Tag Archives: Holi

হোলি একটি জনপ্রিয় হিন্দু উৎসব। একে বসন্ত উৎসব, রঙের উৎসব ও ভালোবাসার উৎসবও বলা হয়। এই উৎসবের সঙ্গে জড়িত আছে রাধা-কৃষ্ণের অমর প্রেম। তাছাড়া মন্দের উপর ভালর বিজয়কে চিহ্নিত করতেও এই উৎসব পালিত হয়। ভারত ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশে এবং পাশ্চাত্য সভ্যতাতেও এই উৎসব পালন করা হয়।

এই উৎসব সূচনা করে বসন্তের। পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। হোলির আগের দিন পালিত হয় হোলিকা দহন। যেদিন শুকনো কাঠকুটো ইত্যাদি জ্বালানো হয়। এর সঙ্গে জড়িত আছে হিরন্যকশিপুর বোন হোলিকার আগুনে পুড়ে মৃত্যু। তার পরের দিন হোলি পালিত হয়। বিভিন্ন রঙের আবীর ও জলে গুলে রঙ ব্যবহৃত হয়।

রাধা কৃষ্ণ

ভারতের ব্রজ অঞ্চলে যেখানে রাধা কৃষ্ণ বড় হয়েছেন সেখানে অত্যন্ত উৎসাহ সহ এই উৎসব পালিত হয়। এই উৎসব রাধা-কৃষ্ণের অমর প্রেমের সূচক।

কাম ও রতি

অন্য একটি পৌরাণিক কাহিনী বলে পার্বতীর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য দেবতারা শিবের কাছে ভালোবাসার দেবতা কামদেবকে পাঠায়। তপস্যায় বিঘ্ন ঘটায় তাঁকে ভস্ম করেন শিব। পরে কামদেবের স্ত্রী রতির তপস্যায় খুশি হয়ে শিব আবার কামদেবকে পুনর্জীবন দান করেন। সেই দিনটিও হোলি হিসাবে পালিত হয়।

অন্যান্য ধর্মে হোলি পালন

জৈন আর বৌদ্ধ ধর্মের উপাসকরাও হোলি পালন করেন। মুঘল বাদশারাও আনন্দ সহকারে হোলি পালন করতেন। মহারাজা রঞ্জিত সিংহের আমলে শিখ সম্প্রদায়ের মানুষও হোলি পালন করতেন।

বর্ণনা

হিন্দুদের কাছে বসন্তকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হল হোলি। নেপালে এটি জাতীয় ছুটির দিন। হোলির আগের দিন হোলিকা দহন হয়। হোলিকা দহনের মতো, কাম দহনম ভারতের কিছু অংশে পালিত হয়।

ইতিহাস ও আচার

বিভিন্ন পুরাণ, দশকুমার চরিত এবং কবি কালিদাসের লেখা, রত্নাবলী ইত্যাদি গ্রন্থে হোলির উল্লেখা আছে। হোলির সঙ্গে বিভিন্ন আচার জড়িত আছে।

হোলিকা দহন

এটি হোলির আগের দিন হয়। চিতার উপরে হোলিকাকে বোঝাতে একটি মূর্তি তৈরি করে তাতে আগুন ধরান হয়। হোলিকা হলেন হিরণ্যকশিপুর বোন, যিনি প্রহ্লাদকে মারতে চাইছিলেন।

এছাড়া রঙ নিয়ে খেলা তো আছেই। মথুরা অঞ্চলে ছেলেদের মেয়েরা লাঠি দিয়ে মারে। একে লাঠমারো উৎসব বলা হয়। ছেলেরা মেয়ের ছদ্মবেশে আসে।

উদযাপন

ভারতের বিভিন্ন প্রান্তে হোলির আলাদা নাম আছে। যেমন ঝাড়খণ্ডে একে ফাগুয়া বলা হয়। গোয়াতে একে বলা হয় উক্কুলি। আবার গুজরাতে এই উৎসব ধুলেটি নামে পরিচিত। পশ্চিমবঙ্গে এই উৎসব দোলযাত্রা নামে পরিচিত।  

ভারতের বাইরে ইউরোপ ও আমেরিকাতেও হোলি পালিত হয়। বর্তমানে ফুলের পাপড়ি দিয়ে তৈরি জৈব আবির হোলিতে ব্যবহৃত হয়।

Arijit Singh Holi Video: পড়ুয়াদের আবদার মেনে স্কুটি থামালেন অরিজিত্‍! তারপর যা হল… দেখুন ভাইরাল ভিডিও

মুর্শিদাবাদ: তিনি গায়ক। মাটির মানুষ হিসেবেই সবাই জানে। আজ বসন্ত উৎসব। অন্যদিকে অনেক জায়গায় রঙের উৎসবে রাঙিয়ে দিচ্ছেন তাঁদের প্রিয় মানুষকে। কিন্তু যদি কেও হাতের কাছে পেয়ে যান প্রিয় গায়ক অরিজিৎ সিংকে, তাহলে তো আর কথাই নেই।

রঙের উৎসবের দিনে স্কুটি নিয়ে রাস্তায় বেরিয়ে ছিলেন গায়ক অরিজিৎ সিং। আর তাঁকে দেখতে পেতেই রাস্তায় তাঁর পথ আটকে দাঁড়িয়ে পড়ে পড়ুয়ারা। তাদের আবদার মেনেই নিজের স্কুটি থামিয়ে দেন গায়ক নিজে।

Holi: ফোনে নয়, রঙ লাগুক মনে, সাধের গ্যাজেটকে রক্ষা করুন এইভাবে

সারা দেশ দোলের উৎসবে মেতে উঠছে দোলে। এই দিনে সকলে নিজেদের মধ্যে সমস্ত ভেদাভেদ ভুলে রঙের উৎসবে মেতে ওঠেন। তবে আনন্দের মাঝেও আমাদের মনে রাখতে হবে আমাদের ফোন বা বিভিন্ন গ্যাজেটগুলিতে কিন্তু রঙ লাগালে চলবে না। এই সহজ টিপসগুলি মেনে চললে সহজেই আনন্দ উৎসবে মেতে ওঠা যাবে।
সারা দেশ দোলের উৎসবে মেতে উঠছে দোলে। এই দিনে সকলে নিজেদের মধ্যে সমস্ত ভেদাভেদ ভুলে রঙের উৎসবে মেতে ওঠেন। তবে আনন্দের মাঝেও আমাদের মনে রাখতে হবে আমাদের ফোন বা বিভিন্ন গ্যাজেটগুলিতে কিন্তু রঙ লাগালে চলবে না। এই সহজ টিপসগুলি মেনে চললে সহজেই আনন্দ উৎসবে মেতে ওঠা যাবে।
ওয়াটার প্রুফ জিপলক ব্যাগ

ফোন বা অন্যান্য গ্যাজেট রক্ষা করার সহজ উপায় হল ওয়াটার প্রুফ জিপ লক ব্যাগ ব্যবহার করা। এতে রঙ, জল বা অন্যান্য ক্ষতিকারক পদার্থ গ্যাজেটের ভেতরে প্রবেশ করতে পারবে না।

ওয়াটার প্রুফ জিপলক ব্যাগ
ফোন বা অন্যান্য গ্যাজেট রক্ষা করার সহজ উপায় হল ওয়াটার প্রুফ জিপ লক ব্যাগ ব্যবহার করা। এতে রঙ, জল বা অন্যান্য ক্ষতিকারক পদার্থ গ্যাজেটের ভেতরে প্রবেশ করতে পারবে না।
প্যাটার্ন বা নম্বর লকরঙ খেলার সময় সারা মুখে রঙ লেগে থাকায় অনেক সময় ফেস রেকগনিশন ফিচার কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে আগে থেকে ফোনে বা গ্যাজেটে প্যাটার্ন বা নম্বর লক সেট করা যেতে পারে।
প্যাটার্ন বা নম্বর লক
রঙ খেলার সময় সারা মুখে রঙ লেগে থাকায় অনেক সময় ফেস রেকগনিশন ফিচার কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে আগে থেকে ফোনে বা গ্যাজেটে প্যাটার্ন বা নম্বর লক সেট করা যেতে পারে।
ভেজা ফোন চার্জ করা থেকে বিরত থাকাযদি রঙ খেলতে গিতে ফোনের বাইরের অংশ ভেজা থাকে বা ভেতরে জল ঢুকে যায় তবে অবশ্যই চার্জ করা থেকে বিরত থাকতে হবে। তবে গ্যাজেট শোকানোর জন্য ব্লো ড্রায়ার ব্যবহার না করাই ভাল। এতে আবার ফোন বা গ্যাজেট ড্যামেজ হতে পারে।
ভেজা ফোন চার্জ করা থেকে বিরত থাকা
যদি রঙ খেলতে গিতে ফোনের বাইরের অংশ ভেজা থাকে বা ভেতরে জল ঢুকে যায় তবে অবশ্যই চার্জ করা থেকে বিরত থাকতে হবে। তবে গ্যাজেট শোকানোর জন্য ব্লো ড্রায়ার ব্যবহার না করাই ভাল। এতে আবার ফোন বা গ্যাজেট ড্যামেজ হতে পারে।
গ্যাজেট শিল্ড ব্যবহার করাসবর্দা ফোন বা গ্যাজেটের স্ক্রিনকে শিল্ড দিয়ে ঢেকে রাখা উচিত। এর সাহায্যে ফোনে বা গ্যাজেটে সরাসরি রঙ লাগবে না।
গ্যাজেট শিল্ড ব্যবহার করা
সবর্দা ফোন বা গ্যাজেটের স্ক্রিনকে শিল্ড দিয়ে ঢেকে রাখা উচিত। এর সাহায্যে ফোনে বা গ্যাজেটে সরাসরি রঙ লাগবে না।
ন্যানো কোটিং স্ক্রিন ব্যবহারন্যানো কোটিং স্ক্রিন আমাদের ফোনে বা গ্যাজেটে একটি অতিরিক্ত সুরক্ষা প্রদান করবে।
ন্যানো কোটিং স্ক্রিন ব্যবহার
ন্যানো কোটিং স্ক্রিন আমাদের ফোনে বা গ্যাজেটে একটি অতিরিক্ত সুরক্ষা প্রদান করবে।
স্মার্ট স্ক্রিন

বাজারে বিভিন্ন ধরনের অত্যাধুনিক স্মার্ট স্ক্রিন পাওয়া যায় যা রঙ, জল বা অন্যান্য ক্ষতিকারক পদার্থ থেকে আমাদের ফোনকে রক্ষা করে।

স্মার্ট স্ক্রিন
বাজারে বিভিন্ন ধরনের অত্যাধুনিক স্মার্ট স্ক্রিন পাওয়া যায় যা রঙ, জল বা অন্যান্য ক্ষতিকারক পদার্থ থেকে আমাদের ফোনকে রক্ষা করে।
সিলিকা পাউচঅত্যন্ত সাশ্রয়ী মূল্যে আজকাল বাজারে সিলিকা পাউচ পাওয়া যায় যা জল বা অন্যান্য ক্ষতিকারক পদার্থ থেকে আমাদের ফোনকে রক্ষা করে।
সিলিকা পাউচ
অত্যন্ত সাশ্রয়ী মূল্যে আজকাল বাজারে সিলিকা পাউচ পাওয়া যায় যা জল বা অন্যান্য ক্ষতিকারক পদার্থ থেকে আমাদের ফোনকে রক্ষা করে।
গ্লিসারিন বা ময়েশ্চারাইজার ব্যবহারইয়ার প্লাগ সুরক্ষিত রাখতে গ্লিসারিন বা ময়েশ্চারাইজার ব্যবহার করা যায়।
গ্লিসারিন বা ময়েশ্চারাইজার ব্যবহার
ইয়ার প্লাগ সুরক্ষিত রাখতে গ্লিসারিন বা ময়েশ্চারাইজার ব্যবহার করা যায়।

দোলের দিন বাড়িতেই ভাঙের সরবত বানাতে কী কী করবেন?

বাড়িতেই এই দোলের দিন বানিয়ে ফেলুন ভাঙের সরবত | উত্তর দিনাজপুর:বসন্তের নানা রঙে সেজে উঠেছে চারপাশ।সকাল থেকে দোল উৎসবে রঙে মেতে উঠেছে সকলেই। রং খেলা মানে ঠান্ডাইয়ের ফোয়ারা। সঙ্গে থাকে জিভে জল আনা সিঙারা মিষ্টির মত সুস্বাদু খাবার। সাধারণত রঙ্গিনীর উৎসবে নেশা করতে ভাং মেশানো ঠান্ডায় খাওয়া হয়। এ ভাং বা ঠান্ডায় একটি স্বাস্থ্যকর পানীয়।এই রঙ উৎসবের দিনে বাড়িতে বসেই বানিয়ে ফেলুন অসাধারণ স্বাদের ভাঙের সরবত। এই গরমে রং খেলার দিন শরবতের এই চুমুকেই জড়িয়ে যাবে মন।

Kriti-Pulkit : বিয়ের পর সলমনের প্রাক্তন ভগ্নীপতির প্রথম হোলি! ভালবাসার রঙে মাখামাখি হলেন পুলকিত-কৃতী

কিছুদিন আগেই সাতপাকে বাঁধা পড়েছেন পুলকিত সম্রাট ও কৃতী খরবন্দারের। চলতি বছরের জানুয়ারি মাসে বাগদান সেরেছিলেন তাঁরা। আর এবার হোলিতেও ধরা দিলেন রোম্যান্টিক মেজাজে।
কিছুদিন আগেই সাতপাকে বাঁধা পড়েছেন পুলকিত সম্রাট ও কৃতী খরবন্দারের। চলতি বছরের জানুয়ারি মাসে বাগদান সেরেছিলেন তাঁরা। আর এবার হোলিতেও ধরা দিলেন রোম্যান্টিক মেজাজে।
জনপ্রিয় মেগা ‘কিউকি সাঁস ভি কভি বহু থি’তে অভিনয়ের মধ্যে দিয়ে বিনোদন দুনিয়ায় পা রাখেন পুলকিত। তারপর জড়িয়েছেন একাধিক সম্পর্কে। সলমন খানের বোন শ্বেতাকে ২০১৪ সালে বিয়েও করেন পুলকিত। কিন্তু মাত্র একবছরের মাথায় ভেঙেছে সংসার।
জনপ্রিয় মেগা ‘কিউকি সাঁস ভি কভি বহু থি’তে অভিনয়ের মধ্যে দিয়ে বিনোদন দুনিয়ায় পা রাখেন পুলকিত। তারপর জড়িয়েছেন একাধিক সম্পর্কে। সলমন খানের বোন শ্বেতাকে ২০১৪ সালে বিয়েও করেন পুলকিত। কিন্তু মাত্র একবছরের মাথায় ভেঙেছে সংসার।
তারপর নায়ক তাঁর সহ-অভিনেত্রী ইয়ামি গৌতমের প্রেমে পড়েন। কিন্তু তাঁদেরও বিচ্ছেদ হয় ২০১৮ সালে।
তারপর নায়ক তাঁর সহ-অভিনেত্রী ইয়ামি গৌতমের প্রেমে পড়েন। কিন্তু তাঁদেরও বিচ্ছেদ হয় ২০১৮ সালে।
২০১৮-তেই সিনেমার সেটে পুলকিত ও কৃতীর ঘনিষ্ঠতা শুরু হয়। দুজনে একসঙ্গে এরপর বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন।
২০১৮-তেই সিনেমার সেটে পুলকিত ও কৃতীর ঘনিষ্ঠতা শুরু হয়। দুজনে একসঙ্গে এরপর বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন।
পুলকিত-কৃতী নিজেদের সম্পর্ক নিয়ে বারাবরই অকপট। সোশ্যাল মিডিয়ায় নানা মুহূর্তের ছবি শেয়ার করে নেন কৃতী।
পুলকিত-কৃতী নিজেদের সম্পর্ক নিয়ে বারাবরই অকপট। সোশ্যাল মিডিয়ায় নানা মুহূর্তের ছবি শেয়ার করে নেন কৃতী।
কৃতী তাঁদের বিয়ের বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন।
কৃতী তাঁদের বিয়ের বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন।
আর এই হোলিতে তাঁরা মাখামাখি হলেন ভালবাসার রঙে। বিয়ের পর এটাই তাঁদের প্রথম হোলি।
আর এই হোলিতে তাঁরা মাখামাখি হলেন ভালবাসার রঙে। বিয়ের পর এটাই তাঁদের প্রথম হোলি।
হোলির নানা মুহূর্তের ছবিও তাঁরা সামাজিক মাধ্যমে ভাগ করে নেন।
হোলির নানা মুহূর্তের ছবিও তাঁরা সামাজিক মাধ্যমে ভাগ করে নেন।
কৃতীর গালে হোলির দিন ভালবাসার চুমু এঁকে দিলেন পুলকিত।
কৃতীর গালে হোলির দিন ভালবাসার চুমু এঁকে দিলেন পুলকিত।

Holi 2024 : আবির রঙে রাঙা দিব্যজ্যোতি থেকে রূপসা! রইল ফটো

প্রাক-হোলি সেলিব্রেশন ফটোশ্যুটে মেতে উঠেছিল শহরের একটি স্টুডিও।
প্রাক-হোলি সেলিব্রেশন ফটোশ্যুটে মেতে উঠেছিল শহরের একটি স্টুডিও।
রবিবার অর্থাৎ দোলের ঠিক একদিন আগে শহরের একটি স্টুডিওর ফটোশ্যুটে আবিরের রাঙা হয়ে উঠেছিলেন টলি পাড়ার নায়ক-নায়িকারা।
রবিবার অর্থাৎ দোলের ঠিক একদিন আগে শহরের একটি স্টুডিওর ফটোশ্যুটে আবিরের রাঙা হয়ে উঠেছিলেন টলি পাড়ার নায়ক-নায়িকারা।
থালার উপর বিভিন্ন রঙ সাজিয়ে ক্যামেরায় খোশ মেজাজে পোজ দিলেন অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায়।
থালার উপর বিভিন্ন রঙ সাজিয়ে ক্যামেরায় খোশ মেজাজে পোজ দিলেন অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায়।
কখনও তাঁকে দেখা গেল একমুঠো আবির ফু দিয়ে বাতাসে রং ছড়াতে।
কখনও তাঁকে দেখা গেল একমুঠো আবির ফু দিয়ে বাতাসে রং ছড়াতে।
আবার দুধ সাদা শাড়িতে বসন্তের স্নিগ্ধতা ছুয়েছে অভিনেত্রী সোনামনি সাহাকে।
আবার দুধ সাদা শাড়িতে বসন্তের স্নিগ্ধতা ছুয়েছে অভিনেত্রী সোনামনি সাহাকে।
এছাড়াও জনপ্রিয় সিরিয়ালের দুই নায়ক দিব্যজ্যোতি দত্ত ও প্রারাব্ধি সিংহকেও দেখা গেল হোলির আমেজে।
এছাড়াও জনপ্রিয় সিরিয়ালের দুই নায়ক দিব্যজ্যোতি দত্ত ও প্রারাব্ধি সিংহকেও দেখা গেল হোলির আমেজে।
'সাঞ্জ'-এর কর্ণধার রূপম চক্রবর্তী জানান হোলি উপলক্ষে এই ফটো শুটের আয়োজন করা হয়েছিল।
ওই স্টুডিও কর্ণধার রূপম চক্রবর্তী জানান ,হোলি উপলক্ষে এই ফটো শুটের আয়োজন করা হয়েছিল।
শহরের একটি স্টুডিওতে রঙের উৎসব উদযাপন করতে একত্রিত হয়েছিলেন টলিউডের চারজন অভিনেতা অভিনেত্রী। রূপসা মুখোপাধ্যায়, দিব্যজ্যোতি দত্ত, প্রারাব্ধি সিংহ ও সোনামনি সাহা।
শহরের একটি স্টুডিওতে রঙের উৎসব উদযাপন করতে একত্রিত হয়েছিলেন টলিউডের চারজন অভিনেতা অভিনেত্রী। রূপসা মুখোপাধ্যায়, দিব্যজ্যোতি দত্ত, প্রারাব্ধি সিংহ ও সোনামনি সাহা।

 

Tollywood Holi 2024: জলকেলিতে নতুন বর-বউ সৌরভ-দর্শনা, পিচকারি হাতে কোয়েল, রাজ-শুভশ্রী থেকে মিমি… দোলে রঙিন টলিপাড়া

দোল খেলায় মেতে উঠেছে গোটা দেশ৷ রঙে রঙে রঙিন টলিপাড়াও৷ সারাবছরের ব্যস্ত রুটিন থেকে ছুটি নিয়ে রং খেলছেন তারকারাও৷ কেউ পরিবারের সঙ্গে দোলে সামিল, তো কেউ আবার হোলির ছুটি কাটাচ্ছেন ঘুরে বেড়িয়ে৷ দেখে নিন তারকাদের দোল খেলার ছবি৷
দোলের আনন্দ পরিবারের সঙ্গেই ভাগ করে নিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক৷ ছেলে কবীরের সঙ্গে চুটিয়ে রং খেললেন কোয়েল৷

দোলের আনন্দ পরিবারের সঙ্গেই ভাগ করে নিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক৷ ছেলে কবীরের সঙ্গে চুটিয়ে রং খেললেন কোয়েল৷
হলুদ টি-শার্ট ও জিন্‌সে কবীর এবং আরও একদল কচিকাঁচার সঙ্গে দোল খেললেন কোয়েল৷ ছেলেকে শেখালেন পিচকারী ছোঁড়ার কায়দা৷

হলুদ টি-শার্ট ও জিন্‌সে কবীর এবং আরও একদল কচিকাঁচার সঙ্গে দোল খেললেন কোয়েল৷ ছেলেকে শেখালেন পিচকারী ছোঁড়ার কায়দা৷
বন্ধুদের সঙ্গে রং মেখে হোলি খেললেন অভিনেত্রী মিমি চক্রবর্তী৷ তাঁর সঙ্গে দোল খেলায় সামিল অঙ্কুশ এবং ঐন্দ্রিলা৷

বন্ধুদের সঙ্গে রং মেখে হোলি খেললেন অভিনেত্রী মিমি চক্রবর্তী৷ তাঁর সঙ্গে দোল খেলায় সামিল অঙ্কুশ এবং ঐন্দ্রিলা৷
টলিউডের তারকা জুটি রাজ শুভশ্রী দোল খেলতে চলে গিয়েছেন হালিশহরের বাড়িতে৷ সেই বাড়ির বাগানেই রঙে রঙে রঙীন সেলেব কাপল৷
শ্যুটিংয়ের ব্যস্ততার মাঝেই পরিবারের সঙ্গে দোল খেললেন পরিচালক রাজ চক্রবর্তী৷ স্ত্রী শুভশ্রী এবং ছেলে ইউভান ও মেয়ে ইয়ালিনীকে নিয়ে দোলের আনন্দে মেতে রাজ৷
শ্যুটিংয়ের ব্যস্ততার মাঝেই পরিবারের সঙ্গে দোল খেললেন পরিচালক রাজ চক্রবর্তী৷ স্ত্রী শুভশ্রী এবং ছেলে ইউভান ও মেয়ে ইয়ালিনীকে নিয়ে দোলের আনন্দে মেতে রাজ৷
বিয়ের পর প্রথম হোলি সৌরভ-দর্শনার৷ নতুন বর-বউ মাতলের জলকেলীতে৷ একে অপরকে রাঙিয়ে দিলেন গোলাপি রঙে৷

বিয়ের পর প্রথম হোলি সৌরভ-দর্শনার৷ নতুন বর-বউ মাতলের জলকেলীতে৷ একে অপরকে রাঙিয়ে দিলেন গোলাপি রঙে৷
টলিপাড়ার সেলেব জুটি অঙ্কুশ ও ঐন্দ্রিলা একসঙ্গে কাটালেন দোল৷ তাঁদের সঙ্গেই রং খেলায় মেতে মিমি চক্রবর্তী৷
টলিপাড়ার সেলেব জুটি অঙ্কুশ ও ঐন্দ্রিলা একসঙ্গে কাটালেন দোল৷ তাঁদের সঙ্গেই রং খেলায় মেতে মিমি চক্রবর্তী৷
একসঙ্গে হোলি খেললেন যশ-নুসরত৷ টলিউড এই তারকা জুটি দোল খেলার জন্য বেছে নিলেন চিরাচরিত সাদা পোশাক৷
একসঙ্গে হোলি খেললেন যশ-নুসরত৷ টলিউড এই তারকা জুটি দোল খেলার জন্য বেছে নিলেন চিরাচরিত সাদা পোশাক৷
রং মাখা ছবি পোস্ট করে গায়িকা ইমন চক্রবর্তী লিখলেন, “আমিও পাগল , আমার ছাত্র-ছাত্রীরাও পাগল … Class-এর পরে দোল খেলা…।”

রং মাখা ছবি পোস্ট করে গায়িকা ইমন চক্রবর্তী লিখলেন, “আমিও পাগল , আমার ছাত্র-ছাত্রীরাও পাগল … Class-এর পরে দোল খেলা…।”

Jacqueline Fernandez : দোলের দিন কলকাতায় জ্যাকলিন! রঙের আনন্দে মেতে উঠলেন শহরবাসীর সঙ্গে

দোলের দিন কলকাতায় এলেন বলিউড তারকা জ্যাকলিন ফার্নান্ডেজ। (ছবি সৌজন্যে- @jacquelienefernandez)
দোলের দিন কলকাতায় এলেন বলিউড তারকা জ্যাকলিন ফার্নান্ডেজ। (ছবি সৌজন্যে- @jacquelienefernandez)
বাইপাসের ধারে এক প্রাইভেট হোলি পার্টিতে জ্যাকলিন উপস্থিত হন। সেখানে তিনি পারফর্মও করেন। (ছবি সৌজন্যে- @jacquelienefernandez)
বাইপাসের ধারে এক প্রাইভেট হোলি পার্টিতে জ্যাকলিন উপস্থিত হন। সেখানে তিনি পারফর্মও করেন। (ছবি সৌজন্যে- @jacquelienefernandez)
নিজের ছবির গানের সঙ্গে যেমন নাচ করেন। তেমনই ডিজে গানের সঙ্গেও সেখানে উপস্থিত মহিলাদের সঙ্গে কোমর দোলান জ্যাকলিন। (ছবি সৌজন্যে- @jacquelienefernandez)
নিজের ছবির গানের সঙ্গে যেমন নাচ করেন। তেমনই ডিজে গানের সঙ্গেও সেখানে উপস্থিত মহিলাদের সঙ্গে কোমর দোলান জ্যাকলিন। (ছবি সৌজন্যে- @jacquelienefernandez)
কলকাতাবাসীকে দোলের শুভেচ্ছাও জানান অভিনেত্রী। (ছবি সৌজন্যে- @jacquelienefernandez)
কলকাতাবাসীকে দোলের শুভেচ্ছাও জানান অভিনেত্রী। (ছবি সৌজন্যে- @jacquelienefernandez)
জ্যাকলিন জানান, " হোলিতে প্রথমবার কলকাতায় এসে দারুণ লাগছে। চারিদিকে এত রং এবং এত মানুষ দোলের আনন্দে মেতে উঠেছেন দেখে আমার চোখ সার্থক।" (ছবি সৌজন্যে- @jacquelienefernandez)
জ্যাকলিন জানান, ” হোলিতে প্রথমবার কলকাতায় এসে দারুণ লাগছে। চারিদিকে এত রং এবং এত মানুষ দোলের আনন্দে মেতে উঠেছেন দেখে আমার চোখ সার্থক।” (ছবি সৌজন্যে- @jacquelienefernandez)
পাশাপাশি তিনি, তাঁর আসন্ন ছবির সব কলকাতাবাসীকে দেখার জন্যও অনুরোধ জানান। (ছবি সৌজন্যে- @jacquelienefernandez)
পাশাপাশি তিনি, তাঁর আসন্ন ছবির সব কলকাতাবাসীকে দেখার জন্যও অনুরোধ জানান। (ছবি সৌজন্যে- @jacquelienefernandez)
কলকাতার এই উষ্ণ আন্তরিকতায় আপ্লুত বলি নায়িকা জ্যাকলিন। যেতে যেতে জানান, আবারও 'সিটি অফ জয়'-এ আসার ইচ্ছে রয়েছে তাঁর। (ছবি সৌজন্যে- @jacquelienefernandez)
কলকাতার এই উষ্ণ আন্তরিকতায় আপ্লুত বলি নায়িকা জ্যাকলিন। যেতে যেতে জানান, আবারও ‘সিটি অফ জয়’-এ আসার ইচ্ছে রয়েছে তাঁর। (ছবি সৌজন্যে- @jacquelienefernandez)

KKR Celebrate Holi: হোলিতে রঙিন কেকেআর, দোল উৎসবে সামিল নাইটরা

কলকাতা: ঘরের মাঠে প্রথম আইপিএল ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। রুদ্ধশ্বাস জয়ের পর ফুরফুরে মেজাজে নাইটরা। আরসিবির বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগে রঙের উৎসবে মাতল কেকেআর। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে দলের তরফে।

বাংলার দল হওয়ায় বঙ্গের সংস্কৃতির সঙ্গে জড়িত সবরকম উৎসবেই ফ্যানেদের শুভেচ্ছা জানায়া কেকেআর। দলেও নাইটদের তরফে সকলকে শুভেচ্ছা জানানো হয়। মিচেল স্টার্ক সহ অন্যান্য ক্রিকেটারদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে হ্যাপি হোলি জানায় কেকেআর।

এছাড়াও আরও একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যায় কেকেআরের দেশি-বিদেশী ক্রিকেটাররা মেতেছেন রং খেলায়। মেন্টর গৌতম গম্ভীর ও প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত অংশ নেন প্লেয়ারদের সঙ্গে। প্লেয়ার-কোচ বাদে সাপোর্টিং স্টাফ সহ গোটা নাইট সংসার এদিন নিজেদের রাঙিয়ে তোলেন।

আরও পড়ুনঃ KKR News: ভারতে এসে হোটেলে সারা রাত ঘুমান না আন্দ্রে রাসেল! কী করেন কেকেআর তারকা? জানলে অবাক হবেন

প্রসঙ্গত, আগামী শুক্রবার কেকেআরের দ্বিতীয় ম্যাচ। প্রতিপক্ষ রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অ্যাওয়ে ম্যাচ খেলতে সোমবারই বেঙ্গালুরুতে পৌছে যাচ্ছে কেকেআর। মঙ্গলবার থেকেই শুরু করবে অনুশীলন। অ্যাওয়ে ম্যাচে ৩ পয়েন্ট লক্ষ্যেই ঝাঁপাবে নাইটরা।

Chandra Grahan 2024 : হাতে আর মাত্র কিছুক্ষণ, চন্দ্রগ্রহণে টাকার গদিতে ৯ রাশি! সোনায় মুড়বে কপাল, ঘর ভরবে সম্পদের বৃষ্টিতে

২০২৪ সালের প্রথম চন্দ্রগ্রহণ ২৫ মার্চ অর্থাৎ আজ ঘটতে চলেছে । গুরুগ্রামের জ্যোতিষী নরেন্দ্র জুনেজা বলেছেন, “এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ কর্কট এবং কন্যা রাশি-সহ মোট ৯ টি রাশির জন্য খুব শুভ হবে।”
২০২৪ সালের প্রথম চন্দ্রগ্রহণ ২৫ মার্চ অর্থাৎ আজ ঘটতে চলেছে । গুরুগ্রামের জ্যোতিষী নরেন্দ্র জুনেজা বলেছেন, “এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ কর্কট এবং কন্যা রাশি-সহ মোট ৯ টি রাশির জন্য খুব শুভ হবে।”
গুরুগ্রামের জ্যোতিষী নরেন্দ্র জুনেজার মতে, চাকরিতে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসাতেও হবে দারুণ উন্নতি। আর্থিক দিক থেকে পাবেন ইতিবাচক ফল।
গুরুগ্রামের জ্যোতিষী নরেন্দ্র জুনেজার মতে, চাকরিতে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসাতেও হবে দারুণ উন্নতি। আর্থিক দিক থেকে পাবেন ইতিবাচক ফল।
মেষ রাশি: চন্দ্রগ্রহণ মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি পাবে। আসবে সাফল্য পাবেন। চাকরিতেও পদোন্নতি হতে বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অমীমাংসিত কাজ সম্পন্ন হবে এবং নতুন নতুন সুযোগ তৈরি হবে। ব্যবসাতেও প্রচুর লাভ হবে, নতুন গ্রাহকের সংখ্যা বাড়তে পারে।
মেষ রাশি: চন্দ্রগ্রহণ মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি পাবে। আসবে সাফল্য পাবেন। চাকরিতেও পদোন্নতি হতে বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অমীমাংসিত কাজ সম্পন্ন হবে এবং নতুন নতুন সুযোগ তৈরি হবে। ব্যবসাতেও প্রচুর লাভ হবে, নতুন গ্রাহকের সংখ্যা বাড়তে পারে।
মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকবেন। তবে কাজের মধ্যে থাকতে হবে, পাশাপাশি সুষম খাদ্য খেতে হবে। প্রেমের সম্পর্ক আরও মধুর হবে।
মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকবেন। তবে কাজের মধ্যে থাকতে হবে, পাশাপাশি সুষম খাদ্য খেতে হবে। প্রেমের সম্পর্ক আরও মধুর হবে।
কর্কট রাশি: এই চন্দ্রগ্রহণ কর্কট রাশির জাতকদের আর্থিক দিক থেকে খুবই লাভবান করবে। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবসায় লাভ হবে এবং সম্প্রসারণের পরিকল্পনা সফল হবে।
কর্কট রাশি: এই চন্দ্রগ্রহণ কর্কট রাশির জাতকদের আর্থিক দিক থেকে খুবই লাভবান করবে। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবসায় লাভ হবে এবং সম্প্রসারণের পরিকল্পনা সফল হবে।
স্বাস্থ্য ভাল থাকবে। আপনি মানসিক শান্তি ও তৃপ্তি অনুভব করবেন। প্রেমের সম্পর্কে সুখ বাড়বে। পছন্দের সঙ্গী পেতে পারেন।
স্বাস্থ্য ভাল থাকবে। আপনি মানসিক শান্তি ও তৃপ্তি অনুভব করবেন। প্রেমের সম্পর্কে সুখ বাড়বে। পছন্দের সঙ্গী পেতে পারেন।
বৃষ রাশি: এই চন্দ্রগ্রহণ বৃষ রাশির মানুষদের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে। নতুন দায়িত্ব পাবেন। চাকরিতে স্থায়ীত্বের সম্ভাবনা বাড়বে। সহকর্মীদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হবে। ব্যবসায় নতুন বিনিয়োগের সুযোগ হতে পারে। অংশীদারিত্ব ভাল ফল দেবে। আর্থিক দিক থেকে লাভবান হবেন।
বৃষ রাশি: এই চন্দ্রগ্রহণ বৃষ রাশির মানুষদের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে। নতুন দায়িত্ব পাবেন। চাকরিতে স্থায়ীত্বের সম্ভাবনা বাড়বে। সহকর্মীদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হবে। ব্যবসায় নতুন বিনিয়োগের সুযোগ হতে পারে। অংশীদারিত্ব ভাল ফল দেবে। আর্থিক দিক থেকে লাভবান হবেন।
স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। নিয়মিত ব্যায়াম ভাল ফল দেবে। উপকারী হবে। প্রেমের সম্পর্কে স্থিতিশীলতা থাকবে। বিবাহিতরা সন্তান লাভের সুখ পেতে পারেন।
স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। নিয়মিত ব্যায়াম ভাল ফল দেবে। উপকারী হবে। প্রেমের সম্পর্কে স্থিতিশীলতা থাকবে। বিবাহিতরা সন্তান লাভের সুখ পেতে পারেন।
কন্যা রাশি: এই চন্দ্রগ্রহণ কন্যা রাশির জাতক-জাতিকাদের সাফল্যে দিতে পারে। কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে লক্ষ্য অর্জিত হবে। চাকরিতে কঠোর পরিশ্রমের প্রশংসা করা হবে। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন কিছু শেখার সুযোগ হতে পারে। ব্যবসায় লাভ হবে।
কন্যা রাশি: এই চন্দ্রগ্রহণ কন্যা রাশির জাতক-জাতিকাদের সাফল্যে দিতে পারে। কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে লক্ষ্য অর্জিত হবে। চাকরিতে কঠোর পরিশ্রমের প্রশংসা করা হবে। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন কিছু শেখার সুযোগ হতে পারে। ব্যবসায় লাভ হবে।
স্বাস্থ্য ভাল থাকবে। সুষম খাদ্যাভাস ও নিয়মিত ব্যায়াম করতে হবে। প্রেমের সম্পর্কে রোমান্স বাড়তে পারে।
স্বাস্থ্য ভাল থাকবে। সুষম খাদ্যাভাস ও নিয়মিত ব্যায়াম করতে হবে। প্রেমের সম্পর্কে রোমান্স বাড়তে পারে।
ধনু রাশি: ধনু রাশির জাতক-জাতিকাদের বিদেশ ভ্রমণের সুযোগ হতে পারে। নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে। বিদেশি কোম্পানিতে চাকরির সুযোগ হতে পারে। নতুন জিনিস শিখতে পারেন। ব্যবসায় বিদেশী গ্রাহকদের আকৃষ্ট করার ক্ষেত্রে সাফল্য আসবে। আমদানি-রপ্তানি ব্যবসা লাভজনক হবে।
ধনু রাশি: ধনু রাশির জাতক-জাতিকাদের বিদেশ ভ্রমণের সুযোগ হতে পারে। নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে। বিদেশি কোম্পানিতে চাকরির সুযোগ হতে পারে। নতুন জিনিস শিখতে পারেন। ব্যবসায় বিদেশী গ্রাহকদের আকৃষ্ট করার ক্ষেত্রে সাফল্য আসবে। আমদানি-রপ্তানি ব্যবসা লাভজনক হবে।
স্বাস্থ্য ভাল থাকবে। তবে ভ্রমণের সময় সতর্ক থাকুন ও স্বাস্থ্যকর খাবার খান। প্রেমের সম্পর্কে উত্তেজনা এবং রোমান্স বৃদ্ধি পাবে।
স্বাস্থ্য ভাল থাকবে। তবে ভ্রমণের সময় সতর্ক থাকুন ও স্বাস্থ্যকর খাবার খান। প্রেমের সম্পর্কে উত্তেজনা এবং রোমান্স বৃদ্ধি পাবে।
বৃশ্চিক রাশি: এই চন্দ্রগ্রহণ বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জীবনে বড় পরিবর্তনের আনতে পারে। নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে, তবে দৃঢ় সংকল্পেই আসবে সাফল্য। চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায় নতুন বিনিয়োগের সুযোগ হতে পারে। অংশীদারিত্ব শক্তিশালী হবে ও অর্থনৈতিক সুবিধা বাড়তে পারে।
বৃশ্চিক রাশি: এই চন্দ্রগ্রহণ বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জীবনে বড় পরিবর্তনের আনতে পারে। নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে, তবে দৃঢ় সংকল্পেই আসবে সাফল্য। চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায় নতুন বিনিয়োগের সুযোগ হতে পারে। অংশীদারিত্ব শক্তিশালী হবে ও অর্থনৈতিক সুবিধা বাড়তে পারে।
স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। নিয়মিত ব্যায়াম উপকারী হতে পারে। প্রেমের সম্পর্কের মধ্যে আবেগ এবং রোমান্স বাড়বে।
স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। নিয়মিত ব্যায়াম উপকারী হতে পারে। প্রেমের সম্পর্কের মধ্যে আবেগ এবং রোমান্স বাড়বে।
মকর রাশি: মকর রাশির জাতক-জাতিকাদের জন্য এই চন্দ্রগ্রহণ কর্মজীবনে স্থিতিশীলতা ও নিরাপত্তা আনতে পারে। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। চাকরিতে কঠোর পরিশ্রমের প্রশংসা করা হবে। নতুন দায়িত্ব পাবেন। ব্যবসায় লাভ হবে এবং আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে সুবিধা পাবেন।
মকর রাশি: মকর রাশির জাতক-জাতিকাদের জন্য এই চন্দ্রগ্রহণ কর্মজীবনে স্থিতিশীলতা ও নিরাপত্তা আনতে পারে। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। চাকরিতে কঠোর পরিশ্রমের প্রশংসা করা হবে। নতুন দায়িত্ব পাবেন। ব্যবসায় লাভ হবে এবং আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে সুবিধা পাবেন।
পুরানো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। প্রেমের সম্পর্কে স্থিতিশীলতা ও সুখ বৃদ্ধি পাবে।
পুরানো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। প্রেমের সম্পর্কে স্থিতিশীলতা ও সুখ বৃদ্ধি পাবে।
কুম্ভ রাশি: কুম্ভ রাশির মানুষের জন্য এই চন্দ্রগ্রহণ সামাজিক বৃত্তে সাফল্যে দিতে পারে। টিমওয়ার্ক এবং সহযোগিতার মাধ্যমে লক্ষ্য অর্জন করতে পারেন। সামাজিক কাজে অংশগ্রহণ মানসিক তৃপ্তি দেবে। ব্যবসায় সোশ্যাল মিডিয়া বা অনলাইন মার্কেটিং-এর মাধ্যমে লাভবান হবেন।
কুম্ভ রাশি: কুম্ভ রাশির মানুষের জন্য এই চন্দ্রগ্রহণ সামাজিক বৃত্তে সাফল্যে দিতে পারে। টিমওয়ার্ক এবং সহযোগিতার মাধ্যমে লক্ষ্য অর্জন করতে পারেন। সামাজিক কাজে অংশগ্রহণ মানসিক তৃপ্তি দেবে। ব্যবসায় সোশ্যাল মিডিয়া বা অনলাইন মার্কেটিং-এর মাধ্যমে লাভবান হবেন।
স্বাস্থ্য ভাল থাকবে। প্রেমের সম্পর্কের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়া বাড়বে।
স্বাস্থ্য ভাল থাকবে। প্রেমের সম্পর্কের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়া বাড়বে।
মীন রাশি: মীন রাশির মানুষের জন্য এই চন্দ্রগ্রহণ সৃজনশীলতা বাড়াবে, সাফল্যেও দিতে পারে। শৈল্পিক ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারেন। চাকরি থেকেও সন্তুষ্টি পাবেন। সৃজনশীল পণ্য বা পরিষেবার মাধ্যমে ব্যবসায় লাভ হবে। বিজ্ঞাপন এবং বিপণনে সৃজনশীলতার ব্যবহার করতে পারেন।
মীন রাশি: মীন রাশির মানুষের জন্য এই চন্দ্রগ্রহণ সৃজনশীলতা বাড়াবে, সাফল্যেও দিতে পারে। শৈল্পিক ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারেন। চাকরি থেকেও সন্তুষ্টি পাবেন। সৃজনশীল পণ্য বা পরিষেবার মাধ্যমে ব্যবসায় লাভ হবে। বিজ্ঞাপন এবং বিপণনে সৃজনশীলতার ব্যবহার করতে পারেন।
মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। ধ্যান এবং যোগব্যায়াম অনুশীলন করুন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও আবেগ ও সহানুভূতি বাড়বে। (দাবিত্যাগ: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷)
মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। ধ্যান এবং যোগব্যায়াম অনুশীলন করুন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও আবেগ ও সহানুভূতি বাড়বে। (দাবিত্যাগ: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷)

Holi 2024: ‘রং যেন মোর মর্মে লাগে’ রঙের উৎসবের মাতোয়ারা পশ্চিম মেদিনীপুরবাসী! রইল ছবি

রঙের উৎসব দোল। বাঙালির  বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম এই উৎসব।
রঙের উৎসব দোল। বাঙালির  বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম এই উৎসব।
বসন্তের সকালে রং খেলা, নানা অনুষ্ঠানে মেতেছেন সকলে। দিকে দিকে আনন্দ উৎসব।
বসন্তের সকালে রং খেলা, নানা অনুষ্ঠানে মেতেছেন সকলে। দিকে দিকে আনন্দ উৎসব।
নাচে, গানে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করছেন অনেকেই, আর সঙ্গে আবির খেলা মাস্ট।
নাচে, গানে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করছেন অনেকেই, আর সঙ্গে আবির খেলা মাস্ট।
বিভিন্ন জায়গার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বেলদাতে কলছালার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে উৎযাপন করা হল।
বিভিন্ন জায়গার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বেলদাতে কলছালার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে উৎযাপন করা হল।
রং মেখে রঙিন বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান আট থেকে আশি সকলে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বন্ধন সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকেও সারা দিন ছিল নানা আয়োজন।
রং মেখে রঙিন বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান আট থেকে আশি সকলে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বন্ধন সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকেও সারা দিন ছিল নানা আয়োজন।
হলুদ ও বাসন্তী পোশাক পরে নৃত্য পরিবেশন করে ছোট ছোট ছেলেমেয়েরা।
হলুদ ও বাসন্তী পোশাক পরে নৃত্য পরিবেশন করে ছোট ছোট ছেলেমেয়েরা।
বেলদা কালচারাল অ্যাসোসিয়েশনের সদস্য অখিল বন্ধু মহাপাত্র জানান, বিভিন্ন উৎসব অনুষ্ঠানের পাশাপাশি সৌভাতৃত্বের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেলদা কালচারাল অ্যাসোসিয়েশনের সদস্য অখিল বন্ধু মহাপাত্র জানান, বিভিন্ন উৎসব অনুষ্ঠানের পাশাপাশি সৌভাতৃত্বের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।