অনেকেই বাজারে গিয়ে বেশ দাম দিয়ে ইলিশ মাছ কিনে আনেন। বিশেষ করে বর্ষার এই সময় ইলিশের বাড়বাড়ন্ত বাজারে। তবে মনে রাখবেন, মাছ বেছে কেনাটাই আসল। না হলে কিন্তু ঠকে যেকে পারেন।

বাজারে গিয়ে নকল ইলিশ কিনছেন না তো! কীভাবে চিনবেন? জেনে নিন

বর্তমানে বাজারে কমছে ইলিশের পরিমাণ। ইলিশের পরিমাণ কম হওয়ায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে। ইলিশ সদৃশ্য মাছকে ইলিশ মাছ বলে বিক্রি করছে। বাজার থেকে ইলিশ মাছ ভেবে নকল ইলিশ মাছ কিনে এনে অনেক সময় ঠকতে হয় ক্রেতাদের। কীভাবে চিনবেন আসল ইলিশ মাছ? জেনে নিন।