How To Keep Room Cool During Summer: গরমে ঘর হবে দারুণ ঠান্ডা! এই কয়েকটি নিয়ম মানলেই কেল্লা ফতে, দেখুন নিয়ম

গরমকালে তাপমাত্রার কারণে হাঁসফাঁস অবস্থা এখন৷ আর সেই কারণেই সাধারণ মানুষ কয়েকটি রাস্তা খুঁজছেন, যাতে ঘর সামান্য ঠান্ডা থাকে৷ কিন্তু এসি বা এয়ার কুলার ছাড়াও ঘর কী করে ঠান্ডা রাখবেন, সেটি এ বার দেখে নিন৷
গরমকালে তাপমাত্রার কারণে হাঁসফাঁস অবস্থা এখন৷ আর সেই কারণেই সাধারণ মানুষ কয়েকটি রাস্তা খুঁজছেন, যাতে ঘর সামান্য ঠান্ডা থাকে৷ কিন্তু এসি বা এয়ার কুলার ছাড়াও ঘর কী করে ঠান্ডা রাখবেন, সেটি এ বার দেখে নিন৷
প্রথমত ঘরের দরজা ও জানলা কতটা খোলা রাখছেন, তার উপর ঘরের তাপমাত্রা নির্ভর করে৷ সেই কারণেই ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে দরজা-জানলার সঠিক ব্যবহার জরুরি৷ যদি আপনি ঘরের জানলা-দরজা বন্ধ রাখেন তা হলে ঘরে গরম হাওয়া জমে যেতে পারে৷
প্রথমত ঘরের দরজা ও জানলা কতটা খোলা রাখছেন, তার উপর ঘরের তাপমাত্রা নির্ভর করে৷ সেই কারণেই ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে দরজা-জানলার সঠিক ব্যবহার জরুরি৷ যদি আপনি ঘরের জানলা-দরজা বন্ধ রাখেন তা হলে ঘরে গরম হাওয়া জমে যেতে পারে৷
ঘরের জানলা খুলে রাখলে বাতাস চলাচল করতে পারে৷ এর ফলে ঘরের মধ্যে জমা গরম হাওয়া বেরিয়ে গিয়ে বাইরের হাওয়া ঘরে প্রবেশ করতে পারে৷ তার ফলেই ঘর অনেকটা ঠান্ডা হয়৷ রাতেও দরজা খুলে রাখতে পারেন, তাতে গুমোট ভাব কাটবে৷
ঘরের জানলা খুলে রাখলে বাতাস চলাচল করতে পারে৷ এর ফলে ঘরের মধ্যে জমা গরম হাওয়া বেরিয়ে গিয়ে বাইরের হাওয়া ঘরে প্রবেশ করতে পারে৷ তার ফলেই ঘর অনেকটা ঠান্ডা হয়৷ রাতেও দরজা খুলে রাখতে পারেন, তাতে গুমোট ভাব কাটবে৷
 এ ছাড়া জানলায় সবসময় ভারী পর্দা টেনে রাখতে পারেন৷ এতেও ঘর কিছুটা ঠান্ডা থাকবে৷ এ ছাড়া পশ্চিম ও পূর্বদিকে জানলা থাকলে অবশ্যই পর্দা টেনে রাখুন, এতে রোদ সরাসরি পড়বে না ঘরে৷
এ ছাড়া জানলায় সবসময় ভারী পর্দা টেনে রাখতে পারেন৷ এতেও ঘর কিছুটা ঠান্ডা থাকবে৷ এ ছাড়া পশ্চিম ও পূর্বদিকে জানলা থাকলে অবশ্যই পর্দা টেনে রাখুন, এতে রোদ সরাসরি পড়বে না ঘরে৷
মনে রাখবেন, একটি সিলিং ফ্যান ব্যবহার করলে অনেকটা গরম কবে৷ বিজ্ঞানীরা বলছেন, এসির থেকে অনেক কম খরচে ঘর ঠান্ডা করে নিতে পারে সিলিং ফ্যান৷ সেই কারণে নিয়মিত সিলি ফ্যান ব্যবহার করা উপকারের৷
মনে রাখবেন, একটি সিলিং ফ্যান ব্যবহার করলে অনেকটা গরম কবে৷ বিজ্ঞানীরা বলছেন, এসির থেকে অনেক কম খরচে ঘর ঠান্ডা করে নিতে পারে সিলিং ফ্যান৷ সেই কারণে নিয়মিত সিলি ফ্যান ব্যবহার করা উপকারের৷
এ ছাড়া পূর্ব ও পশ্চিম দিকে একটি শেড দিয়ে রাখতে পারেন৷ তাতে সূর্যের আলোর পথে এটি বাধা হবে৷ তাতে কিছুটা গরম কমবে৷ এ ছাড়া ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হলে ঘরে কোনও কোনও গাছও রাখতে পারেন৷
এ ছাড়া পূর্ব ও পশ্চিম দিকে একটি শেড দিয়ে রাখতে পারেন৷ তাতে সূর্যের আলোর পথে এটি বাধা হবে৷ তাতে কিছুটা গরম কমবে৷ এ ছাড়া ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হলে ঘরে কোনও কোনও গাছও রাখতে পারেন৷