিশিয়ে নিন ২০-২৫ ফোঁটা পেপারমিন্ট তেল। তারপর আরশোলার যাতায়াতের জায়গায় করুন স্প্রে৷
ক’টি স্প্রে বোতল কিনে নিন৷ তারপর একটি পাত্রে জল নিনি এবং তাতে মিশিয়ে নিন ২০-২৫ ফোঁটা পেপারমিন্ট তেল। তারপর আরশোলার যাতায়াতের জায়গায় করুন স্প্রে৷