India vs Pakistan: টস ভাগ্য সাথ দিল না রোহিতের, বৃষ্টি ভেজা উইকেটে পাকিস্তানের পেস অ্য়াটাক সামলানোর চ্যালেঞ্জ ভারতের

নিউ ইয়র্ক:  অবশেষে সব প্রতীক্ষীর অবসান। টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত সবথেকে উত্তেজন ভারত-পাকিস্তান ম্যাচের ঢাকে কাঠি পড়ল। আরও একবার আইসিসির প্রতিযোগিতায় মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশ। বৃষ্টির কারণে টস করতে দেরি হয়। প্রায় আধা ঘণ্টা দেরিতে হয় টস। বৃষ্টির কারণে পিচে বোলাররা বাড়তি সুবিধা পাবে তা বালর অপেক্ষা রাখে না।

কিন্তু মেগা ম্যাচে টস ভাগ্য সাথ দিল না রোহিত শর্মার। নিউ ইয়র্কের পেল বোলিং সহায়ক কন্ডিশনে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে কোনও ভুল করননি পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এমনিতেই আমেরিকার পিচ নিয়ে রয়েছে বিতর্ক। তারউপর সকালে হয়েছে বৃষ্টি। ফলে পরিস্থিত পেস বোলিংয়ের জন্য আদর্শ। এমন উইকেটে শুরুতে পাকিস্তানের শক্তিশালী পেস অ্যাটাকের মোকাবিলা করা চ্যালেঞ্জের হতে চলেছে টিম ইন্ডিয়ার সামনে।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম ম্যাচের একাদশই খেলছে। কোনও পরিবর্তন হয়নি। এক ঝলকে দেখে নিন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।

অপরদিকে, ইউএসএ-র বিরুদ্ধে প্রথম ম্যাচ হারের পর ভারতেপ বিরুদ্ধে দলে একটি মাত্র পরিবর্তন করেছে পাকিস্তান। এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধে পাকিস্তানের একাদশ: মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার),বাবর আজম (অধিনায়ক),ফকহর জামান, উসমান খান, ইফতিকর আহমেদ, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হ্যারিশ রউফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, মহম্মদ আমির।