ICC T20 World Cup 2024: বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে গত বিশ্বকাপের বদলার ম্যাচ, সেমিফাইনালে কেমন থাকবে আবহাওয়া?

গায়ানা: শেষ ১০ বছরে দু’টি টেস্ট চাম্পিয়ানশিপের ফাইনালে উঠলেও ট্রফি জিততে পারেনি ভারত। আর শেষ ৪টি টি২০ বিশ্বকাপের ২টি সেমিফাইনাল এবং ১টি ফাইনাল খেলেছে ভারত, কিন্তু ট্রফি হাতে নিতে পারেননি কোহলি-রোহিতরা। গত টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেই বিদায় নিয়েছিল ভারত। এ বার তাই ভারতের সামনে গত টি২০ বিশ্বকাপের বদলার সুযোগ।

টি-২০ বিশ্বকাপ ২০২৪ ফাইনাল T20 World Cup 2024 Final

আরও পড়ুন: ভারতই চালায় বিশ্ব ক্রিকেট, আইপিএলের সময় আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ করা উচিত, মত গেলের

গায়ানায় ২৭ জুন বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানা গিয়েছে। সকাল থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে গায়ানায়। শুধু তাই নয়, ১০ থেকে ১৫ মাইল প্রতি ঘণ্টায় হাওয়া বইতে পারে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল বৃহস্পতিবারের সেমিফাইনালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৭০ শতাংশ। বৃষ্টিতে সময় নষ্ট হলে ওভার কমবে। তবে দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনও রিজার্ভ ডে নেই।

রিজার্ভ ডে না থাকায় ম্যাচ যদি ভেস্তে যায়, তা হলে অ্যাডভানটেজ ভারত। সুপার এইটের ম্যাচে শীর্ষে থেকে সেমিফাইনালে ওঠার জন্য কোনও কারণে যদি ম্যাচ ভেস্তে যায়, তা হলে ফাইনালে উঠবে ভারতই। তবে সেমিফাইনালের লড়াই খুব একটা সহজ হবে না। বিশেষ করে বৃষ্টির জন্য ওভার কমে ডিএলএস মেথডে ম্যাচের নিস্পত্তি হলে যে কোনও দল অ্যাডভানটেজ পেতে পারে ফাইনালে যাওয়ার জন্য।