Tag Archives: Room Cooling Tips

How To Cool Tin Roof House: টিনের ঘরে থাকেন? গরমে তেতে পুড়ে ওঠার আগে দেখে নিন, ঘর হবে বরফের মতো ঠান্ডা

টিনের ঘরের প্রচলন বাংলা জুড়ে ভালরকম আছে৷ অনেকেই নিয়মিত টিনের ঘরে থাকেন বা কোথাও কাজকর্মও করেন৷ কিন্তু এই গরমে সেই ঘরে কাজ করা আরও কঠিন৷ প্রানান্তকর তাপমাত্রায় টিন তেতেপুড়ে ওঠে৷
টিনের ঘরের প্রচলন বাংলা জুড়ে ভালরকম আছে৷ অনেকেই নিয়মিত টিনের ঘরে থাকেন বা কোথাও কাজকর্মও করেন৷ কিন্তু এই গরমে সেই ঘরে কাজ করা আরও কঠিন৷ প্রানান্তকর তাপমাত্রায় টিন তেতেপুড়ে ওঠে৷
আর তাতেই সেই ঘরের ভিতর থাকা কার্যত অসম্ভব হয়ে পড়ে৷ এমনি ঘরে এসির ব্যবহার করা যায়, কোথাও কোথাও টিনের ঘরেও এসির ব্যবহার করা যায়৷ কিন্তু এসি ব্যবহার না করেও টিনের ঘরকে ঠান্ডা করা সম্ভব, কী ভাবে, সেটা জানেন?
আর তাতেই সেই ঘরের ভিতর থাকা কার্যত অসম্ভব হয়ে পড়ে৷ এমনি ঘরে এসির ব্যবহার করা যায়, কোথাও কোথাও টিনের ঘরেও এসির ব্যবহার করা যায়৷ কিন্তু এসি ব্যবহার না করেও টিনের ঘরকে ঠান্ডা করা সম্ভব, কী ভাবে, সেটা জানেন?
হ্যাঁ, এই গরম কালের তেতেপুড়ে ওঠা গরমের মধ্যেই আপনাকে সেই কথা আজ আমরা বলব৷ বলব, কী ভাবে টিনের ঘরে থাকলেও ঘরকে সহজে ঠান্ডা রাখা যেতে পারে৷ আর তার জন্য মেনে চলতে হবে কয়েকটি মাত্র নিয়ম৷
হ্যাঁ, এই গরম কালের তেতেপুড়ে ওঠা গরমের মধ্যেই আপনাকে সেই কথা আজ আমরা বলব৷ বলব, কী ভাবে টিনের ঘরে থাকলেও ঘরকে সহজে ঠান্ডা রাখা যেতে পারে৷ আর তার জন্য মেনে চলতে হবে কয়েকটি মাত্র নিয়ম৷
এর প্রথমে আপনাকে কয়েকটি খড়ের আঁটি জোগাড় করতে হবে৷ খড়ের আঁটিতে জল অনেক্ষণ ধরে থাকে৷ সেই খড়ের আঁটি আপনাকে একটা দিন একটু কষ্ট করে টিনের চালে বিছিয়ে দিতে হবে৷ এতে প্রাথমিক ভাবে সরাসরি সূর্যের আলো প্রবেশ করা একটু কমবে৷
এর প্রথমে আপনাকে কয়েকটি খড়ের আঁটি জোগাড় করতে হবে৷ খড়ের আঁটিতে জল অনেক্ষণ ধরে থাকে৷ সেই খড়ের আঁটি আপনাকে একটা দিন একটু কষ্ট করে টিনের চালে বিছিয়ে দিতে হবে৷ এতে প্রাথমিক ভাবে সরাসরি সূর্যের আলো প্রবেশ করা একটু কমবে৷
পাশাপাশি, গরমের মধ্যে সেই খড়ের আঁটিতে ভাল করে জল দিতে হবে৷ জল দিয়ে এসে সপসপে করে ভিজিতে ফেলতে হবে৷ আর সেই জলের কারণেই আপনার ঘরের ছাদ অনেকটা ঠান্ডা হবে৷ গরম কালেও সেই ঠান্ডা আমপনাকে শান্তি দেবে৷
পাশাপাশি, গরমের মধ্যে সেই খড়ের আঁটিতে ভাল করে জল দিতে হবে৷ জল দিয়ে এসে সপসপে করে ভিজিতে ফেলতে হবে৷ আর সেই জলের কারণেই আপনার ঘরের ছাদ অনেকটা ঠান্ডা হবে৷ গরম কালেও সেই ঠান্ডা আমপনাকে শান্তি দেবে৷
এ ছাড়া, টিনের ঘরের চাল উঁচু করে বানাতে পারেন৷ রাখতে পারেন বড়বড় দরজা, জানলা৷ যাতে হাওয়া বাতাস চলাচল করতে পারে৷ আর ঘরের ভিতরের খাট বা বসার জায়গা করবেন নিচুতে৷ নীচে থাকলে গরম কম লাগবে৷
এ ছাড়া, টিনের ঘরের চাল উঁচু করে বানাতে পারেন৷ রাখতে পারেন বড়বড় দরজা, জানলা৷ যাতে হাওয়া বাতাস চলাচল করতে পারে৷ আর ঘরের ভিতরের খাট বা বসার জায়গা করবেন নিচুতে৷ নীচে থাকলে গরম কম লাগবে৷

Summer Tips: আপনার সিলিং ফ্যানে করুন এই ছোট কাজ, তাহলেই ঘরে উঠবে ঝড়! এসি-কুলার ছাড়াই মিলবে গরম থেকে মুক্তি

দিন যতই এগোচ্ছে গরম ততই বাড়ছে। মাঝে মাঝে এমন অসহ্য গরম পড়ছে যা সহ্য করা মুশকিল হয়ে যাচ্ছে। গরম বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে এসি ও এয়ার কুলার কেনার চাহিদা। কারণ গরম থেকে বাঁচতে এসি বা কুলার ছাড়া এখন উপায় নেই।
দিন যতই এগোচ্ছে গরম ততই বাড়ছে। মাঝে মাঝে এমন অসহ্য গরম পড়ছে যা সহ্য করা মুশকিল হয়ে যাচ্ছে। গরম বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে এসি ও এয়ার কুলার কেনার চাহিদা। কারণ গরম থেকে বাঁচতে এসি বা কুলার ছাড়া এখন উপায় নেই।
তবে সকলের আবার এসি বা কুলার কেনার মত সামর্থ্য নেই। ফলে তাদের কাছে ফ্যানই গরম থেকেস বাঁচার একমাত্র উপায়। কিন্তু গরম কালে সকলেই চায় ফ্যানের স্পিড যদি আরও একটু বেশি হত, তাহলে কত ভাল হত।
তবে সকলের আবার এসি বা কুলার কেনার মত সামর্থ্য নেই। ফলে তাদের কাছে ফ্যানই গরম থেকেস বাঁচার একমাত্র উপায়। কিন্তু গরম কালে সকলেই চায় ফ্যানের স্পিড যদি আরও একটু বেশি হত, তাহলে কত ভাল হত।
অনেক সময় আমরা দেখি আমাদের ফ্যানের গতি অনেক ধীর হয়ে যায়। যদি ফ্যানটি ধীর গতিতে চলতে শুরু করে, তবে ঘরের বাতাস সঠিকভাবে সঞ্চালিত হয় না এবং গরম অবস্থাকে আরও খারাপ করে তোলে। অনেকে মনে করেন তাদের ফ্যান নষ্ট হয়ে গেছে এবং এখন তাদের নতুন সিলিং ফ্যানের জন্য ব্যয় করতে হবে।
অনেক সময় আমরা দেখি আমাদের ফ্যানের গতি অনেক ধীর হয়ে যায়। যদি ফ্যানটি ধীর গতিতে চলতে শুরু করে, তবে ঘরের বাতাস সঠিকভাবে সঞ্চালিত হয় না এবং গরম অবস্থাকে আরও খারাপ করে তোলে। অনেকে মনে করেন তাদের ফ্যান নষ্ট হয়ে গেছে এবং এখন তাদের নতুন সিলিং ফ্যানের জন্য ব্যয় করতে হবে।
কিন্তু এমনটা অনেক সময় হয় না। কারণ  ফ্যানে ছোটখাটো কিছু জিনিসের কারণে গতি কমে গেছে তাও হতে পারে। তাই এই প্রতিবেদনে আমরা আপনাকে এমন কিছু জিনিস সম্পর্কে বলি যা আপনার ফ্যানের গতি বাড়াতে সহায়তা করবে।
কিন্তু এমনটা অনেক সময় হয় না। কারণ ফ্যানে ছোটখাটো কিছু জিনিসের কারণে গতি কমে গেছে তাও হতে পারে। তাই এই প্রতিবেদনে আমরা আপনাকে এমন কিছু জিনিস সম্পর্কে বলি যা আপনার ফ্যানের গতি বাড়াতে সহায়তা করবে।
ক্যাপাসিটর ডিফেক্ট:- ক্যাপাসিটর সিলিং ফ্যানে মোটরকে সঠিক পাওয়ার দেওয়ার জন্য কাজ করে। একটি ত্রুটিযুক্ত ক্যাপাসিটর ৯০ শতাংশের বেশি সিলিং ফ্যানের সমস্যা সৃষ্টি করে। যখন ক্যাপাসিটর খারাপ হয়ে যায়, তখন এটি মোটরে বিদ্যুৎ স্থানান্তর করতে অক্ষম হয়, যার কারণে ফ্যানের গতি যথেষ্ট আস্তে হতে শুরু করে।
ক্যাপাসিটর ডিফেক্ট:- ক্যাপাসিটর সিলিং ফ্যানে মোটরকে সঠিক পাওয়ার দেওয়ার জন্য কাজ করে। একটি ত্রুটিযুক্ত ক্যাপাসিটর ৯০ শতাংশের বেশি সিলিং ফ্যানের সমস্যা সৃষ্টি করে। যখন ক্যাপাসিটর খারাপ হয়ে যায়, তখন এটি মোটরে বিদ্যুৎ স্থানান্তর করতে অক্ষম হয়, যার কারণে ফ্যানের গতি যথেষ্ট আস্তে হতে শুরু করে।
তাই ফ্যান থেকে মুক্ত বাতাস চাইলে ক্যাপাসিটর পরিবর্তন করতে পারেন। বাজারে ৭০-৮০ টাকা পর্যন্ত দামে ভালো ক্যাপাসিটর পাওয়া যায়। এটি পরিবর্তন করলে ফ্যানের গতি দ্বিগুণ হতে পারে। যা আপনাকে গরমে অনেকটাই আরাম দেবে।
তাই ফ্যান থেকে মুক্ত বাতাস চাইলে ক্যাপাসিটর পরিবর্তন করতে পারেন। বাজারে ৭০-৮০ টাকা পর্যন্ত দামে ভালো ক্যাপাসিটর পাওয়া যায়। এটি পরিবর্তন করলে ফ্যানের গতি দ্বিগুণ হতে পারে। যা আপনাকে গরমে অনেকটাই আরাম দেবে।
অনেক সময় ফ্যানের ব্লেডের অ্যালাইনমেন্টে ব্যাঘাতের কারণে ফ্যানের গতিতে ত্রুটি শুরু হয়। ফ্যানের ব্লেড যদি কোথাও ধাক্কা লেগে বা অন্য কারণে বেঁকে যায়, তাহলে ফ্যানের হাওয়া সঠিকভাবে পাওয়া যায়না। সেটি দেখে নিলে বা সারিয়ে নিলে ফের দ্রুত হাওয়া পাওয়া যাবে।
অনেক সময় ফ্যানের ব্লেডের অ্যালাইনমেন্টে ব্যাঘাতের কারণে ফ্যানের গতিতে ত্রুটি শুরু হয়। ফ্যানের ব্লেড যদি কোথাও ধাক্কা লেগে বা অন্য কারণে বেঁকে যায়, তাহলে ফ্যানের হাওয়া সঠিকভাবে পাওয়া যায়না। সেটি দেখে নিলে বা সারিয়ে নিলে ফের দ্রুত হাওয়া পাওয়া যাবে।

Cooling tips for Summer: গরমকে বলুন টাটা! রোদে পুড়ে বাড়ি আসার ৫ মিনিটে শরীর হবে ঠান্ডা! মানুন ২ টিপস

তীব্র গরমের এসি আর বাইরে করতে করতে ঠান্ডা-গরমেতে নাজেহাল অবস্থা। সকালে উঠেই গলা ব্যথা ও ঢোক গিলতে কষ্ট হচ্ছে।
তীব্র গরমের এসি আর বাইরে করতে করতে ঠান্ডা-গরমেতে নাজেহাল অবস্থা। সকালে উঠেই গলা ব্যথা ও ঢোক গিলতে কষ্ট হচ্ছে।
তবে, যা গরম এসি, ঠান্ডা জল, বারবার স্নান করা ছাড়া কোনও উপায়ও নেই। কিন্তু যদি বাইরে থেকে রোদে পুড়ে ঘরে আসেন তাহলে এই একটা কাজ করলেই শরীর ঠান্ডা হতে বাধ‍্য।
তবে, যা গরম এসি, ঠান্ডা জল, বারবার স্নান করা ছাড়া কোনও উপায়ও নেই। কিন্তু যদি বাইরে থেকে রোদে পুড়ে ঘরে আসেন তাহলে এই একটা কাজ করলেই শরীর ঠান্ডা হতে বাধ‍্য।
তবে, যা গরম এসি, ঠান্ডা জল, বারবার স্নান করা ছাড়া কোনও উপায়ও নেই। কিন্তু যদি বাইরে থেকে রোদে পুড়ে ঘরে আসেন তাহলে এই একটা কাজ করলেই শরীর ঠান্ডা হতে বাধ‍্য।
তবে, যা গরম এসি, ঠান্ডা জল, বারবার স্নান করা ছাড়া কোনও উপায়ও নেই। কিন্তু যদি বাইরে থেকে রোদে পুড়ে ঘরে আসেন তাহলে এই একটা কাজ করলেই শরীর ঠান্ডা হতে বাধ‍্য।
এক গ্লাস বা অর্ধেক বোতল জল খাওয়ার পর আগে ঘামটা শুকিয়ে নেবেন। বাইরে থেকে ফিরেই স্নান করবেন না। ঘাম শুকনোর পর স্নান করবেন।
এক গ্লাস বা অর্ধেক বোতল জল খাওয়ার পর আগে ঘামটা শুকিয়ে নেবেন। বাইরে থেকে ফিরেই স্নান করবেন না। ঘাম শুকনোর পর স্নান করবেন।
স্নান করে বেরিয়ে এসি ঘরে ঢুকতে না করছেন ডাক্তাররা। মাথার চুল শুকানোর জন‍্য সময় দিতে হবে। এই পদ্ধতি যদি রোজ মেনে চলা যায় তবে, শরীরের গরম অনেকটাই কমবে।
স্নান করে বেরিয়ে এসি ঘরে ঢুকতে না করছেন ডাক্তাররা। মাথার চুল শুকানোর জন‍্য সময় দিতে হবে। এই পদ্ধতি যদি রোজ মেনে চলা যায় তবে, শরীরের গরম অনেকটাই কমবে।
একটানা এসি’তে বসে থাকলে সমস্যা হওয়ার কথা নয়। তবে বার বার এসি-র থেকে বাইরে বেরোলে আর ঢুকলে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। তাই এটা যতটা কম করা যায় তার চেষ্টা করবেন। আর রাস্তায় প্রচণ্ড গরমে কনকনে ঠান্ডা পানীয় গলায় ঢালবেন না। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
একটানা এসি’তে বসে থাকলে সমস্যা হওয়ার কথা নয়। তবে বার বার এসি-র থেকে বাইরে বেরোলে আর ঢুকলে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। তাই এটা যতটা কম করা যায় তার চেষ্টা করবেন। আর রাস্তায় প্রচণ্ড গরমে কনকনে ঠান্ডা পানীয় গলায় ঢালবেন না। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Room Cooling Tips: ফ্যান, এসি, কুলার কিচ্ছু লাগবে না! মাত্র ৩০০ টাকা খরচে এই কাজ করুন! গরমেও কনকনে ঠান্ডা হবে ঘর!

তীব্র গরমে ঘর ঠান্ডা হবে মাত্র ৩০০-৪০০ টাকা খরচ করেই! শুনতে অবাক লাগলেও খুব সহজ উপায়ে ঘরের তাপমাত্রা কমিয়ে ঘর ঠান্ডা করতে জানতে হবে এই নিয়ম! photo source collected 
তীব্র গরমে ঘর ঠান্ডা হবে মাত্র ৩০০-৪০০ টাকা খরচ করেই! শুনতে অবাক লাগলেও খুব সহজ উপায়ে ঘরের তাপমাত্রা কমিয়ে ঘর ঠান্ডা করতে জানতে হবে এই নিয়ম! photo source collected
প্রচন্ড গরমে প্রায় সবার অবস্থাই শোচনীয়। চড়া রোদের কারণে ঘরে টেকা দায় হয়ে পড়ছে। কারণ ছাদ তেতে থাকছে রাতেও। প্রখর রোদের কারণে ছাদ গরম হয়। এরপর ছাদ থেকে ঘরও গরম হতে শুরু করে। এসি লাগিয়েও ঘর ঠান্ডা করতে অনেক বেগ পেতে হয়। তবে একটা কাজ করলেই কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।photo source collected 
প্রচন্ড গরমে প্রায় সবার অবস্থাই শোচনীয়। চড়া রোদের কারণে ঘরে টেকা দায় হয়ে পড়ছে। কারণ ছাদ তেতে থাকছে রাতেও। প্রখর রোদের কারণে ছাদ গরম হয়। এরপর ছাদ থেকে ঘরও গরম হতে শুরু করে। এসি লাগিয়েও ঘর ঠান্ডা করতে অনেক বেগ পেতে হয়। তবে একটা কাজ করলেই কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।photo source collected
তার জন্য বেশি খরচ করতে হবে না। আনুমানিক ৩০০-৪০০ টাকা খরচ করলেই মিলবে সুরাহা।photo source collected 
তার জন্য বেশি খরচ করতে হবে না। আনুমানিক ৩০০-৪০০ টাকা খরচ করলেই মিলবে সুরাহা।photo source collected
ছাদের তাপমাত্রা কম করার একটি কার্যকরী পদ্ধতি হল রিফ্লেকটিভ রুফ সারফেস। জানতে হবে রিফ্লেকটিভ রুফ সারফেস পদ্ধতি ব্যবহার করার কিছু নিয়ম। ইতিমধ্যেই বাড়ির ছাদে এই পদ্ধতি ব্যবহার করে বহু মানুষ এই গরমে ঘরকে একে বারে ঠান্ডা ঠান্ডা কুলকুল করে ফেলেছেন!photo source collected 
ছাদের তাপমাত্রা কম করার একটি কার্যকরী পদ্ধতি হল রিফ্লেকটিভ রুফ সারফেস। জানতে হবে রিফ্লেকটিভ রুফ সারফেস পদ্ধতি ব্যবহার করার কিছু নিয়ম। ইতিমধ্যেই বাড়ির ছাদে এই পদ্ধতি ব্যবহার করে বহু মানুষ এই গরমে ঘরকে একে বারে ঠান্ডা ঠান্ডা কুলকুল করে ফেলেছেন!photo source collected
 এর জন্য ছাদের মেঝেকে রং করে দিতে হবে। এতে ছাদের কোনোরকম ক্ষতি হবে না, বরং ছাদের টেকসই বেড়ে যাবে। তার জন্য লাগবে অল্প কিছু উপকরণ। হোয়াইট সিমেন্ট, চুন, ফেভিকল। এর জন্য প্রথমে ছাদ পরিষ্কার করে তার মধ্যে হোয়াইট সিমেন্ট, চুন, ফেভিকল মিশিয়ে তা গুলিয়ে তা ছাদে লাগাতে হবে।photo source collected 
এর জন্য ছাদের মেঝেকে রং করে দিতে হবে। এতে ছাদের কোনোরকম ক্ষতি হবে না, বরং ছাদের টেকসই বেড়ে যাবে। তার জন্য লাগবে অল্প কিছু উপকরণ। হোয়াইট সিমেন্ট, চুন, ফেভিকল। এর জন্য প্রথমে ছাদ পরিষ্কার করে তার মধ্যে হোয়াইট সিমেন্ট, চুন, ফেভিকল মিশিয়ে তা গুলিয়ে তা ছাদে লাগাতে হবে।photo source collected
শুকিয়ে যাওয়ার পরে বিকেলে হালকা জলের ছিটে দিয়ে দিতে হবে। তাতে মিশ্রণটা মেঝেতে ধরে যাবে। এর ফলে ছাদের নিচের তলার ঘর বেশি গরম হবে না।photo source collected 
শুকিয়ে যাওয়ার পরে বিকেলে হালকা জলের ছিটে দিয়ে দিতে হবে। তাতে মিশ্রণটা মেঝেতে ধরে যাবে। এর ফলে ছাদের নিচের তলার ঘর বেশি গরম হবে না।photo source collected
রোদে আলো, তাপ দুটোই আছে, তাকে সাদা আলো দিয়ে রিভার্স করিয়ে দেওয়া হচ্ছে। ছাদ সাদা করে দেওয়ার ফলে তাপমাত্রা আসছে, রিভার্স হয়ে বেরিয়ে যাচ্ছে। তার ফলে ছাদে সেই তাপমাত্রা পুরোপুরি যাচ্ছে না।খুব কম খরচে বাড়ির তাপমাত্রা বাইরের তাপমাত্রার থেকে বেশ কয়েক ডিগ্রি কমাতে পারবেন। এমনকি এসি চালানোরও প্রয়োজন নাও হতে পারে! (তথ্য: রাকেশ মাইতি)
রোদে আলো, তাপ দুটোই আছে, তাকে সাদা আলো দিয়ে রিভার্স করিয়ে দেওয়া হচ্ছে। ছাদ সাদা করে দেওয়ার ফলে তাপমাত্রা আসছে, রিভার্স হয়ে বেরিয়ে যাচ্ছে। তার ফলে ছাদে সেই তাপমাত্রা পুরোপুরি যাচ্ছে না।খুব কম খরচে বাড়ির তাপমাত্রা বাইরের তাপমাত্রার থেকে বেশ কয়েক ডিগ্রি কমাতে পারবেন। এমনকি এসি চালানোরও প্রয়োজন নাও হতে পারে! (তথ্য: রাকেশ মাইতি)