তবে একেবারে চিন্তার কিছু নেই৷ শুধু চারটে উপায় মেনে চলুন৷ তাহলেই আপনার খুদেরও স্মরণশক্তি ক্রমশ বৃদ্ধি পাবে৷ দেখবেন কেবল আগের দিনের নয়, কয়েকমাসের আগের পড়াও গড়-গড় করে বলে দিচ্ছে৷

Parainting Tips: বাচ্চা মনে রাখতে পারছে না কিছুতেই? রইল চারটে ‘ম্যাজিক টিপস’, মানলেই গড়-গড় করে পড়া বলে দেবে আপনার সন্তান

আপনার বাচ্চাটি রোজই পড়াশোনা করছে৷ ফাঁকি দিচ্ছে এমন কথা অতি বড় নিন্দুকও বলতে পারবে না৷ কিন্তু সমস্যা হল, মনে থাকছে না কিছুই৷ স্কুল টেস্টেও নম্বর ভাল হচ্ছে না৷ আগের দিন রাতে যা পড়েছে, পরের দিনই পরীক্ষা হলে তা বেমালুম ভুলে গেছে আপনার খুদেটি৷ সেই নিয়ে আপনার চিন্তার শেষ নেই৷
আপনার বাচ্চাটি রোজই পড়াশোনা করছে৷ ফাঁকি দিচ্ছে এমন কথা অতি বড় নিন্দুকও বলতে পারবে না৷ কিন্তু সমস্যা হল, মনে থাকছে না কিছুই৷ স্কুল টেস্টেও নম্বর ভাল হচ্ছে না৷ আগের দিন রাতে যা পড়েছে, পরের দিনই পরীক্ষা হলে তা বেমালুম ভুলে গেছে আপনার খুদেটি৷ সেই নিয়ে আপনার চিন্তার শেষ নেই৷
তবে একেবারে চিন্তার কিছু নেই৷ শুধু চারটে উপায় মেনে চলুন৷ তাহলেই আপনার খুদেরও স্মরণশক্তি ক্রমশ বৃদ্ধি পাবে৷ দেখবেন কেবল আগের দিনের নয়, কয়েকমাসের আগের পড়াও গড়-গড় করে বলে দিচ্ছে৷
তবে একেবারে চিন্তার কিছু নেই৷ শুধু চারটে উপায় মেনে চলুন৷ তাহলেই আপনার খুদেরও স্মরণশক্তি ক্রমশ বৃদ্ধি পাবে৷ দেখবেন কেবল আগের দিনের নয়, কয়েকমাসের আগের পড়াও গড়-গড় করে বলে দিচ্ছে৷
যখন বাচ্চা পড়তে বসবে, তাকে বলবেন কেবল পড়া মুখস্ত না করতে৷ কয়েকমিনিটের আগের পড়া চোখ বন্ধ করে মনে করতে৷ বাচ্চার হাতের কাছে যেন একটা পেন্সিল থাকে৷ পড়তে পড়তে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকেও আন্ডারলাইন করে নিন৷ এতে আন্ডারলাইন করা পড়াগুলো স্মৃতিতে অনেকদিন রয়ে যায়৷
যখন বাচ্চা পড়তে বসবে, তাকে বলবেন কেবল পড়া মুখস্ত না করতে৷ কয়েকমিনিটের আগের পড়া চোখ বন্ধ করে মনে করতে৷ বাচ্চার হাতের কাছে যেন একটা পেন্সিল থাকে৷ পড়তে পড়তে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকেও আন্ডারলাইন করে নিন৷ এতে আন্ডারলাইন করা পড়াগুলো স্মৃতিতে অনেকদিন রয়ে যায়৷
সন্তানকে শুধু পড়তে বারণ করুন৷ পড়ার মাঝে-মাঝে তা বোঝাও জরুরি৷ অনেক সময় দেখা যায় সন্তান যা পড়ছে, তা কিছুই বুঝতে পারছে না৷ এতেই সে বিষয় ভুলে যাচ্ছে৷ সেই জন্য তাকে বলুন পড়ার মাঝে মাঝে নোট তৈরি করতে৷ নিজেকেই বিষয়টিকে বোঝাতে বলুন৷ প্রশ্ন করে যেন নিজেই উত্তর দেয়-এতে বিষয়ের উপর জ্ঞান গভীর হয়৷ সেও যা পড়ল আর কখনও ভুলবে না৷
সন্তানকে শুধু পড়তে বারণ করুন৷ পড়ার মাঝে-মাঝে তা বোঝাও জরুরি৷ অনেক সময় দেখা যায় সন্তান যা পড়ছে, তা কিছুই বুঝতে পারছে না৷ এতেই সে বিষয় ভুলে যাচ্ছে৷ সেই জন্য তাকে বলুন পড়ার মাঝে মাঝে নোট তৈরি করতে৷ নিজেকেই বিষয়টিকে বোঝাতে বলুন৷ প্রশ্ন করে যেন নিজেই উত্তর দেয়-এতে বিষয়ের উপর জ্ঞান গভীর হয়৷ সেও যা পড়ল আর কখনও ভুলবে না৷
একটানা পড়াশোনা করলে মন ক্লান্ত হয়ে যায়৷ ফলে মনোযোগ নষ্ট হয়ে যায়৷ তাই পড়াশোনার মাঝে-মাঝে বিশ্রাম নেওয়াও জরুরি৷ এতে নতুন তথ্য প্রক্রিয়া করার জন্য মস্তিষ্ক কিছুটা সময় পাবে৷
একটানা পড়াশোনা করলে মন ক্লান্ত হয়ে যায়৷ ফলে মনোযোগ নষ্ট হয়ে যায়৷ তাই পড়াশোনার মাঝে-মাঝে বিশ্রাম নেওয়াও জরুরি৷ এতে নতুন তথ্য প্রক্রিয়া করার জন্য মস্তিষ্ক কিছুটা সময় পাবে৷
শুধু একঘেয়ে পড়ার চেয়ে যা পড়ছে তা যদি আপনার সন্তান ভিজ্যুয়ালাইজ করে, তাহলে মনে থাকার সম্ভাবনা বেশি৷ ও যা পড়ছেন সেই ধরনের ছবি যেন দেখতে পায়, সেই চেষ্টা করুন৷ স্থান নিয়ে কিছু পড়লে হাতের কাছে ম্যাপ রেখে দিন৷ এতে আপনার খুদেটি বিষয়তে আগ্রহও পাবে৷ আবার ওর পক্ষে মনে রাখাও সহজ হবে৷
শুধু একঘেয়ে পড়ার চেয়ে যা পড়ছে তা যদি আপনার সন্তান ভিজ্যুয়ালাইজ করে, তাহলে মনে থাকার সম্ভাবনা বেশি৷ ও যা পড়ছেন সেই ধরনের ছবি যেন দেখতে পায়, সেই চেষ্টা করুন৷ স্থান নিয়ে কিছু পড়লে হাতের কাছে ম্যাপ রেখে দিন৷ এতে আপনার খুদেটি বিষয়তে আগ্রহও পাবে৷ আবার ওর পক্ষে মনে রাখাও সহজ হবে৷