Crime News

Howrah: খাবার দেওয়া নিয়ে বচসা, রাগে দিদির গায়ে অ্যাসিড ঢেলে দিল বোন

হাওড়া: গত বৃহস্পতিবার, ২২ অগাস্ট ভোরে বেলুড় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছি। অভিযোগের সারমর্ম ছিল, আব্দুল জব্বার নামে স্থানীয় এক ব্যক্তির পরিবারের সদস্যরা যখন ঘুমাচ্ছিলেন, তখন কিছু অজ্ঞাত দুষ্কৃতী ঘরের ভেন্টিলেটর দিয়ে তাদের উপর অ্যাসিড নিক্ষেপ করে। ঘটনায় নাসরীন খাতুন ও তাজমুন খাতুন নামে দুই মহিলা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাজমুনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং নাসরিন এখনও হাসাপাতলে চিকিৎসাধীন।

থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু পুলিশ। একে-একে জেরা করা হয় পরিবারের সকল সদস্যদের আর তখন-ই গোটা ঘটনার মোড় ঘুরে যায়। জিজ্ঞাসাবাদে আহতের ছোট বোন আফরিন খাতুন (২১) স্বীকার করে নেন, সবাই যখন ঘুমাচ্ছিল তখন সে আহতের গায়ে অ্যাসিড ঢেলে দিয়। জানা যায়, দীর্ঘদিন ধরে বোনের সঙ্গে তার শত্রুতা ছিল। ঘটনার আগের দিন দিদি-বোনের মধ্যে ঝগড়া বাঁধে আর তখন-ই মনে মনে দিদিকে ‘সায়েস্তা’ করার ছক কষে নেন আফরিন।

অভিযুক্তর বাড়ির পাশেই রয়েছে একটি অ্যালুমিনিয়াম কারখানা। আফরিন জানত, বাসনপত্র তৈরিতে অ্যাসিড ব্যবহার করা হয়। সেই কারখানা থেকেই কোনওভাবে অ্যাসিড সংগ্রহ করে অভিযুক্ত। অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের জন্য আনা হয়েছে বিশেষ ফরেনসিক দল।