আজকাল শিশুদের মধ্যেও এমন রোগ দেখা দিচ্ছে যে বাবা-মায়েরা চিন্তিত হয়ে পড়েছেন। অনেক সদ্যজাত শিশুরা এখন টিবিতে আক্রান্ত হচ্ছে। গর্ভে বেড়ে ওঠা অনেক শিশুই বর্তমানে নানা মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে। তবে, প্রযুক্তি এবং চিকিৎসকদের প্রচেষ্টায় এই রোগগুলিকে সনাক্ত করা এবং দ্রুত চিকিৎসা করে এই রোগ সারানো সম্ভব।
এই বিষয়ে জনমানসে সতর্কতা বাড়াতে বিভিন্ন চিকিৎসকেরা এই বিষয়ের ওপর নানা সেমিনারের আয়োজন করে চলেছেন। সম্প্রতি আগ্রার আই স্পেশালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এমনই একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। এতে ছানি চিকিৎসার অত্যাধুনিক পদ্ধতি নিয়ে গভীর ভাবে আলোচনা করা হয়। দেশের সুপরিচিত চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. পুরেন্দ্র ভাসিন ছানি রোগের অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি ও নতুন প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন।
তিনি জানিয়েছেন যে, বর্তমানে গর্ভাবস্থায় কিছু শিশুদের মধ্যে ছানির লক্ষণ দেখা যাচ্ছে, যা সময় মতো চিকিৎসা করে সারানো সম্ভব। ডা. ভাসিন বলেন, অভিভাবকরা যদি জন্মের পর পরই শিশুর মধ্যে ছানির লক্ষণগুলি সনাক্ত করতে পারেন এবং কোনও বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করেন, তাহলে প্রাথমিক পর্যায়েই শিশুদের ছানি রোগের চিকিৎসা করা যেতে পারে। তবে এই বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে, যার ফলে অনেক শিশুদের ক্ষেত্রে বড় হওয়ার পরে এই সমস্যার কথা জানা যায়। তাই সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়ার কথা জানিয়েছেন ডা. পুরেন্দ্র ভাসিন।
সেমিনারে এই রোগের অত্যাআধুনিক চিকিৎসা পদ্ধতি, ব্লিডিং-ফ্রি ল্যাসিক টেকনিক নিয়েও আলোচনা করা হয়। ডা. ভাসিন জানান যে, এই প্রযুক্তির সাহায্যে এখন চশমা ছাড়াই শিশুরা দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে। এই পদ্ধতিটি ছানি চিকিৎসায় কার্যকরও প্রমাণিত হয়েছে।
এসএন মেডিক্যাল কলেজের চক্ষুরোগ বিভাগের প্রধান ডা. শেফালি মজুমদার জানিয়েছেন, “অনেক ধরনের ছানি রয়েছে এবং আজকাল বাচ্চাদের মধ্যেও ছোটবেলা থেকেই ছানির সমস্যা দেখা যাচ্ছে। তাই চিকিৎসার পাশাপাশি সচেতনতাও বাড়াতে হবে। এই উদ্দেশ্যে, আমরা এই সেমিনারে বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছি যাতে আমাদের জুনিয়র ডাক্তাররাও নতুন প্রযুক্তি সম্পর্কে সচেতন হতে পারেন।”
সেমিনারে আগ্রার ১০০ জনেরও বেশি ডাক্তার অংশ নিয়েছিলেন যাঁরা ছানির অত্যাধুনিক এবং উন্নত চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেন। এই ইভেন্টের মাধ্যমে চিকিৎসকরাও নানা নতুন প্রযুক্তি এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন।