ত্বক হোক বা চুল অ্যালোভেরা কিন্তু আমাদের বেস্ট ফ্রেন্ড৷ এখন বাজারে এই জেল বড়োই সহজলভ্য৷ তবে এগুলো কি একেবারেই শুদ্ধ অ্যালোভেরার পাল্প দিয়ে তৈরি এমন কথা কি বলা যায়? বাজারে পাওয়া অ্যালোভেরার মধ্যে নানা ধরনের ক্ষতিকারক কেমিক্যাল মেশানো থাকে৷ এর চেয়ে ভাল নিজেই বাড়িতে অ্যালোভেরা জেল তৈরি করে নিন৷

Aloe Vera Gel: বাড়িতেই বানান অ্যালোভেরা জেল, কয়েকটা ঘরোয়া পদ্ধতিতে সহজেই তৈরি হয়ে যাবে এই অরগ্যানিক জেল

ত্বক হোক বা চুল অ্যালোভেরা কিন্তু আমাদের বেস্ট ফ্রেন্ড৷ এখন বাজারে এই জেল বড়োই সহজলভ্য৷ তবে এগুলো কি একেবারেই শুদ্ধ অ্যালোভেরার পাল্প দিয়ে তৈরি এমন কথা কি বলা যায়? বাজারে পাওয়া অ্যালোভেরার মধ্যে নানা ধরনের ক্ষতিকারক কেমিক্যাল মেশানো থাকে৷ এর চেয়ে ভাল নিজেই বাড়িতে অ্যালোভেরা জেল তৈরি করে নিন৷
ত্বক হোক বা চুল অ্যালোভেরা কিন্তু আমাদের বেস্ট ফ্রেন্ড৷ এখন বাজারে এই জেল বড়োই সহজলভ্য৷ তবে এগুলো কি একেবারেই শুদ্ধ অ্যালোভেরার পাল্প দিয়ে তৈরি এমন কথা কি বলা যায়? বাজারে পাওয়া অ্যালোভেরার মধ্যে নানা ধরনের ক্ষতিকারক কেমিক্যাল মেশানো থাকে৷ এর চেয়ে ভাল নিজেই বাড়িতে অ্যালোভেরা জেল তৈরি করে নিন৷
তার জন্য প্রথমেই যেটা দরকার, তা হল একটা ভাল মানের অ্যালোভেরা গাছ নিয়ে আসা৷ তাকে যত্ন আত্তি করে বড় করা৷ অ্যালোভেরা পাতা বড় হলে সেখান থেকে ঘরেই অরগ্যানিক ভাবে জেল তৈরি করে নিতে পারবেন৷
তার জন্য প্রথমেই যেটা দরকার, তা হল একটা ভাল মানের অ্যালোভেরা গাছ নিয়ে আসা৷ তাকে যত্ন আত্তি করে বড় করা৷ অ্যালোভেরা পাতা বড় হলে সেখান থেকে ঘরেই অরগ্যানিক ভাবে জেল তৈরি করে নিতে পারবেন৷
অ্যালোভেরা জেল তৈরি করতে প্রথমে গাছ থেকে টাটকা এবং সবুজ অ্যালোভেরা পাতা কেটে নিন৷ মনে রাখবেন পাতা যেন সবুজ হয়৷
অ্যালোভেরা জেল তৈরি করতে প্রথমে গাছ থেকে টাটকা এবং সবুজ অ্যালোভেরা পাতা কেটে নিন৷ মনে রাখবেন পাতা যেন সবুজ হয়৷
এখন পাতাটিকে একটা পরিষ্কার জায়গায় রাখুন৷ উভয়দিকের কাঁটা যুক্ত প্রান্তগুলো কেটে ফেলুন৷পাতার উপরের স্তরটি সাবধানে কেটে ফেলুন৷ এর জন্য একটা ধারালো ছুরির ব্যবহার করুন৷ ভিতরের পরিষ্কার জেলটি নিয়ে নিন৷
এখন পাতাটিকে একটা পরিষ্কার জায়গায় রাখুন৷ উভয়দিকের কাঁটা যুক্ত প্রান্তগুলো কেটে ফেলুন৷পাতার উপরের স্তরটি সাবধানে কেটে ফেলুন৷ এর জন্য একটা ধারালো ছুরির ব্যবহার করুন৷ ভিতরের পরিষ্কার জেলটি নিয়ে নিন৷
ব্লেন্ডারে জেলটি ঢেলে ব্লেন্ড করতে থাকুন, যতক্ষণ না সেটি জলের মতো ঘনত্বের না হয়ে যায়৷ তার সঙ্গে ২ টেবল চামচ ভিটামিন ই তেল যোগ করুন৷ এবার তাতে ৩ টেবলচামচ এসেনশিয়াল অয়েল দিন৷ তারপর আবার একবার ব্লেন্ডারে ব্লেন্ড করুন৷
ব্লেন্ডারে জেলটি ঢেলে ব্লেন্ড করতে থাকুন, যতক্ষণ না সেটি জলের মতো ঘনত্বের না হয়ে যায়৷ তার সঙ্গে ২ টেবল চামচ ভিটামিন ই তেল যোগ করুন৷ এবার তাতে ৩ টেবলচামচ এসেনশিয়াল অয়েল দিন৷ তারপর আবার একবার ব্লেন্ডারে ব্লেন্ড করুন৷
মিশ্রণটিকে কাঁচের বয়ামে করে রেফ্রিজারেটরে রেখে দিন৷ এইভাবে প্রায় এক সপ্তাহ অ্যালোভেরা জেলটি ভাল থাকবে৷
মিশ্রণটিকে কাঁচের বয়ামে করে রেফ্রিজারেটরে রেখে দিন৷ এইভাবে প্রায় এক সপ্তাহ অ্যালোভেরা জেলটি ভাল থাকবে৷