: T20 World Cup -ভারত সুপার ৮ এ পৌঁছে গেছে৷ কিন্তু এ সবের মধ্যে হঠাৎ করে একটা খারাপ খবর বাজারে ঘোরাফেরা করছে৷  টিম ইন্ডিয়ার  ম্যাচ বাকি থাকার আগেই এই নিশ্চিত জায়গা অর্জন হয়ে গেছে৷ শনিবার ভারত নিজেক গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে৷ সামনে প্রতিপক্ষ কানাডা৷ এরই  মধ্যে  ভারতীয় ড্রেসিংরুম থেকে খানিক খারাপ খবর গুজবে ভাসছে৷ 

ICC T20 World Cup 2024: ইশান কিষাণের মতোই এবার ‘উচ্ছন্নে’ যাচ্ছেন শুভমানও, দেশে পাঠিয়ে দেওয়ার কারণ ফাঁস, রোহিত শর্মাকে আনফলো করে দিলেন শুভমান

: T20 World Cup -ভারত সুপার ৮ এ পৌঁছে গেছে৷ কিন্তু এ সবের মধ্যে হঠাৎ করে একটা খারাপ খবর বাজারে ঘোরাফেরা করছে৷  টিম ইন্ডিয়ার  ম্যাচ বাকি থাকার আগেই এই নিশ্চিত জায়গা অর্জন হয়ে গেছে৷ শনিবার ভারত নিজেক গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে৷ সামনে প্রতিপক্ষ কানাডা৷ এরই  মধ্যে  ভারতীয় ড্রেসিংরুম থেকে খানিক খারাপ খবর গুজবে ভাসছে৷ 
: T20 World Cup -ভারত সুপার ৮ এ পৌঁছে গেছে৷ কিন্তু এ সবের মধ্যে হঠাৎ করে একটা খারাপ খবর বাজারে ঘোরাফেরা করছে৷  টিম ইন্ডিয়ার  ম্যাচ বাকি থাকার আগেই এই নিশ্চিত জায়গা অর্জন হয়ে গেছে৷ শনিবার ভারত নিজেক গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে৷ সামনে প্রতিপক্ষ কানাডা৷ এরই  মধ্যে  ভারতীয় ড্রেসিংরুম থেকে খানিক খারাপ খবর গুজবে ভাসছে৷
টিম কালচার এবং সবকিছুই ভাল বলে মনে হলেও, গুঞ্জন থেকে মনে হচ্ছে  শুভমান গিল রোহিত শর্মাকে আনফলো করেছেন। এরকম স্ক্রিন শট এই মুহূর্তে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল৷
টিম কালচার এবং সবকিছুই ভাল বলে মনে হলেও, গুঞ্জন থেকে মনে হচ্ছে  শুভমান গিল রোহিত শর্মাকে আনফলো করেছেন। এরকম স্ক্রিন শট এই মুহূর্তে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল৷
 গিলের ইনস্টাগ্রাম হ্যান্ডেল চেক করে দেখা যাচ্ছে  তিনি যাঁদের ফলো করছেন তাঁদের মধ্যে সার্চ করলে রোহিত শর্মাকে খুঁজে পাওয়া যায়নি৷  সোশ্যাল স্পেসেও কিছু প্রতিক্রিয়া আছে যা তাই বলে।
গিলের ইনস্টাগ্রাম হ্যান্ডেল চেক করে দেখা যাচ্ছে  তিনি যাঁদের ফলো করছেন তাঁদের মধ্যে সার্চ করলে রোহিত শর্মাকে খুঁজে পাওয়া যায়নি৷  সোশ্যাল স্পেসেও কিছু প্রতিক্রিয়া আছে যা তাই বলে।
এদিকে একটি সূত্রে এই খবরও জোর কদমে ছড়াচ্ছে ভারত প্রাথমিক পর্বের শেষে যে দুজন ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে তার মধ্যে রয়েছেন শুভমান গিল এবং আভেশ খান- কিন্তু এর মধ্যে শুভমানকে ছেড়ে দেওয়ার কারণ নিয়ম নীতি উল্লঙ্ঘন সংক্রান্ত কারণ৷
এদিকে একটি সূত্রে এই খবরও জোর কদমে ছড়াচ্ছে ভারত প্রাথমিক পর্বের শেষে যে দুজন ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে তার মধ্যে রয়েছেন শুভমান গিল এবং আভেশ খান- কিন্তু এর মধ্যে শুভমানকে ছেড়ে দেওয়ার কারণ নিয়ম নীতি উল্লঙ্ঘন সংক্রান্ত কারণ৷
ফিসফাস যেরমক ইশান কিষাণের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে বোর্ড তাঁকে বার্ষিক চুক্তিতেই রাখেনি তেমনিই মার্কিন যুক্তরাষ্ট্রে শুভমান গিলের আচরণে অসন্তুষ্ট বোর্ড তাঁকে ফিরিয়ে নিচ্ছে৷
ফিসফাস যেরমক ইশান কিষাণের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে বোর্ড তাঁকে বার্ষিক চুক্তিতেই রাখেনি তেমনিই মার্কিন যুক্তরাষ্ট্রে শুভমান গিলের আচরণে অসন্তুষ্ট বোর্ড তাঁকে ফিরিয়ে নিচ্ছে৷
তবে এরপর বোর্ড অবশ্য জোর দিয়ে বলছে শুভমানকে দেশে ফিরিয়ে আনার পিছনে এরকম কোনও কারণ নেই৷ বোর্ড সূত্রে খবর এই যে যদি দলে কোনও চোট আঘাত হয় তাহলে ব্যাটসম্যান হিসেবে রিঙ্কু সিং ব্যাকআপ থাকছেন৷ কারণ হিসেবে বলা হয়েছে ওপেনিং স্লটে বিরাট কোহলি এবং রোহিত শর্মা রয়েছেন৷ তাঁদের মধ্যে যে কেউ চোট পেলে রিপ্লেসমেন্ট হবেন যশস্বী জয়সওয়াল৷ তাই শুভমান গিলকে কাজে লাগবে না৷
তবে এরপর বোর্ড অবশ্য জোর দিয়ে বলছে শুভমানকে দেশে ফিরিয়ে আনার পিছনে এরকম কোনও কারণ নেই৷ বোর্ড সূত্রে খবর এই যে যদি দলে কোনও চোট আঘাত হয় তাহলে ব্যাটসম্যান হিসেবে রিঙ্কু সিং ব্যাকআপ থাকছেন৷ কারণ হিসেবে বলা হয়েছে ওপেনিং স্লটে বিরাট কোহলি এবং রোহিত শর্মা রয়েছেন৷ তাঁদের মধ্যে যে কেউ চোট পেলে রিপ্লেসমেন্ট হবেন যশস্বী জয়সওয়াল৷ তাই শুভমান গিলকে কাজে লাগবে না৷