বিজেপির রাজ্য সভাপতি পদে কে?

BJP: সুকান্তই থাকবেন রাজ্য সভাপতি…? নাকি আসবেন শুভেন্দু অথবা দিলীপ? বঙ্গ বিজেপিতে জোর জল্পনা

কলকাতা: ২০২১ সালের ২০ সেপ্টেম্বর দিলীপ ঘোষের পরিবর্তে বাংলার রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। ২০২৪ লোকসভা ভোটে প্রত্যাশিত ফল না মেলায় এবার রাজ্য সভাপতি বদলের পথেই কি হাঁটতে চলেছে বিজেপি? ইঙ্গিত উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রবিবারই সুকান্ত মজুমদার জানান, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হতে চলেছেন তিনি। যার ফলে রাজ্য বিজেপি সভাপতি পদে রদবদল কি কার্যত অবশ্যম্ভাবী হয়ে উঠেছে ? কী বলছে বঙ্গ বিজেপি নেতৃত্ব।

গেরুয়া শিবির সূত্রের খবর, অনেক নাম নিয়ে চর্চা চলছে কিন্তু শেষ পর্যন্ত কি রাজ্য সভাপতি বদল হবে? নাকি সুকান্ত মজুমদারকেই রেখে দেওয়া হবে রাজ্য সভাপতি পদে? তা এখনও দলীয় স্তরে চূড়ান্ত হয়নি। বিজেপি সূত্রের খবর, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের পাশাপাশি সাংসদ জগন্নাথ সরকারের নামও আলোচনায় আছে এই পদের সম্ভাব্য যোগ্য উত্তরসূরি হিসেবে।

যদিও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বিজেপির সংবিধান অনুসারে, কোনও ব্যক্তি একসঙ্গে ২টি পদে থাকতে পারেন না। ফলে সুকান্তবাবু মন্ত্রী হলে তাঁকে রাজ্য সভাপতি পদে ইস্তফা দিতেই হবে। ফলে রাজ্য বিজেপির সভাপতি রদবদল এখন সময়ের অপেক্ষা।

এখনও পর্যন্ত বিজেপি সূত্রে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের শপথের পরেই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এই নিয়ে বৈঠকে বসবেন। পাশাপাশি বিজেপির পরিষদীয় দলে ও সাংগঠনিক ক্ষেত্রে আরও বেশ কিছু পরিবর্তনেরও সম্ভাবনা রয়েছে। বিজেপি সূত্রে ও জানা যাচ্ছে বাংলায় লোকসভা ভোটে বিপর্যয়ের জেরেই সম্ভবত বড় সাংগঠনিক বদল হতে চলেছে গেরুয়া শিবিরে।