Tag Archives: Shubman Gill

শুভমান গিলের জীবন, কেরিয়ার, রেকর্ড এক ঝলকে

পুরো নাম: শুভমান গিল

জন্ম: ৮ সেপ্টেম্বর ১৯৯৯

উচ্চতা: ৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মিটার)

জাতীয়তা: ভারতীয়

ক্রীড়াবিদ: ডানহাতি ব্যাটার, ডানহাতি অফ ব্রেকিং বোলার

পরিবার

পিতা: লখবিন্দর সিং গিল

মাতা: কার্ট গিল

শুভমান গিলের জন্ম পঞ্জাবের ফজিলকা জেলার জালালাবাদের কাছে চক খেরেওয়ালা নামের একটি গ্রামে। তরুণ এই ক্রিকেটারের পরিবারের পৈতৃক কৃষিজমি রয়েছে পঞ্জাবে। ছোটবেলা থেকেই ক্রিকেটে আগ্রহী ছিলেন তিনি। শুভমানের এমন আগ্রহ দেখে তাঁর বাবা নিজেদের খামারেই একটি ক্রিকেটের ময়দান এবং তাতে টার্ফ পিচ তৈরি করান। সেখানেই ব্যাটিং অনুশীলন নিতেন শুভমান। এর পর শুভমানের পরিবার চলে যায় মোহালিতে, যাতে তিনি ভালো জায়গা থেকে ক্রিকেট প্রশিক্ষণ পেতে পারেন।

কেরিয়ারের সূচনা:

২০১৭ সালে বিদর্ভের বিরুদ্ধে  এ-লিস্টে অভিষেক হয় শুভমান গিলের। পঞ্জাব রঞ্জি দলের সদস্য হিসেবেই অভিষেক হয়েছিল তাঁর। বাংলার বিপক্ষে খেলে প্রথম ম্যাচে অর্ধ-শতরান এবং দ্বিতীয় ম্যাচে ১২৯ রান করেন তিনি। ২০১৮-১৯ দেওধর ট্রফির ভারত সি-এর স্কোয়াডে নাম দেওয়া হয়েছিল তাঁর। রবিন ম্যাচের ফাইনাল রাউন্ডে ভারত-এ দলের বিরুদ্ধে একটি অপরাজিত সেঞ্চুরি করে ভারত সি দলকে ফাইনালে পাঠাতে সাহায্য করেছিলেন তিনি। ২০১৮ সালের রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে পঞ্জাবের হয়ে খেলে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ২৬৮ রান করে প্রথম ডাবল সেঞ্চুরি করেন শুভমান গিল।

আন্তর্জাতিক মঞ্চে উত্থান:

১৭ বছর বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ ভারতীয় ক্রিকেট দলে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল তাঁর। এই ম্যাচে ব্যাক-টু-ব্যাক দুটি সেঞ্চুরি করেছিলেন তিনি।  ঘরোয়া এবং আন্তর্জাতিক ভাবে অসাধারণ পারফরমেন্সের পর ২০১৮ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য ২০১৭ ভারত অনুর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয় তাঁকে। বিশ্বকাপ এবং ঘরোয়া টুর্নামেন্টে  শুভমানের চিত্তাকর্ষক পারফরমেন্স নজর কেড়েছিল ক্রিকেট সম্প্রদায়ের।

২০১৯ সালের নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের স্কোয়াডে যোগ করা হয়েছিল তাঁকে। হ্যামিল্টনের সেডন পার্কে হওয়া সিরিজের চতুর্থ ওডিআই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান-ডে ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ক্যারিবিয়ানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াডে নাম দেওয়া হয়েছিল শুভমান গিলের। ২০২০ সালে নিউজিল্যান্ড ক্রিকেটের বিরুদ্ধে আবার ভারতের টেস্ট স্কোয়াডে রাখা হয় তাঁকে।

ক্লাব ক্রিকেট:

২০১৮ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন তিনি। প্রথম দিকে তাকে ৬ অথবা ৭ নম্বরে নামানো হত। সেই পজিশনে গিল ভালোই খেলেন তিনি। কিন্তু তাঁর সেরাটা প্রকাশ্য তখনই আসে, যখন কেকেআর তাঁকে ওপেন করতে পাঠায়। ওপেনার হিসেবে কলকাতার জন্য ভালো পারফর্ম করেন গিল। ২০২২ সালে মেগা নিলামে গুজরাত টাইটান্স গিলকে ওপেনার হিসেবে দলে নেয়। 

রেকর্ড:

দেওধর ট্রফিতে দলের অধিনায়ক হিসেবে সর্বকনিষ্ঠ ক্রিকেটার।

২০১৮-১৯ রঞ্জি ট্রফিতে পঞ্জাবের হয়ে সর্বোচ্চ স্কোরার।

২০১৮ অনূর্ধ্ব-১৯-এ শীর্ষস্থানীয় রান-স্কোরার।

ওয়েস্ট ইন্ডিজ এ বনাম ফার্স্ট-ক্লাস ম্যাচে ভারতীয় দলের হয়ে ডাবল সেঞ্চুরি করেছেন এমন সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান।

পুরস্কার:

২০১৯ আইপিএল টুর্নামেন্টের এমারজিং প্লেয়ার।

২০১৮ অনূর্ধ্ব-১৯ ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

Shubman Gill punished: সেঞ্চুরির পরেই আইপিএলে শাস্তির কোপে শুভমন, চেন্নাইয়ের বিরুদ্ধে এই কাজের জন্য বিপাকে গিল

আইপিএলে এ বার শাস্তির কবলে গুজরাতের অধিনায়ক শুভমন গিল। সিএসকের বিরুদ্ধে ম্যাচে জয়ের পরেই দুঃসংবাদ এল গুজরাত শিবিরে। মন্থর ওভার রেটের জন্য শাস্তির কবলে পড়েছেন শুভমন গিল সহ গুজরাতের বাকি খেলোয়ারেরা।

চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ প্রায় নকআউট ছিল গুজরাতের। ধোনিদের ৩৫ রানে হারিয়ে আইপিএলের প্লেঅফের লড়াইয়ে এখনও টিকে রয়েছে গুজরাত। এর মধ্যেই শাস্তির খবর এল গুজরাত শিবিরে। মন্থর ওভার রেটের জন্য ২৪ লক্ষ টাকা জরিমানা হয়েছে শুভমন গিলের। ইমপ্যাক্ট প্লেয়ার সহ গিল ছাড়া বাকি ১১জনের জরিমানার পরিমাণ ৬ লক্ষ টাকা বা ম্যাচ ফির ২৫ শতাংশ (যেটার পরিমাণ সবচেয়ে কম হবে)।

আরও পড়ুন: সাসপেন্ড ঋষভ পন্থ! প্লেঅফের জন্য ‘বিরাট’ ম্যাচে শাস্তি পন্থের, কী করেছেন?

চেন্নাইয়ের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে গুজরাত। সাই সুদর্শন এবং শুভমন গিল সেঞ্চুরি করেছেন শুক্রবারের ম্যাচে। ২৩২ রান তাড়া করতে নেমে ১৯৬ রানের মধ্যে গুটিয়ে যায় চেন্নাইয়ের ইনিংস। মইন আলি এবং ডারেল মিচেলের লড়াইয়ের পরেও জিততে পারেনি চেন্নাই। চেন্নাইয়ের আইপিএলের প্লেঅফ এখনও নিশ্চিত হয়নি। অন্য দিকে চেন্নাই ম্যাচ জিতে এখনও প্লেঅফে টিকে রয়েছে গুজরাত। এ বার শাস্তি হল গুজরাতের খেলোয়ারদের। গুজরাতের আগামী দুই ম্যাচ কলকাতা এবং হায়দরাবাদের বিরুদ্ধে।

India T20 World Cup 2024 Squad Announced: ভারতের টি-২০ বিশ্বকাপ দলে জায়গা হল না ৫ মহাতারকার, আইপিএলের মাঝেই ভাঙল মন

সব জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। মঙ্গলবার বিকেলে ১৫ জনের ভারতীয় দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সব জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। মঙ্গলবার বিকেলে ১৫ জনের ভারতীয় দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড।
টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া (সহ-অধিনায়ক), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ। রিজার্ভ দল: শুভমন গিল, রিঙ্কু সিংহ, খলিল আহমেদ, আবেশ খান।
টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া (সহ-অধিনায়ক), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ। রিজার্ভ দল: শুভমন গিল, রিঙ্কু সিংহ, খলিল আহমেদ, আবেশ খান।
টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণার পরই মন ভাঙে একাধিক তারকা ক্রিকেটারের। যারা ভেবেছিলেন আমেরিকার বিমানে ওঠার জায়গা পাবেন। সেই তালিকায় রয়েছে ৫ জন তারকা ক্রিকেটার।
টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণার পরই মন ভাঙে একাধিক তারকা ক্রিকেটারের। যারা ভেবেছিলেন আমেরিকার বিমানে ওঠার জায়গা পাবেন। সেই তালিকায় রয়েছে ৫ জন তারকা ক্রিকেটার।
শুভমান গিল: গত একদিনের বিশ্বকাপে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শুভমান গিল। ওপেনিংয়ের দায়িত্ব সামলেছেন। কিন্তু তারপর থেকে ফর্ম পড়ে যায় গিলের। আইপিএলেও নিজের চেনা ছন্দে নেই গিল। ওপেনিং পজিশনে লড়াই খুব কঠিন থাকায় মূল দলে জায়গা হয়নি গিলের। রিজার্ভ দলে রয়েছেন তিনি। যদিও কোনও ক্রিকেটার চোট পায় বা অন্য কোনও কারণে বাদ যায় তখন দলে ঢুকতে পারবেন গিল।
শুভমান গিল: গত একদিনের বিশ্বকাপে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শুভমান গিল। ওপেনিংয়ের দায়িত্ব সামলেছেন। কিন্তু তারপর থেকে ফর্ম পড়ে যায় গিলের। আইপিএলেও নিজের চেনা ছন্দে নেই গিল। ওপেনিং পজিশনে লড়াই খুব কঠিন থাকায় মূল দলে জায়গা হয়নি গিলের। রিজার্ভ দলে রয়েছেন তিনি। যদিও কোনও ক্রিকেটার চোট পায় বা অন্য কোনও কারণে বাদ যায় তখন দলে ঢুকতে পারবেন গিল।
কেএল রাহুল: একদিনের বিশ্বকাপে ভারতের গুরুত্বপূ্ণ ব্যাটার ছিলেন কেএল রাহুল। ভারতীয় দলের ব্যাটিংয়ে দীর্ঘ দিনের স্তম্ভ। কিন্তু এবার আইপিএলে নিজের চেনা ফর্মে নেই। এছাড়া জাতীয় দলেও ফর্ম নিয়ে ওঠা-পড়া রয়েছে। ফলে টি-২০ বিশ্বকাপের দলে জায়গা হয়নি তাঁর।
কেএল রাহুল: একদিনের বিশ্বকাপে ভারতের গুরুত্বপূ্ণ ব্যাটার ছিলেন কেএল রাহুল। ভারতীয় দলের ব্যাটিংয়ে দীর্ঘ দিনের স্তম্ভ। কিন্তু এবার আইপিএলে নিজের চেনা ফর্মে নেই। এছাড়া জাতীয় দলেও ফর্ম নিয়ে ওঠা-পড়া রয়েছে। ফলে টি-২০ বিশ্বকাপের দলে জায়গা হয়নি তাঁর।
রিঙ্কু সিং: টি-২০ বিশ্বকাপের দল ঘোষণার আগে সকলে একপ্রকার ধরেই নিয়েছিলেন কেকেআর তারকা রিঙ্কু সিং অবশ্যই থাকবেন। বিগত বেশ কিছু সিরিজে ভারতীয় দলের নিয়মিত সদস্যও হয়ে উঠেছিলেন রিঙ্কু। কিন্তু এই আইপিএলে নিজেকে মেলে ধরার সেভাবে সুযোগ পাননি রিঙ্কু। এছাড়া একটি জায়গা নিয়ে একাধিক ব্যাটার লড়াইয়ে থাকায় শেষ পর্যন্ত রিঙ্কু সিংয়েরও জায়গা হয়েছে রিজার্ভ দলে।
রিঙ্কু সিং: টি-২০ বিশ্বকাপের দল ঘোষণার আগে সকলে একপ্রকার ধরেই নিয়েছিলেন কেকেআর তারকা রিঙ্কু সিং অবশ্যই থাকবেন। বিগত বেশ কিছু সিরিজে ভারতীয় দলের নিয়মিত সদস্যও হয়ে উঠেছিলেন রিঙ্কু। কিন্তু এই আইপিএলে নিজেকে মেলে ধরার সেভাবে সুযোগ পাননি রিঙ্কু। এছাড়া একটি জায়গা নিয়ে একাধিক ব্যাটার লড়াইয়ে থাকায় শেষ পর্যন্ত রিঙ্কু সিংয়েরও জায়গা হয়েছে রিজার্ভ দলে।
শ্রেয়স আইয়ার: গতবছর একদিনের বিশ্বকাপে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু তারপর বোর্ডের অবাধ্য হওয়ায় বাদ পড়েন কেন্দ্রীয় চুক্তি থেকেও। কেকেআরকে নেতৃত্ব দিলেও নিজের চেনা ফর্মে এখনও পাওয়া যায়নি শ্রেয়সকে। শেষ পর্যন্ত টি-২০ বিশ্বকাপের দলে জায়গা পেলেন না শ্রেয়স আইয়ার।
শ্রেয়স আইয়ার: গতবছর একদিনের বিশ্বকাপে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু তারপর বোর্ডের অবাধ্য হওয়ায় বাদ পড়েন কেন্দ্রীয় চুক্তি থেকেও। কেকেআরকে নেতৃত্ব দিলেও নিজের চেনা ফর্মে এখনও পাওয়া যায়নি শ্রেয়সকে। শেষ পর্যন্ত টি-২০ বিশ্বকাপের দলে জায়গা পেলেন না শ্রেয়স আইয়ার।
ঈশান কিশান: আরও একজন ভারতীয় তারকা যিনি বোর্ডের অবাধ্য না হলে হয়তো টি-২০ বিশ্বকাপের দলে জায়গা পেতেন। তিনি ঈষান কিশান। অবাধ্য হওয়ায় তিনি বর্তমানে কেন্দ্রীয় চুক্তির বাইরে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেললেও আমেরিকার বিমানে ওঠা হল না ঈশানের।
ঈশান কিশান: আরও একজন ভারতীয় তারকা যিনি বোর্ডের অবাধ্য না হলে হয়তো টি-২০ বিশ্বকাপের দলে জায়গা পেতেন। তিনি ঈষান কিশান। অবাধ্য হওয়ায় তিনি বর্তমানে কেন্দ্রীয় চুক্তির বাইরে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেললেও আমেরিকার বিমানে ওঠা হল না ঈশানের।
মায়াঙ্ক যাদব: এবার আইপিএলে আনক্যাপড ভারতীয় পেসারদের মধ্যে আবিষ্কার বলতে গেল মায়াঙ্ক যাদব। এলএসজির পেসার অনবরত বল করতে পারেন ১৫০ প্লাস গতিতে। যা সকলের নজর কেড়েছে। কিন্তু আইপিলের মাঝেই চোট পান তিনি। বর্তমানে চোট থেকে সেরে উঠে লখনউ দলে ফেরার জন্য তৈরি হচ্ছেন। প্রথমে অনেকেই ভেবেছি মহম্মদ শামির না থাকা, জসপ্রীত বুমরাহ ছাড়া অন্য পেসাররা তেমন ফর্মে না থাকায়, মায়াঙ্ক যাদবের ভাগ্য ফিরলেও ফিরতে পারে। তবে শেষ পর্যন্ত মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংয়ের ভরসার উপর আস্থা রেখেছে বিসিসিআই।
মায়াঙ্ক যাদব: এবার আইপিএলে আনক্যাপড ভারতীয় পেসারদের মধ্যে আবিষ্কার বলতে গেল মায়াঙ্ক যাদব। এলএসজির পেসার অনবরত বল করতে পারেন ১৫০ প্লাস গতিতে। যা সকলের নজর কেড়েছে। কিন্তু আইপিলের মাঝেই চোট পান তিনি। বর্তমানে চোট থেকে সেরে উঠে লখনউ দলে ফেরার জন্য তৈরি হচ্ছেন। প্রথমে অনেকেই ভেবেছি মহম্মদ শামির না থাকা, জসপ্রীত বুমরাহ ছাড়া অন্য পেসাররা তেমন ফর্মে না থাকায়, মায়াঙ্ক যাদবের ভাগ্য ফিরলেও ফিরতে পারে। তবে শেষ পর্যন্ত মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংয়ের ভরসার উপর আস্থা রেখেছে বিসিসিআই।

MI vs GT: পুরনো দলের বিরুদ্ধে লড়াই হার্দিকের, জবাব দিতে প্রস্তুত গিল, মুম্বই-গুজরাত ম্যাচ ঘিরে চড়ছে পারদ

রবিবার আইপিএল ২০২৪-এর প্রথম সুপার সানডে। আরও একটা ডাবল হেডার দেখতে পাবেন ক্রিকেট প্রেমিরা। দুপুর সাড়ে তিনটের ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টস। অপরদিকে রাতের ম্যাচে সাড়ে সাতটায় মাঠে নামবে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্স। দ্বিতীয় ম্যাচ ঘিরেই ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

রাতের ম্যাচে একদিকে যে ফ্র্যাঞ্চাই ক্রিকেট হার্দিক পান্ডিয়াকে তৈরি করেছে সেই মুম্বই ইন্ডিয়ান্স। ২ বছর পর নিজের প্রথম আইপিএল দলে অধিনায়ক হিসেবে ফিরেছেন হার্দিক। অপরদিকে, যে দলকে শেষ দুটি মপশুমে একবার চ্যাম্পিয়ন ও একবার রানার্স করেছেন হার্দিক পান্ডিয়া সেই গুজরাত টাইটান্স। একইসঙ্গে এই ম্যাচে অধিনায়ক হিসেবে আইপিএল অভিষেক হবে শুভমান গিলের। এছাড়া প্রথমবার হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে খেলবেন ৫ বার মুম্বইকে আইপিএল জেতানো রোহিত শর্মা। জল্পায় রয়েছে রোহিত-হার্দিক সম্পর্কও। ফলে এই ম্যাচের নানা সমীকরণের কারণই উন্মাদনা বাড়িয়ে দিয়েছে।

অধিনায়ক পরিবর্তন ছাড়া দুই দলে তেমন কোনও বড় পরিবর্তন হয়নি। শুধুমাত্র হার্দিককে দলে নেওয়ার জন্য ক্যামেরন গ্রিনকে ছেড়েছে মুম্বই। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, ঈশান কিশন, তিলক বর্মা, টিম ডেভিড, যশপ্রীত বুমরার মতো তারকারা রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স দলে। উল্টোদিকে শুভমন গিলের পাশাপাশি রয়েছেন ঋদ্ধিমান সাহা, সাই সুদর্শন, ডেভিড মিলার, বিজয় শঙ্কর, রাহুল তেওতিয়া, রশিদ খান, কেন উইলিয়ামসন, ম্যাথু ওয়েডরা রয়েছে গুজরাত টাইটানন্স দলে। ফলে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

আরও পড়ুনঃ KKR News: কেকেআরের প্রথম জয়ের ৫ নায়ক, যারা স্বপ্ন দেখাচ্ছে আইপিএল জয়ের

দুপুরের ম্যাচে কেএল রাহুল বনাম সঞ্জু স্যামসনের দ্বৈরথ। দুই দলের শক্তির বিচার করলে এগিয়ে রাখতে হবে রাজস্থানকেই। জস বাটলার, যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চহালদের মতো তারকারা রয়েছে রাজস্থান দলে। অপরদিকে লখনউ দলে রয়েছে কুইন্টন ডিকক, দেবদূত পাড়িক্কল, নিকোলাস পুরান, মার্কাস স্টয়নিস, ক্রুণাল পাণ্ডিয়া, রবি বিষ্ণোই, কাইল মেয়ার্সের তারকারা। জয় দিয়ে মরশুম শুরু করতে মরিয়া দুই দল।

পাহাড়ে ঘেরা সমুদ্র তীরে পরনে শুধু তোয়ালে! সঙ্গী কে? ভাইরাল শুভমান গিলের ছবি

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শেষ হতেই ছুটির মেজাজে ভারতীয় দল। আইপিএলে নামার আগে কিছুদিন ছুটি উপভোগ করছেন ক্রিকেটার। সেই তালিকায় বাদ নেই শুভমান গিলও।
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শেষ হতেই ছুটির মেজাজে ভারতীয় দল। আইপিএলে নামার আগে কিছুদিন ছুটি উপভোগ করছেন ক্রিকেটার। সেই তালিকায় বাদ নেই শুভমান গিলও।
ধরমশালায় পাহাড়ের কোলে সমুদ্রের তীপে ঘুরতে গিয়েছেন শুভমান গিল। পিছনে স্বচ্ছ নীল জল, সবুজে ঘেরা পাহাড়। আর সামনে সিক্স প্যাক অ্যাবস  দেখাচ্ছেন শুভমান গিল। (ছবি সৌ: শুভমান গিল ইনস্টাগ্রাম)
ধরমশালায় পাহাড়ের কোলে সমুদ্রের তীপে ঘুরতে গিয়েছেন শুভমান গিল। পিছনে স্বচ্ছ নীল জল, সবুজে ঘেরা পাহাড়। আর সামনে সিক্স প্যাক অ্যাবস দেখাচ্ছেন শুভমান গিল। (ছবি সৌ: শুভমান গিল ইনস্টাগ্রাম)
নিজের ইনস্টাগ্রাম থেকে দুটি ছবি শেয়ার করেছেন শুভমান গিল। সেখানে শুভমানের পরনে শুধু টাওয়াল, মাথায় হ্যাট, পিঠে ছোট্ট ব্যাগ।  ক্যাপশনে লিখেছেন, ‘Beachside reps, worldwide steps!’  (ছবি সৌ: শুভমান গিল ইনস্টাগ্রাম)
নিজের ইনস্টাগ্রাম থেকে দুটি ছবি শেয়ার করেছেন শুভমান গিল। সেখানে শুভমানের পরনে শুধু টাওয়াল, মাথায় হ্যাট, পিঠে ছোট্ট ব্যাগ। ক্যাপশনে লিখেছেন, ‘Beachside reps, worldwide steps!’ (ছবি সৌ: শুভমান গিল ইনস্টাগ্রাম)
গিলের এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গে ঝড় তুলেছে। লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গিয়েছেন। নারী মনে ঝড় তুলেছে গিলের এই ছবি। অনেকে আবার জানতে চেয়েছেন তিনিই একাই রয়েছেন, না সঙ্গে স্পেশাল কেউ রয়েছে।  (ছবি সৌ: শুভমান গিল ইনস্টাগ্রাম)
গিলের এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গে ঝড় তুলেছে। লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গিয়েছেন। নারী মনে ঝড় তুলেছে গিলের এই ছবি। অনেকে আবার জানতে চেয়েছেন তিনিই একাই রয়েছেন, না সঙ্গে স্পেশাল কেউ রয়েছে। (ছবি সৌ: শুভমান গিল ইনস্টাগ্রাম)
প্রসঙ্গত, ছুটি কাটিয়ে নিজের আইপিএল দল গুজরাত টাইটান্সে যোগ দেবেন শুভমান গিল। হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ায় এবার গুজরাতকে নেতৃত্ব দেবেন তিনি। নতুন ইনিংস শুরু করার জন্য মুখিয়ে রয়েছেন গিল।
প্রসঙ্গত, ছুটি কাটিয়ে নিজের আইপিএল দল গুজরাত টাইটান্সে যোগ দেবেন শুভমান গিল। হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ায় এবার গুজরাতকে নেতৃত্ব দেবেন তিনি। নতুন ইনিংস শুরু করার জন্য মুখিয়ে রয়েছেন গিল।

India vs England: ভেঙে গেল প্রায় ৬৮ বছরের পুরনো নজির, রেকর্ড বুকে রোহিত-যশস্বী-গিল

ধরমশালায় ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত। প্রথম ইনিংসে বোলিংয়ের পর ব্যাটিংয়েও দুরন্ত পারফরম্যান্স টিম ইন্ডিয়ার।
ধরমশালায় ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত। প্রথম ইনিংসে বোলিংয়ের পর ব্যাটিংয়েও দুরন্ত পারফরম্যান্স টিম ইন্ডিয়ার।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৭৩ রানে উইকেট। শতরান করেছেন রোহিত শর্মা ও শুভমান গিল। অর্ধশতরা করেছে যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান ও দেবদূত পাড়িক্কল।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৭৩ রানে উইকেট। শতরান করেছেন রোহিত শর্মা ও শুভমান গিল। অর্ধশতরা করেছে যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান ও দেবদূত পাড়িক্কল।
ম্যাচের প্রথম দিন অর্ধশতরান করেছিলেন যশস্বী জয়সওয়াল। আর দ্বিতীয় দিনে রোহিত শর্মা ও শুভমান গিল সেঞ্চুরি করার পর হল অনন্য রেকর্ড। ভেঙে গেল প্রায় সাত দশক আগের নজির।
ম্যাচের প্রথম দিন অর্ধশতরান করেছিলেন যশস্বী জয়সওয়াল। আর দ্বিতীয় দিনে রোহিত শর্মা ও শুভমান গিল সেঞ্চুরি করার পর হল অনন্য রেকর্ড। ভেঙে গেল প্রায় সাত দশক আগের নজির।
ভারতীয় ব্যাটিং লাইনের টপ অর্ডারে যশস্বী জসওয়াল, রোহিত শর্মা ও শুভমন গিল নাম লেখালেন ইতিহাসের পাতায়। ১৯৫৫-৫৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতে টপ অর্ডারের তিন ব্যাটার গোটা সিরিজে ৩০০-র বেশি রান করেছিলেন।
ভারতীয় ব্যাটিং লাইনের টপ অর্ডারে যশস্বী জসওয়াল, রোহিত শর্মা ও শুভমন গিল নাম লেখালেন ইতিহাসের পাতায়। ১৯৫৫-৫৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতে টপ অর্ডারের তিন ব্যাটার গোটা সিরিজে ৩০০-র বেশি রান করেছিলেন।
এবার সেই স্কোরকে টপকে গেলেন রোহিত-যশস্বী-গিলরা। ভারত বনাম ইংল্যান্ডের এই টেস্ট সিরিজে ভারতের টপ অর্ডারের তিন ব্যাটার এখনও পর্যন্ত চারশোর বেশি রান করে ফেলেছেন।
এবার সেই স্কোরকে টপকে গেলেন রোহিত-যশস্বী-গিলরা। ভারত বনাম ইংল্যান্ডের এই টেস্ট সিরিজে ভারতের টপ অর্ডারের তিন ব্যাটার এখনও পর্যন্ত চারশোর বেশি রান করে ফেলেছেন।

India vs England: রোহিত শর্মা-শুভমান গিলের সেঞ্চুরি, ধরমশালায় কোণঠাসা ইংল্যান্ড

প্রথম দিনে যে ধরমশালার উইকেটে কুলদীপ-অশ্বিনদের ভেলকির সামনে নাকানি-চোবানি খেয়েছিল ইংল্যান্ড ব্যাটাররা। সেই পিচেই ইংরেজ বোলারদের দ্বিতীয় দিনের প্রথম সেশনে শাসন করলে রোহিত শর্মা ও শুভমান গিল।   (Photo Courtesy- AP)
প্রথম দিনে যে ধরমশালার উইকেটে কুলদীপ-অশ্বিনদের ভেলকির সামনে নাকানি-চোবানি খেয়েছিল ইংল্যান্ড ব্যাটাররা। সেই পিচেই ইংরেজ বোলারদের দ্বিতীয় দিনের প্রথম সেশনে শাসন করলে রোহিত শর্মা ও শুভমান গিল। (Photo Courtesy- AP)
প্রথম দিনে ২১৮ রানের ইংল্যান্ডের জবাবে ভারত দিন শেষ করেছিল ১৩৫ রানে ১ উইকেট। অর্ধশতরান করেছিলেন যশস্বী জয়সওয়াল ও রোহিতশর্মা। দিনের শেষে ক্রিজে ছিলেন রোহিত শর্মা ও শুভমান গিল।    (Photo Courtesy- AP)
প্রথম দিনে ২১৮ রানের ইংল্যান্ডের জবাবে ভারত দিন শেষ করেছিল ১৩৫ রানে ১ উইকেট। অর্ধশতরান করেছিলেন যশস্বী জয়সওয়াল ও রোহিতশর্মা। দিনের শেষে ক্রিজে ছিলেন রোহিত শর্মা ও শুভমান গিল। (Photo Courtesy- AP)
দ্বিতীয় দিনের শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন রোহিত ও শুভমান। ঠান্ডা মাথায় দলের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি বেশ কিছু চোখ ধাঁধানো শটও খেলেন তারা।    (Photo Courtesy- AP)
দ্বিতীয় দিনের শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন রোহিত ও শুভমান। ঠান্ডা মাথায় দলের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি বেশ কিছু চোখ ধাঁধানো শটও খেলেন তারা। (Photo Courtesy- AP)
লাঞ্চের আগেই শতরান করে ফেলেন রোহিত শর্মা ও শুভমান গিল। নিজের কেরিয়ারের ১২তম শতরান করেন ভারত অধিানায়ক। তার ঠিক ২ বল পরেই নিজের শতরান পূরণ করেন শুভমান গিল।      (Photo Courtesy- AP)
লাঞ্চের আগেই শতরান করে ফেলেন রোহিত শর্মা ও শুভমান গিল। নিজের কেরিয়ারের ১২তম শতরান করেন ভারত অধিানায়ক। তার ঠিক ২ বল পরেই নিজের শতরান পূরণ করেন শুভমান গিল। (Photo Courtesy- AP)
লাঞ্চের আগে পর্যন্ত রোহিত এবং শুভমন মিলে ইতিমধ্যেই ১৬০ রানের পার্টনারশিপ গড়েফেলেন রোহিত শর্মা ও শুভমানগিল। লাঞ্চ পর্যন্ত ভারতের স্কোর ছিস ২৬৪ রানে ১ ১ উইকেট। ১০২ রানে রোহিত ও ১০১ রানে গিল অপরাজিত ছিলেন।    (Photo Courtesy- AP)
লাঞ্চের আগে পর্যন্ত রোহিত এবং শুভমন মিলে ইতিমধ্যেই ১৬০ রানের পার্টনারশিপ গড়েফেলেন রোহিত শর্মা ও শুভমানগিল। লাঞ্চ পর্যন্ত ভারতের স্কোর ছিস ২৬৪ রানে ১ ১ উইকেট। ১০২ রানে রোহিত ও ১০১ রানে গিল অপরাজিত ছিলেন। (Photo Courtesy- AP)
লাঞ্চের পর অবশ্য বেশি সময় ক্রিজে থাকতে পারেননি দুই ব্যাটার। ১০৩ রান করে বেন স্টোকসের বলে আউট হন রোহিত শর্মা। ১১০ রান করে শুভমান গিল আউট হন জিমি অ্যান্ডারসনের বলে।     (Photo Courtesy- AP)
লাঞ্চের পর অবশ্য বেশি সময় ক্রিজে থাকতে পারেননি দুই ব্যাটার। ১০৩ রান করে বেন স্টোকসের বলে আউট হন রোহিত শর্মা। ১১০ রান করে শুভমান গিল আউট হন জিমি অ্যান্ডারসনের বলে। (Photo Courtesy- AP)

Sara Tendulkar: শৃঙ্গার রসে মজে সারা, শাড়ি-গয়না লাস্যময়ীকে দেখেই কি শুভমানের শতরান! তোলপাড় নেট, রইল ফটো

Sara Tendulkar: সারা তেন্ডুলকার বললেই সকলের মনে হয় সৌন্দর্য্যের দেবী নিজে ক্যামেরার সামনে ধরা দিলেন৷ তবে এবার যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় এসেছে তাতে তোলপাড় নেট দুনিয়া৷ সবাই খুঁজছেন শুভমানকে৷  পিঙ্ক শাড়িতে ঝলমল করছেন   শুভমান গিলের সঙ্গে সম্ভাব্য বান্ধবী৷  সারা তেন্ডুলকরের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার লক্ষ, লক্ষ৷ এমনকি বলিউডের অনেক হিরোইনেরও যত বেশি ফলোয়ার নেই, তার চেয়েও ফলোয়ার রয়েছে সারার৷
Sara Tendulkar: সারা তেন্ডুলকার বললেই সকলের মনে হয় সৌন্দর্য্যের দেবী নিজে ক্যামেরার সামনে ধরা দিলেন৷ তবে এবার যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় এসেছে তাতে তোলপাড় নেট দুনিয়া৷ সবাই খুঁজছেন শুভমানকে৷  পিঙ্ক শাড়িতে ঝলমল করছেন   শুভমান গিলের সঙ্গে সম্ভাব্য বান্ধবী৷  সারা তেন্ডুলকরের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার লক্ষ, লক্ষ৷ এমনকি বলিউডের অনেক হিরোইনেরও যত বেশি ফলোয়ার নেই, তার চেয়েও ফলোয়ার রয়েছে সারার৷
সচিন তেন্ডুলকরের মেয়ে সারা, শুভমানের সঙ্গে প্রেমে রয়েছেন এমনই জল্পনা নানা মহলে৷  তাঁর ফ্যাশন সেন্স  নিয়ে সব সময়ে কথা হয়৷ কারণ অত্যন্ত এলিগেন্ট তাঁর সাজ পোশাক৷ মাখন সাদা ত্বকের সারা নিজের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেল দিয়ে এই ভিডিও দেওয়ার পরেই লক্ষ লক্ষ ভিউ আসছে৷
সচিন তেন্ডুলকরের মেয়ে সারা, শুভমানের সঙ্গে প্রেমে রয়েছেন এমনই জল্পনা নানা মহলে৷  তাঁর ফ্যাশন সেন্স  নিয়ে সব সময়ে কথা হয়৷ কারণ অত্যন্ত এলিগেন্ট তাঁর সাজ পোশাক৷ মাখন সাদা ত্বকের সারা নিজের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেল দিয়ে এই ভিডিও দেওয়ার পরেই লক্ষ লক্ষ ভিউ আসছে৷
বলিউডের কোনো ছবিতে কাজ করেননি, তবুও সারার জনপ্রিয়তা অন্য কোনো অভিনেত্রীর চেয়ে কম নয়। ইনস্টাগ্রামে শাড়িতে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।
বলিউডের কোনো ছবিতে কাজ করেননি, তবুও সারার জনপ্রিয়তা অন্য কোনো অভিনেত্রীর চেয়ে কম নয়। ইনস্টাগ্রামে শাড়িতে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।
মাস্টার ব্লাস্টার ক্রিকেটার সচিন তেন্ডুলকরের মেয়ে সবসময়ই খবরে থাকেন। বলিউড অভিনেত্রী না হলেও তার সৌন্দর্যে মুগ্ধ  ফ্যানরা৷ 
মাস্টার ব্লাস্টার ক্রিকেটার সচিন তেন্ডুলকরের মেয়ে সবসময়ই খবরে থাকেন। বলিউড অভিনেত্রী না হলেও তার সৌন্দর্যে মুগ্ধ  ফ্যানরা৷
সারা তেন্ডুলকর একটি গোলাপি শাড়ি পরে ফটোশ্যুট করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তাঁর শাড়ি পরার নানা ফটো ফ্যানরা স্টিল করে মনের মণিকোঠায় রেখে দিচ্ছেন৷ সারা একটি গোলাপী শাড়িতে উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছে।
সারা তেন্ডুলকর একটি গোলাপি শাড়ি পরে ফটোশ্যুট করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তাঁর শাড়ি পরার নানা ফটো ফ্যানরা স্টিল করে মনের মণিকোঠায় রেখে দিচ্ছেন৷ সারা একটি গোলাপী শাড়িতে উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছে।
সোশ্যাল মিডিয়ায় সারার প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে। সারা প্রায়ই ছবি এবং ভিডিও শেয়ার করেন। এখন যে ভক্তরা শাড়িতে সারার ভিডিও দেখেছেন তারাও উচ্ছ্বসিত।
সোশ্যাল মিডিয়ায় সারার প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে। সারা প্রায়ই ছবি এবং ভিডিও শেয়ার করেন। এখন যে ভক্তরা শাড়িতে সারার ভিডিও দেখেছেন তারাও উচ্ছ্বসিত।
সারা, ক্রিকেটার শুভমান গিলকে ডেট করছেন এমন খবরও ভাইরাল হচ্ছে। সারা-শুভমানকে বিভিন্ন জায়গায়   প্রায়ই একসঙ্গে দেখা যায় বলেও খবর থাকে৷
সারা, ক্রিকেটার শুভমান গিলকে ডেট করছেন এমন খবরও ভাইরাল হচ্ছে। সারা-শুভমানকে বিভিন্ন জায়গায়   প্রায়ই একসঙ্গে দেখা যায় বলেও খবর থাকে৷
সারার এই সৌন্দর্য্যে ভরা ছবি লাইক ও কমেন্ট ভরে গেছে৷ তবে নেটিজেনদের একটা অংশের মত সারা তো শাড়ি পরে ফটোশ্যুট করছেন তাহলে শুভমান কী করছেন! কেউ কেউ কমেন্ট করেছেন  'বলিউড অভিনেত্রীদের চেয়েও সুন্দর', কেউ কমেন্ট করছেন  'ন্যাশানাল ক্রাশ'৷
সারার এই সৌন্দর্য্যে ভরা ছবি লাইক ও কমেন্ট ভরে গেছে৷ তবে নেটিজেনদের একটা অংশের মত সারা তো শাড়ি পরে ফটোশ্যুট করছেন তাহলে শুভমান কী করছেন! কেউ কেউ কমেন্ট করেছেন  ‘বলিউড অভিনেত্রীদের চেয়েও সুন্দর’, কেউ কমেন্ট করছেন  ‘ন্যাশানাল ক্রাশ’৷
কেউ কেউ মন্তব্য করেছেন  সারাকে এরকম অপূর্বভাবে শাড়ি পরতে দেখেই শুভমান গিল সেঞ্চুরি করেছেন। এবং একদম সঠিক কাজ করেছেন শুভমান৷
কেউ কেউ মন্তব্য করেছেন  সারাকে এরকম অপূর্বভাবে শাড়ি পরতে দেখেই শুভমান গিল সেঞ্চুরি করেছেন। এবং একদম সঠিক কাজ করেছেন শুভমান৷
সারা তেন্ডুলকর তাঁর মায়ের পথেই  গেছেন। সচিনের পথ মেনে ছেলে অর্জুন তেন্ডুলকর ক্রিকেট খেলেছেন, আর সারা তেন্ডুলকর  বিদেশে গিয়েই পড়াশুনা করছে। সারা তাঁর পিতা-মাতাকে দারুণ গর্বিত করেছেন৷ তিনি বিজ্ঞান নিয়ে পড়াশুনো করেছেন৷
সারা তেন্ডুলকর তাঁর মায়ের পথেই  গেছেন। সচিনের পথ মেনে ছেলে অর্জুন তেন্ডুলকর ক্রিকেট খেলেছেন, আর সারা তেন্ডুলকর  বিদেশে গিয়েই পড়াশুনা করছে। সারা তাঁর পিতা-মাতাকে দারুণ গর্বিত করেছেন৷ তিনি বিজ্ঞান নিয়ে পড়াশুনো করেছেন৷
তিনি সিনেমা জগতে এখনও পা রাখেননি। তিনি খেলার দুনিয়াতেও নেই৷  সারাকে ঘিরে সবসময়েই সোশ্যাল মিডিয়ায় নজর থাকে৷  সারার জনপ্রিয়তা আকাশ ছোঁওয়া। তিনি  ক্যালিফোর্নিয়ায় পোস্ট গ্র্যাজুয়েশন করছেন।
তিনি সিনেমা জগতে এখনও পা রাখেননি। তিনি খেলার দুনিয়াতেও নেই৷  সারাকে ঘিরে সবসময়েই সোশ্যাল মিডিয়ায় নজর থাকে৷  সারার জনপ্রিয়তা আকাশ ছোঁওয়া। তিনি  ক্যালিফোর্নিয়ায় পোস্ট গ্র্যাজুয়েশন করছেন।
সচিনের স্ত্রী অঞ্জলি পেশায় একজন চিকিৎসক। একজন ভাল শিশু বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। তিনি ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন৷
সচিনের স্ত্রী অঞ্জলি পেশায় একজন চিকিৎসক। একজন ভাল শিশু বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। তিনি ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন৷

IND vs ENG: যশস্বী-গিল-সরফরাজের ব্যাট শাসন করল ব্রিটিশদের, ‘বাজবল’ অহংকার চূর্ণ হওয়া সময়ের অপেক্ষা

রাজকোট: যশস্বী জয়সওয়ালের ডাবল সেঞ্চুরি এবং শুভমান গিল ও সরফরাজ খানের দুরন্ত ব্যাটিং। তিন তরুণ তারকার ব্যাটে ভর করে রাজকোটে তৃতীয় টেস্টে ৫৫৭ রানের পাহাড় প্রমাণ রানের টার্গেট দিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংস ভারতের হয়ে সর্বোচ্চ অপরাজিত ২১৪ রানের ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল। এছাড়া শুভমান গিল ৯১ ও সরফরাজ খান ৬৮ রানের ইনিংস খেলেন।

রবিবার ২ উইকেটে ১৯৬ রান নিয়ে খেলা শুরু করে ভারতীয় দল। সেখান থেকে দলকে আরও কিছুটা টানেন শুভমান গিল ও কুলদীপ যাদব। জুটিতে ৫৫ রান যোগ করেন তারা। একটা সময় যখন মনে হচ্ছিল শুভমান গিলের শতরান শুধু সময়ের অপেক্ষা। তখনই কুলদীপ যাদবের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হন গিল। দলের ২৪৬ রানের মাথায় আউট হন শুভমান গিল। ৯১ রান করে তিনি।

গিল আউট হওয়ার পর মাঠে নামেন যশস্বী জয়সওয়াল। তৃতীয় দিনে শতরানের পর পিঠের যন্ত্রণার কারণে মাঠ ছেড়েছিলেন যশস্বী। চতুর্থ দিনে ক্রিজে নেমে ফের একই ছন্দে ব্যাটিং শুরু করেন তিনি। যদিও কুলদীপ বেশি সময় সঙ্গ দিতে পারেননি যশস্বীকে। ২৫৮ রানে চতুর্থ উইকেট পড়ে ভারতের। ২৭ রান করে আউট হন তৃতীয় দিনে ভারতের নাইট ওয়াচ ম্যান কুলদীপ।

এরপর ভারতীয় দল যতক্ষণ ব্যাটিং করেছেন শাসন করেছে ইংরেজ বোলারদের। প্রথম ইনিংসর ছন্দ ধরে রেখে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন সরফরাজ খান। অপরদিকে চালিয়ে খেলেন যশস্বীও। বিশাখাপত্তনমের পর রাজকোটেও ডাবল সেঞ্চুরি করেন যশস্বী। অর্ধশতরান করেন সরফরাজ। শে। ১৭২ রান জুটিতে যোগ করেন শুভমান গিল ও সরফরাজ খান।

আরও পড়ুনঃ Yashasvi Jaiswal: মাত্র ২২ বছরে পরপর টেস্টে ডাবল সেঞ্চুরি, ইতিহাসের পাতায় যশস্বী জয়সওয়াল

দুই তরুণ ভারতীয় ব্যাটারের সামনে অসহায় আত্মসমর্পণ করে ইংল্যান্ডের বোলাররা। শেষ পর্যন্ত ৪ উইকেটে ৪৩০ রানে ডিক্লেয়ার করে টিম ইন্ডিয়া। ২৩৬ বলে ২১৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন যশস্বী জয়সওয়াল। ১৪টি চার ও ১২টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। সরফরাজ খান করেন ৭২ বলে ৬৮ রান। ৬টি চার ও ৩টি ছয় মারেন সরফরাজ।

India vs England: শতরান করে চতুর্থ দিনে মাঠেই নামলেন না গিল, ম্যাচ জিতলেও চিন্তা বাড়ল রোহিতের! জানুন বিস্তারিত

বিশাখাপত্তনম: বিশাখাপত্তনমে ১০৬ রানে ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ভারতীয় দল। ৫ ম্যাচের সিরিজের বর্তমান ফল ১-১। ম্যাচ জিতলেও একটি বিষয় কিন্তু চিন্তা একটু হলেও বাড়াবে রোহিত শর্মার। কারণ এমনিতেই চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজা। চোটের কারণে বাইরে রয়েছেন মহম্মদ শামিও। এবার চোটের কবলে শুভমা গিল।

দ্বিতীয় টেস্টে শতরান করে ফর্মে ফিরেছেন কেএল রাহুল। দ্বিতীয় ইনিংসে দলের বিপদের সময়ে অনবদ্য ইনিংস খেলেন তিনি। কিন্তু চতুর্থ দিন সকাল থেকে মাঠে ফিল্ডিং করতে নামেননি শুভমান গিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে কোথায় গিল? বিসিসিআই অবশ্য বিবৃতি দিয়ে জানায় কেন মাঠে নেই গিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়’দ্বিতীয় দিন ফিল্ডিং করার সময় ডান হাতের তর্জনীতে চোট লেগেছিল গিলের। সেই কারণেই চতুর্থ দিন ফিল্ডিং করেননি গিল।’

আরও পড়ুনঃ Sourav Ganguly: মাকে নিয়ে আবেগঘন পোস্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের, যা মন ছুঁয়ে গেল সকলের

বিসিসিআইয়ের তরফ থেকে এই আপডেট দেওয়ার পরই বিষয়টি পরিষ্কার হয়। জানা যায় দ্বিতীয় ইনিংসে যে লড়াকু শতরান করেছেন শুভমান গিল তা চোট নিয়ে। আঙুলে চোট নিয়েও এমন ইনিংস খেলায় তাঁকে কুর্নিশ জানিয়েছেন ফ্যানেরা। তবে চোট খুব একটা গুরুতর নয়। গিলকে নিয়ে কোনও রকম ঝুঁকি না নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই চতুর্থ দিন তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।

India vs England: গিলের শতরানে দ্বিতীয় টেস্টে ভাল জায়গায় ভারত, চা বিরতি পর্যন্ত লিড ৩৭০ রানের

বিশাখাপত্তনম: শুভমান গিলের শতরানে ভর করে বিশাখাপত্তনম টেস্টে ভাল জায়গায় ভারতীয় দল। তৃতীয় দিনের সকালের শুরুটা ভারতের জন্য ভাল হয়নি। পরপর উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। কিন্তু সেখান থেকে দলকে সুবিধাজনক জায়গায় নিয়ে যান শুভমান গিল। রানের খরা কাটিয়ে অনবদ্য শতরান করেন তিনি। চা বিরতি পর্যন্ত ভারতের স্কোর ২২৭ রানে ৬ উইকেট।

দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল বিনা উইকেট ২৭। তৃতীয় দিনের সকালে পরপর সাজঘরে ফেরেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। এরপর ইনিসের রাশ কিছুটা ধরেন শুভমান গিল ও শ্রেয়স আইয়ার। ঠান্ডা মাথায় ব্যাটিং করে অর্ধশতরানের পার্টনারশিপও করেন দুজন। বেশ কিছু চোখ ধাঁধানো শট খেলেন গিল। নিজের ব্যক্তিগত অর্ধশতরান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিন। ১১১ রান তৃতীয় উইকেটে পতন। ২৯ রান করে আউট হন শ্রেয়স। চতুর্থ উইকেটের পতনও দ্রুত হয়। দলের ১২২ রানে ব্যক্তিগত ৯ রান করে আউট হন রজত পাতিদার। লাঞ্চ পর্যন্ত ভারতের স্কোর ছিল ১৩০ রানে ৪ উইকেট।

লাঞ্চের পর শুভমান গিলের সঙ্গে দলেক ইনিংসের রাশ ধরেন অক্ষর প্যাটেল। ঠান্ডা মাথায় ব্যাটিং করেন তারা। অর্ধশতরানের পার্টনারশিপ করেন তারা। নিজের শতরানও পূরণ করেন গিল। টেস্ট ক্রিকেটে এটি গিলের তৃতীয় শতরান. অক্ষর ও গিল জুটি ৮৯ রান যোগ করেন। তাদের ব্যাটেই দুশো পার করে ভারত। দলের ২১১ রানে পঞ্চম উইকেট পড়ে। ১০৪ রান করে আউট হন গিল। ১১টি চার ও ২টি ছয়ে সাজানো তাঁর ইনিংস।

আরও পড়ুনঃ Sania Mirza: শোয়েবের পর কাকে নিয়ে বাঁচতে চান সানিয়া মির্জা! ভাইরাল হল ছবি

গিল ফিরতেই বেশি সময় উইেটে কাটাতে পারেননি অক্ষর প্যাটেলও। ২২০ রানে ষষ্ঠ উইকেট পড়ে। ৪৫ রান করে আউট হন অক্ষর। চা বিরতি পর্যন্ত ভারতের স্কোর ২২৭ রানে ৬ উইকেট। ৬ রান করে এসকে ভরত ও ১ রান করে রবিচন্দ্রন অশ্বিন ক্রিজে রয়েছেন। দ্বিতীয় ইনিংসে চা বিরতি পর্যন্ত ভারতীয় দলে লিড ৩৭০ রানের।