টি২০ বিশ্বকাপে পুরস্কার মূল্য় ঘোষণা আইসিসির, জেনে নিন জয়ী-পরাজিত কোন দল পাবে কত টাকা

#কলকাতাঃ ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে চলেছে টি২০ বিশ্বকাপ ২০২২। প্রথম রাউন্ডের পর সুপার ১২ পর্বের খেলা শুরু হবে ২২ অক্টোবর থেকে। ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্য়াটের বিশ্বযুদ্ধের জন্য় অজিভূমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর প্রতিযোগিতা শুরুর মাস দেড়েক আগেই আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য় পুরস্কার মূল্য় ঘোষণা করল আইসিসি। ২০২১ সালের তুলনায় এবছর টি২০ বিশ্বকাপে ফাইনালে জয়ী ও রানার্সআপ দলের পুরস্কার মূল্য় কিছুটা বাড়ানো হয়েছে। ২০২১ বিশ্বকাপের মতই এবারও প্রতিটি ম্যাচ জেতার জন্য বোনাস অর্থ দেওয়া হবে বিজয়ী দলকে।

২০২১ সালে টি২০ বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন দলকে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হয়েছিল। ভারতীয টাকায় যা প্রায় ৬ কোটি টাকা। রানার্স দলকে দেওয়া হয়েছিল ৮ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৬ কোটি টাকা। এবার ২০২২ টি২০ বিশ্বকাপে আইসিসির তরফ থেকে যে মোট পুরস্কার মূল্য় ঘোষনা করা হয়েছে তা মোট ৫৬ লক্ষ ডলার। ভারতীয় টাকায় যার পরিমাণ প্রায় ৪৫.৬৬ কোটি টাকা।

এ বার টি২০ বিশ্বকাপের চ্য়াম্পিয়ন দলের জন্য় পুরস্কার মূল্য় বাড়িয়ে করা হয়েছে ১৬ লক্ষের বেশি মার্কিন ডলার। ভারতীয় টাকায় যার পরিমাণ প্রায় ১৩ কোটি ৪ লক্ষ ৯০ হাজার টাকা। আর এ বার রানার্স দল পাচ্ছে প্রায ৬.৫ কোটি টাকা। যে ২ দল সেমি ফাইনাল থেকে বিদায় নেবে তারা ৪ লক্ষ ডলার অর্থা আনুমানিক ৩.২৬কোটি টাকা পাবে। সুপার ১২-এ প্রতি ম্য়াচে জয়ী দলরা পাবে প্রায় ৩৩.৬২ লক্ষ টাকা। সুপার ১২ থেকে যে দল বিদায় নেবে তারা পাবে প্রায় ৫৭.০৯ লক্ষ টাকা। প্রথম রাউন্ডে প্রতিটি ম্যাচে জয়ী দল পাবে প্রায় ৩৩.৬২ লক্ষ টাকা। প্রথম রাউন্ড থেকে বাদ পড়া প্রতিটি দল পাবে প্রায় ৩৩.৬২লক্ষ টাকা।