Tag Archives: Perfume

Deodorant-Perfume: যত খুশি ঘামুন, ডিও বা পারফিউমের সুগন্ধ ২৪ ঘণ্টা থাকবে শরীরে! এই ৫ নিয়ম মানলেই সুগন্ধ ছড়াবে দিনভর!

যত দাম দিয়েই ডিও বা পারফিউম কিনুন না কেন, বেশক্ষণ থাকেই না গন্ধ? গরমকালে বিশেষ করে কয়েক ঘণ্টা ওরেই ডিও বা পারফিউমের গন্ধ চলে যায়! ঘামের গন্ধে অতিষ্ট হতে হয়! এমন হলে খুব সহজ কয়েকটি উপায় আছে! এই উপায় জানা থাকলে খুব গরমেও সুগন্ধ ছড়াবে আপনার শরীর! photo source collected
যত দাম দিয়েই ডিও বা পারফিউম কিনুন না কেন, বেশক্ষণ থাকেই না গন্ধ? গরমকালে বিশেষ করে কয়েক ঘণ্টা ওরেই ডিও বা পারফিউমের গন্ধ চলে যায়! ঘামের গন্ধে অতিষ্ট হতে হয়! এমন হলে খুব সহজ কয়েকটি উপায় আছে! এই উপায় জানা থাকলে খুব গরমেও সুগন্ধ ছড়াবে আপনার শরীর! photo source collected
প্রথমেই মনে রাখতে হবে ডিওড্রেন্ট জামা কাপড়ের উপরে স্প্রে করবেন না! এতে গন্ধ থাকবে না! বডিতে ডিওড্রেন্ট স্প্রে করুন! এতে গন্ধ থাকবে অনেকক্ষণ! পারফিউম জামায় দিতে পারেন! তবে গলায়, হাতের কনুই-এর নীচে, এবং বগলের নীচে দিতে ভুলবেন না! photo source collected
প্রথমেই মনে রাখতে হবে ডিওড্রেন্ট জামা কাপড়ের উপরে স্প্রে করবেন না! এতে গন্ধ থাকবে না! বডিতে ডিওড্রেন্ট স্প্রে করুন! এতে গন্ধ থাকবে অনেকক্ষণ! পারফিউম জামায় দিতে পারেন! তবে গলায়, হাতের কনুই-এর নীচে, এবং বগলের নীচে দিতে ভুলবেন না! photo source collected
স্নান করার পর শরীরে ডিওড্রেন্ট মাখুন! ঘাম হয় যেসব জায়গায় বেশি সেখানে অবশ্যই দিন! সঙ্গে সঙ্গে জামা পরে নেবেন না! কিছুক্ষণ অপেক্ষা করে জামা পরে নিন! গন্ধ স্থায়ী হবে! photo source collected
স্নান করার পর শরীরে ডিওড্রেন্ট মাখুন! ঘাম হয় যেসব জায়গায় বেশি সেখানে অবশ্যই দিন! সঙ্গে সঙ্গে জামা পরে নেবেন না! কিছুক্ষণ অপেক্ষা করে জামা পরে নিন! গন্ধ স্থায়ী হবে! photo source collected
অতিরিক্ত ঘাম হলে ডিওড্রেন্টের গন্ধ চলে যায়! চেষ্টা করুন যতটা সম্ভব না ঘামার! এমন কাজ করবেন না বাইরে বেরিয়ে যাতে বেশি ঘাম হয়! এসিতে থাকার চেষ্টা করুন! ডিও সব সময় ব্যাগে ক্যারি করুন! প্রয়োজনে তিন-চার ঘণ্টা পর ফের একবার বডিতে স্প্রে করে নিন! photo source collected
অতিরিক্ত ঘাম হলে ডিওড্রেন্টের গন্ধ চলে যায়! চেষ্টা করুন যতটা সম্ভব না ঘামার! এমন কাজ করবেন না বাইরে বেরিয়ে যাতে বেশি ঘাম হয়! এসিতে থাকার চেষ্টা করুন! ডিও সব সময় ব্যাগে ক্যারি করুন! প্রয়োজনে তিন-চার ঘণ্টা পর ফের একবার বডিতে স্প্রে করে নিন! photo source collected
যে ব্র্যান্ডের ডিও মাখছেন, চেষ্টা করুন সেই কোম্পানির সাবান বা বডি-ওয়াশ ব্যবহার করতে! একই স্মেলের সাবান মাখুন! এতে গন্ধ দিনভর স্থায়ী হবে! photo source collected
যে ব্র্যান্ডের ডিও মাখছেন, চেষ্টা করুন সেই কোম্পানির সাবান বা বডি-ওয়াশ ব্যবহার করতে! একই স্মেলের সাবান মাখুন! এতে গন্ধ দিনভর স্থায়ী হবে! photo source collected
শরীরের যে সব স্থান ঘামে না! বা কম ঘামে সেসব স্থানে অবশ্যই ডিও স্প্রে করুন! যেমন কানের পিছন, গলা, হাতের কবজি! এতে ডিও অনেকক্ষণ স্থায়ী হবে! তবে যে সব স্থান ঘামে সেখানেও অবশ্যই ডিও দিন! photo source collected
শরীরের যে সব স্থান ঘামে না! বা কম ঘামে সেসব স্থানে অবশ্যই ডিও স্প্রে করুন! যেমন কানের পিছন, গলা, হাতের কবজি! এতে ডিও অনেকক্ষণ স্থায়ী হবে! তবে যে সব স্থান ঘামে সেখানেও অবশ্যই ডিও দিন! photo source collected

Vastu Tips for Love: প্রেমিক বা প্রেমিকাকে ‘এই’ উপহার এঁরা দিলেই প্রেম ভেঙে চুরমার! জীবন তছনছ! জানুন বিশদে

প্রেমিক বা প্রেমিকাকে পছন্দসই উপহার দেওয়া প্রেমের সম্পর্কের অন্যতম অঙ্গ। ভ্যালেন্টাইন্স ডে-সহ যে কোনও বিশেষ দিনে উপহার দিলে মন ভাল থাকে। সম্পর্কের বাঁধন মজবুত হয়।
প্রেমিক বা প্রেমিকাকে পছন্দসই উপহার দেওয়া প্রেমের সম্পর্কের অন্যতম অঙ্গ। ভ্যালেন্টাইন্স ডে-সহ যে কোনও বিশেষ দিনে উপহার দিলে মন ভাল থাকে। সম্পর্কের বাঁধন মজবুত হয়।

 

কিন্তু জানেন কি সুগন্ধি বা পারফিউম উপহার দিলে ভেঙে যেতে পারে আপনার প্রেম। এরকমই দাবি জ্যোতিষ বিশেষজ্ঞ তথা বাস্তুবিদ মৃগেন্দ্র চৌধুরি।
কিন্তু জানেন কি সুগন্ধি বা পারফিউম উপহার দিলে ভেঙে যেতে পারে আপনার প্রেম। এরকমই দাবি জ্যোতিষ বিশেষজ্ঞ তথা বাস্তুবিদ মৃগেন্দ্র চৌধুরি।

 

মৃগেন্দ্রর মতে, যে কোনও সুগন্ধি জড়িয়ে আছে শুক্রগ্রহের সঙ্গে। প্রেম, ভালবাসা, রোম্যান্স, যৌন সম্পর্ক, শারীরিক শক্তি ও সৌন্দর্যের সঙ্গে শুক্রগ্রহের সম্পর্ক আছে।
মৃগেন্দ্রর মতে, যে কোনও সুগন্ধি জড়িয়ে আছে শুক্রগ্রহের সঙ্গে। প্রেম, ভালবাসা, রোম্যান্স, যৌন সম্পর্ক, শারীরিক শক্তি ও সৌন্দর্যের সঙ্গে শুক্রগ্রহের সম্পর্ক আছে।

 

যাঁদের জন্মছকে শুক্রগ্রহের সুপ্রভাব বা সুদৃষ্টি আছে তাঁরা প্রেম, সম্পর্ক ও সৌন্দর্যের ক্ষেত্রে ভাল ফল পান। তাঁরা সুগন্ধি উপহার দিতে পারেন প্রেমিক বা প্রেমিকাকে।
যাঁদের জন্মছকে শুক্রগ্রহের সুপ্রভাব বা সুদৃষ্টি আছে তাঁরা প্রেম, সম্পর্ক ও সৌন্দর্যের ক্ষেত্রে ভাল ফল পান। তাঁরা সুগন্ধি উপহার দিতে পারেন প্রেমিক বা প্রেমিকাকে।

 

কিন্তু যাঁদের উপর শুক্রগ্রহের সুপ্রভাব বা সুদৃষ্টি নেই, তাঁরা আর্থিক কষ্ট, হরমোন ইনব্যালান্স-সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগতে পারেন। প্রেমিক বা প্রেমিকাকে সুগন্ধি দিলে ভেঙেও যেতে পারে সম্পর্ক।
কিন্তু যাঁদের উপর শুক্রগ্রহের সুপ্রভাব বা সুদৃষ্টি নেই, তাঁরা আর্থিক কষ্ট, হরমোন ইনব্যালান্স-সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগতে পারেন। প্রেমিক বা প্রেমিকাকে সুগন্ধি দিলে ভেঙেও যেতে পারে সম্পর্ক।

 

শুক্রগ্রহের বক্রদৃষ্টি থাকলে সুগন্ধির পরিবর্তে উপহার দিন মিষ্টান্ন বা দই থেকে তৈরি কোনও খাবার।
শুক্রগ্রহের বক্রদৃষ্টি থাকলে সুগন্ধির পরিবর্তে উপহার দিন মিষ্টান্ন বা দই থেকে তৈরি কোনও খাবার।

 

শুক্রগ্রহের বক্রদৃষ্টি থেকে রক্ষা পেতে বিবাহিত পুরুষ তাঁর স্ত্রীকে উপহার দিতে পারেন রুপোর গয়না বা হিরের গয়না। তবে সুগন্ধি দেবেন না উপহারে।
শুক্রগ্রহের বক্রদৃষ্টি থেকে রক্ষা পেতে বিবাহিত পুরুষ তাঁর স্ত্রীকে উপহার দিতে পারেন রুপোর গয়না বা হিরের গয়না। তবে সুগন্ধি দেবেন না উপহারে।

Bengali News: পারফিউমে বাঁচেন সায়ক! সুগন্ধির বিরল সংগ্রহ বাঙালি যুবকের

উত্তর ২৪ পরগনা: শখ তো অনেক রকমেরই হয়। কিন্তু অশোকনগরের এই যুবকের শখ রীতিমতো অবাক করছে সকলকে। অশোকনগর তিন নম্বর এলাকার বাসিন্দা বেসরকারি সংস্থায় কর্মরত যুবক সায়কদীপ্ত সাহার শখ দেশ-বিদেশের বিভিন্ন ধরনের সুগন্ধি অর্থাৎ পারফিউম সংগ্রহ করা। ইতিমধ্যেই তাঁর সংগ্রহে রয়েছে বিদেশি নানা ডিজাইনার হাউসের সুগন্ধি। প্রায় ৩০০ র কাছাকাছি এই ধরনের বেস্ট সেলার পারফিউম সংগ্রহ করেছেন তিনি।

আরও পড়ুন: প্রেম দিবসে ধরা পড়ল ২০ জোড়া ‘ভালবাসার পাখি’!

এই যুবকের এমন শখ রীতিমতো সকলকে অবাক করে দিয়েছে। তাঁর এই সুগন্ধির সম্ভার দেখতে এখন অনেকেই হাজির হন বাড়িতে। আর এই শখ‌ই যেন এখন নেশা হয়ে উঠেছে সায়কের। দেশীয় পারফিউম, ডিওড্রেন্ট তো আছেই, তাঁর সংরক্ষণে এখন আছে বিদেশি নানা দুষ্প্রাপ্য পারফিউম। যার দাম রীতিমতো আকাশ ছোঁয়া। এমনও অনেক পারফিউম আছে যা ভারতে না পাওয়া গেলেও বিদেশ থেকে বিশেষভাবে অর্ডার করে নিয়ে আসেন সায়ক। আর এই পারফিউম নিয়েই অবসর সময়ে চলে গবেষণামূলক পড়াশোনা।

পারফিউম লাভার সায়কের সঙ্গে কথা বলে জানা গেল, পারফিউম সংরক্ষণের ক্ষেত্রে দুই ধরনের ভাগ রয়েছে। একটি ভাগ জেনারিক অর্থাৎ কমন রেঞ্জের পারফিউম, আর অপর ভাগটি ডিজাইনার হাউসের ফ্র্যাগনেন্স। যেমন তাঁর সংগ্রহে আছে ভার্সাসে, বুলগেরি, জর্জিও আরমানি। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে উচ্চ শ্রেণির যে সুগন্ধির সেগমেন্ট থাকে তাকে বলা হয় ‘নিস ফ্র্যাগনেন্স। যার মধ্যে ক্রিড-এর বিভিন্ন রেঞ্জ রয়েছে বলেও জানান তিনি। ক্রিড এভেন্ডার্স, ক্রিড মিলেসেমি এম্পেরিয়াল, ক্রিড গ্রিন আইজেস টুইস্ট সহ নানা ধরনের সুগন্ধীর ১০ এমএল-এর বোতল বহু মূল্য দিয়ে সংরক্ষণ করেছেন তিনি। যার মধ্যে ১১,৫০০ থেকে শুরু করে প্রায় ৪৫ হাজার টাকার পারফিউমের কালেকশন রয়েছে সায়কের কাছে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

২০১৮ সালে সোশ্যাল মিডিয়া থেকে আগ্রহ তৈরি হয় এই পারফিউমের বিভিন্ন কালেকশন নিয়ে। সেই থেকেই যাত্রা শুরু। সুগন্ধির মূল্য বিচারে প্রথম পর্যায়ে পারিবারিক দিক থেকে তেমন কোনও সমস্যা না হলেও এই শখের নেশায় ক্রমশ বিদেশি সুগন্ধির সংরক্ষণে অত্যাধিক মূল্য ব্যয় করে পারফিউম কেনার কারণে পরিবারের তরফ থেকেও আসে বাধা। কিন্তু স্বামীর এই সুগন্ধি প্রেমকে যেন এখন নিজের করে নিয়েছেন স্ত্রী পারমিতাও। তাই স্বামীর এই শখকে গুরুত্ব দিতে এখন রীতিমতো সুগন্ধির সংরক্ষণে উৎসাহ দেন সায়ককে। এখন অনুষ্ঠান হোক বা বিশেষ কোনোদিন, উপহারের ক্ষেত্রে সুগন্ধি পারফিউমই যেন বেশি পছন্দ সায়কের। ফলে, দিনের অধিকাংশ সময় এখন সুগন্ধিতেই মেতে থাকেন সর্বক্ষণ।

রুদ্রনারায়ণ রায়

Most Expensive Perfume: হার মানাবে সোনা-রুপোর দামকেও; মাটির সোঁদা গন্ধযুক্ত এই পারফিউম প্রাণ-মন জুড়িয়ে দেবে

কলকাতাঃ পারফিউম বা সুগন্ধী মিষ্টি গন্ধ ছড়িয়ে দিতে সক্ষম। উত্তরপ্রদেশ, অসম, কেরলের মতো ভারতের রাজ্যগুলিতে ব্যাপক ভাবে পারফিউমের ব্যবসা হয়ে থাকে। এমনকী এইসব রাজ্য থেকে গোটা বিশ্বেই পৌঁছে যায় পারফিউম। আর এই সমস্ত সুগন্ধীর দাম হয় সাধারণত ২০০০ টাকা থেকে ১০ হাজার টাকার মধ্যে। কিন্তু একটি পারফিউম রয়েছে, যার মূল্য সোনা এবং রুপোর তুলনায় অনেকটাই বেশি। আর সারা বিশ্বে এর চাহিদাও দেখার মতো। এমনকী ব্রিটিশ রাজপরিবার-সহ বিশ্বের বেশ কিছু রাজপরিবার এই সোঁদা গন্ধযুক্ত সুগন্ধী ব্যবহার করে থাকে। জেনে নেওয়া যাক, সেটা কোথায় পাওয়া যায়? আর এর দামই বা কত?

আরও পড়ুনঃ দ্বিতীয়বার মা হওয়ার পর টলি হার্টথ্রবের সঙ্গে ‘রোমান্স’? শুভশ্রীকে নিয়ে ‘নতুন গুঞ্জন’…

মূলত হংকংয়ে তৈরি হয় এই সুগন্ধী। এর নাম হল আগরউড। সোঁদা গন্ধযুক্ত এই মহার্ঘ্য পারফিউম বিশ্বের মধ্যে সবথেকে দামি। মাত্র ১ গ্রাম এই সুগন্ধী বিকোয় ৬ থেকে ৮ হাজার টাকায়। উত্তরপ্রদেশের কনৌজের কিছু ব্যবসায়ী এই প্রসঙ্গে কথা বলেছেন। তাঁরা জানান যে, সেখানে এই সুগন্ধীর নাম আদ্রাউদ। ব্যবসায়ীদের মতে, অসমে প্রাপ্ত আসমাকীট নামের একটি কাঠ থেকে কৈরি হয় এই সুগন্ধী। আর এই কাঠের মূল্য কেজি প্রতি ২৫ লক্ষ টাকা।

বিশেষজ্ঞদের মতে, আগরউড কাঠ প্রচুর দামে বিক্রি হয়। কারণ এটা আগে চিকিৎসার কাজে ব্যবহার করা হত। এই কাঠ থেকে প্রস্তুত করা ওষুধ ব্যথা উপশমের জন্য খুবই উপকারী। আর সেই কারণেই এর চাহিদা যুগের পর যুগ ধরে চলে আসছে। বিবিসি-র একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, আগরউড গাছ যখন পচে যায়, তখন তার কাঠ নিষ্কাশন করা হয়। আসলে গাছের গুঁড়ির বাকল ছাড়িয়ে আলাদা করা হয়। এরপরে তার মধ্যে ফাঙ্গাস বা ছত্রাক জন্মায়। যা এক বিশেষ ধরনের আঠা নির্গত করে।

সেই আঠাকে হংকংয়ে রেজিনে রূপান্তরিত করা হয়। এরপরে সেই আঠা পিষে তেল নিষ্কাশন করা হয়। যা আউধ অয়েল নামে পরিচিত। শুধুমাত্র এর থেকেই আগরউড পারফিউম তৈরি হয়। এমনকী সুগন্ধী ধূপকাঠিও বানানো হয়। আর এখানেই চমকের শেষ নেই। তেল নিষ্কাশনের পরে অবশিষ্ট কাঠ বিক্রি হয় কেজি প্রতি ৫ লক্ষ টাকায়। কেউ কেউ এই কাঠ দিয়ে আসবাবপত্র বানান। এমনকী গাছের বিশাল বিশাল গুঁড়ি খোদাই করে কোটি কোটি টাকায় বিক্রি হয়। প্রবল চাহিদার কারণে বেআইনি ভাবে এই কাঠ পাচারও করা হয়।

Best Attractive Perfume: শুধু বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্টই করবে না, শরীরও রাখবে গরম! দুরন্ত সুগন্ধি আতরের কামাল

শীতের সময় সকলেই চান একটু ভাল সময় কাটাতে। খাওয়া দাওয়ার পাশাপাশি সাজগোজেও মন দেন অনেকে। আসলে এটা তো উৎসবের মরশুম। গ্রীষ্মের মতো প্রয়োজন না হলেও শীতে সুগন্ধীর চাহিদা কমে না। উত্তরপ্রদেশের কনৌজে শীতের মরশুমের জন্য বিশেষ ভাবে তৈরি হয় নানা ধরনের সুগন্ধী। শীতকালে সকলেই বেড়াতে যেতে চান, তাছাড়া এই সময় একের পর এক বিয়ের নিমন্ত্রণ থাকে। তাই সুগন্ধী খুবই জরুরি একটি প্রসাধনী।
শীতের সময় সকলেই চান একটু ভাল সময় কাটাতে। খাওয়া দাওয়ার পাশাপাশি সাজগোজেও মন দেন অনেকে। আসলে এটা তো উৎসবের মরশুম। গ্রীষ্মের মতো প্রয়োজন না হলেও শীতে সুগন্ধির চাহিদা কমে না। উত্তরপ্রদেশের কনৌজে শীতের মরশুমের জন্য বিশেষ ভাবে তৈরি হয় নানা ধরনের সুগন্ধি। শীতকালে সকলেই বেড়াতে যেতে চান, তাছাড়া এই সময় একের পর এক বিয়ের নিমন্ত্রণ থাকে। তাই সুগন্ধি খুবই জরুরি একটি প্রসাধনী।
একটি গবেষণা থেকে জানা গিয়েছে, নির্দিষ্ট সুগন্ধীর উপর নির্ভর করে বিপরীত লিঙ্গের আকর্ষণ। উত্তরপ্রদেশের কনৌজে শীতের মরশুমে এমন সুগন্ধী তৈরি করা হয়, যা ঔষধি গুণে ভরপুর। সুগন্ধের অনুভূতির পাশাপাশি, এই সমস্ত আতর উষ্ণতার অনুভূতিও দেয়। সেই কারণেই এগুলি সুবাসের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের জন্যও উপকারী বলে মনে করা হয়।
একটি গবেষণা থেকে জানা গিয়েছে, নির্দিষ্ট সুগন্ধির উপর নির্ভর করে বিপরীত লিঙ্গের আকর্ষণ। উত্তরপ্রদেশের কনৌজে শীতের মরশুমে এমন সুগন্ধি তৈরি করা হয়, যা ঔষধি গুণে ভরপুর। সুগন্ধের অনুভূতির পাশাপাশি, এই সমস্ত আতর উষ্ণতার অনুভূতিও দেয়। সেই কারণেই এগুলি সুবাসের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের জন্যও উপকারী বলে মনে করা হয়।
এই সব সুগন্ধী আতর জামাকাপড়ের উপর লাগানো হলে, তা দীর্ঘ সময়ের জন্য সুগন্ধ ছড়ায়, পাশাপাশি উষ্ণতা ধরে রাখে। শীত মরশুমের জন্য তৈরি করা হয়েছে টোবাকো ওউড, শামামা অল কস্তুরী, দেনুল ওউড ও ব্ল্যাক ওউড প্রভৃতি। শীতের মরশুমে এই সব সুগন্ধী সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এর বিশেষত্বই হল সুগন্ধের পাশাপাশি এগুলো শরীরে উষ্ণতাও বজায় রাখে।
এই সব সুগন্ধি আতর জামাকাপড়ের উপর লাগানো হলে, তা দীর্ঘ সময়ের জন্য সুগন্ধ ছড়ায়, পাশাপাশি উষ্ণতা ধরে রাখে। শীত মরশুমের জন্য তৈরি করা হয়েছে টোবাকো ওউড, শামামা অল কস্তুরী, দেনুল ওউড ও ব্ল্যাক ওউড প্রভৃতি। শীতের মরশুমে এই সব সুগন্ধী সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এর বিশেষত্বই হল সুগন্ধের পাশাপাশি এগুলো শরীরে উষ্ণতাও বজায় রাখে।
ব্ল্যাক ওউডের সুগন্ধ একেবারে অনন্য। খানিকটা পোড়া পোড়া গন্ধ পাওয়া যায় এটি থেকে। তাই আতর ব্যবসায়ীরা এর নাম দিয়েছিলেন ব্ল্যাক ওউড। এটি শরীরের ভিতর থেকে উষ্ণ রাখতে সাহায্য করে বলে মনে করা হয়।টোবাকো ওউড নিজেই যথেষ্ট উষ্ণ প্রকৃতির। এতে বিভিন্ন সুগন্ধীর পাশাপাশি গরম মশলা ব্যবহার করা হয়েছে। এককালে এই সুগন্ধী এবং গরম মশলার গন্ধের খুবই জনপ্রিয়তা ছিল।
ব্ল্যাক ওউডের সুগন্ধ একেবারে অনন্য। খানিকটা পোড়া পোড়া গন্ধ পাওয়া যায় এটি থেকে। তাই আতর ব্যবসায়ীরা এর নাম দিয়েছিলেন ব্ল্যাক ওউড। এটি শরীরের ভিতর থেকে উষ্ণ রাখতে সাহায্য করে বলে মনে করা হয়।টোবাকো ওউড নিজেই যথেষ্ট উষ্ণ প্রকৃতির। এতে বিভিন্ন সুগন্ধির পাশাপাশি গরম মশলা ব্যবহার করা হয়েছে। এককালে এই সুগন্ধী এবং গরম মশলার গন্ধের খুবই জনপ্রিয়তা ছিল।
ডেনিউল ওউদ বিশেষ ধরনের সুগন্ধী। এটির সুগন্ধ খুবই হালকা এবং উষ্ণ। শীতের সময় এর কদর বাড়ে। নানা ধরনের উষ্ণ সামগ্রী দিয়ে তৈরি হয় এই সুগন্ধী। একবার কাপড়ে লাগানো হলে তারপর প্রায় ৪৮ ঘণ্টা স্থায়ী হয় সেই গন্ধ। সারা ভারতের পাশাপাশি বিশ্বেও কদর রয়েছে এই সুগন্ধী আতরের। ৩০ মিলিলিটারের সুগন্ধীর দাম ৫০০ টাকা থেকে শুরু হয়। গুণমান এবং সুগন্ধের উপর নির্ভর করে তা ৭০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে উপকরণের দাম বৃদ্ধির উপর নির্ভর করে সুগন্ধীর দামের ওঠা-পড়া।
ডেনিউল ওউদ বিশেষ ধরনের সুগন্ধি। এটির সুগন্ধ খুবই হালকা এবং উষ্ণ। শীতের সময় এর কদর বাড়ে। নানা ধরনের উষ্ণ সামগ্রী দিয়ে তৈরি হয় এই সুগন্ধি। একবার কাপড়ে লাগানো হলে তারপর প্রায় ৪৮ ঘণ্টা স্থায়ী হয় সেই গন্ধ। সারা ভারতের পাশাপাশি বিশ্বেও কদর রয়েছে এই সুগন্ধি আতরের। ৩০ মিলিলিটারের সুগন্ধির দাম ৫০০ টাকা থেকে শুরু হয়। গুণমান এবং সুগন্ধের উপর নির্ভর করে তা ৭০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে উপকরণের দাম বৃদ্ধির উপর নির্ভর করে সুগন্ধির দামের ওঠা-পড়া।