প্রতীকী ছবি৷

Husband wife fight: স্বামীর পছন্দ চা, স্ত্রী ভালবাসেন দুধ! সংসারে তুমুল অশান্তি, সব শুনে কী করল পুলিশ?

আগ্রা: স্বামী শহরের বাসিন্দা৷ দিনে বেশ কয়েক বার চা খেতে পছন্দ করেন তিনি৷ কিন্তু নব বিবাহিতা স্ত্রী গ্রাম্য পরিবেশে বড় হয়েছেন৷ তিনি আবার দুধ খেতে ভালবাসেন৷ এমনিতে চায়ের সঙ্গে দুধের ঘন গভীর সম্পর্ক৷ কিন্তু এক্ষেত্রে অবশ্য চা এবং দুধ খাওয়া নিয়েই স্বামী-স্ত্রীর অশান্তি থানা পর্যন্ত গড়ায়৷

এমন আজব সমস্যার সামনে পড়ে কার্যত হতভম্ব হয়ে যান পুলিশ কর্মীরাও৷ শেষ পর্যন্ত ওই দম্পতিকে ফ্যামিলি কাউন্সেলিং সেন্টারে পাঠান হয় থানা থেকে৷

এমনই কাণ্ড ঘটেছে উত্তর প্রদেশের আগ্রায়৷ পুলিশ সূত্রে খবর, গত এপ্রিল মাসেই বিয়ে হয় ওই দম্পতির৷ কিন্তু ছ মাস কাটতে না কাটতেই চা এবং দুধ খাওয়াকে কেন্দ্র করে দু জনের মধ্যে তুমুল অশান্তি শুরু হয়৷

স্ত্রীর অভিযোগ, বার বার স্বামীকে চা করে দেন তিনি৷ কিন্তু দুধ খেলে খরচ বেশি হবে, এই অজুহাত দেখিয়ে স্বামী তাঁকেও চা খাওয়ার অভ্যাস তৈরির করার জন্য চাপ দিতে থাকেন৷ এই নিয়েই দু জনের মধ্যে বচসা শুরু হয়৷
এর পরই ওই নবদম্পতি থানার দ্বারস্থ হন৷ পুলিশ দু জনকে ফ্যামিলি কাউন্সেলিং সেন্টারে পাঠায়৷ সেখানেই দু জনের মধ্যে মিটমাট করে দেওয়া হয় বলে জানা গিয়েছে৷

আরও পড়ুন: ৫৮ দিনের মাথায় আরজি কর কাণ্ডে প্রথম চার্জশিট! ধর্ষক-খুনি হিসেবে সঞ্জয়ের নাম, থাকবে চাঞ্চল্যকর তথ্য?

যাঁর উপরে ওই দম্পতিকে বোঝানোর ভার পড়েছিল, সেই কাউন্সেলর সতীশ খিরওয়ার জানিয়েছেন, স্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন স্বামী৷ স্ত্রী তাঁর বাবা-মাকে সম্মান করেন না বলেও অভিযোগ করেন তিনি৷ ওই গৃহবধূ আবার পাল্টা বলেন, তাঁর পরিবার বরাবর গরু, মহিষ পালন করে এসেছে৷ ছোট থেকে তিনি সেই পরিবেশেই বড় হয়েছেন৷ তাঁর পরিবারে কেউ কোনও দিন চা খান না৷ কিন্তু বিয়ের পর তাঁর স্বামীকে তাঁকে চা খেতে জোর করতে থাকেন৷

শেষ পর্যন্ত কাউন্সেলিং সেন্টার থেকে ওই ব্যক্তিকে বলা হয়, স্ত্রীকে চা খাওয়ার জন্য ভবিষ্যতে জোর না করতে৷ শেষ পর্যন্ত ওই দম্পতি শান্তিতে সংসার করার প্রতিশ্রুতি দিয়েছেন৷