আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ১ -র খেলা জমে দই৷ টি টোয়েন্টি বিশ্বকাপের  ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে বড় আপসেট দেখা গেল রবিবার সকালে৷ নিজেদের ক্রিকেট ইতিহাসে নতুন পাতা যোগ করল আফগানিস্তান৷ প্রথমবার অস্ট্রেলিয়াকে হারাল তারা৷ Photo- AP

ICC T20 World Cup 2024: ইতিহাস আফগানিস্তানের, অজি দম্ভ মাটিতে পুঁতে দিয়ে সুপার ৮-র লড়াইতে চাঞ্চল্যকর মোড় দিল গুরবাজ-গুলাবদিনরা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ১ -র খেলা জমে দই৷ টি টোয়েন্টি বিশ্বকাপের  ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে বড় আপসেট দেখা গেল রবিবার সকালে৷ নিজেদের ক্রিকেট ইতিহাসে নতুন পাতা যোগ করল আফগানিস্তান৷ প্রথমবার অস্ট্রেলিয়াকে হারাল তারা৷ Photo- AP
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ১ -র খেলা জমে দই৷ টি টোয়েন্টি বিশ্বকাপের  ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে বড় আপসেট দেখা গেল রবিবার সকালে৷ নিজেদের ক্রিকেট ইতিহাসে নতুন পাতা যোগ করল আফগানিস্তান৷ প্রথমবার অস্ট্রেলিয়াকে হারাল তারা৷ Photo- AP
টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ১ -র ম্যাচে তারা অস্ট্রেলিয়াকে হারাল ২১ রানে৷ ফলে এই মুহূর্তে পয়েন্ট টেবলের তিনে উঠে এল আফগানিস্তান৷ তারা ৩ ম্যাচের একটিতে জিতে ২ পয়েন্ট পেল৷ Photo- AP
টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ১ -র ম্যাচে তারা অস্ট্রেলিয়াকে হারাল ২১ রানে৷ ফলে এই মুহূর্তে পয়েন্ট টেবলের তিনে উঠে এল আফগানিস্তান৷ তারা ৩ ম্যাচের একটিতে জিতে ২ পয়েন্ট পেল৷ Photo- AP
খুব উত্তেজনাপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেল আফগানিস্তান দল। প্রথমে ব্যাট করে রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের অর্ধশতকের সাহায্যে দল ৬ উইকেটে ১৪৮ রান করে। পিচ বাউন্সি হলেও দুই আফগান ওপেনার অত্যন্ত বুদ্ধিদীপ্ত ব্যাটিং করেন৷ Photo- AP
খুব উত্তেজনাপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেল আফগানিস্তান দল। প্রথমে ব্যাট করে রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের অর্ধশতকের সাহায্যে দল ৬ উইকেটে ১৪৮ রান করে। পিচ বাউন্সি হলেও দুই আফগান ওপেনার অত্যন্ত বুদ্ধিদীপ্ত ব্যাটিং করেন৷ Photo- AP
গুরবাজ ৪৯ বলে ৬০ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ৪ টি চার ও ৪ টি ছয় দিয়ে৷ অন্যদিকে জাদরান ৫১ রান করেন তাঁর ইনিংস সাজানো ৬ টি চার দিয়ে৷ বাকি ব্যাটসম্যানরা অবশ্য সেভাবে ব্যাট হাতে অবদান রাখতে পারেননি৷ Photo- AP
গুরবাজ ৪৯ বলে ৬০ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ৪ টি চার ও ৪ টি ছয় দিয়ে৷ অন্যদিকে জাদরান ৫১ রান করেন তাঁর ইনিংস সাজানো ৬ টি চার দিয়ে৷ বাকি ব্যাটসম্যানরা অবশ্য সেভাবে ব্যাট হাতে অবদান রাখতে পারেননি৷ Photo- AP
জয়ের জন্য প্রয়োজন মাত্র ১৪৯ রান, এই অবস্থায় ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান দল ১২৭ রানে অলআউট হয়ে যায়৷ আফগান বোলিংয়ের সামনে  বিপর্যস্ত হয়ে পড়ে তারা৷ Photo- AP
জয়ের জন্য প্রয়োজন মাত্র ১৪৯ রান, এই অবস্থায় ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান দল ১২৭ রানে অলআউট হয়ে যায়৷ আফগান বোলিংয়ের সামনে  বিপর্যস্ত হয়ে পড়ে তারা৷ Photo- AP
আফগানিস্তানের ফাস্ট বোলার নাভিন উল হক অস্ট্রেলিয়াকে প্রাথমিক ধাক্কা দেন এবং দুই দলের জন্যে ম্যাচটি ওপেন করে দেন। Photo- AP
আফগানিস্তানের ফাস্ট বোলার নাভিন উল হক অস্ট্রেলিয়াকে প্রাথমিক ধাক্কা দেন এবং দুই দলের জন্যে ম্যাচটি ওপেন করে দেন। Photo- AP
অধিনায়ক রশিদ খান গুলবাদিন নায়েবের হাতে বোলিং তুলে দিলে সবকিছু বদলে যায়। একের পর এক চার উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার আশা ভঙ্গ করেন এই অভিজ্ঞ খেলোয়াড়। Photo- AP
অধিনায়ক রশিদ খান গুলবাদিন নায়েবের হাতে বোলিং তুলে দিলে সবকিছু বদলে যায়। একের পর এক চার উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার আশা ভঙ্গ করেন এই অভিজ্ঞ খেলোয়াড়। Photo- AP
৪ ওভারে ২০ রান দিয়ে ৪টি বড় উইকেট নেন তিনি। গুলবাদিন টপ ফর্মে থাকা মার্কাস স্টোয়ানিস এবং হাফ সেঞ্চুরি করা গ্লেন ম্যাক্সওয়েলের বাড়ি ফেরত পাঠান৷  টিম ডেভিড এবং তারপর প্যাট কামিন্সকে প্যাভিলিয়নের রাস্তা তিনিই দেখান৷ Photo- AP
৪ ওভারে ২০ রান দিয়ে ৪টি বড় উইকেট নেন তিনি। গুলবাদিন টপ ফর্মে থাকা মার্কাস স্টোয়ানিস এবং হাফ সেঞ্চুরি করা গ্লেন ম্যাক্সওয়েলের বাড়ি ফেরত পাঠান৷  টিম ডেভিড এবং তারপর প্যাট কামিন্সকে প্যাভিলিয়নের রাস্তা তিনিই দেখান৷ Photo- AP
আফগানিস্তান দল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় বিপর্যয় ঘটিয়ে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে নতজানু হতে বাধ্য করেছে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের সেঞ্চুরি জুটি তাদের শক্ত সূচনা দিয়েছিলেন৷ Photo- AP
আফগানিস্তান দল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় বিপর্যয় ঘটিয়ে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে নতজানু হতে বাধ্য করেছে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের সেঞ্চুরি জুটি তাদের শক্ত সূচনা দিয়েছিলেন৷ Photo- AP
এদিকে আফগানিস্তানের ২ পয়েন্টের সুবাদে গ্রুপ ১ -এ ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ এবং আফগানিস্তান বনাম বাংলাদেশ ম্যাচও দারুণ গুরুত্বপূর্ণ হয়ে গেল৷  ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ যে দল ম্যাচটি জিতবে তারা পৌঁছে যাবে সরাসরি সেমিফাইনালে৷  Photo- AP
এদিকে আফগানিস্তানের ২ পয়েন্টের সুবাদে গ্রুপ ১ -এ ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ এবং আফগানিস্তান বনাম বাংলাদেশ ম্যাচও দারুণ গুরুত্বপূর্ণ হয়ে গেল৷  ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ যে দল ম্যাচটি জিতবে তারা পৌঁছে যাবে সরাসরি সেমিফাইনালে৷  Photo- AP
অন্যদিকে বাংলাদেশকে যদি আফগানিস্তান হারায় তাহলে আফগানিস্তানের সামনে সোনার সুযোগ হবে সেমিফাইনালে পৌঁছে যাওয়ার কিন্তু জয়ের পরে রানরেটও ভাল থাকতে হবে৷  Photo- AP
অন্যদিকে বাংলাদেশকে যদি আফগানিস্তান হারায় তাহলে আফগানিস্তানের সামনে সোনার সুযোগ হবে সেমিফাইনালে পৌঁছে যাওয়ার কিন্তু জয়ের পরে রানরেটও ভাল থাকতে হবে৷  Photo- AP