হরিয়ানার রাস্তায় দুটো গাধা নিয়ে ঘুরছেন প্রাক্তন IAS অফিসার !

IAS Story: হরিয়ানার রাস্তায় দুটো গাধা নিয়ে ঘুরছেন প্রাক্তন IAS অফিসার ! কারণ জানলে চমকে উঠবেন

চণ্ডীগড়: দুটো গাধা সঙ্গে নিয়ে ঘুরছেন প্রাক্তন আইএএস অফিসার। যেখানেই যান না কেন, গাধা দুটোকে সঙ্গে নিয়ে যান। যেন হরিহর আত্মা। সম্প্রতি ভাইরাল হয়েছে প্রাক্তন আইএএস অফিসারের দুটো গাধা নিয়ে ঘোরার ছবি। তারপর থেকেই ব্যাপক চর্চা চলছে তাঁকে নিয়ে।

ইউপিএসসি-কে দেশের সবচেয়ে কঠিন পরীক্ষা বলে ধরা হয়। আইএএস হতে চাইলে এই পরীক্ষায় পাশ করতেই হবে। প্রবীণ কুমারও ইউপিএসসি পাশ করে আইএএস অফিসার হয়েছিলেন। বর্তমানে অবসর জীবন কাটাচ্ছেন তিনি। কিন্তু অবসর নেওয়ার পর থেকে এই দুটো গাধাই তাঁর সঙ্গী।

আরও পড়ুন– যেন বাবার কার্বন কপি ! ভাইরাল রাহুল দ্রাবিড়ের ছেলে সমিতের ব্যাটিংয়ের ভিডিও

আইএএস অফিসাররা নিজেদের কাজের জন্যই লাইমলাইটে আসেন। কেউ খুব কড়া ধাতের হন, এতটুকু এদিক ওদিক সহ্য করেন না। কারও আবার দয়ার শরীর, রোজগারের পুরো টাকাই দান করে দেন গরীব-দুঃখীদের মধ্যে। চাকরি জীবনে প্রবীন কুমারকেও নিয়েও কম আলোচনা হয়নি।

প্রবীন কুমার ছিলেন ২০০১ সালের হরিয়ানা ক্যাডারের আইএএস অফিসার। ফরিদাবাদের ডিসি-ও হয়েছিলেন। তাঁর জীবন ছিল শৃঙ্খলায় মোড়া। কড়া মেজাজের জন্যও পরিচিত ছিলেন সহকর্মীদের মধ্যে। এখন অবসরের পর তিনিই ফরিদাবাদে দুটো গাধা নিয়ে ঘুরে বেড়ান।

আরও পড়ুন– ‘উনি শুধু একটা নবান্ন অভিযানের ‘কল’ দিন, বুঝে নেব…’ নির্যাতিতার বাবার কাছে আবেদন শুভেন্দু অধিকারীর

প্রবীণ কুমারের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, গোলাপি রঙের ফুলহাতা জামা পরে দাঁড়িয়ে আছেন প্রবীণ কুমার। একহাত কোমরে। অন্যহাতে ধরে আছেন দুটো দড়ি। সেই দড়ির একপ্রান্ত গাধার গলায় বাঁধা। অন্য প্রান্ত তাঁর হাতে।

ফরিদাবাদের বাদখাল বিধানসভায় গেলেই দেখা মিলবে গাধা নিয়ে ঘুরে বেড়ানো প্রবীণ কুমারের। সঙ্গে গাধা কেন? এর উত্তরও দিয়েছেন প্রবীণ নিজেই। তাঁর বক্তব্য হল, ইদানীং মনে নেতিবাচক চিন্তা বাড়ছে। মানুষ আর নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এই গাধা দুটো হল নেতিবাচক চিন্তার প্রতীক। তিনি যেমন গাধা দুটোকে বেঁধে রেখেছেন, সেভাবেই নেতিবাচক চিন্তা নিয়ন্ত্রণে রাখতে হবে। সোজা কথায়, গাধার মাধ্যমে আমজনতাকে মানসিকতা সংশোধনের বার্তা দিচ্ছেন তিনি।

চাকরি জীবনে অনন্য স্টাইলের জন্য পরিচিত ছিলেন প্রবীণ কুমার। অবসরের গাধা নিয়ে ঘুরে ফের শিরোনামে তিনি। তবে মানুষকে সচেতন করাই মূল উদ্দেশ্য, খোলাখুলিই এ কথা বলছেন তিনি। এখন প্রবীণ কুমারের দৌলতে মানুষ নেতিবাচক চিন্তার উপর কতটা নিয়ন্ত্রণ আনতে পারে, সেটাই দেখার।