দোলের দিন বাড়িতেই ভাঙের সরবত বানাতে কী কী করবেন?

বাড়িতেই এই দোলের দিন বানিয়ে ফেলুন ভাঙের সরবত | উত্তর দিনাজপুর:বসন্তের নানা রঙে সেজে উঠেছে চারপাশ।সকাল থেকে দোল উৎসবে রঙে মেতে উঠেছে সকলেই। রং খেলা মানে ঠান্ডাইয়ের ফোয়ারা। সঙ্গে থাকে জিভে জল আনা সিঙারা মিষ্টির মত সুস্বাদু খাবার। সাধারণত রঙ্গিনীর উৎসবে নেশা করতে ভাং মেশানো ঠান্ডায় খাওয়া হয়। এ ভাং বা ঠান্ডায় একটি স্বাস্থ্যকর পানীয়।এই রঙ উৎসবের দিনে বাড়িতে বসেই বানিয়ে ফেলুন অসাধারণ স্বাদের ভাঙের সরবত। এই গরমে রং খেলার দিন শরবতের এই চুমুকেই জড়িয়ে যাবে মন।