এই গরমে গরু ছাগল সুস্থ রাখতে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ

Summer Tips: তীব্র গরমে গবাদি পশু যত্ন নেবেন কী ভাবে! সহজ উপায় জানালেন পশু চিকিৎসক

হাওড়া: বিগত কয়েকদিনে তীব্র দাবদাহ থেকে স্বস্তির বৃষ্টি মুক্তি দিলেও গরমে গৃহপালিত গরু, ছাগল পালনকারীদের কিছু কিছু সতর্কতা মেনে চলতেই হবে। সে বিষয়ে বিস্তারিত জানালেন পশু বিশেষজ্ঞ চিকিৎসক তাপস কুমার সাঁতরা।গরমের সময় গরু, ছাগলের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তাই গরমে গরু, ছাগল পালনকারীদের যে সতর্কতা মেনে চলতে, তা জানাচ্ছেন বিশিষ্ট পশু চিকিৎসক।

প্রচণ্ড গরমে গৃহপালিত পশুদের ঘন ঘন জল পান করাতে হবে। পাশাপাশি সম্ভব হলে জলের সঙ্গে নুনমিশিয়েসেলাইন জল গরু ছাগলকে দিতে হবে। প্রচণ্ড গরম থেকে গরুকে, ছাগলকে রক্ষা করার জন্য ছায়াযুক্ত মাঠে চড়ানো প্রয়োজন। অন্যদিকে তীব্র গরমে গরুকে কম পরিমাণে দানাদার খাদ্য খেতে দিতে হবে এবং একই সঙ্গে সবুজ ঘাস ও কাঁচা ঘাস বেশি পরিমাণে খাওয়াতে হবে। গরম থেকে রক্ষা করার জন্য গরুকে যথেষ্ট বিশ্রাম নেওয়ার ব্যবস্থা রাখতে হবে। গরু, ছাগলদের থাকার স্থানে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। গরমের হাত থেকে রক্ষার জন্য রাতে গরুর খামারে ফ্যানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি মশা থেকে রক্ষা করার জন্য মশারি ব্যবহার করতে হবে।

মানুষ যতটা গরম সহ্য করতে পারে, গরু, ছাগল ততটা গরম সহ্য করতে পারে না। আর তা সহ্য করতে না পেরে অনেকসময় মৃত্যুও হয় তাদের।আর তাই গবাদি পশুদের সুস্থ রাখার দায়িত্বও মানুষদের বিশেষ করে বাড়িতে গরু, ছাগল প্রতিপালনকারীদের।

আরও পড়ুন: কারোর বয়স ১০০ ছুঁইছুঁই, কেউ বিশেষভাবে সক্ষম! কাঁকসার ২৮ জন বিশেষ ভোটারের ভোটদান

আরও পড়ুন: আসবেন প্রধানমন্ত্রী! তার আগেই সৌজন্যের রাজনীতি দেখল ভাটপাড়ার এই মাঠ

অনেক সময় গরু, ছাগলদের অ্যানথ্রাক্স বা তড়কা রোগ দেখা যায়। অ্যানথ্রাক্স গবাদি পশুর একটি মারাত্মক সংক্রামক রোগ। গবাদি পশু থেকে এ রোগে মানুষেও ছড়ায়। এই রোগের জীবাণু দ্বারা সংক্রামিত খাদ্য খেয়ে বিশেষ করে নদী-নালার জল ও জলাবদ্ধ জায়গার ঘাস খেয়ে গবাদিপশু অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়। আর তাই এই রোগ যাতে গবাদি পশুদের না হয়, সেক্ষেত্রে মানুষকে সচেতন থাকতে হবে।

রাকেশ মাইতি