Hyderbad

Andhra Pradesh and Telengana capital: নিজামের শহর আর দুই রাজ্যের নয়, শুধু তেলঙ্গানার রাজধানীই হায়দরাবাদ

বদলে যেতে পারে অন্ধ্রপ্রদেশের রাজধানী। শনিবার পর্যন্ত অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানা দুই রাজ্যেরই রাজধানী ছিল হায়দরাবাদ। কিন্তু রবিবার থেকে হায়দরাবাদ শুধুই তেলঙ্গানার রাজধানী।
বদলে যেতে পারে অন্ধ্রপ্রদেশের রাজধানী। শনিবার পর্যন্ত অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানা দুই রাজ্যেরই রাজধানী ছিল হায়দরাবাদ। কিন্তু রবিবার থেকে হায়দরাবাদ শুধুই তেলঙ্গানার রাজধানী।
২০১৪ সালের এপি রিঅর্গানাইজেশন অ্যাক্ট অনুযায়ী ২০১৪ সালের ২ জুন থেকে ১০ বছরের জন্য হায়দরাবাদ দুই রাজ্যেরই রাজধানী ছিল। শনিবারই সেই মেয়াদ শেষ হয়েছে।
২০১৪ সালের এপি রিঅর্গানাইজেশন অ্যাক্ট অনুযায়ী ২০১৪ সালের ২ জুন থেকে ১০ বছরের জন্য হায়দরাবাদ দুই রাজ্যেরই রাজধানী ছিল। শনিবারই সেই মেয়াদ শেষ হয়েছে।
দশ বছর পেরিয়ে গেলে হায়দরাবাদ আর কোনও ভাবেই দুই দেশের রাজধানী থাকবে না, তখন শুধু তেলঙ্গানার রাজধানীই হবে হায়দরাবাদ। যদিও দুই রাজ্য ভাগ হওয়ার পর থেকেই অন্ধ্রপ্রদেশ আর হায়দরাবাদকে তাদের রাজধানী হিসাবে দেখায় না।
দশ বছর পেরিয়ে গেলে হায়দরাবাদ আর কোনও ভাবেই দুই দেশের রাজধানী থাকবে না, তখন শুধু তেলঙ্গানার রাজধানীই হবে হায়দরাবাদ। যদিও দুই রাজ্য ভাগ হওয়ার পর থেকেই অন্ধ্রপ্রদেশ আর হায়দরাবাদকে তাদের রাজধানী হিসাবে দেখায় না।
যদিও অন্ধ্রপ্রদেশের এখনও কোনও স্থায়ী রাজধানী হয়নি, অমরাবতী এবং বিশাখাপত্তনমের মধ্যে কোনটি সেই রাজ্যের রাজধানী হবে তাই নিয়ে এখনও মামলা চলছে।
যদিও অন্ধ্রপ্রদেশের এখনও কোনও স্থায়ী রাজধানী হয়নি, অমরাবতী এবং বিশাখাপত্তনমের মধ্যে কোনটি সেই রাজ্যের রাজধানী হবে তাই নিয়ে এখনও মামলা চলছে।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি জানিয়েছেন, তাঁর দল ওয়াইএসআর কংগ্রেস ক্ষমতায় ফিরলে বিশাখাপত্তনম হবে প্রশাসনিক রাজধানী, বিধানসভার ঠিকানা হবে অমরাবতী।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি জানিয়েছেন, তাঁর দল ওয়াইএসআর কংগ্রেস ক্ষমতায় ফিরলে বিশাখাপত্তনম হবে প্রশাসনিক রাজধানী, বিধানসভার ঠিকানা হবে অমরাবতী।