সেপ্টেম্বর মাস৷ পুজোও আসব আসব করছে৷ এরপর গুটু গুটি পায়ে গরম বিদায় নেবে৷ চির প্রতিক্ষীত শীত এসে দরজায় কড়া নাড়বে৷ কয়েকদিনের মধ্যে এসিরও ছুটি৷ কিন্তু যে প্রখর গরমের একমাত্র সঙ্গী হয়ে উঠেছে, তাকে হঠাৎ করে ছুটি দেওয়া যায় নাকি৷ তার আগে দরকার একটু খাতিরের৷ দেখে নিন এবারের মতো এসি একেবারে বন্ধ করার আগে কী কী করণীয়?

AC Care: সাবধান! শীতেই খারাপ হয়ে যেতে পারে এসি, এই কয়েকটা উপায় মানলে তবেই রক্ষা…

সেপ্টেম্বর মাস৷ পুজোও আসব আসব করছে৷ এরপর গুটু গুটি পায়ে গরম বিদায় নেবে৷ চির প্রতিক্ষীত শীত এসে দরজায় কড়া নাড়বে৷ কয়েকদিনের মধ্যে এসিরও ছুটি৷ কিন্তু যে প্রখর গরমের একমাত্র সঙ্গী হয়ে উঠেছে, তাকে হঠাৎ করে ছুটি দেওয়া যায় নাকি৷ তার আগে দরকার একটু খাতিরের৷ দেখে নিন এবারের মতো এসি একেবারে বন্ধ করার আগে কী কী করণীয়?
সেপ্টেম্বর মাস৷ পুজোও আসব আসব করছে৷ এরপর গুটু গুটি পায়ে গরম বিদায় নেবে৷ চির প্রতিক্ষীত শীত এসে দরজায় কড়া নাড়বে৷ কয়েকদিনের মধ্যে এসিরও ছুটি৷ কিন্তু যে প্রখর গরমের একমাত্র সঙ্গী হয়ে উঠেছে, তাকে হঠাৎ করে ছুটি দেওয়া যায় নাকি৷ তার আগে দরকার একটু খাতিরের৷ দেখে নিন এবারের মতো এসি একেবারে বন্ধ করার আগে কী কী করণীয়?
এসিতে তিন মাস না চালালে অনেক সময় ধুলো পড়ে৷ তাই চেষ্টা করুন কিছু দিয়ে ঢেকে রাখতে, এসি প্যাক করে রাখার আগেও তার গায়ের ধুলো ভাল করে ঝেড়ে নিন৷ এসির ফিল্টারও ভাল করে ঝেড়ে নিন৷
এসিতে তিন মাস না চালালে অনেক সময় ধুলো পড়ে৷ তাই চেষ্টা করুন কিছু দিয়ে ঢেকে রাখতে, এসি প্যাক করে রাখার আগেও তার গায়ের ধুলো ভাল করে ঝেড়ে নিন৷ এসির ফিল্টারও ভাল করে ঝেড়ে নিন৷
ইনডোর- আউটডোর ইউনিট ভাল করে ধুয়ে নিন৷ এরপর ভাল করে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিন৷ এতে ইনডোর ও আউটডোর ইউনিটের ফ্যানে ধুলো জমবে না৷
ইনডোর- আউটডোর ইউনিট ভাল করে ধুয়ে নিন৷ এরপর ভাল করে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিন৷ এতে ইনডোর ও আউটডোর ইউনিটের ফ্যানে ধুলো জমবে না৷
গ্যাসের পাইপ লিক থাকলে, সেই থেকেও নানা দুর্ঘটনা ঘটে৷ তাই ভাল করে দেখে নিন ইনডোর আউটডোর পাইপের লিকেজ আছে কি না৷ বন্ধ করার আগে দেখে নিন, ঠিকঠাক ঠান্ডা হচ্ছে কি না৷ অনেক সময় এসির কুলিং লেভেল কমে যায়৷ তখন গ্যাস ভরিয়ে নিন৷
গ্যাসের পাইপ লিক থাকলে, সেই থেকেও নানা দুর্ঘটনা ঘটে৷ তাই ভাল করে দেখে নিন ইনডোর আউটডোর পাইপের লিকেজ আছে কি না৷ বন্ধ করার আগে দেখে নিন, ঠিকঠাক ঠান্ডা হচ্ছে কি না৷ অনেক সময় এসির কুলিং লেভেল কমে যায়৷ তখন গ্যাস ভরিয়ে নিন৷
গ্যাসের পাইপ দিয়ে জল পড়ছে কি না, তা খেয়াল করে দেখুন৷ অনেক সময় পাইপে ইঁদুর প্রবেশ করে কেটে দেয়৷ তাই দেখে নিন, আপনার বাড়ির এসির সঙ্গেও এমনটা হল কি না৷
গ্যাসের পাইপ দিয়ে জল পড়ছে কি না, তা খেয়াল করে দেখুন৷ অনেক সময় পাইপে ইঁদুর প্রবেশ করে কেটে দেয়৷ তাই দেখে নিন, আপনার বাড়ির এসির সঙ্গেও এমনটা হল কি না৷