আচমকা কানের ছিদ্র বেড়ে দুল পরা বন্ধ? একটা উপাদানেই হবে বিরাট কামাল... আপনার বাড়িতেই আছে কিন্তু

Ear Hole: কানের ছিদ্র বেড়ে দুল পরা বন্ধ? একটা উপাদানেই হবে বিরাট কামাল… আপনার বাড়িতেই আছে কিন্তু

সুন্দর কানের দুল পরতে কে না ভালবাসে? কিন্তু অনেক সময়ই কানের দুল পরায় একটি বড় বাধা হয়ে দাঁড়ায় কানের ছিদ্র। ভারী দুলের কারণে অনেক সময় বড় হয়ে যায় কানের ছিদ্র।
সুন্দর কানের দুল পরতে কে না ভালবাসে? কিন্তু অনেক সময়ই কানের দুল পরায় একটি বড় বাধা হয়ে দাঁড়ায় কানের ছিদ্র। ভারী দুলের কারণে অনেক সময় বড় হয়ে যায় কানের ছিদ্র।
বেশিরভাগ সকলেরই কানে ছিদ্র করা হয় ছোটোবেলায়। ছোটো থেকে কানের দুল পরে পরে অনেকেরই কানের ছিদ্র বড় হয়ে যায়। কানের লতি কেটে যায়।
বেশিরভাগ সকলেরই কানে ছিদ্র করা হয় ছোটোবেলায়। ছোটো থেকে কানের দুল পরে পরে অনেকেরই কানের ছিদ্র বড় হয়ে যায়। কানের লতি কেটে যায়।
কানের লতি কেটে গিয়ে দেখা যায় ফুটো অনেকখানি বড় হয়ে গিয়েছে। এমন হলে ইচ্ছে থাকলেও পছন্দের দুল পরা যায় না। আবার পরলে ছিদ্র আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
কানের লতি কেটে গিয়ে দেখা যায় ফুটো অনেকখানি বড় হয়ে গিয়েছে। এমন হলে ইচ্ছে থাকলেও পছন্দের দুল পরা যায় না। আবার পরলে ছিদ্র আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
চেনা সমস‍্যায় প্রচুর মানুষ ভুগলেও এর সমাধান প্রায় কেউই জানেন না। এই প্রতিবেদনে রইল কানের ছিদ্র ছোট করার সহজ সমাধান। বেশ কয়েকটি টিপস্ মানলেই খুব সহজেই এই সমস‍্যার সমাধান করা সম্ভব।
চেনা সমস‍্যায় প্রচুর মানুষ ভুগলেও এর সমাধান প্রায় কেউই জানেন না। এই প্রতিবেদনে রইল কানের ছিদ্র ছোট করার সহজ সমাধান। বেশ কয়েকটি টিপস্ মানলেই খুব সহজেই এই সমস‍্যার সমাধান করা সম্ভব।
প্রথম হ‍্যাকের জন‍্য চাই সার্জিক‍্যাল টেপ। সার্জিক‍্যাল ছোট ছোট টুকরো করে কেটে নিন। কানের পেছনে ছিদ্রর জায়গায় লাগিয়ে নিন। ছিদ্রর ছোট অংশ কানের দুল পরার জন‍্য ছেড়ে রাখুন। ধীরে ধীরে কানের লতির ছিদ্র ছোটো হয়ে যাবে।

প্রথম হ‍্যাকের জন‍্য চাই সার্জিক‍্যাল টেপ। সার্জিক‍্যাল ছোট ছোট টুকরো করে কেটে নিন। কানের পেছনে ছিদ্রর জায়গায় লাগিয়ে নিন। ছিদ্রর ছোট অংশ কানের দুল পরার জন‍্য ছেড়ে রাখুন। ধীরে ধীরে কানের লতির ছিদ্র ছোটো হয়ে যাবে।
কানের ছিদ্র ছোট করার জন‍্য অলিভ ওয়েল বা নারকেল তেলের ব‍্যবহার করতে পারেন। অলিভ ওয়েল ম‍্যাসাজ করলে খুবই উপকার পাওয়া যেতে পারেন। কানের ছিদ্রে অলিভ ওয়েল ম‍্যাসাজ করলে ধীরে ধীরে ছিদ্র ছোটো হয়ে যাবে।
কানের ছিদ্র ছোট করার জন‍্য অলিভ ওয়েল বা নারকেল তেলের ব‍্যবহার করতে পারেন। অলিভ ওয়েল ম‍্যাসাজ করলে খুবই উপকার পাওয়া যেতে পারেন। কানের ছিদ্রে অলিভ ওয়েল ম‍্যাসাজ করলে ধীরে ধীরে ছিদ্র ছোটো হয়ে যাবে।
হালকা কানের দুল দিয়ে স্টাইল করার চেষ্টা করুন। হালকা ওজনের বা থ্রেডারের কানের দুল পরলে কানের ছিদ্র ছোট থাকবে। ঘুমানোর আগে কানের দুল খুলে ফেলতে ভুলবেন না।
হালকা কানের দুল দিয়ে স্টাইল করার চেষ্টা করুন। হালকা ওজনের বা থ্রেডারের কানের দুল পরলে কানের ছিদ্র ছোট থাকবে। ঘুমানোর আগে কানের দুল খুলে ফেলতে ভুলবেন না।