সুগন্ধে মন ও শরীর দুই-ই তাজা হয়ে ওঠে৷ কিন্তু সমস্যা হল পুজোয় ভিড় তো কম নেই৷ শুধু পুজো কেন? যে কোনও অনুষ্ঠানেই লোক সমাগমে সাধের পারফিউমের গন্ধ উধাও হয়ে যায়৷

How To Smell Good: ভিড়ে বেরোলেই ঘামের গন্ধ? এই উপায় মানলেই ভিড়েও লং লাস্টিং হবে সাধের পারফিউম

সুগন্ধে মন ও শরীর দুই-ই তাজা হয়ে ওঠে৷ কিন্তু সমস্যা হল পুজোয় ভিড় তো কম নেই৷ শুধু পুজো কেন? যে কোনও অনুষ্ঠানেই লোক সমাগমে সাধের পারফিউমের গন্ধ উধাও হয়ে যায়৷
সুগন্ধে মন ও শরীর দুই-ই তাজা হয়ে ওঠে৷ কিন্তু সমস্যা হল পুজোয় ভিড় তো কম নেই৷ শুধু পুজো কেন? যে কোনও অনুষ্ঠানেই লোক সমাগমে সাধের পারফিউমের গন্ধ উধাও হয়ে যায়৷
অনেকেরই পারফিউমের শখ থাকে৷ অনেকে তো পকেট খালি করেই দামি পারফিউম সংগ্রহ করে, কিন্তু ভিড়ে গেলে সেই গন্ধ থাকে না৷ কিন্তু কয়েকটা টিপস মানলেই ভিড়ের মধ্যেও আপনার গন্ধে আপনি স্বন্তন্ত্র হয়ে থাকবে৷
অনেকেরই পারফিউমের শখ থাকে৷ অনেকে তো পকেট খালি করেই দামি পারফিউম সংগ্রহ করে, কিন্তু ভিড়ে গেলে সেই গন্ধ থাকে না৷ কিন্তু কয়েকটা টিপস মানলেই ভিড়ের মধ্যেও আপনার গন্ধে আপনি স্বন্তন্ত্র হয়ে থাকবে৷
শুষ্ক ত্বক পারফিউমকে শুষে নেয়৷ ফলে সুগন্ধ বেশিক্ষণ থাকে না৷ তাই পারফিউম মাখার আগে, ভাল করে ময়শ্চারাইজ়ার মেখে নিন৷ ত্বক আর্দ্র থাকলে গন্ধ অনেকক্ষণ টেকে৷
শুষ্ক ত্বক পারফিউমকে শুষে নেয়৷ ফলে সুগন্ধ বেশিক্ষণ থাকে না৷ তাই পারফিউম মাখার আগে, ভাল করে ময়শ্চারাইজ়ার মেখে নিন৷ ত্বক আর্দ্র থাকলে গন্ধ অনেকক্ষণ টেকে৷
পালস পয়েন্টে পারফিউম লাগার৷ অর্থাৎ কবজির পিছনে, ঘাড়ের পিছনে, কানের নীচে গলায়, কনুইয়ের ভিতরে পারফিউম লাগান৷ হাঁটুর পিছনের দিকেও হালকা করে স্প্রে করে নিন৷
পালস পয়েন্টে পারফিউম লাগার৷ অর্থাৎ কবজির পিছনে, ঘাড়ের পিছনে, কানের নীচে গলায়, কনুইয়ের ভিতরে পারফিউম লাগান৷ হাঁটুর পিছনের দিকেও হালকা করে স্প্রে করে নিন৷
একই গন্ধের লেয়ার করুন৷ অর্থাৎ যে ফ্লেবারের শাওয়ার জেল, বডি লোশন মেখেছেন, সেই ফ্লেভারেই পারফিউম মাখুন৷ এতে গন্ধ অনেকক্ষণ থাকবে৷
একই গন্ধের লেয়ার করুন৷ অর্থাৎ যে ফ্লেবারের শাওয়ার জেল, বডি লোশন মেখেছেন, সেই ফ্লেভারেরই পারফিউম মাখুন৷ এতে গন্ধ অনেকক্ষণ থাকবে৷