আসন্ন টি-২০ বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচ হিসেবে শেষ হবে রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি। গতবছর একদিনের বিশ্বকাপের পরই চুক্তি শেষ হয়ে গিয়েছিল। তারপর টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তা বাড়ানো হয়।

Rahul Dravid: ‘এখনও চুক্তি সই করিনি’, টিম ইন্ডিয়ার কোচ হওয়া নিয়ে বড় মন্তব্য রাহুল দ্রাবিড়ের

মুম্বই: বিশ্বকাপ ফাইনাল হারের পর ভারতীয় দলের পরবর্তী কোচ কে হবে তা নিয়ে বিগত কয়েক দিনে কম জলঘোলা হয়নি। কারণ বিশ্বকাপই কোচ হিসেবে মেয়াদ শেষ হয়ে যায় রাহুলের। তবে অবশেষে রাহুল দ্রাবিড়কেই আরও একবার রাজি করাতে পেরেছে বিসিসিআই। আরও ২ বছরের জন্য টিম ইন্ডিয়াক কোচ থাকতে চলেছেন দ্রাবিড়।

কিন্তু ফের একবার টিম ইন্ডিয়ার কোচের হট সিটে বসার আগে বড় মন্তব্য় করলেন রাহুল দ্রাবিড়। স্পষ্ট জানিয়ে দিলেন বিসিসিআইয়ের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি নিয়ে কথা হলেও এখনও চুক্তি সই হয়নি। বিশ্বকাপ ও চুক্তি পর্যালোচনা বৈঠকের পর রাহুল দ্রাবিড় বেরোনোর সময় বলেন,”আমি এখনও বিসিসিআইয়ের সাথে চুক্তি করিনি তবে মেয়াদ বৃদ্ধি নিয়ে আলোচনা করেছি। কাগজপত্র পেলে আমি সই করব।”

প্রসঙ্গত, প্রাথমিকভাবে বিশ্বকাপের পর কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষের পর আর কোচ হওয়ার কোনও ইচ্ছে ছিল না। পরবর্তী কোচ হিসেবে ভিভিএস লক্ষ্মণের নাম একপ্রকার পাকাই ছিল। কিন্তু বোর্ড রাহুল দ্রাবিড়কে রাজি করা শেষ চেষ্টা করে। কারণ, পরের বছর জুনে রয়েছে টি-২০ বিশ্বকাপ। এত কম সময়ের মধ্যে নতুন কোচের পক্ষে দলের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন। সেখানে রাহুল হাতের তালুর মত চেনে এই দলটাকে।

আরও পড়ুনঃ Rohit Sharma: ওডিআই-তে খেলবেন না রোহিত! পরিবর্তে কে হতে পারেন ভারত অধিনায়ক? দৌড়ে ৩ জন

এছাড়া রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে বিগত ২ বছরে ভারতীয় দল ভাল ক্রিকেট খেলেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ওডিআই বিশ্বকাপের ফাইনাল খেলেছ ভারত দ্রাবিড়ের কোচিংয়ে। ফলে আরও একবার মিস্টার ডিপেন্ডবলের উপরই আস্থা রাখল ভারতীয় বোর্ড।